ইলেকট্রিক্যাল অ্যাপ্লাইয়েন্সেস (বিষয় কোড: ২৬৭৩২) এর সাজেশন


অর্ডিনারি কোচিং সেন্টার 
ইলেকট্রিক্যাল অ্যাপ্লাইয়েন্সেস (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৭৩২
এই সাজেশন প্রকাশের তারিখঃ ০১-০৪-২০২৪ ইং
অনুশীলনী-০১ঃ ইলেকট্রিক্ অ্যপ্লায়েন্সের-এর মূলনীতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। হিটিং অ্যপ্লায়েন্স কাকে বলে?
২। ইলেকট্রিক্যাল অ্যপ্লায়েন্স-এ ইউনিভার্সাল মোটরের একটি ব্যবহারক্ষেত্র উল্লেখ কর।
৩। দুটি কস্মেটিক কেয়ার অ্যপ্লায়েন্স-এর নাম লেখ।
৪। দুটি কিচেন অ্যপ্লায়েন্সের নাম লেখ।
৫। নাইক্রোম তার কীসের তৈরি?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রিক্ অ্যপ্লায়েন্স- কাকে বলে?
২। তাপনীতির উপর ভিত্তি করা ৮টি অ্যপ্লায়েন্স এর নাম লেখ।
৩। ইলেকট্রিক মোটরচালিত ৬টি অ্যপ্লায়েন্সের নামের তালিকা লেখ।
৪। হোম অ্যপ্লায়েন্স কত প্রকার ও কী কী?
৫। ইলেকট্রিক কোড অনুসরণের সুবিধা কী কী?
৬। ইলেকট্রিক্যাল অ্যপ্লায়েন্সের –এর হিটিং এলিমেন্ট বলতে কী বুঝায়? তিন প্রকার হিটিং এলিমেন্টের নাম উল্লেখ কর।
অনুশীলনী-০২ঃ বৈদ্যুতিক ইস্ত্রি
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বৈদ্যুতিক আয়রন কত প্রকার ও কী কী?
২। প্রেসার প্লেটের কাজ কী?
৩। থামোস্ট্যাট কেন ব্যবহার করা হয়?
৪। বৈদ্যুতিক ইস্ত্রির মাইকা শিটের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। বৈদ্যুতিক আয়রনের বিভিন্ন অংশের নাম লেখ।
২। একটি অটোম্যাটিক আয়রনের বর্তনী চিত্র অঙ্কন কর।
৩। ইলেকট্রিক আয়রনের তাপ নিয়ন্ত্রণ কীভাবে করা হয়?
৪। সাধারণ এবং স্বয়ংক্রিয় ইস্ত্রির মধ্যে ৪টি পার্থক্য দেখাও।
৫। থার্মোস্ট্যাট স্ট্রিপ দুটি ভিন্ন ধাতুর হয় কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। একটি ইলেকট্রিক আয়রনের বিভিন্ন অংশের বর্ণ্না দাও
২। একটি Steam Iron- এর অপারেশন চিত্রসহ বর্ণ্না কর।
৩। থার্মোস্ট্যাট-এর কার্যপ্রনালি লেখ।
৪। বৈদ্যুতিক ইস্ত্রির সম্ভাব্য ৪টি ত্রুটির তালিকা, কারণ ও প্রতিকারসহ লেখ।
অনুশীলনী-০৩ঃ রাইস কুকার অ্যান্ড ইন্ডাকশন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রাইস কুকারের কন্ট্রোল প্যানেলে কী কী সুইচ থাকে?
২। রাইস কুকারের হিটিং এলিমেন্টটি কীসের তৈরি?
৩। রাইস কুকারে ম্যাগ্নেটিক সুইচের অবস্থান কোথায়?
৪। রাইস স্কুপ (Rice scoop) কী?
৫। রাইস কুকারের প্রধান বডির ভিতরে কী কী থাকে?
৬। রাইস কুকারে সন্ধনকৃত ভাত কী কারণে ক্ষতিগ্রস্ত হয়?
৭। রাইস কুকারে মেইন বডির ভিতরে কী কী থাকে?
৮। ইন্ডাকশন কুকার কী?
৯। ইন্ডাকশন কুকারে প্রধান অংশগুল কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রাইস কুকারের “স্ট্রিম ট্রে” কী বা কাজ কী?
২। রাইস কুকারে ম্যাগনেটিক সুইচের কাজ কী?
৩। “কিপ ওয়ার্ম ল্যাম্প”-এর কাজ কী?
৪। রাইস কুকারের প্রধান অংশগুলোর নাম লেখ।
৫। রাইস কুকারের হিটিং প্লেটের বর্ণ্না দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। রাইস কুকারের কার্যপ্রণালী বর্ণ্না কর।
২। রাইস কুকারের বিভিন্ন অংশের নামগুলো লেখ।
৩। রাইস কুকারের সম্ভাব্য ৪টি ত্রুটি এর কারণ ও প্রতিকার লেখ।
অনুশীলনী-০৪ঃ ইলেকট্রিক কেটলি এবং গিজার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রিক কেটলি বডি সাধারণত কীসের তৈরি?
২। ইলেকট্রিক কেটলির হিটিং এলিমেন্ট কীসের তৈরি?
৩। ইলেকট্রিক কেটলিতে কী কী ধরনের সেফটি ডিভাইস ব্যবহ্বত হয়।
৪। ইলেকট্রিক কেটলির ও বোনাইট নব-এর কাজ কী?
৫। গিজার কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রিক কেটলির আউটার বডি বহিরাবরণ কী কী ধরনের হয়?
২। ইলেকট্রিক কেটলিতে থার্মোস্ট্যাটের কাজ লেখ।
৩। ইলেকট্রিক কেটলি গরম হওয়ার সময় সকেটে স্পাকিং করে-সম্ভাব্য কারণ কী কী?
৪। ইলেকট্রিক কেটলিতে সাপ্লাই সংযোগ দিলে কেটলি গরম হয় না –সম্ভাব্য কারণ কী কী?
৫। ইলেকট্রিক কেটলি গরম না হওয়ার সম্ভাব্য কারণ ও প্রতিকার লেখ।
৬। গিজারে কী কী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়?
৭। গিজারে থার্মোস্ট্যাট কীভাবে কাজ করে?
৮। গিজারে গরম পামির পরিমাণ অপর্যাপ্ত হওয়ার কারণগুলো লেখ।
৯। গিজার কোথায় ব্যবহিত হয়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রিক কেটলি বিভিন্ন অংশের নাম লেখ।
২। ইলেকট্রিক কেটলির সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার আলোচনা কর।
৩। চিত্রসহ গিজারের বৈদ্যুতিক বর্তনীর কার্যাপ্রণালী বর্ণ্না কর।
অনুশীলনী-০৫ঃ টেবিল ফ্যান/পেডেস্টাল ফ্যান
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। টেবিল ফ্যান/পেডেস্টাল ফ্যানের রোটর কী টাইপের হয়?
২। টেবিল বা পেডেস্টাল ফ্যানে রানিং ও স্ট্যাটিং ওয়াইন্ডিং কী সংযোগ থাকে?
৩। টেবিল ফ্যানে কোন ধরনের মোটর ব্যবহিত হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। একটি সিলিং ফ্যান উল্টা ঘুরার কারন কী?
২। ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরে স্পিড রেগুলেটিং সার্কিট কী কী অংশ নিয়ে গঠিত হয়,লেখ।
৩। সিলিং ফ্যানের অভ্যন্তরীণ সংযোগ চিত্র অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। টেবিল ফ্যান ও পেডেস্টাল ফ্যানের বিভিন্ন অংশের তালিকা লেখ।
২। ক্যাপাসিটর টাইপ টেবিল ফ্যানের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে কীভাবে কাজ করে বর্ণ্না কর।
৩। রেগুলেটর দিয়ে কীভাবে সিলিং ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা যায়?
অনুশীলনী-০৬ঃ ইলেকট্রিক ব্লোয়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রিক ব্লোয়ার কী?
২। ভ্যাকুয়াম ক্লিনারের হুজ অ্যাসেমব্লি কয়টি অংশ নিয়ে গঠীট ?
৩। ভ্যাকুয়াম ক্লিনারে ডাস্ট ব্যাগ কেন ব্যবহার করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রিক ব্লোয়ারের কাজ কী?
২। ইলেকট্রিক ফ্যান ও ইলেকট্রিক ব্লোয়ারের মধ্যে পার্থক্য কী?
৩। ভ্যাকুয়াম ক্লিনারে ময়লা কীভাবে সংগ্রহ করে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। চিত্রসহকারে ইলেকট্রিক ব্লোয়ারের কার্যপ্রণালি বর্ণ্না কর।
২। ইলেক্ট্রিক ব্লোয়ার-এর সার্কিট ডায়াগ্রাম অঙ্কন কর।
৩। ভ্যাকুয়াম ক্লিনার কীভাবে কাজ করে বর্ণ্না কর।
৪। ভ্যাকুয়াম ক্লিনারের মোটর কাজ করে না- এর সম্ভাব্য কারণ ও প্রতিকার লেখ।
অনুশীলনী-০৭ঃ ব্লেন্ডার
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রিক ব্লেন্ডারে কী ধরনের মোটর ব্যবহিত হয়?
২। মিক্সচার মেশিন কত প্রকার ও কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ব্লেন্ডার মোটর ওভারলোড হলে কী অবস্থা দেখা দেয়?
২। ব্লেন্ডার মটোরের বৈদ্যুতিক সার্কিট অঙ্কন কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। ব্লেন্ডারের মুল কার্যনীতি চিত্র সকারে বর্ণ্না কর।
২। ব্লেন্ডারের বিভিন্ন অংশের নাম লেখ।
অনুশীলনী-০৮ঃ ওয়াশিং মেশিন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ওয়াশিং মেশিন কাকে বলে?
২। ওয়াশিং মেশিনে ব্যবহিত অ্যাজিটেট (Agitator) কী?
৩। ওয়াশিং মেশিনে স্পিন টাইমারের সময় কী কাজ হয়?
৪। ওয়াশিং মেশিনে ওয়াটার লেভেলের কয়টি পজিশন থাকে ও কী কী?
৫। ওয়াশিং মেশিনে কয়টি ধাপে কাজ হয় ও কী কী?
৬। স্পিন ড্রামের স্পিড আনুমানিক কত?
৭। “ওয়াশ টাইমার” কী নির্ধারণ করে?
৮। ওয়াশিং মেশিনে ওয়াটার লেভেলের অতিরিক্ত পানি কীভাবে বের হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনের অপারেটিং সিস্টেমকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী?
২। পালসেটরের কাজ কী?
৩। ওয়াশিং মেশিনের প্যানেল বোর্ডে কী কী সুইচ থাকে?
৪। টাইমার সুইচে কী কী সিলেক্টেড পজিশন থাকে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। একটি অটোমেটিক ওয়াশিং মেশিনের কার্যপ্রনালি বর্ণ্না কর।
২। ওয়াশিং মেশিনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
৩। ওয়াশিং মেশিনের ওয়াশিং সাইকেলের বর্ণ্না দাও।
অনুশীলনী-০৯ঃ রেফ্রিজারেটর
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। রেরিজারেশন কী?
২। প্রেসার রিডিউসিং ভালভ কেন ব্যবহার করা হয়?
৩। লিকুইড ইন্ডিকেটর কী?
৪। রেফ্রিজারেটরে কন্ডেন্সার কী কাজ করে?
৫। রেফ্রিজারেটরে “ড্রায়ারের” কাজ কী?
৬। অ্যাবজ্রবারের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। আবাসিক রেফ্রিজারেটরে ব্যবহিত রিলে কত প্রকার ও কী কী?
২। আবাসিক রেফ্রিজারেটরের প্রধান অংশগুলোর নাম লেখ।
৩। ইভাপোরেটরের কাজ কী?
৪। একটি রেফ্রিজারেটরের বিভিন্ন অংশের নাম লেখ।
৫। অ্যাকুমুলেটর কী?
৬। রেফ্রিজারেটরে কন্ডেন্সার হিমায়ন সাইকেলে কী কী ধাপে কাজ করে?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। রেফ্রিজারেটরের মূল কার্যনীতি চিত্রসহ বর্ণ্না কর।
২। রেফ্রিজারেটরের বৈদ্যুতিক বর্তনী অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
৩। রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সার্কিট অঙ্কন করে কার্যপ্রনালী বর্ণ্না কর।
৪। পরিষ্কার চিত্র অঙ্কন করে রেফ্রিজারেটরের হিমায়ন চক্রের বর্ণ্না দাও।৫। রেফ্রিজারেটরে ইউনিট বলে, কিন্তু ঠান্ডা না হওয়ার কারণ কী লেখ।
অনুশীলনী-১০ঃ ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন
অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রিক ওভেনের মূল কার্যনীতি কী?
২। মাইক্রোওভেননে ব্লোয়ার মোটর কী কাজ করে?
৩। ইলেকট্রিক ওভেন চালুর পর সিলেক্টর-এর আপার ও লোয়ার পজিশনে রাখলে কী হবে?
৪। মাইক্রোওয়েভ এনার্জি কী কী ধরনের পদার্থ দ্বারা প্রতিফলিত হয়, লেখ।
৫। মাইক্রোওয়েভ ওভেনের দুটি প্রধান অংশের নাম লেখ।
৬। মাইক্রোওয়েভ ওভেনে ব্লোয়ার মতোড় কি কাজ কোড়ে?
৭। Microwave over- এ কীসের মাধ্যমে তাপ উৎপন্ন হয়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। ইলেকট্রিক ওভেনে কত প্রকার ও কী কী?
২। মাইক্রোওয়েভ ওভেনে হিট কন্ট্রোলের বিভিন্ন অংশগুলোর নাম লেখ।
৩। স্টিবার মোটরের কাজ কী?
৪। মাইক্রোওয়েভ ওভেনে ও ইলেকট্রিক ওভেনের মধ্যে মৌলিক পার্থক্য লেখ।
৫। মাইক্রোওয়েভ ওভেনে তাপ উৎপন্ন হয় কিন্তু ফুড চেম্বারে লাইট জ্বলে না, কারন কী?
৬। মাইক্রোওয়েভ ওভেন চলে ও লাইট জ্বলে, কিন্তু কোনো খাদ্যদ্রব্য ও পানি গরম না হওয়ার কারনগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। মাইক্রোওয়েভ ওভেন কীভাবে কাজ করে?
২। মাইক্রোওয়েভ ওভেন এর বৈদ্যুতিক সংযোগ চিত্র অঙ্কন কর।
৩। মাইক্রোওয়েভ ওভেনের প্রধান অংশগুলোর নাম লেখ।
৪। মাইক্রোওয়েভ ওভেনের হিট কন্ট্রোলের কার্যপ্রণালী বণ্না কর।
৫। মাইক্রোওয়েভ ওভেনে টাইমারের কার্যপ্রণালী বণ্না কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url