Auto CAD এর Line কমান্ড কী? Line কমান্ড ব্যবহার এবং কাজ
লাইন কমান্ড এর সাহায্যে রেখা আঁকা যায় । প্রতিটি রেখা আলাদাভাবে মডিফাই করা যায় । বিন্দু থেকে রেখার উৎপত্তি । একটি বিন্দুর দৈর্ঘ্য , প্রস্ত ও বেধ কোনটাই নেই । রেখার শুধু দৈর্ঘ্য আছে , প্রস্থ নেই ।
লাইন কমান্ড এর সাহায্যে নির্ভূলভাবে রেখা আঁকার পদ্ধতি রয়েছে । যেমনঃ-
- বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করা ।
- অবজেষ্টের অফসেট ব্যবহার করা ।
- মূলত অটোক্যাডে ড্রয়িং-এ হাতেঘড়িই হয় Line কমান্ডের মাধ্যমে।
- গ্রীড অবজেক্ট ব্যবহার করা
সূচীপত্র : Auto CAD এর Line কমান্ড কী? Line কমান্ড ব্যবহার এবং কাজ
লাইন কমান্ডের পরিচিতি এবং রেখা অঙ্কন পদ্ধতি
ড্র টুলবার :
ড্র মেনু নাম: Line
কমান্ড লাইন : L ( Line এর শর্টকাট )
লাইন কমান্ডের সাহায্যে রেখা অঙ্কন
- ড্র টুলবারে Line আইকনে ক্লিক করুন ।
- কার্সরটিকে প্রথম বিন্দুতে নিয়ে মাউসের left বাটন ক্লিক করুন ।
- অতিরিক্ত রেখা তৈরি করতে উক্ত রেখার শেষ বিন্দু নির্দিষ্ট করুন।
- অঙ্কিত লাইন বাতিল করতে কমান্ড লাইনে U লিখে এন্টার প্রেস করুন । প্রথম রেখার শুরু বিন্দুর সাথে শেষ রেখার শেষ বিন্দু যোগ করতে C লিখে এন্টার প্রেস করুন ।
উদাহরণ – 0১
আমরা এখন লাইন কমান্ডের সাহায্যে নিচের রেখাটি অঙ্কন করব এবং লাইন কমান্ড ব্যবহার করব।চিত্রের রেখাটি অঙ্কন করতে নিচের কমান্ড গুলো প্রেস করুন ।
- কমান্ডঃ L লিখে এন্টার ।
- প্রথম বিন্দুতে এন্টার প্রেস করুন।
- দ্বিতীয় বিন্দুতে এন্টার প্রেস করুন।
- এন্টার প্রেস করুন ।
উদাহরণ – 02
চিত্রের রেখা অঙ্কন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
- কমান্ডঃ L লিখে এন্টার ।
- প্রথম বিন্দুতে এন্টার প্রেস করুন।
- দ্বিতীয় বিন্দুতে এন্টার প্রেস করুন।
- তৃতীয় বিন্দুতে এন্টার প্রেস করুন ।
- এন্টার প্রেস করুন ।
লাইন কমান্ডের সাহায্যে পরিমাপসহ রেখা অঙ্কন
নির্দিষ্ট পরিমাপে রেখা আঁকতে হলে প্রথমেই একক নিবার্চন করতে হবে । যদি মিলিমিটারে রেখা আঁকতে চায় তাহলে Decimal এ ড্রইং করতে হবে । পরিমাপ করার জন্য Unit হিসাবে Architectural নির্বাচন করতে হবে ।
উদাহরণ -০৩
চিত্রের অবজেষ্টটি ড্র করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
- কমান্ডঃ L লিখে এন্টার ।
- Ortho [F8] বাটনে প্রেস করে Ortho অন করে ১ম বিন্দুতে প্রেস করতে হবে ।
- 10 ইঞ্চি লিখে এন্টার প্রেস করুন ।
- মাউস পয়েন্টকে উপরের দিকে উঠিয়ে 6 ইঞ্চি লিখে এন্টার প্রেস করুন ।
- মাউস পয়েন্টকে বাম দিকে নিয়ে 8 ইঞ্চি লিখে এন্টার প্রেস করুন ।
- ১ম পয়েন্টে ক্লিক করুন।
- esc প্রেস করুন।
লাইন কমান্ডের সাহায্যে নির্দিষ্ট কোণে রেখা অঙ্কন
চিত্রের অবজেষ্টটি ড্র করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
উদাহরণ -০৪
- কমান্ডঃ L লিখে এন্টার ।
- A স্থানে এন্টার প্রেস করুন ।
- Ortho Mode On অবস্থায় মাউস পয়েন্টকে বাম দিকে সরিয়ে 10 ফিট এন্টার প্রেস করুন ।
- Ortho Off অবস্থায় @ 10<60 ডিগ্রী লিখে এন্টার প্রেস করুন ।
বিকল্প পদ্ধতি
- কমান্ডঃ L লিখে এন্টার ।
- A স্থানে এন্টার প্রেস করুন ।
- B স্থান বরাবর মাউস পয়েন্ট নিয়ে 10 ফিট এন্টার প্রেস করুন ।
- 60 ডিগ্রী লিখে এন্টার প্রেস করুন ।
- মাউস যথাস্থানে সরিয়ে 10 ফিট এন্টার প্রেস করুন ।
লাইন কমান্ডের সাহায্যে নিচের চিত্রগুলো প্যাকটিক্স
অনুশীলন -০১এক ঘর বিশিষ্ট কেবিনেটের চিত্র দেয়া আছে । ঘরটির দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতার মাপগুলো দেয়া হয়েছে ।
লাইন কমান্ড ব্যবহার করে অবজেষ্টটি অঙ্কন করি ।
অনুশীলন -02
একটি আলমারির পরিমাপসহ দ্বিমাত্রিক চিত্র অঙ্কন করা হয়েছে । আলমারির সামনে কাঁচের দরজা আছে । নিজে নিজে ড্রয়িং অঙ্কন করার চেষ্টা করি ।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url