Auto CAD এর Construction কমান্ড কী? Construction কমান্ড এর কাজ

দুইপাশে অতিরিক্ত লাইন কে Construction লাইন বলে । XL কমান্ড এর সাহায্য Construction লাইন বলে । প্রথম বিন্দুটি মূলত Construction লাইনের মধ্যবিন্দু । কোন Object এর মূল হিসাবে ব্যবহার করার জন্য Enter সেকশন তৈরি করতে Construction লাইন ব্যবহার করা হয় ।


সূচীপত্র : Auto CAD এর Construction কমান্ড কী? Construction কমান্ড এর কাজ 

Construction কমান্ড এর পরিচিতি

ড্র টুলবার :

ড্র মেনু : Construction লাইন

কমান্ড লাইন : XL

Construction লাইন অঙ্কন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
  • ড্র টুলবার এ Construction লাইন আইকন এ প্রেস করতে হবে ।
  • বেস পয়েন্ট হিসাবে যে কোন বিন্দু নিবার্চন করতে হবে । অথবা Horizontal/Vertical/ Angel / Bisect/ Offset এ অপশানগুলো যে কোন একটি কার্যকর করার জন্য বড় হাতের অক্ষর লিখে এন্টার প্রেস করুন ।
        Horizontal অপশানঃ প্রস্ত বরাবর Construction লাইন অঙ্কন করতে হবে ।
         Vertical অপশানঃ লম্ব বরাবর Construction লাইন অঙ্কন করতে হবে ।
            Angel অপশানঃ নির্দিষ্ট কোণে Construction লাইন অঙ্কন করতে হবে ।
          Bisect অপশানঃ দুই বিন্দুর মধ্যবর্তী কোণকে স্পর্শ করে Construction লাইন অঙ্কন করতে হবে ।
          Offset অপশানঃ নির্দিষ্ট দূরত্বে Construction লাইন এ অফসেট অঙ্কন করতে হবে ।
  • কমান্ড গুলোর কাজ শেষ এন্টার প্রেস করুন ।

Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট বিন্দুতে Construction রেখা অঙ্কন ।

উদাহরণ – 0১


কোন নির্দিষ্ট বিন্দুতে লাইন অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
  • কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
  • প্রথম বিন্দু নির্দিষ্ট করতে হবে।
  • দ্বিতীয় বিন্দু নির্দিষ্ট করতে হবে।
  • তারপর এন্টার প্রেস করতে হবে ।

Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট বিন্দুতে প্রস্থ বরাবর Construction রেখা অঙ্কন ।

উদাহরণ – 0২


Horizontal লাইনে X অক্ষের সমান্তরাল Construction লাইনে রেখা অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
  • কমান্ডঃ L লিখে এন্টার প্রেস করুন ।
  • একটি বিন্দু নির্দিষ্ট করে H (Horizontal এর শর্টকাট ) লিখে এন্টার প্রেস করুন ।
  • প্রথম বিন্দু প্রেস করুন ।
  • X অক্ষের সমান্তরাল Construction রেখা অঙ্কন করা হলো ।

Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট বিন্দুতে লম্ব বরাবর Construction রেখা অঙ্কন ।

উদাহরণ – 0৩


Vertical লাইনে Y অক্ষের সমান্তরাল Construction লাইনে রেখা অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
  • কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
  • একটি বিন্দু নির্দিষ্ট করে V (Vertical এর শটকাট ) লিখে এন্টার প্রেস করুন ।
  • প্রথম বিন্দু প্রেস করুন ।
  • Y অক্ষের সমান্তরাল Construction রেখা অঙ্কন করা হলো ।

Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট কোণে Construction রেখা অঙ্কন ।

উদাহরণ – 0৪

কোন নির্দিষ্ট কোণে Construction লাইন অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
  • কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
  • একটি বিন্দু নির্দিষ্ট করে A লিখে এন্টার প্রেস করুন ।
  • নির্দিষ্ট কোণ এর মাপ লিখে এন্টার প্রেস করুন ।
Construction রেখা অতিক্রম করবে এমন একটি বিন্দু নির্দিষ্ট করতে হবে । অটোক্যাড এ নির্দিষ্ট কোণ অনুযায়ী নির্দিষ্ট বিন্দু বরাবর XLINE তৈরি করতে হবে ।

Construction কমান্ড এর সাহায্য নির্দিষ্ট কোণের দ্বি-খন্ডক Construction রেখা অঙ্কন।

উদাহরণ – 0৫


দ্বি-খন্ডক অপশন চালু করতে অটোক্যাড এ এমন একটি Construction লাইন তৈরি করে যা নির্দিষ্ট কোণের শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে ।
  • কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
  • একটি বিন্দু নির্দিষ্ট করে B লিখে এন্টার প্রেস করুন ।
  • একটি বিন্দু নির্দিষ্ট করে A লিখে এন্টার প্রেস করুন ।
  • একটি বিন্দু নির্দিষ্ট করে C লিখে এন্টার প্রেস করুন ।
  • এন্টার প্রেস করুন ।

Construction কমান্ড এর সাহায্য কোন অবজেষ্টের সমান্তরাল Construction রেখা অঙ্কন।

উদাহরণ – ০৬


কোন অবজেষ্টের সমান্তরাল Construction রেখা অঙ্কন করতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন ।
  • কমান্ডঃ XL লিখে এন্টার প্রেস করুন ।
  • একটি বিন্দু নির্দিষ্ট করে B লিখে এন্টার প্রেস করুন ।
  • নির্দিষ্ট দুরত্ব এর মান লিখে এন্টার প্রেস করুন । চিত্রের ক্ষেত্রে ২০ মিলিমিটার দুরুত্ব লিখে এন্টার প্রেস করুন ।
  • যে রেখার Construction অফসেট অঙ্কন করতে চায় সে অংশ সিলেষ্ট করুন । চিত্রের ক্ষেত্রে AB রেখা সিলেষ্ট করুন ।
  • যে স্থানে অফসেট অঙ্কন করতে চায় সে অংশ সিলেষ্ট করুন। CD রেখা একটি Construction রেখা ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url