হাউজ ওয়ারিং পদ্ধতি

 

সূচীপত্র : হাউজ ওয়ারিং পদ্ধতি

অধ্যায় আটঃ হাউজ ওয়ারিং পদ্ধতি(Methods of House Wiring)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন ।। হাউজ ওয়ারিং পদ্ধতি

১। অডিটোরিয়াম, কারখানা ও সিনেমা হলে কি ধরনের ওয়ারিং করা হয়?

২। বসতবাড়ি ওয়ার্কশপে কোন ধরনের ওয়ারিংব্যবহার করা হয়?

৩। 4টি  ওয়ারিং ফিটিংস এর নাম লিত।

৪। ওয়ারিং বলতে কি বুঝায়?

সংক্ষিপ্ত প্রশ্ন ।। হাউজ ওয়ারিং পদ্ধতি

১।  কন্ডুইট ওয়ারিং এর সুবিধা কি কি?

২। ওয়ার্কশপ বা কারখানায় কোন ধরনের ওয়ারিং করা হয় এবং কেন?

৩। বৈদ্যুতিক ওয়ারিং এ সিলিং রোজ ব্যবহার করা হয় কেন?

৪। বৈদ্যুতিক ওয়ারিং এ ব্যবহৃত দশটি ফিটিংস এর নাম লেখ।

রচনামূলক প্রশ্ন ।। হাউজ ওয়ারিং পদ্ধতি

১। ওয়ারিংকাকে বলে? তা কত প্রকার ও কি কি?

২। ব্যাটেন ওয়্যারিং কিভাবে করা হয়, এর পদ্ধতি বর্ণনা করো।

৩। সারফেস কন্ডুইট ওয়ারিং পদ্ধতি বর্ণনা করো এবং এটা সাধারণত কোথায় ব্যবহার করা হয়?

অধ্যায় আটঃ হাউজ ওয়ারিং পদ্ধতি(Methods of House Wiring)

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।। হাউজ ওয়ারিং পদ্ধতি

১। অডিটোরিয়াম, কারখানা ও সিনেমা হলে কি ধরনের ওয়ারিং করা হয়?

উত্তর ঃ কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং । 

২। বসতবাড়ি ওয়ার্কশপে কোন ধরনের ওয়ারিংব্যবহার করা হয়?

উত্তর ঃ সারফেস কন্ডুইট  ওয়্যারিং ।

৩। 4টি  ওয়ারিং ফিটিংস এর নাম লিত।

উত্তর ঃ (ক) সুইচ

            (খ) সিলিং রোজ 

            (গ) ল্যাম্প হোল্ডার 

            (ঘ) সকেট ।

৪। ওয়ারিং বলতে কি বুঝায়?

উত্তর ঃ তারের সুশৃংখল লে -আউট অথবা বৈদ্যুতিক লোডসমূহ সাপ্লাই এর সাথে সঠিক পদ্ধতিতে এবং

বৈদ্যুতিক বিধি অনুযায়ী সংযোগ করাকে ওয়্যারিং বলা হয় ।  

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।। হাউজ ওয়ারিং পদ্ধতি

১।  কন্ডুইট ওয়ারিং এর সুবিধা কি কি?

উত্তর : 

২। ওয়ার্কশপ বা কারখানায় কোন ধরনের ওয়ারিং করা হয় এবং কেন?

উত্তর: 

৩। বৈদ্যুতিক ওয়ারিং এ সিলিং রোজ ব্যবহার করা হয় কেন?

উত্তর: 

৪। বৈদ্যুতিক ওয়ারিং এ ব্যবহৃত দশটি ফিটিংস এর নাম লেখ।

উত্তর : 

রচনামূলক প্রশ্নোত্তর ।। হাউজ ওয়ারিং পদ্ধতি

১। ওয়ারিংকাকে বলে? তা কত প্রকার ও কি কি?

উত্তর ঃ ওয়্যারিং - এর অর্থ তারের সুশৃঙ্খল লে-আউট অথবা বৈদ্যুতিক লোডসমূহকে সাপ্লাই -এর সাথে সঠিক পদ্ধতিতে এবং বৈদ্যুতিক বিধি অনুযায়ী সংযোগ করা ।

রেসিডেনশিয়াল ওয়্যারিং -এর শ্রেণিবিভাগ ঃ

বাসগৃহ বা আবাসস্থলে বিভিন্ন পদ্ধতির ওয়্যারিং ব্যবহার করা হয়, যথা ঃ

(ক) ক্লিট ওয়্যারিং (Cleat wiring)

(খ) কেসিং ওয়্যারিং (Casing wiring)

(গ) টি. আর. এস.(Tough Rubber Sheathed) বা পি. ভি. সি. এস. (Poly Vinyle Chloride Sheathed) বা ব্যাটেন ওয়্যারিং (Batten wiring)

(ঘ) এম এস ওয়্যারিং (Metal sheathed wiring )

(ঙ) কন্ডুইট ওয়্যারিং (Conduit wiring ) দুই প্রকার, যথা 

      ১। সারফেস কন্ডুইট ওয়্যারিং (Surface conduit wiring)

      ২। কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং (Concealed conduit wiring )

(চ) এম. আই. সি. (Mineral Insulated Copper Covered) ওয়্যারিং ।

বাংলাদেশে ব্যবহৃত ওয়্যারিং -এর প্রকার ঃ নিম্নলিখিত পদ্ধতির ওয়্যারিংগুলো বর্তমানে বাংলাদেশে বহুল ব্যবহৃত , যথা ঃ 

    ১। ব্যাটেন ওয়্যারিং ,

    ২। কন্ডুইট ওয়্যারিং ,

     (ক) সারফেস কন্ডুইট  ওয়্যারিং,

     (খ) কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ,

    ৩। প্লাস্টারে নিমজ্জিত ওয়্যারিং (একে কনসিল্ড ওয়্যারিংও বলা হয় ) 

২। ব্যাটেন ওয়্যারিং কিভাবে করা হয়, এর পদ্ধতি বর্ণনা করো।

উত্তর ঃ ব্যাটেন ওয়্যারিং-এর ব্যবহারঃ ব্যাটেন ওয়্যারিং সাধারণ বাসগৃহে ব্যবসা প্রতিষ্টানে এবং ধর্মীয় উপাসনালয়ে ব্যবহার করা হয়।

ব্যাটেন ওয়্যারিং  এর সুবিধা ঃ 

  ১। ব্যাটেন ওয়্যারিং এর খরচ অপেক্ষাকৃত কম, স্থায়িত্ব মোটামুটি সন্তোষজনক।

  ২। ওয়্যারিং এফ্র প্রয়োজনীয় পরিবর্তন ,পরিবর্ধন ও সম্প্রসারণ করা সহজ। 

  ৩। ত্রুটি মেরামত করা সহজ ।

  ৪। সুন্দর ও নিখুঁতভাবে কাজ করা হলে ঘরের শোভা বর্ধন করে ।

ব্যাটেন ওয়্যারিং এর অসুবিধা ঃ 

   ১। কন্ডুইট ওয়্যারিং এবং ট্রাংকিং  ওয়্যারিং এর তুলনায় স্থায়িত্ব কম।

   ২। তার ব্যাটেনের উপর খোলা অবস্থায় থাকে বলে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সম্ভাবনা থাকে।

   ৩। তারের ইন্সুলেশন দুর্বল হলে বৈদ্যুতিক শক এর সম্ভাবনা থাকে।

২। ব্যাটেন ওয়্যারিং কিভাবে করা হয়, এর পদ্ধতি বর্ণনা করো।

উত্তর ঃ ব্যাটেন ওয়্যারিং-এর ব্যবহারঃ ব্যাটেন ওয়্যারিং সাধারণ বাসগৃহে ব্যবসা প্রতিষ্টানে এবং ধর্মীয় উপাসনালয়ে ব্যবহার করা হয়।

ব্যাটেন ওয়্যারিং  এর সুবিধা ঃ 

  ১। ব্যাটেন ওয়্যারিং এর খরচ অপেক্ষাকৃত কম, স্থায়িত্ব মোটামুটি সন্তোষজনক।

  ২। ওয়্যারিং এফ্র প্রয়োজনীয় পরিবর্তন ,পরিবর্ধন ও সম্প্রসারণ করা সহজ। 

  ৩। ত্রুটি মেরামত করা সহজ ।

  ৪। সুন্দর ও নিখুঁতভাবে কাজ করা হলে ঘরের শোভা বর্ধন করে ।

ব্যাটেন ওয়্যারিং এর অসুবিধা ঃ 

  ১। কন্ডুইট ওয়্যারিং এবং ট্রাংকিং  ওয়্যারিং এর তুলনায় স্থায়িত্ব কম।

  ২। তার ব্যাটেনের উপর খোলা অবস্থায় থাকে বলে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সম্ভাবনা থাকে।

  ৩। তারের ইন্সুলেশন দুর্বল হলে বৈদ্যুতিক শক এর সম্ভাবনা থাকে।

৩। সারফেস কন্ডুইট ওয়ারিং পদ্ধতি বর্ণনা করো এবং এটা সাধারণত কোথায় ব্যবহার করা হয়?

উত্তর ঃ নিম্নে সারফেস কন্ডুইট ওয়্যারিং -এর বর্ণনা দেয়া হলো ঃ 

১। এ ধরনের ওয়্যারিং -এ কন্ডুইটের মধ্যে তার বা ক্যাবল টানার আগেই নকশা বা ডায়াগ্রাম অনুযায়ী কন্ডুইট দেয়ালে বোসাতে হয়। এতে তার বা ক্যাবলের ক্ষতির সম্ভাবনা কম থাকে।

২। ডায়াগ্রাম অনুযায়ী মাপ দিয়ে কন্ডুইট কেটে নিতে হবে।কাটার পর কন্ডুইটের প্রান্তভাগ অসমান থাকলে রেত দিয়ে ঘষে সমান করতে হবে , যাতে টানার সময় তার ক্ষতিগ্রস্ত না হয়।

৩।কন্ডুইট এবং অন্যান্য সরঞ্জামাদির প্রস্ততির কাজ শেষ হলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী স্যাডেল , স্ক্র

এবং কাঠের গুলী বা রাওল-প্লাগের সাহায্যে সেগুলোকে বসাতে হবে।

৪। কন্ডুইটের উপর স্যাডেলগুলো সমদূরত্বে বসাতে হবে ।  প্রত্যেকটি সরঞ্জামের দূরত্ব ১০-১২ সেমি দূরে এবং দু'স্যাডেলের দূরত্ব ৮০-৯০ সেমি হলে ভাল হয়। 

৫। এরপর কন্ডুইটের প্রান্তভাগে বিভিন্ন সার্কুলার বক্স ,জাংশন বক্স,সুইচ-বক্স বসাতে হবে।

৬। কন্ডুইট বসানোর কাজ শেষ হলে কন্ডুইটের মধ্য দিয়ে তার টানতে হবে। প্রথমেই একটি ইস্পাতের ফিতা বা তার, একটি কন্ডুইট-বক্স বা ড্র-ইন বক্স হতে অন্য বক্সে নিতে হবে এবং এর সাথে লাগিয়ে একটি ড্র বা টানা তার নিতে হবে । এই তারকে ফিস ওয়্যার বলে ।

৭। টানা তারের  অপর মাথায় ওয়্যারিং -এর তার বেঁধে টান্তে হবে । টানা তারে ও্যারিং এর তার বাঁধার নিয়ম হলো , ওয়্যারিং এ তারের মাথা বা প্রান্তভাগ হতে ৫০ মিলিমিটার পরিমাণ ইন্সুলেশন উঠিয়ে সবগুলো তারকে একত্রে পাকিয়ে একটি রিং -এর মতো করতে হবে এবং বাকি তার দিয়ে শক্ত করে জরিয়ে দিতে হবে যাতে টানার সময় রিং খুলে না যায় । পরে স্থানটি টেপ দিয়ে জড়াতে হবে , যাতে তারের গোড়ার মুখটি সুচালো হয় । টানার সময় পিচ্ছিল হওয়ার জন্য তারের উপর ফ্রেঞ্চ চক পাউডার দিতে হবে, যাতে তার সহজেই কন্ডুইটের ভেতর প্রবেশ করতে পারে ।

৮। তার টানার সময় লক্ষ রাখতে হবে , যেন কন্ডুইটের ভেতর তার পেঁচ না খায় এবং কোনো তারে জোড়া বা জয়েন্ট না হয় ।

৯। তার টানার কাজ শেষ হলে বিভিন্ন সার্কুলার বক্স ,জাংশন বক্স  এবং সুইচ বক্সে বিভিন্ন ফিটিং সংযোগ করতে হবে । 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url