সিভিল ক্যাড-২ ( বিষয় কোডঃ ২৬৪৫২ ) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
সিভিল ক্যাড-২ ( ২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৪৫২
এই সাজেশনটি প্রকাশের তারিখ : ২৮-০৩-২০২৪ ইং

অধ্যায়-১ঃ বহুতল ভবনের বৈশিষ্ট্য( Features of Multistoried Building)
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বহুতল ভবন কী?
২। হাই -রাইজ বিল্ডিং কোনগুলো?
৩।ফ্রেমড স্ট্রাকচার বিল্ডিং বলতে কী বুঝায়?
৪। লোড বিয়ারিং ওয়াল বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
৫।বহুতল ভবনের সুবিধাসমূহ লেখ।
৬।বহুতল ভবনের অসুবিধাসমূহ লেখ।
৭।সাইট প্ল্যান তৈরির শর্তসমূহ কী কী?
৮।বহুতল ভবনের বৈশিষ্ট্যগুলো কী কী?
৯। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য তৈরিকৃ্ত একটি বাড়ির ড্রয়িং এ কী কী বিষয় থাকে আবশ্যক?
অধ্যায়-২ঃ অটোক্যাড ব্যবহার করে স্প্রেড কলাম ফুটিং ফাউন্ডেশনসমূহ ফ্রেম
 স্ট্রাকচার বহুতল ভবনের প্ল্যান,সেকশন ও এলিভেশন অঙ্কন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। Layout plan বলতে কী বুঝায়?
২। ড্রয়িং -এ সাইট প্ল্যান অঙ্কন করার পরয়োজনীয় লেখ।
৩। সাইট প্ল্যান কাকে বলে?
৪। তৈরির ধাপগুলো ধারাবাহিকভাবে লেখ।
৬। আরসিসি কলামের প্রকারভেদ লেখ।
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৭।Layout এবং plan Site plan -এর মধ্যে পার্থক্য কী?
৮।একটি আয়তাকার বিমের প্রস্থচ্ছেদ অঙ্কন করে দেখাও।
৯।কলামের বিভিন্ন প্রকার টাই রডের চিত্র অঙ্কন কর।
১০।বর্গাকার ও গোলাকার কলামের পার্থক্য কী?
১১।একটি বর্গাকার কলামে ৮ টি প্রধান রড আছে?প্রস্থচ্ছেদ অঙ্কন করে টাই রডের অবস্থান দেখাও।
রচনামূকল  প্রশ্নসমূহঃ
১২।ক্যাড ব্যবহারের মাধ্যমে একটি ফ্রেমড স্ট্রাকচার ভবনের লে-আউট অঙ্কন পদ্ধতি বর্ণা কর।
অধ্যায়-৩ঃ র‍্যাফট পাইল ফাউন্ডেশন এবং আরসিসি ক্যান্টিলিভার রিটেইনিং 
ওয়ালের প্লযান,এলিভেশন এবং ক্রস সেকশন
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।গভীর ভিত্তি কাকে বলে?
২।র‍্যাফট ফাউন্ডেশন কোথায় দেয়া হয় ?
৩।ভিত্তির বসন বলতে কী বুঝায়?
৪।ম্যাট বা র‍্যাফট ভিত্তি বলতে কী বুঝায় ?
৫। ভিত্তির প্রকার কী কী বিষয়ের উপর নির্ভর করে ?
৬। কোন অবস্থায় কম্বাইন্ড ফুটিং ব্যবহৃত হয়?
৭। ম্যাট বা র‍্যাফট ভিত্তি কোন অবস্থায় ব্যবহার করা হয়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৮।ভিত্তি প্রদানের উদ্দেশ্য বা কাজগুলো লেখ।
৯। ভিত্তির বসে যাওয়ার কারণগুলো কী কী?
রচনামূকল  প্রশ্নসমূহঃ
১০।পাইল ক্যাপের চিত্র অঙ্কনের কমান্ডগুলো লেখ।
অধ্যায়-৪ঃ বিম,সানশেড এবং স্নাবের ওয়ার্কিং ড্রয়িং
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।কলাম কী?
২। T-Beam কাকে বলে?
৩। Floor beam-এর সবদিকের ন্যূনতম কত?
৪। আয়তাকার বিম কাকে বলে?
৫।বিমে ক্র্যাঙ্ক বার ( Crank bar ) কেন দেওয়া হয়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৬। অবিচ্ছিন্ন আয়তাকার আরসিসি বিমের বিস্তারিত ঙ্কশা অঙ্কন পদ্ধতি বর্ণ্না কর।
৭।CADএর সাহায্যে অবচ্ছিন্ন T-Beam- এর Long section অঙ্কন করার পদ্ধতি লেখ।
৮।T-Beam- এর পরিচ্ছন্ন Sectionঅঙ্কন কর।
৯। টু-ওয়ে স্ন্যাবের রিইনফোর্সমেন্টের অবস্থান CAD-এর সাহায্যে কীভাবে অংকন করবে তার বর্ণ্না দাও।
১০। One-way ও Two-way-এর মাঝে পার্থক্য লেখ।
রচনামূকল  প্রশ্নসমূহঃ
১১।কলাম ও বিমের সংযোগস্থলে রিইনফোর্সমেন্ট দেখিয়ে চিত্র অঙ্কন পদ্ধতি বর্ণ্না কর
অধ্যায়-৫ঃ হাফ টার্ন সিঁড়ি,র‍্যাম্প এবং কোরের প্ল্যান এবং সেকশনাল এলিভেশন
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।Lift core কী?
২।Ramp কী?
৩।নোজিং (Nosing)বলতে কী বুঝায়?
৪। একটি আবাসিক বাড়ির Dog-legged সিঁড়ির প্ল্যান অঙ্কন করতে হলে সিঁড়িঘরের জন্য প্রয়োজনীয় জায়গার পরিমাপ কত হবে?
৫।সিঁড়ি ও সিঁড়িঘর বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
৬।ক্যাড ব্যবহারে একটি হাফ টার্ন সিঁড়ির সেকশনাল এলিভেশন অঙ্কনের পদ্ধতির ধারাবাহিক বর্ণ্না দাও।
রচনামূকল প্রশ্নসমূহঃ
৭। AutoCAD ব্যবহার করে একটি Dog-legged সিঁড়ির প্ল্যান চিত্রসহ বর্ণ্না কর।
অধ্যায়-৬ঃ অটোক্যাড ব্যবহার করে 3Dমডেল এবং রেন্ডারিং
অতিসংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ
১।3D ORBIT কমান্ডের কাজ কী?
২। রেন্ডারিং ( Rendering) কেন করা হয়?
৩।সারফেস মডেল কী?
৪। Orthographic ভিউগুলোর নাম লেখ।
৫।ম্যাক্স রেন্ডারিং-এর অপশনগুলো কী কী?
৬।রেন্ডার কয় প্রকার ও কী কী?
৭।রেন্ডারিং কেন করা হয়?
৮। Hide কমান্ডের কাজ কী?
সংক্ষিপ্ত  প্রশ্নসমূহঃ.
৯। 3D এডিটিং কমান্ডগুলোর নাম লেখ।.
১০।3D CONE অঙ্কন করার জন্য যে তিনটি মান দিতে হয় সেগুলোর নাম লেখ।.
১১।3D ভিউ-এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখ।
১২।রেন্ডারিং কয় ধরনের ও কী কী?
রচনামূকল  প্রশ্নসমূহঃ
১৩।প্রিন্টার /প্লটার সেটিং করার প্রক্রিয়া বর্ণ্না কর।
১৪।3D মডেলে ব্যাকগ্রাউন্ড সেট করার প্রক্রিয়া লেখ।
১৫।AutoCAD-এর সাহায্যে Rectangle Command ব্যবহারপূর্বক 7`×3`মাপের দরজা আঁক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url