কনস্টাকশন প্রসেস-১ (বিষয় কোডঃ ২৬৪৩৩) এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার 
কনস্টাকশন প্রসেস-১
বিষয় কোড: ২৬৪৩৩
এই সাজেশন প্রকাশের তারিখঃ  

অনুশীলনী -০১ঃ নির্মাণ ক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তা
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। শ্রমিকদের পড়ে যাওয়া হতে সুরক্ষা পদ্ধতুগুলো কী কী?
২। পড়ে যাওয়া দুর্ঘটনার ব্যক্তিজীবনে কীরূপে প্রভাব ফেলে?
৩। পড়ে যাওয়া কী কী ধরনের হয়ে থাকে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। নির্মাণ স্থানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী উপায় অবলম্বন করা হয়?
২। সেফটি নেটের প্রয়োজনীয়তা লেখ।
৩। শ্রমিকদের পড়ে যাওয়া হতে সুরক্ষা পদ্ধতিগুলো লেখ।
৪। Fall arrest system ব্যবহার সম্পর্কে লেখ।
অনুশীলনী -০২ঃ নির্মাণ ক্ষেত্রে টুলস এবং ইকুইপমেন্টস
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। নির্মাণকাজে ব্যবহিত বিভিন্ন টুলসের নাম লেখ।
২। কুর্নি ও ওলনের ব্যবহার লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কংক্রিট মিক্সচার মেশিনের বর্ণ্না দাও।
২। কংক্রিট উত্তোলন মেশিনের প্রয়োজনীয়তা লেখ।
৩। কংক্রিট মিক্সচার মেশিন ও ভাইব্রেটর মেশিনের মাঝে পার্থক্য লেখ।
অনুশীলনী -০৩ঃ কংক্রিটের গঠন ও ধর্ম
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কংক্রিট বলতে কী বুঝায়?
২। কংক্রিট প্রধানত কত প্রকার ও কী কী?
৩। প্রি-স্ট্রেসড কংক্রিট কোথায় ব্যবহার করা হয়?
৪। আরসিসি বলতে কী বুঝায়?
৫। বালির আয়তন স্ফীতি বলতে কী বুঝায়?
৬। কংক্রিটে ব্যবহিত পানির বৈশিষ্ট্যগুলো লেখ।
৭। প্রি-স্ট্রেসড কংক্রিট বলতে কী বুঝায়?
৮। লাইম কংক্রিট বলতে কী বুজায়?
৯। সাধারণভাবে কংক্রিটের কী কী পরিক্ষা করা হয়?
১০। অ্যাগ্রিটের গ্রেডিং বলতে কী বুঝায়?
১১। ASTM-এর পূর্ণ অর্থ লেখ।
১২। সিমেন্ট কংক্রিটের সিমেন্টের কাজ কী?
১৩। সূক্ষতার গুণাঙ্ক নির্ণয়ে ব্যবহিত চালুনিগুলোর ক্রমানুসারে নম্বর লেখ।
১৪। BNBC-এর পূর্ণ রূপ লেখ।
১৫। কংক্রিটের কার্যোপযোগিতা বলতে কী বুঝায়?
১৬। গাদ কী?
১৭। কংক্রিটের সেগ্রিশন বলতে কী বুঝায়?
১৮। পানি-সিমেন্ট অনুপাত কী?
১৯। কংক্রিটের নথি পরীক্ষা কেন করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্রি-স্ট্রেসড কংক্রিটের সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
২। কী কী উদ্দেশ্যে অ্যামিক্সচার ব্যবহার করা হয়?
৩। আরসিসি ও থ্রি-স্ট্রেসড কংক্রিটের মাঝে পার্থক্যগুলো লেখ।
৪। বালির আয়তন স্ফীতির কারণ কী?
৫। কংক্রিটের শক্তি নিয়ন্ত্রণকারী বিষয়গুলো কী কী?
৬। কংক্রিটের কার্যোপযোগিতা নিয়ন্ত্রণের বিষয়গুলো বর্ণ্না কর।
৭। কংক্রিটে পানি-সিমেন্ট অনুপাতের গুরুত্ব বর্ণ্না কর।
৮। কংক্রিটের উৎকৃষ্টতা নিয়ন্ত্রণকারী বিষয়গুলো বর্ণ্না কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। কংক্রিটের উপাদাঙ্গুলো ব্যাখ্যা কর।
২। “পানি-সিমেন্ট অনুপাত কংক্রিটের শক্তিকে প্রভাবিত করে”-সংক্ষেপে ব্যাখ্যা কর।
৩। চিত্রসহ কংক্রিটের নতি পরীক্ষা বর্ণ্না কর।
অনুশীলনী -০৪ঃ কংক্রিটের আনুপাতীকরণ,মিশ্রণ,স্থানান্তরকরণ,স্থাপন এবং দৃঢীকরণ
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কংক্রিটের প্রস্ততুতির ধাপসমূহ কী কী?
২। কী কী পদ্ধতিতে কংক্রিটের উপাদানের আনুপাতীকরণ করা হয়?
৩। M150 বলতে কী বুঝায়?
৪। হাতে কংক্রিট মিশ্রণের বিভিন্ন পর্যায়গুলো কী কী?
৫। কংক্রিট মিক্সচার মেশিনের ১০/৭ বলতে কী বুঝায়?
৬। 200 NT এবং 200 T বলতে কী বুঝায়?
৭। ব্যাচিং বলতে কী বুঝায়?
৮। কী কী পদ্ধতিতে কংক্রিট দৃঢীকরণ করা হয়?
৯। কিউরিং বলতে কী বুঝায়?
১০। কিউরিং কেন করা হয়?
১১। কিউরিং করার পদ্ধতিগুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হাতে কংক্রিটের মিশ্রণ পদ্ধতি বর্ণ্না কর।
২। কী কী পদ্ধতিতে কংক্রিট স্থানান্তর করা হয়?
৩। কংক্রিট স্থাপনের সময় কী কী সতর্কতা অবলম্বন করা হয়?
৪। কী কী পদ্ধতিতে কংক্রিটের উপাদানের আনুপাতীকরণ করা হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। কংক্রিট স্থানান্তরের পদ্ধতিসমূহ আলোচনা কর।
২। কিউরিং-এর পদ্ধতিগুলো সংক্ষেপে বর্ণ্না কর।
অনুশীলনী-০৫ঃ বিশেষ কংক্রিট
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বিশেষ ধরনের কংক্রিটগুলোর নাম লেখ?
২। পলিমার কংক্রিট বলতে কী বুঝায়?
৩। পলিমার কংক্রিটে কী কী মোমার ব্যবহার করা হয়?
৪। টেডন কী?
৫।ফেরো-সিমেন্ট কোথায় ব্যবহার করা হয়?
৬।ফেরো-সিমেন্ট কংক্রিট কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পলিমার কংক্রিট ব্যবহারের ক্ষেত্রগুলো লেখ।
২। ফেরো-সিমেন্ট কংক্রিট বলতে কী বুঝায় এবং এটি কোথায় কোথায় ব্যবহিত হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। প্রি-টনশনিং কীভাবে করা হয়?
অনুশীলনী -০৬ঃকংক্রিট নির্মাণ এবং পরিদর্শন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কী কী পদ্ধতিতে পামির নিচে কংক্রিট স্থাপন করা হয়?
২। ট্রিমি বলতে কী বুঝায়?
৩। প্রি-স্ট্রেসড কংক্রিট কাজ পরিদর্শনে বিবেচ্য বিষয়গুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। প্রি-স্ট্রেসড কংক্রিটের কাজ পরিদর্শনে বিবেচ্য বিষয়গুলো লেখ।
২। অরসিসি কাজ পরিদর্শনের বিবেচ্য বিষয়সমূহ লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। পানির নিচে কংক্রিট স্থাপনের পদ্ধতিগুলোর বর্ণ্না দাও।
২। ঠান্ডা আবহাওয়ার কংক্রিট স্থাপন করতে কী কী সাবধানতা অবলম্বন করা হয়?
৩। গরম আবহাওয়ার কংক্রিট স্থাপনে বিশেষ সতর্কতাগুলোর ব্যাখ্যা কর।
৪। আরসিসি কাজ পরিদর্শনের বিবেচ্য বিষয়সমূহ লেখ।
অনুশীলনী -০৭ঃইটের গাঁথুনি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ম্যাসনরি কী?
২। নির্মাণসামগ্রী অনুযায়ী ম্যাসনরি কত প্রকার ও কী কী?
৩। বাংলাদেশে প্রচলিত ইটের আকার লেখ।
৪। হেডার এবং স্ট্রেচার কী?
৫ কিং ক্লোজার কী?
৬। কুইন ক্লোজার কী?
৭। কোপিং কী?
৮। ক্লোজার বলতে কী বুঝায়?
৯। বন্ড বলতে কী বুঝায়?
১০। ইটের গাঁথুনিতে বন্ডের কাজ কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। গাঁথুনির কাজে ব্যবহিত যন্ত্রপাতিগুলোর নাম লেখ।
২। গাঁথুনির পুর্বে ইটকে উত্তমরূপে ভেজাতে হয় কেন?
৩। একটি আর্চ (Arch) এঁকে বিভিন্ন অংশের নাম লেখ।
৪। বিভিন্ন প্রকার বন্ডের নাম লেখ।
৫। ইংলিশ বন্ড ও ফ্লেমিশ বন্ডের মধ্যে পার্থক্য লেখ।
৬। বন্ডের কাজ কী কী?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ভিত্তির বেইজ হতে আরম্ভ করে প্যারাপেটের কোপিং পর্যন্ত (জানালাসহ) একটি দেওয়ালের সেকশন অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখ।
২। ইটের কাজ পরিদর্শনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা কর।
৩। ইংলিশ বন্ড ও ফ্লেমিশ বন্ডের সম্মুখ চিত্র চার স্তর পর্যন্ত অঙ্কন করে চিহ্নিত কর।
অনুশীলনী -০৮ঃ ব্লক ম্যাসনরি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ব্লক ম্যাসনরি বলতে কী বুঝায়?
২। হলো (Hollow) ব্লক কী?
৩। পিলার ব্লক (Pillar block) কী?
৪। ব্লক প্রধানত কত প্রকার ও কী কী?
৫। পেভিং ব্লক কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সলিড ব্লক এর বৈশিষ্ট্য লিখুন।
২। কংক্রিট ব্লকের সুবিধা এবং সীমাবদ্ধতাসমূহ লিখুন।
অনুশীলনী -০৯ঃ কম্পোজিট ম্যাসনরি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। কম্পোজিট ম্যাসনরি বলতে কী বুঝায়?
২। রিইনফোর্সড ব্রিক ম্যাসনরি বলতে কী বুঝায়?
৩। কী কী অবস্থায় রিইনফোর্সড ব্রিক ম্যাসনরি নির্মাণ করা হয়?
৪। ক্যাভিটি ওয়াল বলতে কী বুঝায়?
৫। ক্যাভিটি ওয়ালের অসুবিধাগুলো লেখ।
৬। ওয়াল টাই কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হলো ক্লে ব্লক ম্যাসনরির সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
২। হলো ক্লে ব্লক ম্যাসনরির বর্ণ্না দাও।
৩। কী উদ্দেশ্যে বা প্রয়োজনে ক্যাভিটি ওয়াল নির্মাণ করা হয়?
৪। ক্যাভিটি ওয়াল নির্মাণের সুবিধাগুলো কী কী?
৫। ক্যাভিটি ওয়াল নির্মাণের সময় কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ক্যাভিটি ওয়ালের সাধারণ বৈশিষ্ট্যগুলো বর্ণ্না কর।
২। ক্যাভিটি ওয়ালের নির্মাণপদ্ধতি চিত্রসহ বর্ণ্না কর।
৩। ক্যাভিটি ওয়ালের সুবিধা ও সীমাবদ্ধতাগুলো লেখ।
অনুশীলনী -১০ঃ পার্টিশন ওয়াল
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পার্টিশন ওয়াল বলতে কী বুঝায়?
২। ইটের পার্টিশন ওয়াল কত প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। পার্টিশন ওয়ালের সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখ।
২। উত্তম পার্টিশন ওয়ালের গুণাবলি বর্ণ্না কর।
৩।টিম্বার পার্টিশন ওয়ালের সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
৪। গ্লাস শিট পার্টিশন দেওয়ালের এলিভেশন অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ব্রিক নগিং পার্টিশন ওয়ালের নির্মাণপদ্ধতি চিত্রসহ বর্ণ্না কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url