Auto CAD এর Construction কমান্ড কী? Construction কমান্ড এর কাজ
দুইপাশে অতিরিক্ত লাইন কে Construction লাইন বলে । XL কমান্ড এর সাহায্য Construction লাইন বলে । প্রথম বিন্দুটি মূলত Construction লাইনের মধ্যবিন্দু । কোন Object এর মূল হিসাবে ব্যবহার করার জন্য Enter সেকশন তৈরি করতে Construction লাইন ব্যবহার করা হয় ।
সূচীপত্র : Auto CAD এর Construction কমান্ড কী? Construction কমান্ড এর কাজ
- Construction কমান্ড এর পরিচিতি
- Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট বিন্দুতে Construction রেখা অঙ্কন ।
- Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট বিন্দুতে প্রস্থ বরাবর Construction রেখা অঙ্কন ।
- Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট বিন্দুতে লম্ব বরাবর Construction রেখা অঙ্কন ।
- Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট কোণে Construction রেখা অঙ্কন ।
- Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট কোণের দ্বি-খন্ডক Construction রেখা অঙ্কন।
- Construction কমান্ড এর সাহায্য কোন অবজেষ্টের সমান্তরাল Construction রেখা অঙ্কন।
Construction কমান্ড এর পরিচিতি
ড্র মেনু : Construction লাইন
কমান্ড লাইন : XL
Construction লাইন অঙ্কন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
- ড্র টুলবার এ Construction লাইন আইকন এ প্রেস করতে হবে ।
- বেস পয়েন্ট হিসাবে যে কোন বিন্দু নিবার্চন করতে হবে । অথবা Horizontal/Vertical/ Angel / Bisect/ Offset এ অপশানগুলো যে কোন একটি কার্যকর করার জন্য বড় হাতের অক্ষর লিখে এন্টার প্রেস করুন ।
Horizontal অপশানঃ প্রস্ত বরাবর Construction লাইন অঙ্কন করতে হবে ।
Vertical অপশানঃ লম্ব বরাবর Construction লাইন অঙ্কন করতে হবে ।
Angel অপশানঃ নির্দিষ্ট কোণে Construction লাইন অঙ্কন করতে হবে ।
Bisect অপশানঃ দুই বিন্দুর মধ্যবর্তী কোণকে স্পর্শ করে Construction লাইন অঙ্কন করতে হবে ।
Offset অপশানঃ নির্দিষ্ট দূরত্বে Construction লাইন এ অফসেট অঙ্কন করতে হবে ।
- কমান্ড গুলোর কাজ শেষ এন্টার প্রেস করুন ।
Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট বিন্দুতে Construction রেখা অঙ্কন ।
উদাহরণ – 0১
কোন নির্দিষ্ট বিন্দুতে লাইন অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
- কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
- প্রথম বিন্দু নির্দিষ্ট করতে হবে।
- দ্বিতীয় বিন্দু নির্দিষ্ট করতে হবে।
- তারপর এন্টার প্রেস করতে হবে ।
Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট বিন্দুতে প্রস্থ বরাবর Construction রেখা অঙ্কন ।
উদাহরণ – 0২
Horizontal লাইনে X অক্ষের সমান্তরাল Construction লাইনে রেখা অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
- কমান্ডঃ L লিখে এন্টার প্রেস করুন ।
- একটি বিন্দু নির্দিষ্ট করে H (Horizontal এর শর্টকাট ) লিখে এন্টার প্রেস করুন ।
- প্রথম বিন্দু প্রেস করুন ।
- X অক্ষের সমান্তরাল Construction রেখা অঙ্কন করা হলো ।
Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট বিন্দুতে লম্ব বরাবর Construction রেখা অঙ্কন ।
উদাহরণ – 0৩
Vertical লাইনে Y অক্ষের সমান্তরাল Construction লাইনে রেখা অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
- কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
- একটি বিন্দু নির্দিষ্ট করে V (Vertical এর শটকাট ) লিখে এন্টার প্রেস করুন ।
- প্রথম বিন্দু প্রেস করুন ।
- Y অক্ষের সমান্তরাল Construction রেখা অঙ্কন করা হলো ।
Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট কোণে Construction রেখা অঙ্কন ।
উদাহরণ – 0৪
কোন নির্দিষ্ট কোণে Construction লাইন অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
- কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
- একটি বিন্দু নির্দিষ্ট করে A লিখে এন্টার প্রেস করুন ।
- নির্দিষ্ট কোণ এর মাপ লিখে এন্টার প্রেস করুন ।
Construction রেখা অতিক্রম করবে এমন একটি বিন্দু নির্দিষ্ট করতে হবে । অটোক্যাড এ নির্দিষ্ট কোণ অনুযায়ী নির্দিষ্ট বিন্দু বরাবর XLINE তৈরি করতে হবে ।
Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট কোণের দ্বি-খন্ডক Construction রেখা অঙ্কন।
উদাহরণ – 0৫
দ্বি-খন্ডক অপশন চালু করতে অটোক্যাড এ এমন একটি Construction লাইন তৈরি করে যা নির্দিষ্ট কোণের শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে ।
- কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
- একটি বিন্দু নির্দিষ্ট করে B লিখে এন্টার প্রেস করুন ।
- একটি বিন্দু নির্দিষ্ট করে A লিখে এন্টার প্রেস করুন ।
- একটি বিন্দু নির্দিষ্ট করে C লিখে এন্টার প্রেস করুন ।
- এন্টার প্রেস করুন ।
Construction কমান্ড এর সাহায্য কোন অবজেষ্টের সমান্তরাল Construction রেখা অঙ্কন।
উদাহরণ – ০৬
কোন অবজেষ্টের সমান্তরাল Construction রেখা অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
- কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
- একটি বিন্দু নির্দিষ্ট করে B লিখে এন্টার প্রেস করুন ।
- নির্দিষ্ট দুরত্ব এর মান লিখে এন্টার প্রেস করুন । চিত্রের ক্ষেত্রে ২০ মিলিমিটার দুরুত্ব লিখে এন্টার প্রেস করুন ।
- যে রেখার Construction অফসেট অঙ্কন করতে চায় সে অংশ সিলেষ্ট করুন । চিত্রের ক্ষেত্রে AB রেখা সিলেষ্ট করুন ।
- যে স্থানে অফসেট অঙ্কন করতে চায় সে অংশ সিলেষ্ট করুন। CD রেখা একটি Construction রেখা ।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url