স্লাইড ক্যালিপাসের সাহায্যে শূক্ষভাবে একটি বস্তুর ব্যাস বা পা্র্শ্বদেশের পরিমাপ নির্ণয়

 

পরীক্ষণের নামঃ স্লাইড ক্যালিপাসের সাহায্যে শূক্ষভাবে একটি বস্তুর ব্যাস বা পা্র্শ্বদেশের পরিমাপ নির্ণয় (Determinetion of accurate diameter/side of an object using slide callipers)

উদ্দেশ্যঃ স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেল , ভারনিয়ার স্কেল সম্পর্কে জ্ঞানলাভ , ভার্নিয়ার ধ্রুবক এবং কোন বস্তুর দৈর্ঘ নিখুঁতভাবে নির্ণয় ।

তত্বঃ কোনো দন্ডের দুই প্রান্তের মধ্যবর্তী রৈখিক দূরত্বে ঐ দন্ডের দৈর্ঘ বলে । যদি প্রধান স্কেল পাঠ M সেমি হয় এবং ভার্নিয়ার স্কেল পাঠ V হয়।

দৈর্ঘ ( L ) = প্রধান স্কেল পাঠ  ( M ) + ভারনিয়ার সমপতন ( v ) ভার্নিয়ার ধ্রবক ( vc ) – (+-যান্ত্রিক ত্রুটি )

L = M=V*VC –(±e )=M+F – (±e )


যন্ত্রপাতিঃ স্লাইড ক্ল্যালিপার্স ও পরীক্ষাণীয় বস্তু।

কাজের ধারাঃ

০১. প্রথমে ভার্নির স্কেলের শূন্য দাগের সাথে প্রাধান স্কেলের শূন্য দাগ মিলাতে হবে। যদি মিলে যায় তাহলে যন্ত্রটির যান্ত্রিক ত্রুটি নেই আর যদিনা মিলে তাহলে যান্ত্রিক ত্রুটি বের করতে হবে।

০২. ভার্নিয়ার ধ্রুবক = প্রাধান স্কেলের ক্ষদ্রত্ম এক ঘরের মান  / ভার্নিয়ার  স্কেলের মোট ভাগ সংখা

উপরোক্ত সূত্রের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে।

০৩. পরীক্ষণেয় দন্ডটি  স্লাইড ক্যালিপাসের দুই চোয়ালের সাথে স্থাপন করতে হবে এবং চোয়াল দুটিকে বস্তর দুই প্রান্তের সাথে স্পর্শ করতে হবে । এ অবস্থায় ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে ,সে দাগের পাথ নির্ণয় করতে হবে,যা প্রধান স্কেলের পাঠ ( M ) নির্দেশ করে।

০৪. এ অবস্থায় ভার্নিয়ারের কোন দাগ প্রধান স্কেলের যে -কোন  দাগের সাথে সঠিকভাবে মিলে যায় তা  নির্ণয় করতে হবে।এটাই হবে ভার্নিয়ার সমপাতন , যা ( v ) পাঠ নির্দেশ করে

০৫. এখন ভার্নিয়ারের সমপাতনকে ভার্নিয়ার ধ্রুবক (vc) দিয়ে গুন করে  ভা্র্নিয়ার স্কেলের পাঠ  ‘F” নির্ণয় করতে হবে।

০৬. প্রাধান স্কেলের পাঠ ( M ) ও ভার্নিয়ার স্কেলের পাঠ ( F) যোগ করে আপাত দৈর্ঘ‍্য  ‘L’  নির্ণয়  করতে হবে ।

০৭. যান্ত্রিক ত্রুটি যদি ধনাত্মক  হয়,তবে আপাত দৈর্ঘ‍্য হতে বিয়োগ করতে হবে । যান্ত্রিক ত্রুটি যদি ঋণাত্মক হয় , তবে আপাত দৈর্ঘ হতে বিয়োগ করতে  হবে। এভাবে দণ্ডটির প্রকৃত দৈর্ঘ নির্ণয় করতে হবে । 

০৮. এবার দণ্ডটি এক্টূ উপরে  ও নিচে বসিয়ে উপরোক্ত  নিয়মানুসারে দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য ‘ L’ নির্ণয় করতে হবে।

ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ঃ

প্রাধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘ্রের মান ,S = 1mm = 0.1cm

ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা= 20

Vc=S/n=0.1cm/20=0.005cmহিসাব

পর্যবেক্ষণ

নং

প্রাধান স্কেলের পাঠ Mc

ভার্নিয়ার

সমপাতন V

 ভার্নিয়র ধ্রুবক Vc cm

ভার্নিয়ার

স্কেলের পাঠ F=V *Vcm

আপাত দৈর্ঘ্য L’=(M+F)cm

যান্ত্রিক ত্রুটি  e

প্রকৃত দৈর্ঘ্য L=(L’±e)

গড় প্রকৃত L cm

1

2

3

5.5

5.5

5.5

2

3

4

0.005

0.005

0.555

0.010

0.015

0.020

5.510

5.515

5.520

0

0

0

5.510

5.515

5.520

_

5.515

-

 

হিসাবঃ 

১ম ক্ষেত্রে, M=5.5cm

F=( 2 0.005)=0.010cm

L=M+F=(5.5=0.010)+5.510

 

২য় ক্ষেত্রে, M=5.5cm

F=3*0.005=O.015

L=M+F=5.515

 

৩য় ক্ষেত্রে, M=5.5cm

F=4*0.005=0.010cm

L=M+F=5.520cm

গড় ব্যাস =5.510+5.515+ 5.520/3cm=5.51cm

ফলাফলঃ প্রদত্ত দণ্ডকার বস্তুর প্রকৃত দৈর্ঘ্য=5.515cm

সতর্কতাঃ

  • যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক সর্কতার সাথে নির্ণয় করতে হবে।
  • যন্ত্রের কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে তা অবশ্যয় নি্ণয় করতে হবে এবং প্রকৃত পাঠ নির্ণয়ে অবশ্যয় যোগ অথবা বিয়োগ করতে হবে ।
  • যন্ত্রের চোয়াল দুটি বস্তুর গায়ে আলতোভাবে স্পর্শ করানো উচিত।
  • পাঠ নেয়ার সময় লম্বন ত্রুটি পরিহার করা উচিত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url