বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস


সূচীপত্র: বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস

অধ্যায় সাতঃ বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস 
(Electrical Wires, Cables, joint and Splices)

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ।। বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস

১। PVC এর পূর্ণ নাম কি?

২। VIR এর পূর্ণ নাম কি?

৩। বৈদ্যুতিক তার বলতে কি বুঝায়?

৪। ক্যাবল এর সংজ্ঞা কি?

৫। পিগ টেইল জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়.

৬। সাপ্লাইস কি?

সংক্ষিপ্ত প্রশ্ন ।। বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস

১। তার এবং ক্যাবল এর মধ্যে পার্থক্য কি?

২। একটি তারের সাইজ ৭/০.০৩৬ এতে কি বুঝায়?

৩। ছয় প্রকার  জয়েন্টের নাম লেখ।

৪। একটি তারের সাইজ ২.3/0.029" বলতে কি বুঝায়?

৫। 2.3/0.036"PVC তার বলতে কি বুঝায়?

৬। জয়েন্ট করার ধাপ কয়টি ও কি কি?

৭। সোল্ডার কি এবং এটা কিসের তৈরি?

৮।  ওয়ারিং এর কাজে ব্যবহৃত হয় এই রকম 6 টি জয়েন্টের  নাম লেখ.

রচনামূলক প্রশ্ন ।। বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস

১। জয়েন্ট করার ধাপগুলো বর্ণনা করো?

২। ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কিভাবে সম্পন্ন করা হয়, চিত্রসহ বর্ণনা করো. এই জয়েন্ট কোথায় ব্যবহৃত হয়?

অধ্যায় সাতঃ বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস 
(Electrical Wires, Cables, joint and Splices)

অতিসংক্ষিপ্ত প্রশ্ন।। বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস

১। PVC এর পূর্ণ নাম কি?

উত্তর ঃ Poly vinyl chloride.

২। VIR এর পূর্ণ নাম কি?

উত্তরঃ  Vulcanised India Rubber.

। বৈদ্যুতিক তার বলতে কি বুঝায়?

উত্তর ঃ ইনসুলেশন দ্বারা আবৃত বা অনাবৃত একটি একক পরিবাহী বা একাধিক খেইবিশিষ্ট পাকানো পরিবাহীকেও তার বা ওয়্যার বলা হয় । 

৪। ক্যাবল এর সংজ্ঞা কি?

উত্তর ঃ একাধিক খেই একত্রে পাকানো ইনসুলেশন আবৃত পরিবাহীকে ক্যাবল বলা হয় । 

৫। পিগ টেইল জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়?

উত্তর ঃ এ জয়েন্ট সুইচ, হোল্ডার এবং জংশন বক্সে ব্যবহৃত হয় ।

৬। সাপ্লাইস কি?

উত্তর ঃ স্বাভাবিকভাবে কারেন্ট যাতায়াতের জন্যে দুটি একাধিক খেইবিশিষ্ট তার বা ক্যাবলের পরিবাহী বা কন্ডাক্টরকে একটি নির্ধারিত নিয়মে প্যাঁচানোকে স্প্লাইস বলে । 

 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ।। বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস

১। তার এবং ক্যাবল এর মধ্যে পার্থক্য কি?

উত্তর ঃ তার এবং ক্যাবলের মধ্যে পার্থক্য নিম্নরূপ ঃ 

তার

ক্যাবল

১.  তার নগ্ন অথবা হালকা ইনসুলেশন যুক্ত হয়।                     

১. ক্যাবল সব সময় ইনসুলেশন যুক্ত হয় 

২. তার সলিড অথবা স্ট্র্যান্ডেড উভয়ই  হতে পারে।               

২. ক্যাবল সব সময় স্ট্র্যান্ডেড হয় 

৩. তারের ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে না।     

৩.ক্যাবলের ইনসুলেশনের উপর আবারো ভারী ইনসুলেশন অথবা ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে ।

৪.নগ্ন তার  ব্যতীত হালকা ইনসুলেশন যুক্ত তার সাধারণত নিম্ন এবং মাঝারি ভোল্টেজের  (250/400) জন্যে ব্যবহৃত হয়             

৪. ক্যাবল মাঝারি এবং উচ্চ ভোল্টেজের (400 / 1000V ) জন্যে ব্যবহৃত হয়। 

২। একটি তারের সাইজ ৭/০.০৩৬ এতে কি বুঝায়?

উত্তর ঃ এখানে 7 এর অর্থ হল এই ক্যাবলে সাতটি খেই আছে এবং এর এক -একটি খেই এর ব্যাস হলো 00.36" । এই একটি খেই  SWG- এ ঢুকালে 20 নং ছিদ্রের সরুপথ দিয়ে ঠিকঠাক মত বাইরে আসবে । এখন আমরা এই ক্যাবলের সাইজ বলতে পারব 7/20 ।

৩। ছয় প্রকার  জয়েন্টের নাম লেখ।

উত্তর ঃ জয়েন্টের নামসমূহ নিম্নরূপ ঃ

১। সিম্পল জয়েন্ট; ২।পিগ  টেইল জয়েন্ট; ৩। ওয়েস্টার্ন  ইউনিয়ন জয়েন্ট; ৪। ব্রিটানিয়া জয়েন্ট; ৫। ডুপ্লেক্স জয়েন্ট; ৬। টেপ বা টি জয়েন্ট। 

৪। একটি তারের সাইজ ২.3/0.029" বলতে কি বুঝায়?

উত্তর ঃ তারের সাইজ ২ × ৩/০.০২৯" এর অর্থ টুইন কোর তিন খেইবিশিষ্ট  তার , যার প্রতিটির ব্যাস ০.০২৯ ইঞ্চি । 

৫। 2.3/0.036"PVC তার বলতে কি বুঝায়?

উত্তর ঃ তারের সাইজ 2.3/0.036" এর অর্থ টুইন কোর খেইবিশিষ্ট তার, যার প্রতিটি খেইয়ের ব্যাস 0.036 ইঞ্চি । 

৬। জয়েন্ট করার ধাপ কয়টি ও কি কি?

উত্তর ঃ জয়েন্টকে শক্তিশালী করতে হলে নিম্নলিখিত ধাপগুলো অবশ্যই অনুসরন করতে হবে, যথা- 

১। স্কিনিং; ২। স্ক্র্যাপিং; ৩। জয়েন্টিং বা টাইয়িং; ৪। সোল্ডারিং; ৫। টেপিং বা ইনসুলেটিং ।

৭। সোল্ডার কি এবং এটা কিসের তৈরি?

উত্তর ঃ  ঝালাই-এ এর উপাদানকে সোল্ডারিং বলে। ৬০% টিন এবং ৪০% সিসার মিশ্রণে সোল্ডার তৈরি করা হয়, যার গলনাঙ্ক খুবই কম ।

৮।  ওয়ারিং এর কাজে ব্যবহৃত হয় এই রকম 6 টি জয়েন্টের  নাম লেখ।

উত্তর ঃ ওয়ারিং এর কাজে ব্যবহৃত জয়েন্টসমূহ নিম্নরূপ ঃ

(ক) পিগ  টেইল জয়েন্ট 

(খ) ওয়েস্টার্ন  ইউনিয়ন জয়েন্ট

(গ) ব্রিটানিয়া জয়েন্ট

(ঘ) টি জয়েন্ট

(ঙ) ডুপ্লেক্স জয়েন্ট

(চ) স্প্লাইস জয়েন্ট ।

 রচনামূলক প্রশ্নোত্তর  ।। বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস

১। জয়েন্ট করার ধাপগুলো বর্ণনা করো?

উত্তর ঃ একটি জয়েন্ট যান্ত্রিকভাবে এবং বৈদ্যুতিকভাবে অবশ্যই শক্তিশালী হতে হবে । 

কাজেই জয়েন্টকে শক্তিশালী করতে হলে নিম্নলিখিত ধাপগুল যথাযথ ভাবে অবশ্যই অনুসরণ করতে হবে।

১। স্কিনিং ( Skinning) :  Skin শব্দের অর্থ ত্বক, চামরা বা আবরণ । যে দুইটি তার কে সংযোগ করতে হবে , সে তার দুইটির অগ্রভাগ হতে পরিমাণ মতো (১",১* ১"/২ বা ২") ইনসুলেশন চাকু, ছুরি বা ব্লেড দিয়ে উঠানোকেই স্কিনিং বলে। 

কিন্তু খেয়াল রাখতে হবে , ছুরি বা চাকু খাড়াভাবে না ধরা হয় বরং পেন্সিল কাটার মতো করে ছুরি ধরতে হয় । খাড়াভাবে ছুরি দিয়ে ইনসুলেশন গোল করে কাটার সময় তারের উপর আঁচর কাটতে পারে । জয়েন্ট করার সময় তারকে বাঁকা করতে গেলে আঁচর কাটার স্থানে ভেঙ্গে যেতে পারে।

২। স্ক্র্যাপিং (Scraping) : Scraping  শব্দের অর্থ চেঁছে ফেলা । স্কিনিং এর পর তারের যে অংশটুকু অনাবৃত হলো , উক্ত তারের উপরের কোটিংকে ভতা চাকু দিয়ে চঁএছে পরিষ্কার করার নামই স্ক্র্যাপিং ।এই পরিষ্কার করার উদ্দেশ্য হলো সোল্ডারিং যেন ভালো হয়। সোল্ডারিং ভালো না হলে জয়েন্ট যান্ত্রিক এবং বৈদ্যুতিকভাবে মজবুত হবে না ।

৩। জয়েন্টিং বা টাইয়িং ( Jointing or tying ) : টাই শব্দের অর্থ হলো গিট দেয়া । দুইটি অনাবৃত তারকে স্ক্র্যাপিং করার পর বিভিন্ন পদ্ধতিতে জোড়া দেয়া বা প্যাঁচানোকে জয়েন্টিং বা টাইয়িং বলে । তার প্যাঁচানোর সময় যেন দুইটির মাঝখানে ফাঁক কম থাকে এবং মজবুত হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। জয়েন্ট ভালো না হলে যান্ত্রিক এবং বৈদ্যুতিকভাবে এটা মজবুত হবে না 

৪। সোল্ডারিং (Soldering) : সোল্ডারিং শব্দের অর্থ হলো ঝালাই করা । জয়েন্ট স্থলে ঝালাই দেয়ার অর্থ হলো জয়েন্টকে যান্ত্রিক এবং বৈদ্যুতিকভাবে শক্তিশালী করা ।

সোল্ডারিং আয়রন এর সাহায্যে এই ঝালাই কাজ করা হয় । সোল্ডারিং আয়রন উত্তপ্ত হলে প্রথমেই সংযোগস্থলে স্পর্শ করে একে গরম করতে হয় । পরে আয়রন এর অগ্রভাগে ফ্লাক্স লাগিয়ে পরে সংযোগ স্থলে ধরলে এটা পরিষ্কার হয়।বৈদ্যুতিক কাজে সোল্ডারিং - এফ্র বেলায় রোজিনকে ফ্লাক্স হিসাবে ব্যবহার করা হয় ।ফ্লাক্স এক প্রকার পরিষ্কারক উপাদান । ইদানীং রোজিন- কোরড সোল্ডার পাওয়া যায়। এই সোল্ডার ব্যবহার করলে আর রোজিনের প্রয়োজন হয় না । ৬০% টিন এবং ৪০% সীসার মিশ্রণে সোল্ডার তৈরি করা হয়, যার গলনাঙ্ক খুবই কম। 

 সোল্ডারিং আয়রন - এর অগ্রভাগে সোল্ডার গলে তরল হলে আয়রন সঠিকভাবে উত্তপ্ত হয়েছে বলে ধরতে হবে।এখন গলিত সোল্ডার সংযোগস্থলে স্পর্শ করে প্রলেপ দিতে হবে, যাতে ফাঁকগুল সম্পূর্নরুপে বন্ধ হয়ে যায়।

৫। টেপিং বা রি-ইনসুলেটিং ( Taping or Re-insulating ) : জয়েন্ট বা সংযোগ সম্পূর্ন হয়ে যাবার পর অনাবৃত স্থান ইনসুলেটিং পদার্থ দ্বারা ঢেকে দিতে হবে । ইদানীং ইনসুলেটিং পদার্থ হিসাবে প্লাস্টিক টেপ ব্যবহৃত হয় । জয়েন্টের এক প্রান্ত হতে প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো শুরু করে অপর প্রান্তে এসে আবার বিপরীত দিকে প্যাঁচাতে হয় এবং প্রথম প্রান্তে এসে শেষ করতে হয়। 

২। ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কিভাবে সম্পন্ন করা হয়, চিত্রসহ বর্ণনা কর । এই জয়েন্ট কোথায় ব্যবহৃত হয়?

উত্তর ঃ ওয়েস্টার্ন  ইউনিয়ন জয়েন্ট ( Western Union Joint ) : 

                         

১। প্রথমেই দুইটি তারের অগ্রভাগ হতে 2.5" থেকে 3" পর্যন্ত ইনসুলেশন ইয়ঠাতে হবে ।

২। দ্বিতীয়ত তারের উপরের কোটিং চাকুর ভোঁতা অংশ দিয়ে চেঁছে পরিষ্কার করতে হবে 

৩। পূর্বের অন্যান্য জয়েন্টের মতই চিত্রানুযায়ী দুইটি তার ধাপে ধাপে সংযোগ করতে হবে ।

ব্যবহার ঃ এই জয়েন্টি বেশি মজবুত বলে যে সকল স্থানে তার বেশি টান খায়, সে সকল স্থানে জয়েন্ট ব্যবহৃত হয়। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url