বিজনেস কমিউনিকেশন (২২ প্রবিধান) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
বিজনেস কমিউনিকেশন (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড : ২৫৮৩১
এ সাজেশনের প্রকাশের তারিখ : ০২/১২/২০২৩ ইং
১। ব্যবসায়
বলতে কী বুঝায়?
২। ব্যবসায়িক
যোগাযোগ কী?
৩। এনকোডিং
বলতে কী বুঝায়?
৪। ডিকোডিং
(Decoding) কী?
৫। যোগাযোগ
অপরিহার্য শর্তগুল কী?
১। ব্যবসাযের
বৈশিষ্ট্য গুলো লেখ?
২। কারবার যোগাযোগ
কাকে বলে?
৩। বানিজ্যিক
যোগাযোগ বলতে কী বুঝায়?
৪। যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক পদক্ষেপ
কী কী?
১। ব্যবসায়িক যোগাযোগের পরিধি বর্ণ্না কর?
২। যোগাযোগ প্রক্রিয়া কী? যোগাযোগ প্রক্রিয়ার আবশ্যিক উপাদানগুলো চিত্রের সাহায্যে দেখাও?
অধ্যায়-০২: যোগাযোগ মডেল ও ফলাবর্তন
অতি সংক্ষিপ্ত
প্রশ্নঃ
১।
যোগাযোগ মডেল কী?
২।
যোগাযোগ মডেলের মৌলিক কাজ কয়টি ও কী কী?
৩।
যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তন (feedback) বলতে কী বুঝায়?
১। যোগাযোগ
মডেল কাকে বলে?
২। যোগাযোগ মডেলের
মৌলিক কাজগুল উল্লেখ কর?
৩। ফলাবর্তন কাকে বলে?
৪। যোগাযোগের
আধুনিক মডেলটির চিত্র দেখাও?
রচনামূলক প্রশ্নঃ
১। “পরিপুর্ণ যোগাযোগ প্রক্রিয়ার জন্য ফলাবর্তন অপরিহার্য”- কেন?
অধ্যায়-০৩:যোগাযোগের প্রকারভেদ
অতি সংক্ষিপ্ত
প্রশ্নঃ
১। সমান্তরাল
যোগাযোগ কাকে বলে?
২। আনুষ্ঠানিক
যোগাযোগ কাকে বলে?
৩। দ্বিমুখী
যোগাযোগ কাকে বলে?
৪। সমান্তরাল
যোগাযোগ কীভাবে স্থাপিত হয়?
৫। খোলা দরজা
নীতি কী?
১। ঊর্ধবগামী
যোগাযোগ ব্যবস্থায় প্রতিষ্ঠানিক দক্ষতা বদ্ধি পায়-এর কারণ কী।
২। ঊর্ধবগামী
যোগাযোগের সুবিধাগুলো
লেখ।
৩। দ্বিমুখী যোগাযোগ কেন গুরুত্বপুর্ণ-ব্যাখ্যা কর।
৪। উল্লম্ব
ও সমান্তরাল যোগাযোগের চিত্র উপস্থাপন কর।
১। যোগাযোগ
কী কী ধরনের হতে পারে?বিভিন্ন প্রকার যোগাযোগের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২। দ্বিমুখী যোগাযোগের সুবিধা ও অসুবিধা আলোচনা কর?
অধ্যায়-০৪: আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিক যোগাযোগ
অতি সংক্ষিপ্ত
প্রশ্নঃ
১। আনুষ্ঠানিক যোগাযোগ কে স্বৈরাচারী
যোগাযোগ বলা হয় কেন?
২। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কর্মচারীরা প্রতিষ্ঠানের নিয়মনীতি
লঙ্ঘন করতে পারে না কেন?
১। আনুষ্ঠানিক
যোগাযোগের সুবিধাগুলো লেখ।
২। আনুষ্ঠানিক
যোগাযোগের ৪ টি সুবিধা লেখ।
১। আনুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে? আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
অধ্যায়-০৫:যোগাযোগ পদ্ধতি
১। যোগাযোগ
পদ্ধতি কী?
২। অনাক্ষরিক
যোগাযোগ কি?
৩। মৌখিক যোগাযোগের মাধ্যমগুলো কী কী?
৪। শ্রবণ-দর্শন যোগাযোগ কী?
৫। লিখিত যোগাযোগ
কী?
৬। সেমিনার
কাকে বলে?
৭। অশিক্ষিতের
জন্য কোন যোগাযোগ পদ্ধতি উপযোগী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। মৌখিক যোগাযোগের উপায়গুল উল্লেখ কর।
২। লিখিত যোগাযোগের
তিনটি সুবিধা ও অসুবিধা লেখ।
৩। নিরবতা কি
যোগাযোগ হতে পারে?
৪। যোগাযোগকারী
কী কী মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করে?
১। মৌখিক ও লিখিত যোগাযোগের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
অধ্যায়-০৬: কার্যকরী শ্রবণ ক্ষমতা
১। শ্রবন কত
প্রকার ও কী কী?
২। অনুমানমূলক
শ্রোতা কারা?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। শ্রবনের
বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা কর।
২। কার্যকারী
শ্রবণ ক্ষমতা বলতে কী বুঝায়?
৩। কার্যকর শ্রবণের বাধাগুলো কী কী উপায়ে দূর করা যায়?
৪। শ্রবন বলতে কী বুঝায়? শ্রবনের প্রকারভেদ আলোচনা কর।
অধ্যায়-০৭: যোগাযোগের আবশ্যকীয় শর্তাবলি
অতি সংক্ষিপ্ত
প্রশ্নঃ
১। যোগাযোগের
অপরিহায্য গুণ কী?
২। ব্যক্তিগত
প্রতিবন্ধকতা কী?
২। যোগাযোগ
বলতে কী বুঝ?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। যোগাযোগের
আবশ্যকীয় শর্তাবলি কী?
২। যোগাযোগের প্রতিবন্ধকতা বলতে কী বুঝায়?
৩। যোগাযোগের প্রতিবন্ধকতা দুরিকরণের উপায়গুল কী?
৪। আমলাতান্ত্রিক
জটিলতা কী?
৫। যোগাযোগের ভাবাগত প্রতিবন্ধকতাগুলো লেখ?
১। উত্তম যোগাযোগের
অপরিহায্য গুণাবলিসুমহ আলোচনা কর।
২। যোগাযোগের প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। যোগাযোগের প্রতিবন্ধকতা দুরিকরণের উপায়সুমহ কী?
অধ্যায়-০৮:প্রতিবেদন
লিখন
১। প্রতিবেদন
কাকে বলে?
২। কারবার প্রতিবেদন
কি?
৩। কারগরি প্রতিবেদন
কি?
৪। ফরম রিপোর্ট
কীভাবে তৈরি করা হয়?
৫। গ্রন্থ পঞ্জি
কী?
১। প্রতিবেদন
কাকে বলে?
২। প্রতিবেদনের
প্রধান অংশগুলো কী কী?
৩। টেকনিক্যাল
রিপোর্টের স্টাইল কত প্রকার ও কী কী?
৪। গঠন প্রকৃতি
অনুযায়ী কারিগরি রিপোর্টের শ্রেণি বিভাগ দেখাও?
৫। স্মারক রিপোর্ট
ও পত্র রিপোর্টের মাঝে পার্থক্য দেখাও?
৬। টেকনিক্যাল
রিপোর্ট ও সাধারণ রিপোর্টের মধ্যে পার্থক্য কী?
১। একটি আদর্শ
প্রতিবেদনের অপরিহায্য গুণাবলি বর্ণনা কর।
২। টেকনিক্যাল
রিপোর্ট ও সাধারণ রিপোর্টের মধ্যে পার্থক্য কী।
৩। একটি কারিগরি
প্রতিবেদন তৈরি কর।
অতি সংক্ষিপ্ত
প্রশ্নঃ
১। অফিশ ব্যবস্তাপনা
কাকে বলে?
২। অফিস কার্যের
প্রকৃতি কে কয়টি ভাগে ভাগ করা যায়?
৩। নথিবন্দকরণ
কাকে বলে?
৪। পায়রা-খোপ
নথিকরণ বলতে কী বুঝায়?
৫। সুচিকরণ
কাকে বলে?
৬। সুচিকরণ
পদ্ধতিগুলো কী কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। অফিস কার্য
কী?
২। একটি আধুনিক
অফিসের কার্যাবলিগুলো লেখ।
৩। নথিকরণ বলতে
কী বুঝায়?
৪। সুচিকরণ
বলতে কী বুঝায়?
৫। নথিকরণ ও সুচিকরণের মাঝে পার্থক্য কী?
১। একটি আধুনিক
অফিসের কার্যাবলি আলোচনা কর।
২। নথিকরণ ও সুচিকরণের মাঝে পার্থক্য আলোচনা কর।
অধ্যায়-১০:বাণিজ্যিক
পত্র, প্রাতিষ্ঠানিক এবং আধা প্রাতিষ্ঠানিক পত্র
অতি সংক্ষিপ্ত
প্রশ্নঃ
২। আধা-প্রাতিষ্ঠানিক
পত্রের শংজ্ঞা দেও?
৩। CV কী?
৪।টেন্ডার নোটিশ
কী?
৫। ফরমায়েস
পত্র কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বাণিজ্যিক
পত্রের কাঠামো বিভিন্ন অংশগুলো কী?
২। খাঁজকাটা
বা সিঁড়ি পদ্ধতি কী?
৩। প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে?
৪। প্রাতিষ্ঠানিক
ও আধা-প্রাতিষ্ঠানিক পত্রের মধ্যে পার্থক্য লেখ?
৫। নিয়োগপত্র
কাকে বলে?
৬। দরপত্র বিজ্ঞপ্তি
বা টেন্ডার বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নঃ
১। একটি প্রাতিষ্ঠানে
উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য কাল্পনিক তথ্য ব্যবহার করে আবেদনপত্র লেখ।
২। তোমার ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগে কাঁচামাল সরবারহের জন্য প্রয়োজনীয় শর্তাবলি উল্লেখ করে অধ্যক্ষের পক্ষ হতে একটি দরপত্র বিজ্ঞপ্তি প্রনয়ণ কর।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url