ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট-১ (২২ প্রবিধান) এর সাজেশন



অর্ডিনারি কোচিং সেন্টার

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট-১ (২২ প্রবিধান) এর সাজেশন

বিষয় কোড:২৮৫৪৪

এই সাজেশন প্রকাশের তারিখ:৮/১২/২০২৩ ইং

অধ্যায়-০১:Web Technology and Industry Requirement

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। ওয়েবসাইড কী?

০২। ফ্রন্ট এন্ড  ব্যাক এন্ড  বলতে কী বুঝায়?

০৩। আইটি শিল্পের নতুনত্ব বা ট্রান্ডগুল লেখ।

০৪। URL কী?

০৫। একটি URL-এর কয়টি অংশ থাকে ও কী কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। ওয়েব টেকনোলজির বিভাগগুলো সংক্ষেপে বর্ণনা কর।

০২। ব্যাক এন্ড ডেভেলপার কাকে বলে এবং তার দক্ষতাগুলো লেখ।

০৩। বর্তমানে বিশ্বে ব্যবহিত অটোমাশিনগুলোর নাম লেখ।

রচনামূলক প্রশ্নসমূহঃ

০১। ফ্রন্ট এন্ড  ব্যাক এন্ড ও ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার সম্পর্কে বর্ণনা কর।

০২।  একজন ওয়েব ডেভেলপারের কর্মক্ষেত্রগুলো বর্ণনা কর।

অধ্যায়-০২: UI/UX and Markup Language

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। UI  UX ডিজাইন কী?

০২। বিভিন্ন মার্কআপ লাংগুয়েজের নাম লেখ।

 ০৩। HTML কী?

০৪। HTML-এ কয় ধরণের ট্যাগ থাকে?

০৫। হেডিং ট্যাগ কইটি ও এটির কাজ কী?

০৬। ইমেজ ট্যাগ কী?

০৭। UI  UX  ডিজাইনের বিবেচ্য বিষয় সমূহ কী কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। UX  ডিজাইনের ক্ষেত্রে User reseach ব্যাখ্যা  কর।

০২। UX এবং UI  ডিজাইনের মধ্যে পার্থক্য  লেখ।

০৩। টেবিল ট্যাগ কী? উদাহারণ দাও।

০৪।  XML কী? এটির উদাহারণ দাও।

রচনামূলক প্রশ্নসমূহঃ

০১। UX  ডিজাইনের ধাপগুলো বর্ণনা কর।

০২। HTML-এর স্ট্রাচকচার বর্ণনা কর।

অধ্যায়-০৩: Responsive Website and Framework

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। রেসপন্সিভ  ওয়েবসাইড কী?

০২। ফ্রেম ওয়ার্ক কী?

০৩। কয়েকটি জাভাস্ক্রিপ্টের  ফ্রেম ওয়ার্কের নাম লেখ।

০৪। জেকুয়েরি কী?

০৫। প্যাডিং ও মারজিন কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। রেসপন্সিভ ওয়েবসাইড কী?  ব্যাখ্যা  কর।

০২। সিএসএস- এর  Syntax লেখ।

০৫। সিএসএস পজিশন বলতে কী বুঝায়?

রচনামূলক প্রশ্নসমূহঃ

০১। সিএসএস  স্ট্রাকচার ব্যাখ্যা কর।

০২। সিএসএস পজিশন প্রপার্টি বর্ণনা কর।

অধ্যায়-০৪: Client-Side Scripting Laguage

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। কয়েকটি ক্লায়েন্ট- সাইড স্ক্রিপিং লাংগুয়েজের নাম লেখ।

০২। Popup কী? কোন ফাংশন ব্যবহার করে Popup তৈরি করা হয়?

০৩। jQuery-এর Syntax লেখ।

০৪। কোন লাংগুয়েজেকে ফাংশনাল লাংগুয়েজ বলা হয় এবং কেন?

০৫। জাভাস্ক্রিপ্ট ইভেন্ট কী?

০৬। jQuery stop ফাংশনের কাজ কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। ক্লায়েন্ট- সাউন্ড  স্ক্রিপ্টং লাংগুয়েজ বলতে কী বুঝায়।

০২। ক্লায়েন্ট- সাউন্ড  স্ক্রিপ্টং লাংগুয়েজের সুবিধাগুলো লেখ।

০৩। ক্লায়েন্ট- সাউন্ড  স্ক্রিপ্টং লাংগুয়েজের অসুবিধাগুলো লেখ।

০৪। JS কোড ব্লক সম্পর্কে লেখ।

০৫। কোড ইন্ডেন্টেশন কী উদাহারণ সহ লেখ।

০৬। ভেরিয়েবল কী? JS-এ কয়ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়?

০৭। Var এবং Let-এর মধ্যে পার্থক্য লেখ?

রচনামূলক প্রশ্নসমূহঃ

০১। জাভাস্ক্রিপ্টের স্ট্রাকচার বর্ণনা কর।

অধ্যায়-০৫: Server Side Scripting Language PHP

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। PHP কী?

০২। লোকাল হোস্ট সার্ভিস দিয়া থাকে এরূপ সফটওয়্যারের নাম লেখ।

০৩। PHP- এর ডাটা টাইপগুলোর নাম লেখ।

০৪। কন্ট্রোল স্টেটমেন্ট কী ?

০৫। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে কী বুঝায়?

০৬। লুপ কী?

০৭। For loop-এর Syntax লেখ।

০৮। Switch statement  কেন ব্যবহার করা হয়?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১। PHP লাংগুয়েজর কাজ করার প্রক্রিয়া ব্যাখ্যা কর।

০২। PHP-কে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়ার কারণগুলো লেখ?

০৩। String বলতে কী বুঝায়?

০৪। বিভিন্ন ধরনের অপারেটরগুলোর নাম লেখ।

০৫। Switch statement কী? এর Syntax লেখ।

০৬। Switch statement ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখ।

০৭। For loop-এর Syntax ও ফ্লো-চার্ট অঙ্কন কর।

০৮। For loop ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখ।

০৯। While loop- এর Syntaxy লেখ এবং ফ্লো-চার্ট অঙ্কন কর।

১০। প্যারামিটার ও আর্গুমেন্ট কি? ব্যাখ্যা কর।

রচনামূলক প্রশ্নসমূহঃ

০১। PHP কী? PHP-এর কাজ করার প্রক্রিয়া বর্ণনা কর।

০২। PHP-তে ভেরিয়েবল বলতে জী বুঝায়? ভেরিয়েবল লেখার নিয়মগুলো বর্ণনা কর।

অধ্যায়-০৬: Data Manipulation

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১।  JSON কী?

০২।  API কী?

০৩।  Third-party API বলতে কী বুঝায়?

০৪।  HTTP  কী?

সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ

০১।  AJAX কী? ব্যাখ্যা কর।

০২। JSON কী? ব্যাখ্যা কর।

রচনামূলক প্রশ্নসমূহঃ

০১।  HTTP-এর Get, Post, Put, Patch, Delete  মেথড সম্পর্কে লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url