কম্পিউটার পেরিফেরালস অ্যান্ড ইন্টারফেসিং ( ২২ প্রবিধান)এর সাজেশন

 


অর্ডিনারি কোচিং সেন্টার
কম্পিউটার পেরিফেরালস অ্যান্ড ইন্টারফেসিং ( ২২ প্রবিধান)এর সাজেশন
বিষয় কোড: ২৮৫৪৩
এই সাজেশনটি প্রকাশের তারিখ : ২৯/১১/২০২৩ ইং

অধ্যায়-০১: ইন্টারফেসিং এর মূলনীতি

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। কম্পিউটার পেরিফেরালস বলতে কী বুঝায়?

২। কয়েকটি পেরিফেরালস-এর উদাহরণ দাও।

৩। ইন্টারাপ্ট বলতে কী বুঝায়?

৪। ডিজিটাল ইন্টারফেসিং কাকে বলে?

৫। ইন্টারফেসিং- এর জন্য ব্যবহৃত বিভিন্ন এলিমেন্টের নাম লেখ।

৬। DMA-এর সুবিধা লেখ।

সংক্ষিপ্ত প্রশ্ন ঃ

১। ইন্টারফেসিং-এর প্রয়োজনীয়তা উল্লেখ কর।

২। চিত্রসহ অ্যানালগ ইন্টারফেসিং বর্ণনা কর।

৩। ডিজিটাল ও অ্যানালগ ইন্টারফেসিং-এর মধ্যে পার্থক্য লেখ।

৪। চিত্রসহ ডিজিটাল ইন্টারফেসিং বর্ণনা কর।

রচনামূলক প্রশ্ন ঃ

১। ব্লক ডায়াগ্রামসহ জেনারেল পারপাস ইন্টারফেসিং-এর কার্যনীতি ব্যাখ্যা কর।

অধ্যায়-০২:সিরিয়াল ইন্টারফেসের কার্যনীতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। সিরিয়াল ইন্টারফেসিং কাকে বলে? সিরিয়াল ইন্টারফেসিং এর উদাহরণ দাও।

২। UART বলতে কী বুঝায়?

৩। UART সার্কিটটি কয়টি অংশ নিয়ে গঠিত ও কী কী?

৪। DTE ও DCE হিসেবে কোন কোন ডিভাইসকে ব্যবহার করা হয়।

৫। UART ও USART- এর পূর্ণ্নাম লেখ।

৬। RS -232 C/V. 24 স্ট্যান্ডার্ড সিরিয়াল ইন্টারফেসিং বলতে কী বুঝায়?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সুবিধাসমূহ উল্লেখ কর।

২। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের অসুবিধাসমূহ উল্লেখ কর।

৩। সিনক্রোনাস ব্লক ডাটা ট্রান্সমিশনের চিত্র অংকন কর ।

৪। RS -232 C/V. 24 স্ট্যান্ডার্ড সিরিয়াল ইন্টারফেসিং- এর ব্লক ডায়াগ্রাম অংকন কর।

৫। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য লেখ।

রচনামূলক প্রশ্নঃ

১। ব্লক ডায়াগ্রামসহ RS -232 C/V. 24 স্ট্যান্ডার্ড সিরিয়াল ইন্টারফেসিং বর্ণনা কর।
অধ্যায়-০৩: কী বোর্ড এবং মাউসের অপারেশন
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। কী বাউন্স কাকে বলে?

২। কী ডিবাউন্স কাকে বলে?

৩। কী- বোর্ড এনকোডারের প্রধান কাজ কী?

৪। কী- বোর্ড স্ক্যানিং বলতে কী বুঝায়?

৫। ক্যাপাসিটিভ কী সুইচ কাকে বলে?

৬। ওয়্যারলেস মাউসের সুবিধা লেখ।

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। বিভিন্ন প্রকার কী-সুইচের নাম লেখ।

২। চিত্রসহ ক্যাপাসিটিভ কী-সুইচ বর্ণনা কর।

৩। চিত্রসহ হল-ইফেক্ট কী-সুইচ বর্ণনা কর।

৪। কী- বোর্ড এনকোডারের ব্লক ডায়াগ্রাম অংকন কর।

৫। হার্ডওয়্যার দ্বারা কী- ডিবাউন্স প্রক্রিয়া বর্ণনা কর।

রচনামূলক প্রশ্নঃ

১। ব্লক ডায়াগ্রামসহ কী- বোর্ড এনকোডারের অপারেশন বর্ণনা কর।

২। অপটিক্যাল মাউসের গঠন ও কার্যনীতি বর্ণনা কর।
অধ্যায়-০৪: ডিসপ্লে ও অ্যাডাপ্টার এর কার্যনীতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। এলসিডি এর প্রকারভেদ লেখ।

২। পিক্সেল কাকে বলে।

৩। স্ক্যানিং বলতে কী বুঝায়।

৪। ইন্টারলেস স্ক্যানিং বলতে কী বুঝ?

৫। রেজুলেশন বলতে কী বুঝায়?

৬। VRAM- এর কাজ লেখ।

৭। ডট পিচ কী?

৮। রেজুলেশন ও ডট পিচ কী?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। চিত্রসহ ডট ম্যাট্রিক্স ডিসপ্লে বর্ণনা কর।

২। LCD- এর মূলনীতি লেখ।

৩। একটি আধুনিক গ্রাফিক্স অ্যাডাপ্টারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।

রচনামূলক প্রশ্নঃ

১। একটি আধুনিক গ্রাফিক্স অ্যাডাপ্টারের ব্লক ডায়াগ্রাম অঙ্কনপূর্বক এর কার্যনীতি বর্ণনা কর।

২। চিত্রসহ গ্রাফিক্স অ্যাডাপ্টারের কার্যপ্রণালি বর্ণনা কর।
অধ্যায়-০৫: ডট ম্যাট্রিক্স প্রিন্টারের গঠন এবং  অপারেশন

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। প্রিন্টার কী?

২। হার্ড কপি কাকে বলে?

৩। কয়েকটি ইমপ্যাক্ট প্রিন্টারের উদাহরণ দাও।

৪। পেপার ফিড রোলারের কাজ কী?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। প্রিন্টারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর।

২। প্রিন্টারের শ্রেণিবিভাগ উল্লেখ কর।

৩। উদাহরণসহ ইমপ্যাক্ট ও নন-ইমপ্যাক্ট প্রিন্টারের সংজ্ঞা দাও।

৪। প্রিন্টারের বৈশিষ্ট্যসমূহ লেখ।

৫। Dotmatrix, Laser ও Inkjet printer- এর মাঝে তুলনা দেখাও।

রচনামূলক প্রশ্নঃ

১। ডট- ম্যাট্রিক্স প্রিন্টারের গঠন চিত্র অঙ্কন করে মূলনীতি বর্ণনা কর।
অধ্যায়-০৬: প্লটারের গঠন ও অপারেশন

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। পেন প্লটার কয় ধরনের ও কী কী?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। প্লটার মূলত কয় ধরনের ও কী কী?

২। প্লটারের সুবিধাসমূহ লেখ।

রচনামূলক প্রশ্নঃ

১। প্লটারের কার্যপদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-০৭: ইঙ্কজেট প্রিন্টারের অপারেশন

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। Inkjet প্রিন্টার কাকে বলে।

২। Inkjet প্রিন্টারের চার্জ ইলেকট্রোডকে কত ভোল্টেজে চার্জ করা হয়?

৩। পেপার ফিড রোলার কী কাজে ব্যবহৃত হয়?

৪। Inkjet প্রিন্টারের অসুবিধাগুলো কী কী?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। Inkjet প্রিন্টারের যন্ত্রাংশসমূহ কী কী?

২। Inkjet প্রিন্টারের সুবিধাগুলো কী কী?

রচনামূলক প্রশ্নঃ

১। Inkjet প্রিন্টারের কার্যনীতি বর্ণনা কর।

অধ্যায়-০৮: লেজার প্রিন্টারের অপারেশন

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। LASER- এর পূর্ণনাম কী?

২। লেজার কত প্রকার ও কী কী?

৩। ফ্লাশ টিউব কী ?

৪। ইমেজ প্রসেসরের কাজ কী?

৫। টোনার কী?

৬। LASER বলতে কী বুঝায়?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। লেজারের বৈশিষ্ট্য উল্লেখ কর।

২। লেজার প্রিন্টারের সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।

৩। লেজারের গঠন চিত্র অঙ্কন করে বর্ণনা কর।

রচনামূলক প্রশ্নঃ

১। চিত্রসহ লেজার প্রিন্টারের কার্যনীতি বর্ণনা কর।
অধ্যায়-০৯: পস এর বৈশিষ্ট্য ও অপারেশন
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। POS - এর পূর্ণরূপ লেখ।

২। POS মেশিন কী?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। POS- মেশিনের কয়েকটি ব্যবহার লেখ।

২। POS সফটওয়্যার কী?

৩। POS মেশিনের কয়েকটি উপাদানের নাম লেখ।
অধ্যায়-১০: স্পেশাল ইনপুট ও আউটপুট ‍ডিভাইসের বৈশিস্ট্যসমূহ

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। হার্ডকপি ডিভাইস বলতে কী বুঝায়? উদাহরণ দাও।

২। ডিজিটাইজার কী?

৩। স্ক্যানার কী কাজে ব্যবহৃত হয়।

৪। লাইট পেন কী?

৫। জয়স্টিক কী?

৬। পাঞ্চ কার্ড কী?

৭। পূর্ণনাম লেখ- USB, LCD, DVD, LASER.

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। কয়েকটি স্পেশাল ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লেখ।

২। লাইট পেনের কার্যনীতি বর্ণনা কর।

৩। ডিজিটাইজারের বৈশিষ্ট্য উল্লেখ কর।

রচনামূলক প্রশ্নঃ

১। স্ক্যানার কী? বিভিন্ন প্রকার স্ক্যানারের বর্ণনা দাও।
অধ্যায়-১১: অপটিক্যাল ইনপুট ও আউটপুট ‍ডিভাইসের বৈশিস্ট্য

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। ব্যাংকের চেক এর জন্য কোন ধরনের রিডার যন্ত্র ব্যবহার করা হয়?

২। পূর্ণনাম লেখঃ OMR, OCR, ICR, MICR.

৩। OMR- এর কাজ কী?

৪। OMR এবং OCR- এর মাঝে পার্থক্য লেখ।

৫। ICR কী?

৬। ICR কী কাজে ব্যবহৃত হয়?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১।কয়েকটি স্পেশাল ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লেখ।

২। OMR- এর বৈশিষ্ট্য উল্লেখ কর।

৩। MICR- এর বৈশিষ্ট্য উল্লেখ কর।

৪। মাল্টিমিডিয়া প্রজেক্টের ব্যবহার লেখ।

রচনামূলক প্রশ্নঃ

১।মাল্টিমিডিয়া প্রজেক্টের স্পেসিফিকেশন বর্ণনা কর।

অধ্যায়-১২: HDD এবং SSD ড্রাইভের অপারেশন

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। সিলিন্ডার বলতে কী বুঝায়?

২। ডিস্কের সেক্টর বলতে কী বুঝায়?

৩। হার্ড ডিস্কের ভয়েজ কয়েল মেকানিজম- এর কাজ কী?

৪। স্পিন্ডল মোটর- এর কাজ কী?

৫। কয়েকটি স্টোরেজ ডিভাইসের নাম লেখ।

৬। TRACK কী?

৭। SATA, SSD ও PATA- এর পূর্ণনাম লেখ।

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। চিত্রসহ ট্র্যাক, সেক্টর ও সিলিন্ডারের সংজ্ঞা দাও।

২। হার্ড ডিস্ক ড্রাইভ কী কী অংশ নিয়ে গঠিত?

৩। হার্ড ডিস্কের বৈশিষ্ট্য উল্লেখ কর।

রচনামূলক প্রশ্নঃ

১। ব্লক ডায়াগ্রামসহ হার্ড ডিস্ক ড্রাইভ কন্ট্রলার বর্ণনা কর।
অধ্যায়-১৩: স্পেশাল স্টেরেজ ডিভাইসের  অপারেশন

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। ফ্লাশ মেমরি কী?

২। সিডি ড্রাইভের প্রধান অংশগুলোর নাম লেখ।

৩। ইউএসবি (USB) কী?

৪। ইউএসবি (USB) ডিভাইস কাকে বলে? উদাহরণসহ লেখ।

৫। সিডি (CD) ? এতে কীভাবে ডাটা স্টোর করা যায়?

৬। ফ্লপি ডিস্ক ড্রাইভের বিভিন্ন অংশের নাম লেখ।

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের প্রকারভেদ উল্লেখ কর।

২। ফ্লাশ মেমরির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

৩। সিডি এবং ডিভিডির মধ্যে পার্থক্য লেখ।

৪। ডিভিডির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

৫। ডিভিডির সুবিধাসমূহ উল্লেখ কর।

৬। অপটিক্যাল ডিস্ক ও ম্যাগনেটিক ডিস্কের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

রচনামূলক প্রশ্নঃ
১। সিডিতে ডাটা রেকর্ডিং- এর মূলনীতি চিত্রসহ বর্ণনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url