ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স (বিষয় কোড: ২৬৮৩৩) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স (২২ প্রবিধান)
বিষয় কোড: ২৬৮৩৩
এই সাজেশন প্রকাশের তারিখ:০৫-০২-২০২৪ ইং
অনুশীলনী-১: পাওয়ার ইলেকট্রনিক্স এবং পাওয়ার ডায়োড

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। পাওয়ার ইলেকট্রনিক্স কী কী অংশের সমন্বয়ের গঠিত?

২। পাওয়ার ইলেকট্রনিক্সের ভিত্তি কী?

৩। ফারোয়ার্ড রিকোভারি সময় কাকে বলে?

৪। ডায়োডকে প্যারালালে কেন ব্যবহার করা হয়?

৫। পাওয়ার ইলেকট্রনিক্স কাকে বলে?

৬। পাওয়ার ডায়োড কাকে বলে?

৭। পাওয়ার ডায়োড কত প্রকার ও কী কী?

৮। কোন ডায়োডের রিভার্স রিকোভারি সময় বেশি?

৯। কোন ডায়োডের রিভার্স রিকোভারি টাইম কাকে বলে?

১০। স্ট্যাটিক সুইচ কাকে বলে?

১১। Active ও Passive element কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। পাওয়ার ইলেকট্রনিক্স বলতে কী বুঝায়?

৩। পাওয়ার ইলেকট্রনিক্স কোথায় ব্যবহার করা হয়।

৩। পাওয়ার ইলেকট্রনিক্স এর ১০টি ব্যবহার উল্লেখ কর।

৪। পাওয়ার ইলেকট্রনিক্স –এর সুবিধা ও অসুবিধা লেখ।

৫। পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের প্রকারভেড লেখ।

৬। রিভার্স রিকোভারি টাইম ও পিক রিভার্স কারেন্টের মান কী কী ফ্যাক্টরের উপর নির্ভর করে?

রচনামূলক প্রশ্নসমূহ:

১। সিরিজে সংযুক্ত ডায়োডের V-I বৈশিষ্ট্য কার্ভ বর্ণ্না কর।

অনুশীলনী-২: মসফেট এবং আইজিবিটি

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। পাওয়ার ট্রানজিস্টর কত প্রকার ও কী কী?

২। IGBT-এর Voltage ও Current raiting উল্লেখ কর।

৩। IGBT বলতে কী বুঝায়?

৪। MOSFET কী?

৫। IGBT-এর ব্যবহার উল্লেখ কর।

৬। MOSFET-এর IGFET বলা হয় কেন?

৭। MOSFET-এর ব্যবহার লেখ।

৮। এনহ্যান্সমেন্ট মসফেট এর প্রতীক আক।

৯। ডিপ্লেশন রিজিয়ন বলতে কী বুঝায়?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। MOSFET ও IGBT এর মাঝে পার্থক্য লেখ।

২। IGBT-এর গঠন চিত্র অঙ্কন কর।

৩। MOSFET এর V-I বৈশিষ্ট্যরেখা অঙ্কন কর।

৪। IGBT সমতুল্য বর্তনীসহ V-I বৈশিষ্ট্যরেখা অঙ্কন কর।

৫। MOSFET-এর এনহ্যান্সমেন্ট এবং ডিপ্লেশন মোড ব্যাখ্যা কর।

৬। E-only MOSFET কাকে বলে?

৬। MOSFET-এর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

৭। ডিপ্লেশন ও এনহ্যান্সমেন্ট MOSFET-এর মধ্যে পার্থক্য উল্লেখ কর।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। একটি N- চ্যানেল এনহ্যান্সমেন্ট মোড MOSFET-এর গঠন ও কার্যপ্রণালী বর্ণ্না কর।

২। চিত্রসহ IGBT-এর গঠন ও কার্যপ্রণালী বর্ণ্না কর।

অনুশীলনী-৩: ইউজেটি এবং জিটিও

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। UJT- কখন ON state প্রাপ্ত হয়।

২। UJT-কে সুইচিং ডিভাইস বলা হয় কেন?

৩। UJT-এর দুটি ব্যবহার লেখ।

৪। স্ট্যান্ড অফ রাশিও কী?

৫। UJT-কে Diode বলা হয় কেন?

৬। গোল্ড ডোপড GTO বলতে কী বুঝায়?

৭। GTO-কে কীভাবে অন ও অফ করা হপ্য?

৮। GTO-এর সমতুল্য বর্তনী অঙ্কন কর।

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। UJT-এর ব্যবহার লেখ।

২। UJT-এর চিত্র অঙ্কন করে কার্যাবলি বর্ণ্না কর।

৩। UJT-কে Thyristor নয় ?

৪। GTO বলতে কী বুঝায়?

৫। GTO –এর গঠন চিত্র অঙ্কন কর।

৬। SCR এর তুলনায় GTO ব্যহারারের সুবিধা লেখ।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। GTO-এর টার্ন-অন ও অফ পদ্ধতি চিত্রসহ বর্ণ্না কর।

২। UJT রিলাক্সেশন অসিলেটর সার্কিট অঙ্কন কর করে কার্যপ্রণালী বর্ণ্না কর।

অনুশীলনী-৪: অপারেশনাল অ্যামপ্লিফায়ার (অপ- অ্যম্প)

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। অপ-অ্যাম্প –এর প্রতীক আঁক ।

২। স্লিউ রেট- এর মান কত এবং 741 অপ- অ্যম্প এর সার্কিট সিম্বল অঙ্কন কর।

৩। অপ-অ্যাম্প, সিম্বল অঙ্কন কর।

৪। অপ-অ্যাম্প, ইনপুট অফসেট ভোল্টেজ কী?

৫। ফ্রিকুয়েন্সি রেসপন্স কাকে বলে?

৬। অপ-অ্যাম্প, ইনপুট ভোল্টেজ রেঞ্জ কী?

৭। স্লিউ রেট কী?

৮। CMRR দ্বারা কী বুঝায়?

৯। Operational Amplifier কী?

১০। ওপেন লুপ ভোল্টেজ গেইন কাকে বলে?

১১। CMRR-এর পূর্ণ্নাম লেখ।

১২। ব্যান্ড পাস ফিল্টার-এর কাজ কী?

১৩। 741 IC-এর দুটি বৈশিষ্ট্য লেখ।

১৪। কম্পারেটর কাকে বলে?

১৫। অপারেশনাল অ্যামপ্লিয়ারের ভাররুয়াল গ্রাউন্ড বলতে কী বুঝায়?

১৬। Ramp জেনারেটর কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। লিনিয়ার অপারেশনাল অ্যামপ্লিয়ারের প্রয়োগ উল্লেখ কর।

২। অপারেশনাল অ্যামপ্লিয়ারের নন-লিনিয়ার প্রয়োগ উল্লেখ কর।

৩। সিগন্যাল প্রয়োগের ইনপুটের উপর ভিত্তি করে অপারেশনাল অ্যামপ্লিয়ারের সার্কিট কত প্রকার ও কী কী?

৪। ডিফারেনশিয়াল অ্যামপ্লিয়ার বলতে কী বুঝ?

৫। আদর্শ অপারেশন অ্যামপ্লিয়ারের বৈশিষ্ট্য লেখ।

৬। ইনপুট অফসেট ভোল্টেজ ও কারেন্ট কী?

৭। Op-Amp-এর গোল্ডেন রুল কী?

৮। Op-Amp এর Virtual Ground ব্যাখ্যা কর।

৯। Op-Amp এর “স্বণ সূত্র” ব্যাখ্যা কর।

অনুশীলনী-৫: থাইরিস্টর

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। SCR কী ধরনের ডিভাইস?

২। SCR-কে একমুখী ডিভাইস বলা হয় কেন?

৩। SCR-এর অর্থ কী?

৪। SCR-এর প্রতীক অঙ্কন কর।

৫। SCR-এর প্রান্তগুলো কী কী?

৬। SCR-এর ল্যাচিং শর্ত উল্লেখ কর।

৭। ব্রেক ওভার ভোল্টেজ কী?এর রেটিং কত?

৮। পিক রিভার্স ভোল্টেজ কী ?এর রেটিং কত?

৯। ফারোয়ার্ড কারেন্ট কী? এর রেটিং কত?

১০। ট্রিগারিং বলতে কী বুঝ?

১১। SCR-এর Transistor সমতুল্য সার্কিট আঁক ।

১২। SCR-এর Holding Current কী?

১৩। SCR, IGBT, LASCR এর পুর্ণনাম লেখ।

১৪। থাইরিস্টার কাকে বলে?

১৫। SCR- এর Latching current কী?

১৬। SCR Turn off শর্ত কী?

১৭। SCR- এর ল্যাচিং বলতে কী বুঝায়?

১৮। Triggering কেন করা হয়?

১৯। LASCR কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। Thyristor-এর প্রকারভেদ গুলো লেখ।

২। SCR- এর ল্যাচিং প্রসেস বর্ণ্না কর।

৩। সুইচ হিসেবে SCR - এর সুবিধা লেখ।

৪। Thyristor-এর Latching বলতে কী বুঝায়?

রচনামূলক প্রশ্নসমূহ:

১। SCR – এর অপারেশনের মূলনীতি বর্ণ্না কর।

২। ফরোয়ার্ড ও রিভার্স বায়াস অবস্থায় SCR- এর V-I বৈশিষ্ট্য রেখা চিত্র সহকারে বর্ণ্না কর।

অনুশীলনী-৬: ডায়াক এবং ট্রায়াক

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। DIAC- কে দ্বিমুখী সুইচ বলা হয় কেন?

২। ডায়াক ও ট্রায়াকের মধ্যে পার্থক্য কী?

৩। ট্রায়াক কী?

৪। ডায়াকের-এর গঠন চিত্র অঙ্কন কর।

৫। ট্রায়াক-এর পূর্ণ্নাম কী?

৬। DIAC কী?

৭। ট্রায়াক কীসের সমম্বয়ে গঠিত?

৯। ট্রায়াকের কাজ কী?

১০। DIAC- কে দ্বিমুখী সুইচ বলা হয় কেন?

১১। DIAC-এর দুটি ব্যবহার লেখ।

১২। TRIAC এবং PUT- এর প্রতীক অঙ্কন কর।

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। ডায়াকের বৈশিষ্ট্য উল্লেখ কর।

২। ব্রেক ওভার ভোল্টেজ কী?

৩। ট্রায়াকের বৈশিষ্ট্য উল্লেখ কর।

৪। ডায়াক-এর ব্যবহারগুলো লেখ।

৫। ডায়োড-এর সাথে ডায়াকের তুলনামূলক পার্থক্য উল্লেখ কর।

৬। ট্রানজিস্টর-এর সাথে ডায়াকের তুলনামূলক পার্থক্য দেখাও।

৭। ট্রায়াক-এর ব্যবহারগুলো লেখ।

৮। এসসিআর এবং ট্রায়াকের মধ্যে পার্থক্য লেখ।

৯। ডায়াক-এর সাথে ট্রায়াকের তুলনামূলক পার্থক্য উল্লেখ কর।

১০। TRIAC-এর সাথে এসি ফেজ কন্ট্রোলের বর্ণ্না দাও।

১১। TRIAC-এর বৈশিষ্ট্য রেখা অঙ্কন কর।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। একটি TRIAC-এর গঠন ও কার্যপ্রণালী চিত্রসহ বর্ণ্না কর।

২। ট্রায়াকের V-I বৈশিষ্ট্য রেখা বর্ণ্না কর।

অনুশীলনী-৭: সিঙ্গেল ফেজ এসি টু ডিসি কনভার্সন

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। কন্ট্রলড রেক্টিফায়ারে কত প্রকার ও কী কী?

২। Phase control Rectifier কাকে বলে।

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। AC to DC কনভার্সন প্রক্রিয়া ব্যখ্যা কর।

অনুশীলনী-৮: থ্রি ফেজ এসি টু ডিসি কনভার্সন

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। ফ্লাইহুইল ডায়োড কী?

২। ফ্লাইহুইল ডায়োডের কাজ কী?

৩। শিল্পক্ষেত্রে Control Rectifier-এর দুটি ব্যবহার লেখ।

৪। Polyphase control Rectifier বলতে কী বুঝায়?

৫। SCR- এর firing Angel কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। সাধারণ ডায়োড রেক্টিফায়ার ও কন্ট্রোলড রেক্টিফায়ার এর মূল পার্থক্য কী?

২। ফেজ ও লোড অনুসারে কন্ট্রোলড রেক্টিফায়ার কত প্রকার?

৩। কন্ট্রোলড রেক্টিফায়ারের ব্যবহার লেখ।

অনুশীলনী-৯: চাপার

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। চপার কী?

২। চপারের কাজ কী?

৩। চপার কত ফ্রিকুয়েন্সিতে কাজ করে?

৪। চাপারের স্কেমেটিক চিত্র অঙ্কন কর।

৫। চপারের ডিউটি সাইকেল কী?

৬। চপারের ক্ষেত্রে TRC কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। চপারের প্রয়োগ লেখ।

২। চপার সার্কিট ডিজাইনকরনে কী বিষয়গুলো সংযুক্ত করা হয়?

৩। চপারের কারেন্ট কন্ট্রোল লিমিট বর্ণ্না কর।

৪। জোনস চাপারের প্রয়োগক্ষেত্র উল্লেখ কর।

৫। এসি চাপারের কার্যপ্রণালি সংক্ষেপে বর্ণ্না কর।

৬। চপারের মূলনীতি লেখ।

৭। চপার কন্ট্রোল টেকনিক কত প্রকার ও কী কী?

৮। চপারের সার্কিট চিত্র অঙ্কন কর।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। ভোল্টেজ স্টেপ-ডাউন চপার এর কার্যপ্রণালী চিত্রসহ বর্ণ্না কর।

২। ভোল্টেজ স্টেপ-আপ চপারের কার্যপ্রণালি বর্ণ্না কর।

অনুশীলনী-১০: ইনভার্টার

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। ইনভার্টার কাকে বলে?

২। ইনভার্টার কত প্রকার ও কী কী?

৩। Force commutated “inverter” বলতে কী বুঝায়?

৪। ইনভার্টারের কাজ কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। ইনভার্টারের প্রয়োগক্ষেত্রগুলো লেখ।

২। ফোর্স ক্মুটেডেট ইনভার্টারের মূলনিতি লেখ।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। সিঙ্গেল-ফেজ লাইন-ক্মুটেটেড ইনভার্টারের কার্যপ্রণালি বর্ণ্না কর।

২। সিঙ্গেল-ফেজ সিরিজ ইনভার্টারের গঠন কার্যপ্রণালি বর্ণ্না কর।

অনুশীলনী-১১: সাইক্লোকনভার্টার

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। সাইক্লোকনভার্টার কী?

২। Converter বলতে কী বুঝায়?

৩। সাইক্লোকনভার্টার কোন ধরনের ডিভাইস?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। সাইক্লোকনভার্টারের প্রয়োগক্ষেত্রগুলো উল্লেখ কর।

২। সাইক্লোকনভার্টারের প্রকারভেদ দেখাও।

৩। সিঙ্গেল-ফেজ/সিঙ্গেল-ফেজ মিড পয়েন্ট কনফিগারেশন সাইক্লোকনভার্টারের সার্কিট অঙ্কন কর।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। সিঙ্গেল-ফেজ/সিঙ্গেল-ফেজ সাইক্লোকনভার্টার এর কার্যপ্রণ্নালি বর্ণ্না কর।

অনুশীলনী-১২: এসি ভোল্টেজ কন্ট্রোলার

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। ৪টি ইলেকট্রনিক ড্রাইভের টার্মস এর নাম লেখ?

২। ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম কী?

৩। চার কোয়াড্রেন্ট চপার ড্রাইভ কাকে বলে?

৪। ইলেকট্রিক ড্রাইভ সিস্টেমের উপাদাঙ্গুলো কী কী?

৫। ইলেকট্রিক ড্রাইভের জেনারেটিং মুডের সমীকরণটি লেখ।

৬। ইলেকট্রিক ড্রাইভের কাজ কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। ইলেকট্রিভ ড্রাইভার টার্মসগুলোর নাম লেখ।

২। একটি আধুনিক ইলেকট্রিক ড্রাইভ সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। থ্রি-ফেজ হাফ ওয়েভ কনভার্টার ড্রাইভের চিত্রসহ ব্যাখ্যা কর।

অনুশীলনী-১৩: ইন্ডাকশন এবং ডাইইলেকট্রিক হিটিং

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:


১। কতভাবে বিদ্যুৎশক্তিকে তাপশক্তিতে রূপান্তর করা যায়?

২। ইন্ডাকশন হিটিং কাকে বলে?

৩। ডাইইলেকট্রিক হিটিং কীভাবে সংগঠিত হয়?

৪। ডাইইলেকট্রিক হিটিং-এর উপর ফ্রিকুয়েন্সি প্রভাব লেখ।

৫। স্কিন ইফেক্ট কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। ইন্ডাকশন হিটিং-এর মূলনীতি লেখ।

২। ইন্ডাকশন হিটিং-এর সুবিধা লেখ।

৩। ডাইইলেকট্রিক হিটিং-এর সুবিধা লেখ।

৪। ইন্ডাকশন ও ডাইইলেকট্রিক হিটিং-এর পার্থক্য লেখ।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। ইন্ডাকশন হিটিং-এর সাধারণ মূলনীতি ব্যাখ্যা কর।

২। ডাইইলেকট্রিক হিটিং-এর কার্যের মূলনীতি ব্যাখ্যা কর।

অনুশীলনী-১৪: পাওয়ার সরবরাহ

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। পূর্ণ্নাম লেখঃ SMPS, IPS,UPS,EMI,MCT.

২। অন লাইন UPS কাকে বলে?

৩। UPS-এর কাজ কী?

৪। AVR বলতে কী বুঝায়?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। UPS এবং IPS এর মাঝে পার্থক্য লেখ।

২। IPS এর ব্লক চিত্র অঙ্কন কর।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। চিত্রসহ একটি UPS এর কার্যপ্রণালি বর্ণ্না কর।

২। IPS এর ব্লক ডায়াগ্রামসহ কার্যপ্রণালি বর্ণ্না কর।

৩। SMPS- এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণ্না কর।

৪। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের কার্যপ্রণালি বর্ণ্না কর।

অনুশীলনী-১৫: নিরাপত্তার এবং সুরক্ষা সিস্টেম

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। ধোঁয়া নির্দেশকের গুরুত্ব কোথায় বেশি দেয়া হয়?

২। Electronic security system বলতে কী বুঝায়?

৩। ফায়ার সেন্সর কত প্রকার ওকী কী

৪। আয়োনাইজেশন ডিটেক্টর কী?

৫। ফায়ার সেন্সর কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:

১। ধোঁয়া ডিটেক্টর যে দুটি নীতিতে কাজ করে, তা বর্ণ্না কর।

২। আয়োনাইজেশন চেম্বারের গঠন চিত্র আক।

৩। নন-টাচ পারসন ডিটেক্টরের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।

৪। Fire Alarm System- এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।

রচনামূলক প্রশ্নসমূহ:

১। ফায়ার ডিটেক্টর- এর ব্লক ডায়াগ্রাম অঙ্কনপূর্বক বর্ণ্না কর।

২। নন-টাচ পারসন ডিটেক্টরের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে কার্যপদ্ধতি বর্ণ্না কর।

৩। ক্যামেরা ও ভিডিও মনিটর ব্যবহার করে ভিডিও মনিটরিং সিস্টেমের কার্যনীতি লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url