Auto CAD এর Line কমান্ড কী? Line কমান্ড ব্যবহার এবং কাজ

লাইন কমান্ড এর সাহায্যে রেখা আঁকা যায় । প্রতিটি রেখা আলাদাভাবে মডিফাই করা যায় । বিন্দু থেকে রেখার উৎপত্তি । একটি বিন্দুর দৈর্ঘ্য , প্রস্ত ও বেধ কোনটাই নেই । রেখার শুধু দৈর্ঘ্য আছে , প্রস্থ নেই ।


লাইন কমান্ড এর সাহায্যে নির্ভূলভাবে রেখা আঁকার পদ্ধতি রয়েছে । যেমনঃ-
  • বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করা ।
  • অবজেষ্টের অফসেট ব্যবহার করা ।
  • মূলত অটোক্যাডে ড্রয়িং-এ হাতেঘড়িই হয় Line কমান্ডের মাধ্যমে।
  • গ্রীড অবজেক্ট ব্যবহার করা

সূচীপত্র : Auto CAD এর Line কমান্ড কী? Line কমান্ড ব্যবহার এবং কাজ 

লাইন কমান্ডের পরিচিতি এবং রেখা অঙ্কন পদ্ধতি 


ড্র টুলবার : 

ড্র মেনু নাম: Line

কমান্ড লাইন : L ( Line এর শর্টকাট )

লাইন কমান্ডের সাহায্যে রেখা অঙ্কন 

  • ড্র টুলবারে Line আইকনে ক্লিক করুন ।
  • কার্সরটিকে প্রথম বিন্দুতে নিয়ে  মাউসের left বাটন ক্লিক করুন ।
  • অতিরিক্ত রেখা তৈরি করতে উক্ত রেখার শেষ বিন্দু নির্দিষ্ট করুন।
  • অঙ্কিত লাইন বাতিল করতে কমান্ড লাইনে U লিখে এন্টার প্রেস করুন । প্রথম রেখার শুরু বিন্দুর সাথে শেষ রেখার শেষ বিন্দু যোগ করতে C লিখে এন্টার প্রেস করুন ।
উদাহরণ – 0১

আমরা এখন লাইন কমান্ডের সাহায্যে নিচের রেখাটি অঙ্কন করব এবং লাইন কমান্ড ব্যবহার করব।চিত্রের রেখাটি অঙ্কন করতে নিচের কমান্ড গুলো প্রেস করুন ।

  • কমান্ডঃ L লিখে এন্টার ।
  • প্রথম বিন্দুতে এন্টার প্রেস করুন।
  • দ্বিতীয় বিন্দুতে এন্টার প্রেস করুন।
  • এন্টার প্রেস করুন ।
উদাহরণ – 02

চিত্রের রেখা অঙ্কন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।

  • কমান্ডঃ L লিখে এন্টার ।
  • প্রথম বিন্দুতে এন্টার প্রেস করুন।
  • দ্বিতীয় বিন্দুতে এন্টার প্রেস করুন।
  • তৃতীয় বিন্দুতে এন্টার প্রেস করুন ।
  • এন্টার প্রেস করুন ।

লাইন কমান্ডের সাহায্যে পরিমাপসহ রেখা অঙ্কন

নির্দিষ্ট পরিমাপে রেখা আঁকতে হলে প্রথমেই একক নিবার্চন করতে হবে । যদি মিলিমিটারে রেখা আঁকতে চায় তাহলে Decimal এ ড্রইং করতে হবে । পরিমাপ করার জন্য Unit হিসাবে Architectural নির্বাচন করতে হবে ।

উদাহরণ -০৩

চিত্রের অবজেষ্টটি ড্র করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
  • কমান্ডঃ L লিখে এন্টার ।
  • Ortho [F8] বাটনে প্রেস করে Ortho অন করে ১ম বিন্দুতে প্রেস করতে হবে ।
  • 10 ইঞ্চি লিখে এন্টার প্রেস করুন ।
  • মাউস পয়েন্টকে উপরের দিকে উঠিয়ে 6 ইঞ্চি লিখে এন্টার প্রেস করুন ।
  • মাউস পয়েন্টকে বাম দিকে নিয়ে 8 ইঞ্চি লিখে এন্টার প্রেস করুন ।
  •  ১ম পয়েন্টে ক্লিক করুন।
  •  esc প্রেস করুন।

লাইন কমান্ডের সাহায্যে নির্দিষ্ট কোণে রেখা অঙ্কন

চিত্রের অবজেষ্টটি ড্র করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
উদাহরণ -০৪
  • কমান্ডঃ L লিখে এন্টার ।
  • A স্থানে এন্টার প্রেস করুন ।
  • Ortho Mode On অবস্থায় মাউস পয়েন্টকে বাম দিকে সরিয়ে 10 ফিট  এন্টার প্রেস করুন ।
  • Ortho Off অবস্থায় @ 10<60 ডিগ্রী লিখে এন্টার প্রেস করুন ।
বিকল্প পদ্ধতি
  • কমান্ডঃ L লিখে এন্টার ।
  • A স্থানে এন্টার প্রেস করুন ।
  • B স্থান বরাবর মাউস পয়েন্ট নিয়ে 10 ফিট এন্টার প্রেস করুন ।
  • 60 ডিগ্রী লিখে এন্টার প্রেস করুন ।
  • মাউস যথাস্থানে সরিয়ে 10 ফিট এন্টার প্রেস করুন ।

লাইন কমান্ডের সাহায্যে নিচের চিত্রগুলো প্যাকটিক্স 

অনুশীলন -০১
এক ঘর বিশিষ্ট কেবিনেটের চিত্র দেয়া আছে । ঘরটির দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতার মাপগুলো দেয়া হয়েছে ।
লাইন কমান্ড ব্যবহার করে অবজেষ্টটি অঙ্কন করি ।

অনুশীলন -02
একটি আলমারির পরিমাপসহ দ্বিমাত্রিক চিত্র অঙ্কন করা হয়েছে । আলমারির সামনে কাঁচের দরজা আছে । নিজে নিজে ড্রয়িং অঙ্কন করার চেষ্টা করি ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url