ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স (engineering thermodynamics) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর সাজেশন
বিষয় কোড: ২৭১৩১ (২২ প্রবিধান)
এই সাজেশন প্রকাশের তারিখ: ১৮/১১/২০২৩ ইং
অনুশীলনী-০১: তাপগতিবিদ্যার ধারণা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। থার্মোডাইনামিক্স এর সংজ্ঞা দাও?
২। থার্মোডাইনামিক্স এর ৪ টি
প্রয়োগ – ক্ষেত্র উল্লেখ কর ?
৩। তাপগতিবিদ্যায় আবেষ্ঠনী
(System ) কাকে বলে ?
৪। তাপগতিবিদ্যায় সীমানা
( Boundary) বলতে কী বুঝায় ?
৫। বদ্ধ আবেষ্টনী বলতে কী
বুঝায়? উদাহারণসহ লেখ ।
৬। খোলা আবেষ্ঠনী কাকে বলে
?
৭। তাপগতিবিদ্যায় প্রক্রিয়া
বলতে কি বুঝায় ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১। থার্মোডাইনামিক্স এর প্রয়োগ
ক্ষেত্রগুলো লেখ ।
২। থার্মোডাইনামিক্স-এর সিস্টেম
কয় প্রকার অ কী কী ? উদাহরণ
রচনামূলক প্রশ্নসমূহঃ
১। বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক্স
সিস্টেমের বর্ণনা দাও?
২। তাপগতিবিদ্যায় দ্বিতীয়
সূত্রের ব্যাখা দাও।
৩। পি- ভি লেখচিত্রসহ সমোষ্ণ প্রাক্রিয়ায় কাজের পরিমাণ নির্ণয়ের
সূত্র প্রতিষ্ঠা কর ।
অনুশীলনী
-০২:তাপ, তাপমাত্রা এবং চাপ
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহঃ
১।
তাপমাত্রার সংজ্ঞা দাও ?
২। প্রমাণ
তাপমাত্র ও চাপ বলতে কী বুঝায় ?
৩।
তাপমাত্রা পরিমাপের সাধারন স্কেলগুলোর নাম লেখ।
৪।
তাপমাত্রর বিভিন্ন স্কেলের সম্পর্ক দেখাও ।
৫।
তাপের একক গুলো লেখ।
৬।
ক্যালেরি কী ?
৭।
তাপের SI একক কী ?
৮। পরম শূন্য তাপমাত্রর সংজ্ঞা দাও?
৯।
এক বিটিইউ সমান কত ক্যালরি?
১০।
বিটিইউ ও ক্যালরির মাঝে সম্পর্ক স্থাপ্ন কর ।
১১।
সুপ্ত তাপ বা লীন তাপ কাকে বলে ?
১২।
বরফ গলনের সুপ্ত তাপ কাকে বলে ?
১৩।
সিজিএস পদ্ধতিতে বরফ গলনের সুপ্ত তাপ ও পানির
বাস্পীভনের সুপ্ত তাপ কত?
১৪। শূন্য চাপ কাকে বলে ?
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহঃ
১।
তাপের বিভিন্ন এককের সমতুল্য রূপান্তর দেখাও।
২। তাপ ও তাপমাত্রার মধ্যে ৪ টি পার্থক্য লেখ ?
৩। তাপ লো – গ্রেড এনার্জি এবং কাজ হাইগ্রেড এনার্জি ব্যাখা দাও ।
৪। ক্যালরি , সিএইচইড এবং
বিটিইড এর মাঝে সম্পর্ক দেখাও ।
৫। তাপমাত্রার বিভিন্ন স্কেলের
মাঝে সম্পর্ক দেখাও ।
বিঃদ্রঃ এই অধ্যায়ের গাণিতিক ম্যাথ করতে হবে।
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহঃ
১। তাপগতিবিজ্ঞানের
শূন্যতম সুত্রটি লেখ
২।
তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রেটি লেখ।
৩।
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে?
৪।
ক্লাসিয়ামের উপাপাদ্যটি লেখ।
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহঃ
১।
তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রের তাৎপর্যগুলো লেখ।
২।
তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্তগুলো লেখ।
রচনামূলক
প্রশ্নসমূহঃ
১।
তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রের ব্যাখ্যা দাও।
অনুশীলনী-৪:
তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র
অতিসংক্ষপ্ত
প্রশ্নসমূহ:
১।
তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
তাপগতিবিদ্ব্যর দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্তগুলো লেখ।
রচনামূলক
প্রশ্নসমূহ:
১।
তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রের ব্যাখা দাও।
অনুশীলনী-০৫:
গ্যাসের অন্তর্নিহিত শক্তি এবং এনথালপি
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
অন্তর্নিহিত শক্তি কী ?
২।
এনথালপি কী ?
৩।
এনথালপির একক কী? এটি কীভাবে নির্ধারণ করা হয়?
গাণিতিক সমস্যাবলিঃ
১। এক কেজি আদর্শ গ্যাসকে তাপ প্রয়োগ করে 350C তাপমাত্রা হতে 1000C তাপমাত্রায় উন্নীত করা হলো । যদি ওই গ্যাসের R = 26.9 kg –m/kgK এবং r = 1.4 হয়, তবে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয়।
অনুশীলনী-৬:
আদর্শ গ্যাসের তাপগতীয় প্রক্রিয়াসমূহ
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
নন-ফ্লো প্রসেস কাকে বলে?
২।
স্থির তাপমাত্রা বা সমোষ্ণ প্রক্রিয়া কাকে বলে বা আইসোথর্মা্ল পদ্ধতি কাকে বলে?
৩।
আইসোথার্মো্ল প্রক্রিয়ায় P –Vও T-S ডায়াগড়াম অঙ্কন কর ।
৪।
সমায়ত ও সমচাপ প্রক্রিয়ার টি –এস ডায়াগ্রামের পার্থক্য দেখাও।
৫। স্থির আয়তন বা সমায়তন প্রক্রিয়া কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১।
পলিট্রপিক সূচক এর মান নির্ণয় কর?
২।
সমোষ্ণ ও রুদ্ধতাপ পরিবর্তনের মধ্যে ৭ টি ।
রচনামূলক
প্রশ্নসমূহ:
১।
পি-ভি লেখচিত্রসহ সমোষ্ণ প্রক্রিয়া কাজের পরিমাণ নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা কর।
২।
পি-ভি লেখচিত্রসহ রূদ্ধতাপ প্রক্রিয়ায় কাজের পরিমান নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা কর।
৩। আইসো থার্মাল প্রসেস কাজের সূত্রটি প্রমান কর।
গাণিতিক সমস্যাবলিঃ
১।
2 ঘনমিটার আয়তনের 1 কেজি আদর্শ গ্যাস স্থির চাপ প্রক্রিয়ায় উত্তপ্ত করা হলো।এতে তাপমাত্রা
270 হতে 2270 সে. এ উন্নীত হলো । যদি Cp=0.24kcal/kgK এবং
Cv=0.17kcal/ kg K হয় ,তবে নির্ণয় কর:
(ক)বৈশিষ্ট্যগত
গ্যাস ধ্রবক খ) সরবরাহকৃ্ত তাপ গ) চূড়ান্ত
আয়তন ঘ) অন্তর্নিহিত শক্তির পরিমাণ ঙ) সম্পাদিত
কাজ
২।
0.5m3 বাতাস 1.5 MPa চাপে সমোষ্ণ পদ্দতিতে সম্প্রসার হয়ে 1m3 আয়তন প্রাপ্ত হয়।বাতাসের চূড়ান্ত
চাপ এবং তাপ সরবরাহের পরিমান নির্ণন কর।
৩।
0.45kg বাতাস 178.90 C তাপমাত্রায় রূদ্দাতাপে সম্প্রসারিত হয়ে তিন গুন আয়ত্ন
প্রাপ্ত হলো এবং তাপমাত্রা 15.6 0C হ্রাস পেল । যদি সম্প্রাসারন কালে
53000kgf-m কাজ করে ,তবে r (গামা), R, Cp এবং Cv এর মান নির্ণয় কর।
৪।
কিছু পরিমান বাতাস 1.50 bar চাপে এবং250C তাপমাত্রায় 0.03m3 আয়তন দখল করে।এটা
PV1.4=Cএ নিয়মে সংকুচিত হয়ে 0.0042m3 আয়তন প্রাপ্ত হল নির্ণয়
কর
০১. সংকুচিত শেষে তাপমাত্রা,
০২. কাজ সম্পাদন,
০৩. স্থির আয়তনে পূর্বের তাপমাত্রা ফিরে আনতে চাপ এর পরিমান ।
অনুশীলনী-৭ : আদর্শ গ্যাসের এন্ট্রপি
অতিসংক্ষিপ্ত
সমূহ:
১।
এন্ট্রপির সংজ্ঞা দাও ?
২।এম
.কে .এস পদ্ধতিতে এনথালপির একক লেখ।
৩।
এনথালপি এবং এন্ট্রপির মধ্যে পার্থক্যটি লেখ।
গাণিতিক সমস্যাবলিঃ
১। 12 kgf/cm2 পরম চাপে 1770C
তাপমাত্রায় 3m3আয়তনের বায়ুকে স্থির চাপ প্রক্রিয়ায় প্রসারিত করা হল,যতক্ষণ
না তার আয়তন প্রারম্ভিক আয়তনের তিনগুন হয়। ওই বায়ুর এন্ট্রপির পরিবর্তন নির্ণন কর।
(ধর, R =29.27 kgf-m/kg K এবং Cp=0.242 kcal/kg K)
অনুশীলনী-০৮: স্টীম ও
বাষ্প
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
ড্রাইনেস ফ্র্যাকশন কাকে বলে?
২।সম্পৃক্ত
বাষ্প কাকে বলে?
৩।
সুপারহিটেড স্টীম বলতে কী বুঝায়?
৪।
সংকট তাপমাত্র কাকে বলে?
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
ত্রৈধবিন্দু কাকে বলে ?
২।
সুপার স্টীম ব্যবহারের সুবিধাগুলো লেখ।
৩।
গ্যাস ও ভেপারের মধ্যে পার্থক্য কী ?
অনুশীলনী-৯: তাপ গতিবিদ্যার চক্র
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
প্রত্যাবর্তী চক্র কাকে বলে ?
২।
ভেপার চক্র কাকে বলে ?
৩।
ডাইরেক্ট চক্র কাকে বলে?
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
তাপ গতি চক্রের প্রচলিত চক্রগুলো কী কী?
অনুশীলনী-১০: এয়ার স্ট্যান্ডর্ড সাইকেল
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
পি-ভি এবং টি এর ডায়াগ্রাম সহ কারনট চক্র বর্ণনা কর এবং দক্ষাতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা
কর।
২।
P-V T-S ডায়াগ্রামা অঙ্কন করে অটোচক্র বর্ণনা
কর এবং দক্ষতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা কর ।
৩।
P-V T-S ডায়াগ্রামের সাহায্যে ডিজেল চক্র
বর্ণনা কর এবং দক্ষতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা কর ।
৪।
P-V T-S ডায়াগ্রামের সাহায্যে ডিজেল চক্র
বর্ণনা কর এবং দক্ষতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা কর ।
৪।
P-V T-S ডায়াগ্রামের সাহায্যে বাস্তব ডিজেল চক্র বর্ণনা কর
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
অটো সাইকেলের P-V এবং T-S ডায়াগ্রাম অঙ্কন
কর।
২।
একই সংকোচন অনুপাতে ক্রিয়ারত অটো ও ডিজেল সাইকেলের
মাঝে কোনটির দক্ষতা বেশি এবং কেন?
৩।অটো
এবং ডিজেল চক্রের চারটি তুলনামূলক পার্থক্য দেখাও।
৪।
ডিজেল চক্রের P-V এবং T-S ডায়াগ্রাম অঙ্কন
কর।
রচনামূলক প্রশ্নসমূহ:
১।
চারটি অপ্রচলিত তাপগতীয় চক্রের নাম লেখ।
২।
কারেন্ট চক্র অনুসরণ করে চলে এমন একটি বাস্তব
ইঞ্জিনের নাম লেখ।
৩।
অটো লাইকেলকে স্থির আয়তন সাইকেল বলা হয় কেন?
৪।
ডিজেল চক্রে কাট অফ অনুপাত বলতে কী বুঝায় ?
গাণিতিক সমস্যাবলিঃ
১।
একটি কারনট ইঞ্জিন 50% দক্ষতায় কোনো ঠান্ডা
আধারে 270 তাপমাত্রায় তাপ পরিত্যাগ করে।যদি ঠান্ডা আধার প্রতি মিনিটে 200kcal ক) ইঞ্জিন উইউজার তাপমাত্রা ও খ) ইঞ্জিনের
অশ্বশক্তি নির্ণয় কর।
অনুশীলনী-১১: ভেপার পাওয়ার
চক্র
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
রিহিট সাইকেল বলতে কী বুঝায় ?
২।
র্যাংকিন সাইকেল কাকে বলে ?
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
একটি র্যাংকিন সাইকেলের প্রবাহ চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখ।
রচনামূলক
প্রশ্নসমূহ:
১।
রিহিট সইকেলের দক্ষতা নির্ণয় কর ।
২।
একটি বাইনারি চক্রের প্রবাহ চিত্র ও টি এস চিত্র অঙ্কন করে বর্ণনা কর ।
৩।
র্যাংকিন চক্রের প্রবাহ চিত্র ,পি-ভি চিত্র ও টি এস চিত্র অঙ্কন করে বর্ণনা দাও ।
অনুশীলনী-১২: হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন
এবং হিট পাম্প
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
টন অব রেফ্রিজারেশন কাকে বলে?
২।
হিট পাম্প কাকে বলে ও কাজ কী ?
৩।
কো-ইফিশিয়েন্ট অব পারফারমেন্স কাকে বলে ?
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
প্রমান কর যে, 1 Bretish Horse Power =746 Watts.
২।
প্রমান কর যে ,টন অব রেফ্রিজারেশন = 3.5 W =4.71 HP
৩।
ভেপাড় কম্পেশন রেফ্রিজারেশন সাইকেলের প্রবাহ চিত্র অঙ্কন কর ।
রচনামূলক
প্রশ্নসমূহ:
১।
একটি ভেপার কম্পেশন রেফ্রিজারেশন চক্র চিত্র সহ বর্ণনা কর।
২।
একটি ভেপার অ্যাবজরশন চক্রের চিত্রসহ বর্ণনা দাও।
অনুশীলনী-১৩: আইসি ইঞ্জিন
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
ইঞ্জিন কাকে বলে ?
২।
অন্তদহন ইঞ্জিন বলতে কী বুঝায় ?
৩।
কম্প্রেশন রেশিও বা সংকোচন অনুপাত কাকে বলে?
৪।
চার স্টোক ইঞ্জিনের চারটি স্টোকের নাম লেখ ।
৫।
ফ্লাইহুইলের কাজ কী ?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ:
১।
আইসি ইঞ্জিনের প্রধান নিশ্চল অঙ্গসমূহের নাম লেখ।
২।
আইসি ইঞ্জিনের প্রধান সচল অঙ্গসমূহের নাম লেখ।
৩।
দুই স্টোক ও চার স্টোক ইঞ্জিনের মধ্যে চারটি পার্থক্য লেখ।
৪।
ফ্লাই হুইলের কাজ কী ?
রচনামূলক
প্রশ্নসমূহ:
১।
চার-স্টোক পেট্রোল ইঞ্জিনের মূলনীতি বর্ণনা কর।
২।
চার স্টোক ডিজেল ইঞ্জিনের কার্যনীতি বর্ণনা কর।
অনুশীলনী-১৪: হিট ট্রান্সফার
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
তাপ সঞ্চালন কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
২।
স্টীফেন –বোলজম্যানের সূত্রটি লেখ?
৩।
পরিবহন কাকে বলে ?
৪।
পরিচলন কাকে বলে?
৫।
হিট এক্সচেঞ্জার কী ?
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতির চারটি পার্থক্য
লেখ।
২।
হিট এক্সচেঞ্জারের শ্রেণিবিভাগ উল্লেখ কর ।
রচনামূলক
প্রশ্নসমূহ:
১।
পরিবহন পদ্ধতিতে কাপ সঞ্জালনের ব্যাখ্যা দাও।
অনুশীলনী-১৫:
বয়লার
অতিসংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
বয়লার জেনারেটর বলতে কী বুঝায়?
২।
ফায়ার টিউব বয়লার বলতে কী বুঝায়?
৩।
বয়লার ক্যাপাসিটি বলতে কী বুঝায়?
৪।
বয়লারের দক্ষতার সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত
প্রশ্নসমূহ:
১।
ব্লো – ডাউন ভাল্ভের কাজ কী?
২।
ফায়ার টিউব বয়লারের সুবিধা এবং অসুবিধা লেখ।
৩।
বয়লারের ব্যবহার নামসহ উল্লেখ কর।
রচনামূলক
প্রশ্নসমহ:
১। ওয়াটার টিউব বয়লার সম্পর্ক আলোচনা কর।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url