ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্টস্‌-১ (বিষয় কোডঃ২৬৭৫২) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্টস্‌-১ (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৭৫২
এই সাজেশন প্রকাশের তারিখঃ 
প্রথম অধ্যায়ঃ পরিমাপের ধারণা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বৈদুতিক পরিমাপ্ন যন্ত্র বলতে কী বুঝায়?
২। প্যারালাক্স এরর বলতে কী বুঝায়?
৩।সেনসিভিটি বলতে কী বুঝায়?
৪।লোডিং ইফেক্ট কাকে বলে?
৫। অ্যাকুরেসি বলতে কী বুঝায়?
৬। প্রিসিশন বলতে কী বুঝায়?
৭। ভ্রম বা এরর কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। ভোল্টমিটারের লোডিং ইফেক্ট কী?
৯। অ্যামিটারের রেজিস্টযান্স কম এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্স বেশি রাখা হয় কেন ?
১০।অ্যাকুরেসি ও প্রিসিশন -এর মধ্যে পার্থক্য লেখ।
১১। পরিমাপের ফল অর্থবহ হওয়ার জন্যে কয়টি মৌলিক শর্ত আছে এবং কী কী?
১২।ইনস্ট্রুমেন্টের কারেন্ট সেনসিভিটি বলতে কী বুঝায়?
দ্বিতীয় অধ্যায়ঃ মেজারিং ইনস্ট্রুমেন্টের শ্রেণিবিভাগ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে?
২। রেকডিং ইনস্ট্রুমেন্ট (Recording instrument ) কোথায় ব্যবহৃত হয়?
৩। ম্যাক্সিমাম ডিমান্ড ইন্ডিকেটর কী?
৪।মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে কী বুঝায়?
৫।বৈদুতিক ইনস্ট্রুমেন্ট কত প্রকার ও কী কী?
৬। চারটি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের নাম লেখ।
৭। ওয়াট -আওয়ার মিটারে কোন ধরনের ইফেক্ট ব্যবহৃত হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। ইন্ডিকেটিং ও ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের মাঝে পার্থক্যগুলো লেখ।
৯। পরিমাপক যন্ত্র কী কী প্রভাবের উপর নির্ভর করে কাজ করে?
১০। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট বলতে কী বুঝায় বা কাকে বলে,উদাহরণসহ লেখ ।
১১। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কত প্রকার ও কী কী ?
১২। রেকডিং ইনস্ট্রুমেন্ট কী?
১৩। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কাকে বলে ? চারটি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের নাম লেখ।
১৪। Recording instrument এর ব্যবহার উল্লেখ কর।
তৃ্তীয় অধ্যায়ঃ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কার্যনীতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ডিফ্লেটিং ফোর্স বা টর্ক কাকে বলে?
২। কন্ট্রোল স্প্রিং পদার্থের বৈশিষ্ট্য কী হওয়া উচিত বা কী কী গুণাবলি থাকা দরকার?
৩। ক্রিটিক্যাল ড্যাম্পিং কাকে বলে?
৪। ড্যাম্পিং টর্ক ( ) কী?
৫।ডেড বিট ইনস্ট্রুমেন্ট কী?
৬। ড্যাম্পিং কার্ভ বলতে কী বুঝায়?
৭। ড্যাম্পিং ব্যবস্থা কত প্রকার ও কী কী?
৮। সবচেয়ে কার্যকারী ড্যাম্পিং কোনটি এবং কেন?
৯।কীভাবে কন্ট্রোলিং টর্ক-এর ব্যবস্থা করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। ড্যাম্পিং কার্ভ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
১১। গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে প্রমাণ কর যে Tc=kgsinθ
১২। কোন প্রকার ড্যাম্পিং পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর এবং কেন?
১৩। স্প্রিং কন্ট্রোল এবংগ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখাও?
১৪। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে মুভিং সিস্টেমের উপর কী কী ফোর্স বা বল কাজ করে?
১৫। নিয়ন্ত্রক বল বা কন্ট্রোলিং টর্ক কী ?তার প্রয়োজনীয়তা কী?
১৬।ড্যাম্পিং এর জন্য তেলের গুণাগুণ কী?
১৭। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে অনেক ক্ষেত্রে একই সাথে দুটি স্প্রিং ব্যবহার করা হয় কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। এডি কারেন্ট ড্যাম্পিং(Eddy current damping ) সিস্টেম সংক্ষেপে ব্যাখ্যা কর?
চতুর্থ অধ্যায়ঃ মেজারিং ইনস্ট্রুমেন্টের কাঠামো
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। টর্ক ওয়েট রেশিও কম হলে কী অসুবিধা হয়?
২। সোয়াম্পিং রেজিস্ট্যান্স কোথায় ব্যবহার করা হয়?
৩। মুভিং সিস্টেমের ওজন বেশি হলে কী অসুবিধা হয়?
৪। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে ব্যালেন্স ওয়েটের কাজ কী?
৫। স্ট্রে ফিল্ড ইফেক্ট হতে মিটারকে কীভাবে রক্ষা করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। লোডের সাথে ভোল্টমিটারকে প্যারালালে এবং অ্যামিটারকে সিরিজে বসানো হয় কেন?
৭। পারমানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ( ) ইনস্ট্রুমেন্টকে ভোল্টমিটারকে ভোল্টমিটার ও অ্যামিটার হিসেবে বযবহারের বর্তনী চিত্র অঙ্কন করে দেখাও।
৮। টর্ক ওয়েট রেশিও বলতে কী বুঝায় ? এ টর্ক বেশি না কম হওয়া ভালো এবং কেন?
৯। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে প্রয়োজনীয় যন্ত্রাংশ কী কী ?
১০। অ্যামিটার ও ভোল্টমিটারের সাধারণ ত্রুটিগুলো লেখ।
১১।অ্যামিটার ও ভোল্টমিটারের মাঝে গঠনগত পার্থক্যগুলো লেখ।
১২। সোয়াম্পিং রেজিস্ট্যান্স বলতে কী বুঝায় ?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। বিভিন্ন প্রকার অ্যামিটার ও ভোল্টমিটারের শ্রেণিবিন্যাস দেখাও।
পাচ অধ্যায় ঃ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কাকে বলে ?
২। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট স্কেল সমরূপ নয় কেন?
৩।মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট এসি এবং ডিসি উভয়ক্ষেত্রে ব্যবহার করা যায় কেন?
৪। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কোন ধরনের সরবরাহে ব্যবহৃত হয়?
৫। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কয়টি আয়রন থাকে এবং এদের নাম কী কী ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট সুবিধাসমূহ কী কী ?
৭। কী কী কারণে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টে ভ্রম দেখা দেয় ?
৮। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কী এসি ও ডিসি উভয় পরিমাপের জন্য ব্যবহৃত হয় ? এবং হলে কেন?
৯। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট অসুবিধাসমূহ কী কী ?
১০। সাধারণ পরিমাপ কাজের জন্যে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বহুল ব্যবহৃত হয় কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১। আকর্ষণধর্মী মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টর গঠন ও কার্যপ্রণালী চিত্রসহ বর্ণ্না কর।
১২। মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের টর্ক সমীকরণটি ব্যাখ্যা কর?
১৩। রিপালশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের টর্ক সমীকরণ চিত্রসহ বর্ণ্না কর এবং দেখাও যে θ∞I2
১৪। অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে প্রমাণ কর I=K√sinθ/sin2(θ+φ)। চিহ্নিতগুলো প্রচলিত অর্থ বহন করে।
ছয় অধ্যায়ঃ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। মুভিং কয়েল পারমানেন্ট টাইপ ইনস্ট্রুমেন্টের রেঞ্জ কত?
২।কোন ধরনের ইনস্ট্রুমেন্ট হিস্টেরিসিস ও এডি কারেন্ট লস মুক্ত?
৩। পারমানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে দুই মেরুর মাঝখানে একটি নরম লোহার ড্রাম ব্যবহার করা হয় কেন?
৪। ডায়নামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের ফিক্সড কয়েল্টিকে দু'ভাগে ভাগ করা হয় কেন?
৫। কোন প্রকার মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট ডিসি এবং এসি -তে ব্যবহৃত করা হয় এবং কেন?
৬। কোন প্রকার মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র ডিসি -তে ব্যবহৃত হয়?
৭। ডিসি -তে ব্যবহৃত ইনস্ট্রুমেন্টের বৈশিষ্ট্য কী?
৮। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কত প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৯।কন্ট্রোলিং -এর জন্য ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টে দুটি স্প্রিং ব্যবহার করা হয় কেন?
১০।পারমানেন্টে ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের সুবিধা কী কী ?
১১।পারমানেন্টে ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের অসুবিধা কী কী ?
১২।পারমানেন্টে ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট এসিতে ব্যবহার করা যায় না কেন,ব্যাখ্যা কর।.
১৩। কারেন্ট ও ভোল্টেজ পরিমাপের জন্য ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের কয়েল বিন্যাস দেখাও।
১৪।ডায়নামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমিন্টের সুবিধাগুলো কী কী?
১৫।ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট ফ্রিকুয়েন্সিজনিত ভ্রম কীভাবে দূর যায় ?
১৬।পারমানেন্টে ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের প্রধান অংশগুলো কী কী?
১৭।পারমানেন্টে ম্যাগনেট মুভিং কয়েল এবং ডায়ামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের মধ্যে চারটি পার্থক্য লেখ।
১৮। ডায়নামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কী কী ভ্রম দেখা দেয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৯। ডায়নামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের গঠনপ্রণালি চিত্রসহ বর্ণ্না কর।
২০। পারমানেন্টে ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যপ্রণালি বর্ণ্না কর।
২১। ডায়নামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালি বর্ণ্না কর।
২২।পারমানেন্টে ম্যাগনেট টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের টর্ক সমীকরণ নির্ণয় কর।
সাত অধ্যায়ঃ ওয়াট্মিটারের কার্যাবলি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ওয়াট্মিটার কত প্রকার ও কী কী?
২। কোন ধরনের ওয়াট্মিটার এসি ও ডিসি উভয় সরবরাহে ব্যবহার করা যায়?
৩। ইন্ডাকশন ওয়াট্মিটারের শান্ট ম্যাগনেটের মধ্যবাহুতে একাধিক তামার আংটি পরানোর কারণ কী?
৪। ইন্ডাকশন টাইপ ওয়াট্মিটারে কীসের সাহায্যে কন্ট্রোলিং টর্ক সৃষ্টি করা হয়?
৫।ডায়নামোমিটার টাইপ ওয়াট্মিটারে দুটি স্প্রিং ব্যবহার করা হয় কেন?
৬। শুধুমাত্র এসিতে ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট কোনটি?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। ডায়নামোমিটার টাইপ ওয়াট্মিটারে সুবিধাগুলো কী কী?
৮। ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের সুবিধাগুলো লেখ।
৯।ইন্ডাকশন টাইপ ওয়াট্মিটারের সাথে ডায়নামোমিটার টাইপ ওয়াট্মিটারের তুলনামূলক চারটি পার্থক্য লেখ।
১০। ইন্ডাকশন ওয়াট্মিটারের সুবিধাগুলো কী কী?
১১। ইন্ডাকশন ওয়াট্মিটারের অসুবিধাগুলো কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২। একটি ডায়নামোমিটার টাইপ ওয়াট্মিটারের ক্ষেত্রে দেখাও যে ,ডিফ্লেকটিং টর্ক ,Tm∞ VI cosφ∞প্রকৃত পাওয়ার ।সাংকেতিক চিহ্নিগুলো প্রচলিত অর্থ বহন করে।
১৩। ইন্ডাকশন ওয়াট্মিটারের গঠনপ্রণালি চিত্রসহ বর্ণ্না কর।.
১৪। ইন্ডাকশন ওয়াট্মিটারের কার্যপ্রণালি বর্ণ্না কর।
১৫। ইন্ডাকশন টাইপ ওয়াট্মিটারের টর্কের সমীকরণ বর্ণ্না কর।
১৬। ইন্ডাকশন ওয়াট্মিটারের গঠন ও কার্যপ্রণালি বর্ণ্না কর।
আট অধ্যায়ঃ ইলেকট্রিক্যাল পাওয়ার পরিমাপ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ওয়াট মিটারে কম্পেনসেটিং কয়েল কেন ব্যবহৃত হয়?
২। কারেকশন ফ্যাক্টর কী?
৩। কোন ধরনের ওয়াট্মিটার দ্বারা ও উভয় সরবরাহে ব্যবহার করা যায়?
৪। তিন ফেজ ,দুই ওয়াট্মিটার পদ্ধতিতে কখন একটি ওয়াট্মিটার পজিটিভ পাঠ এবং অপরটি নেগেটিভ পাঠ দেখবে?
৫। তিন ফেজ ,দুই ওয়াট্মিটার পদ্ধতিতে কত পাওয়ার ফ্যাক্টরে দুটি ওয়াট্মিটারের পাঠ সমান দেখাবে ?
৬। এক ওয়াট্মিটার পদ্ধতিতে তিন ফেজ ব্যালেন্সড লোডযুক্ত সার্কিটের পাওয়ার পরিমাপের চিত্র অঙ্কন কর?
৭। কোন ধরনের এক ওয়াট্মিটার পদ্ধতিতে তিন ফেজ পাওয়ার পরিমাপ করা হয়?
৮। তিন ফেজ ,দুই ওয়াট্মিটার পদ্ধতিতে কত পাওয়ার ফ্যাক্টরে একটি ওয়াট্মিটার শূন্যপাঠ এবং অপরটি মোট পাওয়ার পাঠ দেখাবে?
৯। দুই ওয়াট্মিটার পদ্ধতিতে তিন ফেজ পাওয়ার পরিমাপ করার সময় কখন একটি মিটার অপরটির দ্বিগুন পাঠ দিবে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। তিন ফেজ পাওয়ার পরিমাপের ক্ষেত্রে দুই ওয়াট্মিটার পদ্ধতির চিত্র আঁক।
১১। দুই ওয়াট্মিটার পদ্ধতিতে তিন ফেজ লোডের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় কর।
১২। ওয়াট্মিটারে কম্পেনসেটিং কয়েলের কাজ কী?
১৩। তিন ফেজ ,দুই ওয়াট্মিটার পদ্ধতিতে কখন একটি ওয়াট্মিটার পজিটিভ পাঠ এবং অপরটি নেগেটিভ পাঠ দেখাবে? এ অবস্থায় মোট পাওয়ারের হিসেবে কীভাবে করতে হয়?
১৪। অনেক সময় ওয়াট্মিটারের কারেন্ট কয়েলের তার হিসাবে সলিড তারের পরিবর্তে স্ট্র্যান্ডেড তার ব্যবহার করার কারণ কী?
১৫। তিন ফেজ সার্কিটের পাওয়ার পরিমাপের পদ্ধতিসমূহ কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬। তিন ফেজ ,দুই ওয়াট্মিটার পদ্ধতিতে কীভাবে পাওয়ার পরিমাপ করা হয় চিত্রসহ লেখ।
১৭। তিন ফেজ, দুই ওয়াট্মিটার পদ্ধতিতে পাওয়ার ও পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ কীভাবে নির্ণয় করা হয়, চিত্রসহ লেখ।
১৮। ভেক্টর চিত্রের সাহায্যে প্রমাণ কর যে এক ওয়াট্মিটার পদ্ধতিতে তিন ফেজ পাওয়ার পরিমাপ করা যায়।
নয় অধ্যায়ঃএনার্জি মিটারের অপারেশন এবং টেস্টিং
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এনার্জি মিটার কোন ধরনের ইনস্ট্রুমেন্ট?
২। এনার্জি মিটারের ক্রিপিং কী?
৩। এনার্জি মিটার প্রধানত কত প্রকার ও কী কী?
৪। ইন্ডাকশন মোটর মিটারের ব্রেকিং সিস্টেম কীসের সাহায্যে গঠিত?
৫। এনার্জি মিটার পরীক্ষার স্ট্যান্ডার্ড যন্ত্রপাতির নাম লেখ।
৬। এনার্জি মিটার ব্রেকিং ম্যাগ্নেটের কাজ কী?
৭। কত ধরনের মোটর মিটার সাধারণত ব্যবহৃত হয় এবং কী কী?
৮। এনার্জি মিটার ও ওয়াট্মিটারের মধ্যে গঠন প্রক্রিয়ায় মৌলিক পার্থক্য লেখ।
৯। মার্কারি মোটর মিটারে ড্রাইভিং ম্যাগনেটের কাজ কী?
১০ মিটার কনস্ট্যান্ট কী?
১১। ইন্ডাকশন মোটর মিটারের শ্যান্ট ম্যাগ্নেটের যে কপার শেডিং ব্যবহার করা হয় তার উদ্দেশ্য কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১২। এনার্জি মিটার প্রধানত কত প্রকার ও কী কী?
১৩। মার্কারি মোটর মিটারে কী কী ভ্রম বা ত্রুটি দেখা দেয়?
১৪।এনার্জি মিটার পরীক্ষার জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি কী কী ?
১৫।এনার্জি মিটার কীভাবে পরীক্ষা করা হয়?
১৬।এনার্জি মিটারের ক্রিপিং কীভাবে দূর করা যায়?
১৭। এনার্জি মিটার পরীক্ষার পদ্ধতি কী কী?
১৮। ইন্ডাকশন মোটর মিটারের ক্রিপিং বলতে কী বুঝায় ? একে কীভাবে দূর করা যায়?
১৯। এনার্জি মিটার পরীক্ষার প্রয়োজনীয়তা কেন?
২০। ইন্ডাকশন মোটর মিটারের ফেজ এবং স্পিড ভ্রম কী?
২১। কীভাবে এনার্জি মিটারের ক্রিপিং ত্রুটি টেস্ট করা হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
২২।চিত্রসহ মার্কারি মোটর মিটারের কার্যপ্রণালি বর্ণ্না কর।
২৩।দেখাও যে ,মার্কারি মোটর মিটারে চাকতির গতি প্রবাহিত কারেন্টের সমানুপাতিক।
দশ অধ্যায়ঃ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট এবং ডিজিটাল ডিসপ্লে
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ( LCD) কোথায় এবং কী কাজে ব্যবহৃত হয়?
২। LEDবলতে কী বুঝায়?
৩। LCDবলতে কী বুঝায়?
৪।কোন ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রে ড্যাম্পিং ফোর্সের প্রয়োজন হয় না ?
৫। ডিজিটাল ইনস্ট্রুমেন্টের দুটি অসুবিধা লেখ।
৬। ডিজিটাল ইনস্ট্রুমেন্টে এরর বা ভ্রম হয় না কেন?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। ডিজিটাল ইনস্ট্রুমেন্টের সুবিধা কী কী?
৮। 3× 5 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে কী?
৯। অ্যানালগ ইনস্ট্রুমেন্টের সাথে ডিজিটাল ইনস্ট্রুমেন্টের তুলনামূলক আলোচনা কর।
১০।ডিজিটাল ইনস্ট্রুমেন্টের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
১১। বিভিন্ন প্রকার ডিজিটাল ডিসপ্লেগুলোর নাম লেখ।
১২। অ্যাকটিভ ডিসপ্লে ও প্যাসিভ ডিসপ্লে এর পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩।ব্লক ডায়াগ্রামসহ ডিজিটাল ইনস্ট্রুমেন্টের কার্যনীতি বর্ণ্না কর।
১৪। LCD পরিচালিত একটি বর্তনীর কার্যপ্রণালি বর্ণ্না কর।
এগার অধ্যায়ঃডিজিটাল ভোল্টমিটার ও ডিজিটাল এনার্জি মিটারের ধারণা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। এনার্জি মিটারের ডিসপ্লে ইউনিট কী দিয়ে পরিচালিত হয়?
২। ডিজিটাল ভোল্টমিটারের সাকসেসিভ অ্যাপ্রোক্সিমেশন কী?
৩। PMMC এর পূর্ণ্নাম লেখ?
৪। ডিজিটাল এনার্জি মিটার কী যন্ত্র?
৫। প্রি-পেইড ইলেকট্রিক মিটারগুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৬। র‍্যাম্প টাইপ ডিজিটাল ভোল্টমিটারের Timing diagram অঙ্কন কর।
৭। ব্যালেন্স ব্রিজ ট্রানজিস্টর ভোল্টমিটারের চিত্র অঙ্কন কর।
৮। ব্যালেন্স ব্রিজ ট্র্যানজিস্টর ভোল্টমিটারের সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।
৯। তিন ফেজ ডিজিটাল এনার্জি মিটার কী কী অংশ বা উপাদান নিয়ে গঠিত?
১০। এক -ফেজ ডিজিটাল এনার্জি মিটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
১১। তিন ফেজ এনার্জি মিটারের মাইক্রোকন্ট্রোলার -এর কাজ কী?
১২। সাকসেসিভ অ্যাপ্রোক্সিমেশন ডিজিটাল ভোল্টমিটারের ব্লক ডায়াগ্রাম আঁক।
১৩। একটি সরল ডিজিটাল এনার্জি মিটারের ব্লকগুলোর নাম লেখ।
১৪। ডিজিটাল এনার্জি মিটারের সুবিধা লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫। থ্রি-ফেজ ডিজিটাল এনার্জি মিটারের কার্যনীতি বর্ণ্না কর।
১৬। ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণ্না দাও।
১৭। চিত্রসহ র‍্যাম্প ডিজিটাল ভোল্টমিটারের কার্যপ্রণালির বর্ণ্না দাও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url