পাইথন প্রোগ্রামসমূহের তালিকা


 পাইথন প্রোগ্রামসমূহের তালিকা নিচে দেওয়া হলো-

এখানে গুরুত্বপূর্ণ পাইথন প্রোগ্রাম হলো- 5, 6, 7, 8, 9, 10, 13, 18, 22, 24, 28, 37, 39, 45, 46

  1.  “Hello World!” বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য পাইথনের একটি প্রোগ্রাম।
  2. “Bangladesh Technical Education Board” বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য পাইথনের একটি প্রোগ্রাম।
  3. ফাংশন ব্যবহার করে “Bangladesh Technical Education Board” বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য পাইথনের একটি প্রোগ্রাম।
  4. ০২ ( দুটি ) সংখ্যা ইনপুট নিয়ে যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল নির্ণয় প্রোগ্রাম রচনা কর।
  5. বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
  6. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
  7. আয়তক্ষেত্রে নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
  8. সেন্টগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট এ রূপান্তরের প্রোগ্রাম।
  9. ফাইরেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড এ রূপান্তরের প্রোগ্রাম।
  10. তিনটি সংখ্যার মধ্য হতে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
  11. একটি সংখ্যা ইনপুট  নিয়ে জোড়/বিজোড় নির্ণয় করার জন্য প্রোগ্রাম।
  12. একটি সংখ্যা ইনপুট  নিয়ে ধনাত্মক/ঋনাত্মক নির্ণয় করার জন্য প্রোগ্রাম।
  13. ফাংশন ব্যবহার  করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য  প্রোগ্রাম।
  14. বিলের পরিমানের উপর নির্ভর করে বিভিন্ন রকম ডিসকাউন্ট নির্ণয়ের প্রোগ্রাম।
  15. একজন শিক্ষাথীর এক বিষয়ের নাম্বার ইনপুট নিয়ে গ্রেড ও পয়েন্ট নির্ণয়ের প্রোগ্রাম।
  16. n  সংখ্যক শিক্ষার্থীর  m সংখ্যক বিষয়ের নাম্বার ইনপুট নিয়ে জিপিএ ( GPA ) নির্ণয়ের প্রোগ্রাম।
  17. লিপিয়ার/নন-লিপিয়ার ( leep year or not )নির্ণয়ের প্রোগ্রাম।
  18. দ্বি-ঘাত সমীকরণ (quadratic equation) মান  নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
  19. গাণিতিক ক্যাল্কুলেটর ( Arithmetic calculetor ) নির্ণয়ের প্রোগ্রম ।
  20. 1 হতে N পর্যন্ত জোড় সংখ্যা (even number) মনিটরের পর্দায় প্রদর্শন করার প্রোগ্রাম।
  21. 1হতে N পর্যন্ত  বিজোড় সংখ্যা (odd number) মনিটরের পর্দায় প্রদর্শন করার প্রোগ্রাম।
  22. 1 হতে N পর্যন্ত  মৌলিক সংখ্যা (Prime number) মনিটরের পর্দায় প্রদর্শন করার প্রোগ্রাম।
  23. 1 হতে N পর্যন্ত  ফিবোনাক্কি সংখ্যা (  Fibonaccl number) মনিটরের পর্দায় প্রদর্শন করার প্রোগ্রাম।
  24. 1+2+3+………………+n সিরিজের যোগফল নির্ণয়ের  প্রোগ্রাম।
  25. 1+3+5+………………+ n সিরিজের যোগফল নির্ণয়ের  প্রোগ্রাম।
  26. 2+4+6+………………+n সিরিজের যোগফল নির্ণয়ের  প্রোগ্রাম।
  27. 7+14+21+…………………+n সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম।
  28. ফাংশন ব্যবহার করে ফ্যাক্টরিয়াল ভ্যালু ( factorial value ) নির্ণয়ের  প্রোগ্রাম।
  29. N সংখ্যক নাম্বার ইনপুট নিয়ে মোট নম্বর ও গড়মান বের করার জন্য প্রোগ্রাম লেখ।
  30. লিস্টে কতগুলো সংখ্যা ইনপুট নিয়ে বড় ও ছোট সংখ্যা খুঁজে বের করার জন্য প্রোগ্রাম।
  31. লিস্টে কতগুলো সংখ্যা ইনপুট নিয়ে বড় এবং  লোকেশন খুঁজে বের করার জন্য প্রোগ্রাম।
  32. লিস্টের একই সংখ্যার ইনডেক্স নাম্বার প্রিন্টকরণ ( print all index number of the same item) এর জন্য প্রোগ্রাম।
  33. লুপ ব্যবহার করে   লিস্টের একই সংখ্যার ইনডেক্স নাম্বার প্রিন্টকরণ ( print all index number of the same item) এর জন্য প্রোগ্রাম।
  34. লিস্ট হতে ডুপ্লিকেট আইটেম রিমুভকরণ।
  35. লিস্ট ব্যবহার করে  ১ হতে ১০০ পর্যন্ত সংখার মধ্যে জোড় ও বিজোড় সংখ্যা বের করার প্রোগ্রাম।
  36. লিস্টের উপাদানসমূহের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম ।
  37. লিস্টের উপাদানসমূহের সর্টিং ( ছোট থেকে বড়) করার প্রোগ্রাম লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url