ইলেক্ট্রোম্যাগনেটিজম

  

সূচীপত্র: ইলেক্ট্রোম্যাগনেটিজম

অধ্যায় তেরঃ ইলেক্ট্রোম্যাগনেটিজম (Electromagnetism)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন ।। ইলেক্ট্রোম্যাগনেটিজম

১। প্রতি একক ক্ষেত্রফলের  ফ্লাকের পরিমাণকে কি বলে?

২। পারর্মিয়াবিলিটি কি?

৩। এক ওয়েবার এ কত লাইনস?

৪। দুটো সমান্তরাল পরিবাহীর সৃষ্ট বলের সূত্রটি লেখ।

৫।DC জেনারেটরের EMF উৎপাদনে কোন নীতি অনুসৃত হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন ।। ইলেক্ট্রোম্যাগনেটিজম

১। চৌম্বক ক্ষেত্র বলতে কী বোঝায়?

২। চৌম্বক বলরেখা কাকে বলে?

৩। ম্যাগনেটিক ফিল্ড  ইনটেনসিটি বলতে কি বুঝায়?

৪। ফ্লাক্স ডেনসিটি কাকে বলে?

৫। অ্যাবসলুট  পারর্মিয়াবিলিটি(Absolute Permeability কি?

৬। রিলেটিভ পারর্মিয়াবিলিটি কাকে বলে?

৭। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি? এটি কোথায় ব্যবহৃত হয়?

৮। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কি? এটা কোথায় ব্যবহৃত হয়?

৯। চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।

রচনামূলক প্রশ্ন ।। ইলেক্ট্রোম্যাগনেটিজম

১। চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য গুলো কি কি?

২। চিত্র ও প্রয়োগ ক্ষেত্র সহ ফ্লেমিং এর ডান হস্ত বিধি বর্ণনা করো।

অধ্যায় তেরঃ ইলেক্ট্রোম্যাগনেটিজম (Electromagnetism)

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ।। ইলেক্ট্রোম্যাগনেটিজম

১। প্রতি একক ক্ষেত্রফলের  ফ্লাকের পরিমাণকে কি বলে?

উত্তর ঃ ফ্লাক্স ডেনসিটি ।

২। পারর্মিয়াবিলিটি কি?

উত্তর ঃ কোন পদার্থের যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স প্রতিষ্ঠা করা যায় , তাকে পারমিয়্যাবিলিটি বলে । 

৩। এক ওয়েবার এ কত লাইনস?

উত্তর ঃ 1 weber = 108lines . 

৪। দুটো সমান্তরাল পরিবাহীর সৃষ্ট বলের সূত্রটি লেখ।

উত্তর ঃ F =  2×10-7×I1I2L/r নিউটন।

৫। DC জেনারেটরের EMF উৎপাদনে কোন নীতি অনুসৃত হয়?

উত্তর ঃ ফ্লেমিং-এর রাইট হ্যান্ড নীতি । 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ।। ইলেক্ট্রোম্যাগনেটিজম

১। চৌম্বক ক্ষেত্র বলতে কী বোঝায়?

উত্তর ঃ একটি চুম্বকের চারদিকে যতটুকু স্থান বা এলাকা জুড়ে ঐ চুম্বকের প্রভাব বিদ্যমান থাকে ,ঐ স্থান বা এলাকাকে চৌম্বক ক্ষেত্র বলে।

২। চৌম্বক বলরেখা কাকে বলে?

উত্তর ঃ একটি চুম্বকের চারদিকে চৌম্বক ক্ষেত্রের প্রভাব বা বল বুঝবার জন্যে যতগুলো রেখা কল্পনা করা হয়েছে,উক্ত কাল্পনিক রেখাগুলোকে চৌম্বক বলরেখা বলা হয়। 

৩। ম্যাগনেটিক ফিল্ড  ইনটেনসিটি বলতে কি বুঝায়?

উত্তর ঃ একটি চুম্বক ক্ষেত্রের যে-কোন স্থানে এক এককবিশিষ্ট উত্তর মেরু স্থাপন করলে যে বল অনুভূত হয়, তাকে উক্ত স্থানের চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি বলে । এর একক অ্যাম্পিয়ার টার্ন/মিটার । 

৪। ফ্লাক্স ডেনসিটি কাকে বলে?

উত্তর ঃ প্রতি একক ক্ষেত্রফলে ফ্লাক্সের পরিমাণকে ফ্লাক্স ডেনসিটি বা ফ্লাক্স ঘনত্ব বলে । এর একক ওয়েবার / বর্গমিটার।

৫। অ্যাবসলুট  পারর্মিয়াবিলিটি(Absolute Permeability) কি?

উত্তর ঃ কোন পদার্থের চৌম্বক ক্রিয়া যত সহজে প্রতিষ্ঠা করা যায় , একেই অ্যাবসুলেট পারমিয়্যাবিলিটি বলে।

৬। রিলেটিভ পারর্মিয়াবিলিটি কাকে বলে?

উত্তর ঃ কোন পদার্থের রিলেটিভ পারর্মিয়াবিলিটি উক্ত পদার্থে প্রতিষ্ঠিত ফ্লাক্স এবং বায়ুশূন্য স্থানে উক্ত পদার্থে প্রতিষ্ঠিত ফ্লাক্সের অনুপাতকে বুঝায় । 

৭। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি? এটি কোথায় ব্যবহৃত হয়?

উত্তর ঃ দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মাধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে যদি তর্জনী চৌম্বক বলরেখার দিক এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণনের দিক নির্দেশ করে , তবে মধ্যমা পরিবাহীতে প্রবাহিত কারেন্টের দিক নির্দেশ করবে । জেনারেটর উতপন্ন উৎপন্ন বিদ্যুচ্চালক বল এবং কারেন্টের দিক নির্ণয়ের জন্যে ব্যবহৃত হয়। 

৮। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কি? এটা কোথায় ব্যবহৃত হয়?

উত্তর ঃ বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি,তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে যদি তর্জনী চৌম্বক বলরেখার দিক এবং মধ্যমা পরিবাহীতে প্রবাহিত কারেন্টের দিক নির্দেশ করে , তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণনের দিক নির্দেশ করবে। 

এই রুল বোইদ্যুতিক মোটরের ঘূর্ণনের নির্ণয়ের জন্যে ব্যবহৃত হয় । 

৯। চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।

উত্তর ঃ চৌম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলি নিম্নে দেয়া হলো ঃ 

  1. চৌম্বক বলরেখা সর্বদাই বদ্ধ থাকে , কোথাও কোন ফাঁক নেই।
  2. চুম্বকের বাইরে বলরেখাগুলো উত্তর মেরু হতে বের হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয় এবং চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু হতে উত্তর-মেরুতে গিয়ে শেষ হয়।
  3. বলরেখা একটি অন্যটিকে কখনও ছেদ করে না বরং একটি আরেকটির স্পর্শক।
  4. বলরেখা একটি অন্যটির উপর আড়াআড়িভাবে পার্শ্বচাপের সৃষ্টি করে বিধায় পরস্পরের মধ্যে বিকর্ষণ হয়।
  5. চৌম্বক বলরেখাগুলো এদের দৈর্ঘ্য বরাবর স্থিতিস্থাপক বস্তুর ন্যায় সংকুচিত হয়। চৌম্বক বলরেখা গুলো চৌম্বক পৃষ্ঠের সাথে লম্বভাবে উত্তর মেরু হতে বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে ।

 রচনামূলক প্রশ্নোত্তর ।। ইলেক্ট্রোম্যাগনেটিজম

১। চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য গুলো কি কি?

উত্তর ঃ 

চৌম্বক ক্ষেত্র  ঃ একটি চৌম্বকের চারদিকে যতটুকু স্থান বা এলাকা জুরে ঐ চুম্বকের প্রভাব বিদ্যমান থাকে, ঐ স্থান বা এলাকাকে চৌম্বক ক্ষেত্র বলা হয়।

তাত্ত্বিক ধারণা করা হয়, চৌম্বক ক্ষেত্রের বিস্তৃতি অসীম পর্যন্ত । কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়, বরং একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এর প্রভাব লক্ষ করা যায় ।

চৌম্বক বলরেখা ঃ একটি চুম্বকের চারদিকের চৌম্বক ক্ষেত্রের প্রভাব বা বল বুঝার জন্যে কতকগুলো রেখা কল্পনা করা হয় , উক্ত কাল্পনিক রেখাগুলোকে চৌম্বক বলরেখা বলা হয়।

বৈশিষ্ট ঃ 

চৌম্বক বলরেখার কতকগুলো বৈশিষ্ট্য বা ধর্ম বা প্রকৃতিগত স্বভাব আছে,নিম্নে তা দেয়া হলো ঃ 

১। চৌম্বক বলরেখা সর্বদাই বদ্ধ থাকে ,কোথাও কোন ফাঁক নেই।

২। চৌম্বকের বাইরে বলরেখাগুলো উত্তরমেরু হতে বের হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয় এবং চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু হতে উত্তর মেরুতে গিয়ে শেষ হয়।

৩। বলরেখা একটি অন্যটিকে কখনও ছেদ করে না বরং একটি অন্যটির স্পর্শক।

৪। বলরেখা একটি অন্যটির উপর আড়াআড়িভাবে পার্শ্বচাপের সৃষ্টি করে বিধায় পরস্পরের মধ্যে বিকর্ষণ হয়।

৫। চৌম্বক বলরেখাগুলো এদের দৈর্ঘ্য বরাবর স্থিতিস্থাপক বস্তুর ন্যায় সংকুচিত হয়। 

৬। চৌম্বক বলরেখাগুলো চৌম্বক পৃষ্ঠের সাথে লম্বভাবে উত্তর মেরু হতে বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। 

চিত্র 

২। চিত্র ও প্রয়োগ ক্ষেত্র সহ ফ্লেমিং এর ডান হস্ত বিধি বর্ণনা করো।

উত্তর ঃ ফ্লেমিং এর ডান হস্ত বিধি ঃ 

আবেশিত বিদ্যুচ্চালক বলের কারণে প্রবাহিত কারেন্টের দিক, ফ্লাক্সের দিক এবং পরিবাহীর গতির দিকের মধ্যে একটি নিশ্চিত সম্পর্ক আছে । আবেশিত কারেন্টের দিক ফ্লেমিং-এর দক্ষিণ - হস্ত বিধি অথবা লেঞ্জের সূত্র প্রয়োগ করে সহজেই নির্ণয় করা যায়। যেখানে চৌম্বক ক্ষেত্র স্থির এবং পরিবাহী গতিতে থাকে, শুধুমাত্র সেখানেই ফ্লেমিং-এর বিধি প্রযোজ্য । দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি,তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃতি করলে যদি তর্জনী চৌম্বক বলরেখার দিক এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণনের দিক নির্দেশ করে, তবে মধ্যমা পরিবাহীতে প্রবাহিত কারেন্টের দিক নির্দেশ করবে।

ফ্লেমিং -এর রাইট হ্যান্ড রুল জেনারেটরে উৎপন্ন বিদ্যুচ্চালক বল এবং কারেন্টের দিক নির্ণয়ের জন্যে ব্যবহৃত হয়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url