টেস্টিং অ্যান্ড মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট (বিষয় কোডঃ ২৬৭৫৩ ) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
টেস্টিং অ্যান্ড মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৭৫৩
এই সাজেশন প্রকাশের তারিখঃ ১৪/০৩/২০২৪  ইং
অধ্যায়-১ঃ ব্যাটারি ,ডিসি জেনারেটর এবং ডিসি মোটরের রক্ষণাবেক্ষণ
 ( Battery ,DC Generator and DC Motor Maintenance )
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সেলের অভ্যন্তরীণ রোধ কাকে বলে?
২। ব্যাটারির রেটিং কীসে প্রকাশ করা হয়?
৩। ব্যাটারির কর্মদক্ষতা বলতে কী বুঝায়?
৪। ব্যাটারির রেটিং কীসের উপর নির্ভরশীল?
৫। সেলের প্যারালাল সমবায়ের জন্য সর্বোচ্চ কারেন্টের সূত্রটি লেখ।
৬।সেলের মিশ্র সংযোগে সর্বোচ্চ কারেন্ট পাওয়ার শর্তটি লেখ।
৭। লেড অ্যাসিড ব্যাটারির সালফেশন বলতে কী বুঝায়?
৮। ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব কীভাবে পরিমাপ করা হয়?
৯।ডিসি মোটরের কিভাবে পরিষ্কার করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। লিড লিড অ্যাসিড ব্যাটারির চার্জিং কারেন্ট কীসের উপর নির্ভর করে?
১১। লেড অ্যাসিড ব্যাটারির ত্রুটিগুলো লেখ।
১২। অ্যাম্পিয়ার আওয়ার এবং ওয়াট আওয়ার কর্মদক্ষতার মধ্যে সম্পর্ক কী?
১৩।ব্যাটারির রুটিন ইন্সপেকশন বলতে কী বুঝায় ?
১৪। সেল টেস্টার দ্বারা কিভাবে ব্যাটারি পরীক্ষা করা হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫। ডিসি জেনারেটর ও ডিসি মোটরের ফল্টগুলো ব্যাখ্যা কর।
অধ্যায়-২ঃ সিঙ্গেল ফেজ এবং তিন ফেজ ট্রান্সফর্মারের রক্ষণাবেক্ষণ
( Single and Three Phase Transformer Maintenance )
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ট্রান্সফর্মারের ওভারলোডিং ফল্ট বলতে কী বুঝায়?
২। ওভার ভোল্টেজ ত্রুটি কী?
৩। ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারির মাঝে ইন্সুলেশন টেস্ট কীভাবে করা হয়?
৪। শর্টসার্কিট টেস্টের সময় কোর লস প্রায় শূন্য হয় কারণ কী?
৫। ট্রান্সফরমারের শর্টসার্কিট টেস্টের সময় কোন সাইড শর্ট করা হয় ?
৬। ট্রান্সফরমারের পোলারিটি কী?
৭। ট্রান্সফরমারে সার্কুলেটিং কারেন্ট কখন প্রবাহিত হয়?
৮। ট্রান্সফরমারের হিসটেরেসিস লস কীভাবে কমানো যায় ?
৯। এডি কারেন্ট লস কীভাবে কমানো যায়
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০। সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের বিভিন্ন ফল্টের নাম লেখ।
১১। থ্রি-ফেজ ট্রান্সফর্মারের ইন্টারনাল ফল্ট-এর মধ্যে ইলেকট্রিক্যাল ফল্টের নামগুলো লেখ।
১২। থ্রি-ফেজ ট্রান্সফর্মারের ট্যাপ চেঞ্জিং ফল্ট কী?
১৩। ট্রান্সফর্মারের কন্টিনিউটি টেস্টের সময় টেস্ট ল্যাম্পে ডিসি সাপ্লাই ব্যবহার করার সুবিধা উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। থ্রি- ফেজ ট্রান্সফর্মারের বিভিন্ন প্রকার ত্রুটির মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আলোচনা কর।
অধ্যায়-৩ঃ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের রক্ষণাবেক্ষণ
( Single Phase Induction Motor Maintenance )
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইন্ডাকশন মোটর কাকে বলে?
২। গঠনের উপর ভিত্তি করে ইন্ডাকশন মোটর কত প্রকারও কী কী ?
৩। সিঙ্গেল ফেজ মোটর নিজে স্টার্ট নিতে না পারার কারণ কী?
৪। এক-ফেজ মোটরে সেন্ট্রিফিউগ্যাল সুইচ ব্যবহার করা হয় কেন?
৫। সিলিং ফ্যান যথাযথ ঘুরছে কিন্তু বাতাস নিচে তেমন আসছে না কারণ কী?
৬। পানির পাম্পের কী কৌশল ব্যবহৃত হয়?
৭। পাম্পের ''ইম্পেলার'' কার সাথে সংযুক্ত থাকে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮।সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের বিভিন্ন প্রকার ফল্টের নাম লেখ।
৯। থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের মেকানিক্যাল ফল্টগুলোর নাম লেখ।
১০।থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের সিঙ্গেল ফেজিং ফল্ট কীভাবে দূর করা যায়।
১১।সিঙ্গেল -ফেজ ইন্ডাকশন মোটরের ক্যাপাসিটরের কাজ কী?
১২।একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের সাপ্লাই দিলে চালু না হয়ে গোঁ গোঁ শক করার কারণগুলো লেখ।
১৩। এসি সিঙ্গেল ফেজ মোটরকে কী কী ভাগে ভাগ করা যায়?
১৪।সিঙ্গেল ফেজ মোটরের চারটি স্টার্টিং পদ্ধতি লিখ।
১৫।সিলিং ফ্যানের বিভিন্ন অংশের নাম লেখ।
১৬। সিঙ্গেল ফেজ মোটর কীভাবে স্টার্ট নেয় বা চলে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৭। সিঙ্গেল ফেজ পাম্প মোটরের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া বর্ণ্না কর।
১৮। সিঙ্গেল ফেগ মোটরে সেন্ট্রিফিউগ্যাল সুইচ কীভাবে কাজ করে বর্ণ্না কর।
অধ্যায়-৪ঃ তিন ফেজ ইন্ডাকশন মোটরের রক্ষণাবেক্ষণ
(Three Phase Induction Motor Maintenance)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। তিন ফেজ ইন্ডাকশন মোটরের প্রধান দুটি অংশের নাম লেখ।
২। সিনক্রোনাস স্পিডের ফর্মু্লা কী?
৩। তিন ফেজ ইন্ডাকশন মোটরের গঠন অনুযায়ী কত প্রকার ও কী কী ?
৪। তিন-ফেজ মোটরের মধ্যে কোন মটরটি বেশি শক্তিশালী?
৫। ইন্ডাকশন মোটর কাকে বলে?
৬।ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফর্মার বলা হয় কেন?
৭।ইন্ডাকশন মোটরের রোটরে স্পিড কী ?
৮। ইন্ডাকশন মোটরের ঘূর্ণ্নের দিক কীভাবে পরিবর্তন করা যায়?
৯। থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ত্রুটিগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী?
১০।মোটরের রক্ষণাবেক্ষণ কেন করতে হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১। তিন ফেজ ইন্ডাকশন মোটরের সাপ্লাই দেওয়ার পর কেবল গোঁ গোঁ শব্দ অথচ স্টার্ট নেয় না কারণ কী?
১২।মোটর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ফিউজ তার পুড়ে যায় কারণ কী?
১৩। মোটরের পুলি হত বেল্ট বার বার খুলে পড়ে কারণ কী?
১৪। মোটরের স্টার বা ডেল্টা সংযোগের সময় সঠিক পোলারিটিতে সংযোগ না হলে কী হবে?
১৫।মোটরকে আন্ডার এবং ওভার ভোল্টেজ চালালে কি হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬। থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ফেজ সিকুয়েন্স ত্রুটির চিত্রসহ ব্যাখ্যা কর।
১৭। থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের পোলারিটি টেস্ট কীভাবে করা হয় তা চিত্র সহকারে বর্ণ্না কর।
১৮। থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রক্ষণাবেক্ষণ পদ্ধতির বর্ণ্না কর।
অধ্যায়-৫ঃ অল্টারনেটর এবং সিনক্রোনাস মোটরের রক্ষণাবেক্ষণ 
(Alternators and Synchronous Motor Maintenance)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিনক্রোনাস স্পীড কী?
২। সিনক্রোনাস মোটরে সাধারণত কী ধরনের রোটর ব্যবহার করা হয়?
৩।সিনক্রোনাস মোটরের টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল কাকে বলে?
৪। সিনক্রোনাস মোটরের স্পীড রেগুলেশন এবং স্লিপ শূন্য হয় কেন?
৫।সিনক্রোনাস মোটরের প্রধান প্রধান অংশগুলো কী কী ?
৬। টর্ক অ্যাঙ্গেল কাকে বলে?
৭। সিনক্রোনাস মোটরে কাউন্টার ইএমএফ এর পরিমাণ কীসের উপর নির্ভর করে?
৮।সিনক্রোনাস মোটরের ফিল্ড এক্সাইটেশন পরিবর্তন করলে কীসের পরিবর্তন পরিলক্ষিত হয়?
৯। সিনক্রোনাস মোটরের সবচেয়ে বড় সুবিধা কী?
১০। বিয়ারিং গরম হওয়ার মূল কারণ কী?
১১। অল্টারনেটরের রেসিডুয়াল ম্যাগনেটিজম নষ্ট হলে কী সমস্যা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১২। অল্টারনেটরের ইলেকট্রিক্যাল ত্রুটিসমূহ কী কী?
১৩।অল্টারনেটরের অসম লোডিং ত্রুটি ব্যাখ্যা কর।
১৪।অল্টারনেটরের সমলয় বিচ্যুতি ত্রুটি কী ? ব্যাখ্যা কর।
১৫। সিনক্রোনাস মোটরের কী কী যান্ত্রিক ত্রুটি দেখা দেয়?
১৬। সিনক্রোনাস মোটরের স্টেটরে কী কী ত্রুটি দেখা দিতে পারে?
১৭। মোটর অন করলেই ফিউজ পুড়ে যায়,এই ত্রুটির কারণগুলো লেখ।
১৮।অল্টারনেটর চালু করলেও ভোল্টেজ উৎপন্ন হওয়ার কারণগুলো কী কী?
১৯। সিনক্রোনাস মোটর না ঘোরার কারণ কী?
২০। অল্টারনেটর কাকে বলে?
২১। অল্টারনেটরের মূলতত্ত্ব সংক্ষিপ্তভাবে লিখ।
২২।অল্টারনেটর ও ডিসি জেনারেটরের মধ্যে তিনটি পার্থক্য লিখ।
২৩। অল্টারনেটরের ক্ষমতা কিলোওয়াটে (kW ) প্রকাশ না করে কেভিএতে ( kVA) প্রকাশ করা হয় কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি চিত্রসহ বর্ণ্না কর।
অধ্যায় - ৬ঃ সার্কিট ব্রেকার রক্ষণাবেক্ষণ( Circute Breaker Maintenance)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।সার্কিট ব্রেকার কী?
২। ওভারভোল্টেজ কী?
৩। গ্রাউন্ড ফল্ট কাকে বলে?
৪। অয়েল সার্কিট ব্রেকার কত প্রকার ও কী কী?
৫। অয়েল সার্কিট ব্রেকারে কন্টিনিউটি টেস্ট কয় প্রকার ও কী কী ?
৬। অয়েল সার্কিট ব্রেকারের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া কয় প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৭। সার্কিট ব্রেকারের ট্রিপিং সার্কিটের কাজ লেখ।
৮। সার্কিট ব্রেকার কত প্রকার ও কী কী?
৯। সার্কিট ব্রেকারের প্রধান ত্রুটিগুলো কী কী?
১০। সার্কিট ব্রেকারের ওভার হিট হওয়ার কারণ ও প্রতিকার লেখ।
১১। সার্কিট ব্রেকারের একটি পোল ক্লোজ হয় না, এর কারণ ও প্রতিকার লেখ।
১২।সার্কিট ব্রেকারের তেলের গুণাগুণ থাকা বাঞ্ছনীয়?
১৩।তেলের ডাই ইলেকট্রিক স্ট্রেন্থ বলতে কী বুজায়?
১৪। সার্কিট ব্রেকারে ম্যাগনেটিক সুইচ কাজ না করার প্রতিকার লেখ।
১৫। সার্কিট ব্রেকারের নেমাপ্লেটে কি কি তথ্য লেখা থাকে ,তা উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬। সার্কিট ব্রেকারের প্রধান ত্রুটিসমূহ কী কী?তাদের কারণ ও প্রতিকারসমূহ লেখ।
১৭। সার্কিট ব্রেকারের তেল কীভাবে পরীক্ষা করা হয়,বর্ণ্না কর।
অধ্যায়-৭ঃ স্বয়ংক্রিয় স্টার- ডেল্ট স্টাটার রক্ষণাবেক্ষণ 
( Auto Star-Delta Starter Maintenance)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সিঙ্গেল ফেজিং কী ?
২।স্বয়ংক্রিয় স্টার- ডেল্ট স্টাটারে মোটর প্রথমে কী পজিশনে চলে ?
৩।কত ঘোড়া মোটর হতে স্টার-ডেল্টা স্টার্টার ব্যবহার করা হয়?
৪। NC এর অর্থ কী?
৫।NO এর অর্থ কী?
৭। শর্ট সার্কিট অবস্থাতেও ফিউজ উড়ে/ পুড়ে যাচ্ছে না এর কারণ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৮। অটো স্টার-ডেল্টা স্টার্টারের যে-কোনো ৫( পাঁচ )টি ত্রুটির নাম উল্লেখ কর।
৯। মোটর শুরুতে স্টার অবস্থায় চলছে কিন্তু পরবর্তীতে ডেল্টা পজিশনে আসছে না কারণ বা ব্যাখ্যা কর।
১০। মোটরে হান্টিং করে বা উঠানামা করে কারণ বা ব্যাখ্যা কর।
১১।ম্যাগনেটিক কন্টাক্টসমূহ বার বার উঠানামা করছে এর কারণ বা ব্যাখ্যা কর।.
১২।ম্যাগনেটিক কন্টাক্টর কয়েল অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এর কারণ ব্যাখ্যা কর।
১৩। একটি ম্যাগনেটিক কন্টাক্টর কী কী অংশ নিয়ে গঠিত হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪। অটো স্টার-ডেল্টা স্টার্টারের যে সকল সম্ভাব্য ত্রুটি হয় তাদের তালিকা লেখ।
অধ্যায়-৮ঃ ওভার লোড রিলের(OLR ) ট্রাবলসুটিং
( Overload Relay ( OLR) Troubleshooting)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। থার্মাল ওভার লোড রিলে কী?
২। ওভারলোডের NC কন্টাক্ট কোন কোন টার্মিনাল পয়েন্টকে ক্লোজ করে?
৩। থার্মাল ওভারলোড রিলে না লাগালে কী হবে?
৪। থার্মাল ওভার লোড রিলে কীভাবে কাজ করে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। থার্মাল ওভার লোড রিলে কী কী অংশ নিয়ে গঠিত হয়?
৬। মোটরের ক্ষমতা অনুযায়ী সঠিকভাবে অ্যাম্পিয়ার সেটিং নবের অ্যাডজাস্টমেন্ট কীভাবে করবে?
৭।ওভারলোড অটো/ ম্যানুয়াল বাটন অর্থাৎ A/H বাটনের কাজ কী?
৮। থার্মাল ওভার লোড রিলে অনিয়ন্ত্রিতভাবে কাজ করছে এর ব্যাখ্যা প্রদান কর।
৯। ওভার লোড রিলে কাজ করছে না এর কারণ বা ব্যাখ্যা প্রদান কর।
১০। থার্মাল ওভার লোড রিলের কন্ট্রোল সার্কিট কাজ করছে না, এর কারণ বা ব্যাখ্যা প্রদান কর।
১১। রিসেট বাটন পুশ করলে ও ওভার লোড রিলের NC কন্টাক্ট ওপেন হচ্ছে নাএর কারণ ব্যাখ্যা কর।
১২। থার্মাল ওভার লোড রিলে কীভাবে কাজ কোরে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩। থার্মাল ওভার লোড রিলের ত্রুটি সমূহের তালিকা লেখ।
১৪। ওভার লোড রিলের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া বর্ণ্না কর।
অধ্যায়-৯ঃ ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণ
( Power Factor Improvement(PFI) Unit Using Capacitor Banle)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে?
২। পাওয়ার ফ্যাক্টরের সর্বোচ্চ মান কত?
৩।কী কী উপায়ে পাওয়ার ফ্যাক্টরেরমান উন্নত করা যায়?
৪।সিলেক্টর সুইচের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিটে ক্যাপাসিটরগুলোর সংযোগ সাধারণত ডেল্টায় করা হয় কারণ কী?
৬। ক্যাপাসিটর ব্যাংকে সাপ্লাই কী কী ধাপে আসে?
৭। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিট রক্ষণাবেক্ষণ করলে সুবিধা কী কী?
৮। পিএফআই মিটারে পাওয়ার ফ্যাক্টরের মান ক্রমাগত উঠানামা করছে এবং স্থির পর্যায়ে আসছে না, এর কারণ ও প্রতিকার ব্যাখ্যা কর।
৯। পিএফআই মিটারে রিয়্যাক্টিভ কারেন্ট খরচ খুব বেশি দেখাচ্ছে,এর কারণ ও প্রতিকার ব্যাখ্যা কর।
১০।পিএফআই ইউনিটে ম্যাগনেটিক কন্টাক্টর কাজ না করার ও প্রতিকার ব্যাখ্যা কর।
১১। পিএফআই ইউনিটের প্যানেল বোর্ডে ইন্ডিকেটর ল্যাম্প জ্বলছে না এর কারণ ও প্রতিকার বর্ণ্না কর।
১২। পিএফআই মিটারে কী কী তথ্য লেখা থাকে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১।পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিট -এর সম্ভাব্য কী কী ত্রুটি হয় তার তালিকা লেখ।
২।পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিটের ৫টি ত্রুটি ,তার কারণ ও প্রতিকার ব্যাখ্যা কর।
৩। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিটের প্যানেল বোর্ডের চিত্র অঙ্কন করে নিভিন্ন অংশ চিহ্নিত কর।
৪। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিটের মেরামত প্রক্রিয়া বর্ণ্না কর।
অধ্যায়-১০ঃ সোলার সিস্টেম রক্ষণাবেক্ষব 
( Solar System Maintenance)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১।সোলার প্যানেলে কী সেল ব্যবহৃত হয় ?
২। সোলার সেল কীসের তৈরি?
৩।রিনিউয়েবল এনার্জি কী?
৪। কী কী ধরনের সোলার সেল আছে?
৫।পলি ক্রিস্ট্রালিন( Poly crystaline) সেলের দক্ষতা মাত্রা কত?
৬। মনো ক্রিস্ট্রালিন( Mono crystaline) সেলের দক্ষতা মাত্রা কত?
৭। থিন ফিল্ম (Thim film ) সেলের দক্ষতা মাত্রা কত ?
৮। সোলার সিস্টেম কত ধরনের ও কী কী ?
৯। সোলার সিস্টেমে ব্যাটারির কাজ কী ?
১০। সোলার প্যানেল ও ব্যাটারির মধ্যে কত দূরত্ব রাখতে হয়?
১১। ইনভার্টার -এর কাজ কী?
১২। সোলার ব্যাটারিতে কী ধরনের পানি ঢালা হয়?
১৩। সোলার ব্যাটারিতে পানির লেভেল নিচের নেমে থাকলে কী হবে?
১৪।দুই ধরনের চার্জ কন্ট্রোলারের নাম লেখ।
১৫। ইনভার্টারে কী কী ত্রুটি হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৬। পুননবায়ন যোগ্য এনার্জি বলতে কী বুঝায় ?
১৭। হোম সোলার সিস্টেমে কী কী ধরনের ত্রুটি হয়?
১৮। সৌর কোষ কীভাবে কাজ করে?
১৯। চার ধরনের চার্জ কন্ট্রোলারের নাম লেখ।
২০। চার্জ কন্ট্রোলার -এর কাজ কী?
২১।সো্লার প্যানেলে কী কী ত্রুটি হয়?
১৩।চার্জ কন্ট্রোলারে কী কী ত্রুটি হয়?
১৪। ব্যাটারির কী কী ত্রুটি হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫। হোম সোলার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।
১৬। হোম সোলার সিস্টেমের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url