অ্যাকাউন্টিং(accounting)এর সাজেশন

অর্ডিনারি কোচিং সেন্টার
অ্যাকাউন্টিং ( Accounting) এর সাজেশন
বিষয় কোড: ২৫৮৪১ (২২ প্রবিধান)   
এই সাজেশন প্রকাশের তারিখঃ ১৫ /১১/২০২৩ ইং

অতিসংক্ষিপ্ত প্রশ্ন:

০১. হিসাব বিজ্ঞান কাকে বলে?

০২.লেনদেন বলতে কি বুঝায়?

০৩. কারবারি লেনদেন বলতে কী বুঝায়?

০৪. দ্বৈত সত্তা কী?

০৫. অদৃশ্যমান লেনদেন কাকে বলে?

০৬. আন্তঃলেনদেন কী?’

০৭.দু’তরফা দাখিলা পদ্ধতি কী?

০৮. দু’ তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কী?

০৯. ডেবিট এবং ক্রেডিট কী?

১০. একতরফা দাখিলা পদ্ধতি বলতে কী বুঝায়?

১১. হিসাব কী?

১২. নামিক হিসাব কাকে বলে?

১৩. হিসাব কেন সংরক্ষণ করা হয়?

১৪. হিসাবের জেরাটানা কী?

১৫. বুককিপিং এর স্বর্ণসূত্র কী?

১৬. হিসাব চক্র কী?

১৭. কুঋণ কী?

১৮. জাবেদা বাহিকে কী কী নামে অভিহিত তরা হয়?

১৯. প্রকৃত জাবেদা কাকে বলে?

২০. খতিয়ান সংজ্ঞা দাও।

২১. Posting কী?

২৩. নগদান বই কী?

২৪. খুচরা নগদান বই কী?

২৫. কারবারি বাট্টা কী?

২৬. নগদ বাট্টা কাকে বলে?

২৭. কন্ট্রা এন্ট্রি কাকে বলে?

২৮. রেওয়ামিলের সংজ্ঞা দাও।

২৯. পরিপূরক ভুল কাকে বলে?

৩০. নীতিগত খুল কাকে বলে?

৩১. উদ্বৃত্ত পত্র কী?

৩২. নিট লাভ কী?

৩৩. অবচয় কাকে বলে?

৩৪. মূলধন জাতীয় ব্যয় বলতে কী বুঝায়? কয়েকটি মূলধন জাতীয় ব্যয়ের নাম লেখ।

৩৫. অগ্রিম খরচ কী? এটি কীভাবে হিসাব ভুক্ত করা হয় ?

সংক্ষিপ্ত প্রশ্ন:

০১. কারবারি লেনদেন কাকে বলে?

০২. লেনদেনের দ্বৈত সত্তা বলতে কী বুঝায়?

০৩. “প্রত্যেক ঘটনা লেনদেন নয় কিন্তু প্রত্যেকটি লেনদেনই ঘটনা”-উক্তিটির ব্যাখ্যা কর।

০৪. দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণ দ্বিগুণ কাজ বুঝায় কী?

০৫. দু’তরফা দাখিলা হিসাব পদ্ধতিকে একটি পূর্ণাঙ্গ এবং বিজ্ঞান সম্মতি হিসাব ব্যবস্থা বলা হয় কেন?

০৬. দু’তরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতির অপেক্ষা  উন্নদর কেন?

০৭. হিসাব কত প্রকার ও কি কি? উদাহরণসহ লেখ।

০৮. বুক কিপিং এর স্বর্ণ সূত্র ব্যাখ্যা কর।

০৯. হিসাবের উদ্দেশ্য কি কি?

১০. দেনাদার ও পানাদার বলতে কি বুঝায় ? উদাহরণসহ লেখ।

১১. হিসাব চক্রের চিত্রটি ব্যাখ্যা সহ লেখ।

১২. জাবেদা কে হিসেবে প্রাথমিক বই বলা হয় কেন?

১৩. জাবেদাকরণ বলতে কি বুঝ? জাবেদার একটি নমুনাচক অঙ্গন কর।

১৪. খতিয়ান কে হিসেবে পাকা বা চূড়ান্ত বহি বলা হয় কেন?

১৫. খতিয়ান কে সকল বহির রাজা বলা হয় কেন?

১৬. ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স কাকে বলে?

১৭. জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য আলোচনা কর।

১৮. কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য দেখাও ।

১৯. “নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই”-ব্যাখ্যা কর।

২০. রেওয়ামিলের প্রস্তুতির উদ্দেশ্য সমূহ কি কি?

২১. কোন কোন মিলে ধরা পড়ে না আলোচনা কর।

২২. উদ্ধৃত পত্রের দুই পাশ মিলে যাওয়ার কারন কি?

২৩. রেওয়ামিল ও উদ্ধৃত পত্রের পার্থক্য লিখ।

২৪. মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর। 

২৫. অনিশ্চিত হিসাব বলতে কি বুঝ?

রচনামূলক প্রশ্ন:

০১. লেনদেনের প্রধান বৈশিষ্ট্য সমূহ বর্ণনা কর।

০২. দু’তরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি আলোচনা কর।

০৩. হিসাব বলতে কি বুঝ? উদাহরণসহ বিভিন্ন প্রকার হিসাবে বর্ণনা দাও।

০৪. রেওয়ামিল কি? রেওয়ামিল তৈরীর উদ্দেশ্য গুলো আলোচনা কর।

০৫. জাবেদা এবং চূড়ান্ত হিসাবের ম্যাথ করতে হবে (১০০%)। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url