পাইথন প্রোগ্রামসমূহের তালিকা
পাইথন প্রোগ্রামসমূহের তালিকা নিচে দেওয়া হলো-
এখানে গুরুত্বপূর্ণ পাইথন প্রোগ্রাম হলো- 5, 6, 7, 8, 9, 10, 13, 18, 22, 24, 28, 37, 39, 45, 46
- “Hello World!” বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য পাইথনের একটি প্রোগ্রাম।
- “Bangladesh Technical Education Board” বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য পাইথনের একটি প্রোগ্রাম।
- ফাংশন ব্যবহার করে “Bangladesh Technical Education Board” বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য পাইথনের একটি প্রোগ্রাম।
- ০২ ( দুটি ) সংখ্যা ইনপুট নিয়ে যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল নির্ণয় প্রোগ্রাম রচনা কর।
- বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
- ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
- আয়তক্ষেত্রে নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
- সেন্টগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট এ রূপান্তরের প্রোগ্রাম।
- ফাইরেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড এ রূপান্তরের প্রোগ্রাম।
- তিনটি সংখ্যার মধ্য হতে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
- একটি সংখ্যা ইনপুট নিয়ে জোড়/বিজোড় নির্ণয় করার জন্য প্রোগ্রাম।
- একটি সংখ্যা ইনপুট নিয়ে ধনাত্মক/ঋনাত্মক নির্ণয় করার জন্য প্রোগ্রাম।
- ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
- বিলের পরিমানের উপর নির্ভর করে বিভিন্ন রকম ডিসকাউন্ট নির্ণয়ের প্রোগ্রাম।
- একজন শিক্ষাথীর এক বিষয়ের নাম্বার ইনপুট নিয়ে গ্রেড ও পয়েন্ট নির্ণয়ের প্রোগ্রাম।
- n সংখ্যক শিক্ষার্থীর m সংখ্যক বিষয়ের নাম্বার ইনপুট নিয়ে জিপিএ ( GPA ) নির্ণয়ের প্রোগ্রাম।
- লিপিয়ার/নন-লিপিয়ার ( leep year or not )নির্ণয়ের প্রোগ্রাম।
- দ্বি-ঘাত সমীকরণ (quadratic equation) মান নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
- গাণিতিক ক্যাল্কুলেটর ( Arithmetic calculetor ) নির্ণয়ের প্রোগ্রম ।
- 1 হতে N পর্যন্ত জোড় সংখ্যা (even number) মনিটরের পর্দায় প্রদর্শন করার প্রোগ্রাম।
- 1হতে N পর্যন্ত বিজোড় সংখ্যা (odd number) মনিটরের পর্দায় প্রদর্শন করার প্রোগ্রাম।
- 1 হতে N পর্যন্ত মৌলিক সংখ্যা (Prime number) মনিটরের পর্দায় প্রদর্শন করার প্রোগ্রাম।
- 1 হতে N পর্যন্ত ফিবোনাক্কি সংখ্যা ( Fibonaccl number) মনিটরের পর্দায় প্রদর্শন করার প্রোগ্রাম।
- 1+2+3+………………+n সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম।
- 1+3+5+………………+ n সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম।
- 2+4+6+………………+n সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম।
- 7+14+21+…………………+n সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম।
- ফাংশন ব্যবহার করে ফ্যাক্টরিয়াল ভ্যালু ( factorial value ) নির্ণয়ের প্রোগ্রাম।
- N সংখ্যক নাম্বার ইনপুট নিয়ে মোট নম্বর ও গড়মান বের করার জন্য প্রোগ্রাম লেখ।
- লিস্টে কতগুলো সংখ্যা ইনপুট নিয়ে বড় ও ছোট সংখ্যা খুঁজে বের করার জন্য প্রোগ্রাম।
- লিস্টে কতগুলো সংখ্যা ইনপুট নিয়ে বড় এবং লোকেশন খুঁজে বের করার জন্য প্রোগ্রাম।
- লিস্টের একই সংখ্যার ইনডেক্স নাম্বার প্রিন্টকরণ ( print all index number of the same item) এর জন্য প্রোগ্রাম।
- লুপ ব্যবহার করে লিস্টের একই সংখ্যার ইনডেক্স নাম্বার প্রিন্টকরণ ( print all index number of the same item) এর জন্য প্রোগ্রাম।
- লিস্ট হতে ডুপ্লিকেট আইটেম রিমুভকরণ।
- লিস্ট ব্যবহার করে ১ হতে ১০০ পর্যন্ত সংখার মধ্যে জোড় ও বিজোড় সংখ্যা বের করার প্রোগ্রাম।
- লিস্টের উপাদানসমূহের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম ।
- লিস্টের উপাদানসমূহের সর্টিং ( ছোট থেকে বড়) করার প্রোগ্রাম লেখ।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url