বৈদ্যুতিক আর্থিং
সূচীপত্র : বৈদ্যুতিক আর্থিং
- বৈদ্যুতিক আর্থিং এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন
- বৈদ্যুতিক আর্থিং এর সংক্ষিপ্ত প্রশ্ন
- বৈদ্যুতিক আর্থিং এর রচনামূলক প্রশ্ন
- বৈদ্যুতিক আর্থিং এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- বৈদ্যুতিক আর্থিং এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- বৈদ্যুতিক আর্থিং এর রচনামূলক প্রশ্নোত্তর
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ।। বৈদ্যুতিক আর্থিং
১। আর্থিং কত প্রকার ও কি কি?
২। আর্থিং এর উপাদান কি কি?
৩। আর্থিং কি?
৪। আর্থ কন্টিনিউয়িটি তার কি?
সংক্ষিপ্ত প্রশ্ন ।। বৈদ্যুতিক আর্থিং
১। আর্থিং এর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কি?
২। বিভিন্ন প্রকার আর্থিং এর নাম লেখ।
রচনামূলক প্রশ্ন ।। বৈদ্যুতিক আর্থিং
১। পাইপ আর্থিং কিভাবে করা হয় চিত্রসহ বর্ণনা করো।
২। প্লেট আর্থিং এ ব্যবহৃত প্লেটের আকার উল্লেখপূর্বক পদ্ধতিটিত বর্ণনা করো।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।। বৈদ্যুতিক আর্থিং
১। আর্থিং কত প্রকার ও কি কি?
উত্তর ঃ আর্থিং দুই প্রকার,যথা-
১। সিস্টেম আর্থিং
২। ইকুইপমেন্ট আর্থিং ।
২। আর্থিং এর উপাদান কি কি?
উত্তর ঃ আর্থিং এর উপাদানসমূহ নিম্নরূপ ঃ
১। আর্থ ইলেকট্রোড
২। আর্থিং লিড
৩। আর্থ কন্টিনিউয়িটি তার ।
৩। আর্থিং কি?
উত্তর ঃ অনাকাঙক্ষিত বিদ্যুতের হাত হতে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে রক্ষাকল্পে বৈদ্যুতিক যন্ত্রপাতি ধাতুনির্মিত বহিরাবরণ হতে বৈদ্যুতিক কারেন্টকে কোনো তারের সাহায্যে নিরাপদে পৃথিবীর মাটিতে প্রেরণের ব্যবস্থাকে আর্থিং বলে।
৪। আর্থ কন্টিনিউয়িটি তার কি?
উত্তর ঃ আর্থিং লিড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের ধাতব আবরণের মধ্যে যে তার দিয়ে সংযোগ করা হয়, সেই তারকে আর্থ কন্টিনিউয়িটি তার বলা হয়।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।। বৈদ্যুতিক আর্থিং
১। আর্থিং এর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কি?
উত্তরঃ নিম্নলিখিত উদ্দেশ্যে আর্থিং করা হয় ঃ
১। ত্রুটির সময় কারেন্টকে মাটিতে যেতে দেয়া,যাতে রক্ষণযন্ত্র ত্রুটিপূর্ণ সার্কিটকে বিচ্ছিন্ন করার জন্যে কাজ করতে পারে।
২। সিস্টেমের যেকোনো অংশে বিভব যেনো মাটির তুলনায় একটি নির্দিষ্ট মানে থাকে, তার ব্যবস্থা করা।
৩। ত্রুটির সময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ভোল্টেজ যেনো মাটির তুলনায় বিপজ্জনক অবস্থায় পৌছাতে না পারে , তা নিশ্চিত করা ।
২। বিভিন্ন প্রকার আর্থিং এর নাম লেখ।
উত্তর ঃ বিভিন্ন প্রকার আর্থিং এর নাম নিম্নররূপ ঃ
১। পাইপ আর্থিং
২। রড আর্থিং
৩। প্লেট আর্থিং
৪। স্ট্রিপ বা ওয়্যার আর্থিং
৫। শিট আর্থিং।
রচনামূলক প্রশ্নোত্তর ।। বৈদ্যুতিক আর্থিং
১। পাইপ আর্থিং কিভাবে করা হয় চিত্রসহ বর্ণনা করো।
উত্তর ঃপাইপ আর্থিং ঃ 38 mm ব্যসবিশিষ্ট গ্যল্ভানাইজ করা লোহা বা ইস্পাতের তৈরি পাইপ ইলেকট্রোড হিসেবে পাইপ আর্থিং -এর জন্য ব্যবহৃত হয় । পাইপের দৈর্ঘ্য কমপক্ষে 2m হতে হয়। তবে পাথুরে বা শুষ্ক স্থানে পাইপের দৈর্ঘ্য 2.75m হওয়া উচিত। পাইপকে এমন ভাবে মাটির নিচে পুঁততে হয়, যাতে এর উপরিভাগ 2m থেকে 2.75m- এর নিচে থাকে। পাইপ সবসময় মাটিতে খাড়াভাবে পুঁততে হয়। আর্থিং ভালোভাবে কাজ করার জন্য পাইপের চারপাশের মাটি সবসময় ভেজা রাখতে হয়। কারণ ভেজা মাটির রোধ কম হয় । স্বাভাবিক অবস্থায় যদি মাটি ভেজা না থাকে তবে পাইপের চারপাশে থাক থাক করে কাঠ-কয়লা এবং লবণ দিয়ে ঠেসে মাটি ভরাট করলে ভাল ফল পাওয়া যায়। পাইপকে 7.5cm পর পর এর ব্যাস বরাবর 12mm ব্যাসবিশিষ্ট ছিদ্র করা হয়। উপরের ফানেল দিয়ে মাঝে মাঝে পানি ঢাললে ঐ ছিদ্রের মাধ্যমে পাইপের চারপাশে পানি গিয়ে মাটি ভেজা রাখে । 19mm ব্যাসবিশিষ্ট একটি GI পাইপের সাহায্যে ফানেল এবং পাইপ ইলেকট্রডের মধ্যে সংযোগ স্থাপন করা হয় । ফানেল থেকে সামান্য নিচে নাট-বোল্টের সাহায্যে আর্থ তার কানেকশন করতে হয় এবং একে 12.7mm ব্যাসের একটি পাইপের ভিতর দিয়ে ভূপৃষ্ট থেকে 60cm নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়। বিল্ডিং থেকে কমপক্ষে 1.5m দূরে পাইপ ইলেকট্রোডটিকে পুঁততে হয়। নিম্নের চিত্রে একটি পাইপ ইলেকট্রোড আর্থিং পদ্ধতি দেখানো হলোঃ
২। প্লেট আর্থিং এ ব্যবহৃত প্লেটের আকার উল্লেখপূর্বক পদ্ধতিটিত বর্ণনা করো।
উত্তর ঃ প্লেট আর্থিং ঃ নিম্নের চিত্রে একটি প্লেট আর্থিং পদ্ধতি দেখানো হয়েছে । এক্ষেত্রে ইলেকট্রোড হিসেবে 60×60 বর্গসেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট গ্যাল্ভানাইজ করা লোহা ,ইস্পাত,তামা বা ঢালাই প্লেট ব্যবহার করা হয় । প্লেট লোহা বা ইস্পাতের তৈরি হলে 6.3 মিলিমিটার, তামার হলে 3.18 মিলিমিটার এবং ঢালাই লোহার হলে 9.45 মিলিমিটার পুরু হতে হয়। মাটিতে গর্ত করে আর্থিং প্লেট গর্তে বসাতে হয়। গর্তের যে পর্যন্ত ভেজা মাটি না পাওয়া যায় সে পর্যন্ত গর্ত করতে হয় । প্লেট ইলেকট্রোডের ক্ষেত্রেও তার চারপাশে থাক থাক করে কাঠ-কয়লা ও লবণ ঠেসে ভরাট করলে ভালো ফল পাওয়া যায়। মাটি ভেজা রাখার জন্য মাঝে মাঝে পানি দেয়ার ব্যবস্থা রাখতে হয় । যদি আর্থ রেজিস্ট্যান্স ভালো না পাওয়া যায় তবে একাধিক স্থানে ইলেকট্রোড মাটিতে পুঁতে এদেরকে সমান্তরালে সংযোগ দিতে হয়। তবে ইলেকট্রোডগুলোর ব্যবধান ৮ মিটারের কম হওয়া উচিত নয়। খাড়াভাবে স্থাপিত প্লেটের উপরিভাগে নাট-বোল্ট অথবা ওয়েল্ডিং করে আর্থিং লিড সংযোগ করতে হয়। আর্থ প্লেট এবং লিড একই পদার্থের হওয়া বাঞ্ছনীয় ।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url