বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র

 

 সূচীপত্র : বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র

অধ্যায় দশঃ বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র(Electrical Protective Devices)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন ।। বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র

১। MCB দ্বারা কি বুঝায়?

২। সার্কিট ব্রেকারের কাজ কি?

৩। ফিউজ কয় প্রকার ও কি কি?

৪। MCB ও MCCB এর অর্থ কি?

৫। ফিউজ তার কি কি পদার্থের তৈরি হয়?

৬।মিনিয়েচার সার্কিট ব্রেকার কি?

সংক্ষিপ্ত প্রশ্ন ।। বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র

১। কি কি কারণে রক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়?

২।ফিউজ কিভাবে সার্কিট কে রক্ষা করে?

৩। ফিউজ সার্কিট ব্রেকার এর মাঝে চারটি পার্থক্য লেখ.

৪। বিদ্যুতাঘাত বলতে কি বুঝায়?

রচনামূলক প্রশ্ন ।। বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র

১। একটি মিনিয়েচার সার্কিট ব্রেকার এর গঠন আকৃতি বর্ণনা করো।

২। ইলেকট্রিক্যাল কাজে চারটি নিরাপত্তামূলক  বিধি উল্লেখ করো।

অধ্যায় দশঃ বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র(Electrical Protective Devices)

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।। বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র

১। MCB দ্বারা কি বুঝায়?

উত্তর ঃ MCB = Miniature Circuit Breaker.

২। সার্কিট ব্রেকারের কাজ কি?

উত্তর ঃ সার্কিট ব্রেকার এমন একটি যন্ত্র, যা আপৎকালীন সময়ে বা অস্বাভাবিক অবস্থায় সার্কিটকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এবং স্বয়ংক্রিভাবে সার্কিটকে খুলে দেয় ।

৩। ফিউজ কয় প্রকার ও কি কি?

উত্তর ঃ ফিউজ প্রধানত তিন প্রকার , যথা-

১। রিনিউয়্যাবল বা রিওয়্যারেবল ফিউজ

২। কারট্রিজ ফিউজ এবং

৩। এইচআরসি ফিউজ। 

৪। MCB ও MCCB এর অর্থ কি?

উত্তর ঃ MCB & MCCB এর পূর্ণরূপ হলো ঃ

MCB = Miniature Circuit Breaker.

           MCCB = Molded case Circuit breaker.

৫। ফিউজ তার কি কি পদার্থের তৈরি হয়?

উত্তর ঃ শুধু সীসা বা শুধু টিন বা সীসা-টিন মিশ্রিত সংকর ধাতু বা টিন-তামা মিশ্রিত সংকর ধাতুর তৈরি। 

৬।মিনিয়েচার সার্কিট ব্রেকার কি?

উত্তর ঃ মিনিয়েচার শব্দের আভিধানিক অর্থ হলো ক্ষুদ্রকায় । যে সার্কিট ব্রেকার অল্প কারেন্টে কাজ করতে পারে এবং আকারের দিক দিয়েও ছোট , তাকে মিনিয়েচার সার্কিট ব্রেকার বলে। 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ।। বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র

১। কি কি কারণে রক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়?

উত্তরঃ নিম্ন লিখিত কারণে রক্ষণযন্ত্র ব্যবহৃত হয় , যথা-

          ১। শর্ট সার্কিট,ওভারলোড বা আর্থ-ফল্টের কারণে প্রবাহিত অতিরিক্ত কারেন্ট হতে সার্কিট এবং                 তৎসংলগ্ন যন্ত্রপাতিকে রক্ষা করা ।

          ২। আর্থ ফল্ট বা আর্থ-লিকেজ কারেন্ট হতে সার্কিটকে রক্ষা করে ।

          ৩। প্রয়োজনের সময় বিদ্যুৎ ব্যবহারকারীকে বিদ্যুৎ সরবরাহ হতে সার্কিটকে বিচ্ছিন্ন করার                          সুযোগ দেয়া ।  

২। ফিউজ কিভাবে সার্কিট কে রক্ষা করে?

উত্তর ঃ নির্দিষ্ট অ্যামপিয়ারের চেয়ে বেশি কারেন্ট সার্কিটে প্রবেশ করলে তাতে তারটি উত্তপ্ত হয়ে গলে যায় এবং সার্কিটটি খুলে গিয়ে কারেন্ট প্রবাহকে রধ করে। 

৩। ফিউজ সার্কিট ব্রেকার এর মাঝে চারটি পার্থক্য লেখ.

উত্তর ঃ ফিউজ ও সার্কিট ব্রেকার এর মাঝে পার্থক্য নিম্নরূপঃ

ফিউজ

সার্কিট ব্রেকার

১। এটি নিজে পুড়ে গিয়ে সার্কিটকে রক্ষা  করে।             

১। এটি অস্বাভাবিক অবস্থায় সার্কিটকে বিচ্ছিন্ন করে রক্ষা করে।

২। এটি 11kV পর্যন্ত রক্ষা করে                                    

২। এটি যে কোন Voltage- ব্যবহৃত হয়।

৩। এতে আর্ক নির্বাপণ ব্যবস্থা থাকে না।                           

৩। এতে আর্ক নির্বাপণ ব্যবস্থা থাকে।

৪। অপারেটিং টাইম 0.002 সেকেন্ড।                                 

৪। অপারেটিং টাইম 0.1 থেকে 0.3 সেকেন্ড।

৪। বিদ্যুতাঘাত বলতে কি বুঝায়?

উত্তর ঃ মানুষের হৃৎপিণ্ডের চারদিকের অসংখ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র বৈদ্যুতিক সেলের কারণে হৃৎপিণ্ডটি সংকুচিত ও সম্প্রসারিত হয়। মানুষ যখন কোনক্রমে বিদ্যুতের সংস্পর্শে আসে, তখন তখন কারেন্ট দেহের মধ্য দিয়ে মাটিতে যেতে চায়। সে সময়ে হৃৎপিণ্ডের ক্ষদ্রাতিক্ষুদ্র সেলগুলো বাইরের বেশি ভোল্টেজের কারণে নিষ্ক্রিয় হতে থাকে ।ফলে হৃৎপিণ্ডের সংকোচন ও সম্প্রসারণ কমতে থাকে এবং সেই সাথে রক্ত চলাচলও কমতে থাকে । তাতে ব্যক্তির পেশি সংকোচন ও শ্বাসকষ্ট হতে শুরু করে । এটাই বিদ্যুতাঘাত । 

রচনামূলক প্রশ্নোত্তর  ।। বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র

১। একটি মিনিয়েচার সার্কিট ব্রেকার এর গঠন আকৃতি বর্ণনা করো।

উত্তর ঃ সার্কিট ব্রেকার এমন একটি যন্ত্র ,যে আপৎকালীন সময়ে বা অস্বাভাবিক অবস্থায় সার্কিটকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এবং স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে খুলে দেয়া হয়। এটা একটি সুইচ হিসেবেও কাজ করতে পারে।

চিত্র : 

 মিনিয়েচার শব্দের আভিধানিক অর্থ হলো ক্ষুদ্রকায় । যে সার্কিট ব্রেকার অল্প কারেন্টে কাজ করতে পারে এবং আকারের দিক দিয়েও ছোট , তাকে মিনিয়েচার সার্কিট ব্রেকার বলে। 

একটি মিনিয়েচার সার্কিট ব্রেকারে একটি সলিনয়েড (একটি লহার দন্ডের উপর একটি কয়েল জড়ানো থাকে) এবং একটি বাইমাটালিক স্ট্রিপ (দুইটি ভিন্ন ধাতুর পাত একত্রে জোড়া লাগানো থাকে) দ্বারা গঠিত একটি থার্মাল -ম্যাগনেটিক প্রটেকটিভ ইউনিট থাকে।

যখন ব্রেকারের মধ্য দিয়ে স্বাভাবিকের (পূর্বনির্ধারিত ) চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, তখন বাইমেটালিক স্ট্রিপটি উত্তপ্ত হয়ে বেঁকে যায়,ফলে ব্রেকার খুলে যায়।সার্কিটটি রক্ষা পায়। তাপমাত্রা ,কারেন্ট প্রবাহের পরিমাণ ও সময়ের উপর নির্ভর করে । তাই শর্ট সার্কিটের বেলায় বাইমেটালিক স্ট্রিপ দ্রুত উত্তপ্ত হতে পারে না, ফলে বাঁকা হতেও পারেনা। কিন্তু সেই মুহূর্তে সলিনয়েডের কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হবার ফলে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি এবং আকর্ষন করে। প্লাঞ্জারটি ট্রিপ-লিভার কে টেনে নেয়,ফলে ব্রেকার খুলে যায় এবং এবং সার্কিটকে রক্ষা করে ।

ব্যবহার ঃ মিনিয়েচার সার্কিট ব্রেকার আজকাল ফিউজের পরিবর্তে বাসগৃহে, বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সে এবং বৈদ্যতিক মোটরে ব্যবহৃত হচ্ছে। 

২। ইলেকট্রিক্যাল কাজে চারটি নিরাপত্তামূলক  বিধি উল্লেখ করো

উত্তর ঃ প্রথমেই আমাদের জানা প্রয়োজন বিদ্যুতাঘাত বা ইলেকট্রিক শক কী?

মহাবিশ্বের সৃষ্টিকর্তার অপার মহিমার একটি নিদর্শন হল মানুষের হৃৎপিণ্ড । এই হৃৎপিণ্ডের চারদিকের মাংসপেশীতে অসংখ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র সেল আছে এবং এই গুলোর ভোল্টেজ খুবই নগণ্য । এই বিদ্যুতিক সেলের কারণেই হৃৎপিণ্ডটি সংকুচিত সম্প্রসারিত হয়। 

 মানুষের হৃৎপিণ্ডের চারদিকের অসংখ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র বৈদ্যুতিক সেলের কারণে হৃৎপিণ্ডটি সংকুচিত ও সম্প্রসারিত হয়। মানুষ যখন কোনক্রমে বিদ্যুতের সংস্পর্শে আসে, তখন তখন কারেন্ট দেহের মধ্য দিয়ে মাটিতে যেতে চায়। সে সময়ে হৃৎপিণ্ডের ক্ষদ্রাতিক্ষুদ্র সেলগুলো বাইরের বেশি ভোল্টেজের কারণে নিষ্ক্রিয় হতে থাকে ।ফলে হৃৎপিণ্ডের সংকোচন ও সম্প্রসারণ কমতে থাকে এবং সেই সাথে রক্ত চলাচলও কমতে থাকে । তাতে ব্যক্তির পেশি সংকোচন ও শ্বাসকষ্ট হতে শুরু করে । এটাই বিদ্যুতাঘাত । 

 ইলেকট্রিক্যাল কাজে চারটি নিরাপত্তামূলক  বিধি নিম্নে দেয়া হলো ঃ 

১। যেকোনো বৈদ্যুতিক স্থাপনায় ওয়্যারিং - এর ইনসুলেশন, বৈদ্যুতিক সরঞ্জামাদির ধাতব বহিরাবরণ এবং থ্রি-পিন সকেটের আর্থিং , সকেটের ফিউজ তারের উপযুক্ত সাইজ এবং ফেজ বা লাইনে সুইচ বসানো আছে কিনা তা ঠিকভাবে পরীক্ষা করা অত্যাবশ্যক।'

২। একটি সকেটে অ্যাডাপ্টার লাগিয়ে অনেকগুলো যন্ত্রপাতি বা সরঞ্জামাদির সংযোগ দেয়া ঠিক নয়।

৩। বৈদ্যুতিক পোলের সাথে বা এর স্টে-তারের সাথে রাশি বা তার বেঁধে ভিজা কাপড়-চোপড় শুকাতে দেয়া ঠিক নয়।

৪। বৈদ্যুতিক কোন সরঞ্জামাদির সংযোগ বিচ্ছিন্ন করতে হলে ফেক্সিবল কর্ড দিয়ে টান দিয়ে বিচ্ছিন্ন করা মোটেও উচিত নয়। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url