জাভা প্রোগ্রামিং
৪র্থ পর্বের জন্য সাজেশন
বিষয় : জাভা প্রোগ্রামিং (কোড:২৮৫৪১)
অধ্যায়-০১: জাভা প্রোগ্রামিং এর ধারণা
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. JDK কী ?
০২. জাভার প্রয়োগক্ষেত্র উল্লেখ কর।
০৩. Identifierকী?
০৪. জাভায় ব্যবহৃত দশটি কী Keyword এর নাম লেখ।
০৫. JVM বলতে কী বোঝায়?
০৬. দুটি Java keyword এর নাম ও কাজ লেখ।
০৭. Separator ও comment কী?
০৮. Separator ও White space কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
০৯. জাভার বৈশিষ্ট্য গুলো কি কি?
১০ .জাভা প্রোগ্রামের স্ট্রাকচার লেখো।
১১. জাভা ও সি++ এর মধ্যে পার্থক্য লেখ।
১২. জাভা ভার্চুয়াল মেশিন (JVM) ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্ন
১৩. জাভা প্রোগ্রামের স্ট্রাকচার বা সংগঠন বর্ণনা কর।
অধ্যায় -০২: ডেটা টাইপ এবং ভেরিয়েবল
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. প্রিমিটিভ ও নন প্রিমিটিভ ডাটা টাইপ কাকে বলে?
০২. স্কোপ ও লাইফ টাইম বলতে কি বুঝায়?
০৩. স্টেটমেন্ট কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
০৪. জাভা ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী লেখো।
০৫. জাভা ডাটা টাইপ হায়ারারকি দেখাও।
০৬. লিটারেলস কী? জভায় কয় ধরনের লিটারেলস ব্যবহৃত হয়।
অধ্যায়-০৩: অপারেটর
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. Operator বলতে কি বুঝায়?
০২. ইউনারি ও বাইনারি অপারেটর বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্ন
০৩. কন্ডিশনাল অপারেটর এর ব্যাখ্যা দাও।
০৪. এসাইনমেন্ট অপারেটর সম্পর্কে সংক্ষেপে লেখ।
রচনামূলক প্রশ্ন
০৫. জাভায় ব্যবহৃত অপারেটরসমূহ বর্ণনা কর।
অধ্যায়-০৪: কন্ট্রোল স্টেটমেন্ট
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. স্টেটমেন্ট কী?
০২. Conditional
control flow statement বলতে কি বুঝায়?
০৩. কম্পাউন্ড স্টেটমেন্ট কী?
০৪. x++ও ++x এর মাঝে পার্থক্য লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন
০৫. কন্ডিশনাল অপারেটর এর ব্যাখ্যা দাও?
০৬. if- else স্টেটমেন্ট ফরমেট লেখ।
০৭. Sweet statement এর ফরমেট লেখো।
০৮. While statement এর Syntax লেখ।
০৯. Do while statement
এর Syntax দেখাও।
১০. দুটি সংখ্যার যোগফল বের করার জন্য জাভা প্রোগ্রাম লেখো।
১১. N একটি integer সংখ্যা। এটি জন নাকি বিজোড়;তা নির্ণয়ের জন্য জাভা প্রোগ্রাম লেখ।
রচনামূলক প্রশ্ন
১২. For লুপ ব্যবহার করে একটি সংখ্যার মৌলিক কিনা তা বের করার একটি জাভা প্রোগ্রাম লেখ।
১৩. দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের জন্য জাভাতে একটি প্রোগ্রাম।
১৪. For loop ব্যবহার করে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো প্রিন্ট করে একটি জাভা প্রোগ্রাম লেখো।
অধ্যায়-০৫: অ্যারে
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. জাবায় অ্যারে ব্যবহারের সুবিধা ও কারণ কী?
০২. জাভা ভাষায় অ্যারে ডিক্লিয়ার করার একটি Statement লিখ।
০৩. অ্যারে বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্ন
০৪. Array কী? Array এর প্রকারভেদ ব্যাখ্যা কর।
০৫. দ্বিমাত্রিক অ্যারে বলতে কি বুঝায়? উদাহরণসহ লেখ।
০৬. ৮ পূর্ণ সংখ্যার একটি একক মাএিক অ্যারে ইনিশিয়ালাইজ করার জন্য এাকটি প্রোগ্রাম লেখ। তিনটি কলামে প্রতিটি উদাহরণের সুচি এবং প্রতিটি উদাহরণের বর্গক্ষেত্রসহ অ্যারে এর উপাদান গুলো প্রিন্ট করো।
অধ্যায়-০৬: ক্লাস এবং অবজেক্ট
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. আজ ডিক্লারেশনের ফরমেট লেখ।
০২. ক্লাস মেম্বার অ্যাক্সেসিবিলিটি মোডগুলোর নাম লেখ।
০৩. object ও class এর মাঝে মূল পার্থক্য কী?
০৪. Class member গুলো কি কি ?
০৫. জাভা ক্লাসের অবজেক্ট ডিক্লারেশনের ফরমেট লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন
০৬. জাভায় ক্লাস ডিক্লেয়ারেশন এসবের এসবের ফরম্যাট উদাহরণসহ উল্লেখ কর।
০৭. অবজেক্ট ডিকলারেশন করার প্রক্রিয়া বর্ণনা কর।
রচনামূলক প্রশ্ন
০৮. TRIANGLE নামের একটি class ডিক্লিয়ার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি জাভা প্রোগ্রাম লেখ।
০৯. Circle নামের একটি class declare করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য Java language এ Program লেখ।
অধ্যায়-০৭ : মেথড এবং কনস্ট্রাক্টর
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. মেথড কাকে বলে?
০২. মেথড ওভারলোডিং কাকে বলে?
০৩. ওভার লোডিং কনস্ট্রাক্টর বা কপি কনস্ট্রাক্টর কাকে বলে?
০৪. গারবেজ কালেকশন কী?
০৫. মাল্টিপল কনস্ট্রাক্টর কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
০৬. কন্সট্রাক্টর মেথড এর বৈশিষ্ট্য গুলো উল্লেখ কর?
০৭. উদাহরণসহ Method
prototype ব্যাখ্যা কর?
০৮. জাভা মেথডের বিভিন্ন অংশ বর্ণনা কর।
০৯. মেথড ব্যবহারের সুবিধা সমূহ উল্লেখ কর?
১০. উদাহরণসহ গারবেজ কালেকশন পদ্ধতি ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্ন
১১. মেথড ওভার লোডিং পদ্ধতির জন্য একটি জাভা প্রোগ্রাম লেখ।
১২. কনস্ট্রাক্টর মেথড ব্যবহারে একটি জাভা প্রোগ্রাম লেখ।
অধ্যায়-০৮: ইনহেরিটেন্স এবং পলিমরফিজম
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. সুপার ক্লাস ও সাব ক্লাস কাকে বলে?
০২. জাভায় ইনহেরিটেন্স কত প্রকার ও কী কী?
০৩. মাল্টিলেভেল ইনহেরিটেন্স কাকে বলে?
০৪. ওভাররিডেন ও ওভাররাইডিং মেথড বলতে কী বুঝায়?
০৫. ফাইনাল কি ওয়ার্ড কি?
সংক্ষিপ্ত প্রশ্ন
০৬. মাল্টিলেভেল ইনহেরিটেন্স এর ব্লকচিএ অঙ্কন করে ফরম্যাট লেখ।
০৭. সুপার ক্লাস ও সাব ক্লাস বর্ণনা কর।
০৮. একটি উদাহরণের মাধ্যমে Java inheritance দেখাও।
০৯. Final ও supar কী ওয়ার্ড এর ব্যবহার দেখাও।
রচনামূলক প্রশ্ন
১০. সুপার ক্লাস ও সাব ক্লাস ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো।
১১. ওভাররিডেন মেথড ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখ।
অধ্যায়-০৯: প্যাকেজ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. প্যাকেজ বলতে কি বুঝায়?
০২. উল্লেখযোগ্য কয়েকটি সুইং প্যাকেজ এর নাম লেখ।
০৩. প্যাকেজ ঘোষণার সাধারণ ফরম্যাট লেখ।
০৪. Nested package কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
০৫. উদাহরণসহ প্যাকেজ ও ইন্টারফেস এর বর্ণনা দাও।
০৬. জাভায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সিস্টেম প্যাকেট সংক্ষেপে বর্ণনা কর।
০৭. যা ভাই সিস্টেম প্যাকেজ এর হায়ারারকিক্যাল স্ট্রাকচার দেখাও।
অধ্যায়-১০: ইন্টারফেস
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
০১. জাভা বিনস কী?
০২. ইন্টারফেস বলতে কি বুঝায়?
০৩. ইন্টারফেস বাস্তবায়নে ফরম্যাট কি?
সংক্ষিপ্ত প্রশ্ন
০৪. উদাহরণসহ প্যাকের ও ইন্টারফেসের বর্ণনা দাও।
০৫. কারণসহ ইন্টারফেস এর ফরমেট উল্লেখ কর।
০৬. মাল্টিপল ইন্টারফেস এর syntax লেখ।
রচনামূলক প্রশ্ন
ইন্টারফেস বাস্তবায়নে একটি প্রোগ্রাম লিখে ব্যাখ্যা কর।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url