বৈদ্যুতিক বর্তনী
সূচীপত্র :বৈদ্যুতিক বর্তনী (Eletrical Circuits)
- বৈদ্যুতিক বর্তনী এর অতিসংক্ষিপ্ত প্রশ্ন
- বৈদ্যুতিক বর্তনী এর সংক্ষিপ্ত প্রশ্ন
- বৈদ্যুতিক বর্তনী এর রচনামূলক প্রশ্ন
- বৈদ্যুতিক বর্তনী এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- বৈদ্যুতিক বর্তনী এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- বৈদ্যুতিক বর্তনী এর রচনামূলক প্রশ্নোত্তর
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ।। বৈদ্যুতিক বর্তনী
১। সিরিজ সার্কিট কোথায় ব্যবহার করা হয়?
২। সিরিজ সার্কিট কাকে বলে?
৩। প্যারালাল সার্কিট কাকে বলে?
৪। সার্কিট কাকে বলে?
৫। আদর্শ বর্তনী কাকে বলে?
৬। একটি সাধারণ বর্তনীতে কমপক্ষে কয়টি উপাদানের প্রয়োজন ও কি কি?
৭। প্যারালাল সার্কিটই বেশি ব্যবহৃত হওয়ার কারণ কি?
৮। ১০ ওহমের রোধ প্যারালালে সংযুক্ত করলে সমতুল্য রোধ কত হবে?
৯। কোন ধরনের বর্তনীতে সকল লোডে ভোল্টেজ সমান থাকে?
১০। সমান্তরালে সংযুক্ত 2 টি 2Q রোধের সমতুল্য রোধ কত হবে?
১১। প্যারালালে সংযুক্ত 10Q এবং 15Q রোধের সমতুল্য রোধ কত হবে?
সংক্ষিপ্ত প্রশ্ন ।। বৈদ্যুতিক বর্তনী
১। সার্কিটের বৈশিষ্ট্য সমূহ কি কি?
২। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সমূহ কি কি?
৩। সিরিজ সার্কিটের সুবিধা-অসুবিধা গুলো কি কি?
৪। প্যারালাল সার্কিটের সুবিধা- অসুবিধা গুলো কি কি?
৫। বাসগৃহের কি ধরনের সার্কিট ব্যবহার করা হয় কেন?
৬। সিরিজ ও প্যারালাল সার্কিটের মাঝে তিনটি পার্থক্য লেখ?
৭। একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান গুলোর নাম লেখ।
৮। একটি আদর্শ সার্কিট অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো।
রচনামূলক প্রশ্ন ।। বৈদ্যুতিক বর্তনী
১। ইলেকট্রিক্যাল সার্কিট কি? একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান কি কি ?উদাহরণ সহ লেখ।
২। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে,1/Re=1/R1+1/R2+1/R3+.........+1/Ra
৩। সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে, Rt=R1+R2+R3
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।। বৈদ্যুতিক বর্তনী
১। সিরিজ সার্কিট কোথায় ব্যবহার করা হয়?
উত্তর ঃ এটি শর্ট সার্কিট টেস্ট , ওভার ভোল্টেজ প্রটেকশন ও টেলিভিশনে ব্যবহার করা হয় ।
২। সিরিজ সার্কিট কাকে বলে?
উত্তর ঃ দুই বা ততোধিক রেজিস্টর বা লোড একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমন ভাবে সংযুক্ত করা হয়, যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে , এরূপ একটি সার্কিটকে সিরিজ সার্কিট বলে ।
৩। প্যারালাল সার্কিট কাকে বলে?
উত্তর ঃ যখন একাধিক রেজিস্টর বা লোডের প্রতিটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয় , যাতে রেজিস্টর বা লোডের সংখ্যা অনুপাতে কারেন্ট প্রবাহের পথ থাকে , তাকে প্যারালাল সার্কিট বলে ।
৪। সার্কিট কাকে বলে?
উত্তর ঃ কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই সার্কিট বলে।
৫। আদর্শ বর্তনী কাকে বলে?
উত্তর ঃ যে বর্তনীতে রেজিস্ট্যান্সের মান শূন্য হয় , তাকে আদর্শ বর্তনী বলে।
৬। একটি সাধারণ বর্তনীতে কমপক্ষে কয়টি উপাদানের প্রয়োজন ও কি কি?
উত্তর ঃ ৫ টি , যথা - ১। বিদ্যুৎ উৎস, ২।পরিবাহী, ৩। রক্ষন যন্ত্র , ৪। নিয়ন্ত্রন যন্ত্র, ৫। লোড ।
৭। প্যারালাল সার্কিটই বেশি ব্যবহৃত হওয়ার কারণ কি?
উত্তর ঃ প্রতিটি লোডেই ভোল্টেজ সমান থাকে।
৮। ১০ ওহমের রোধ প্যারালালে সংযুক্ত করলে সমতুল্য রোধ কত হবে?
উত্তর ঃ ১০/২ = ৫ Ω
৯। কোন ধরনের বর্তনীতে সকল লোডে ভোল্টেজ সমান থাকে?
উত্তর ঃ প্যারালাল বর্তনী ।
১০। সমান্তরালে সংযুক্ত 2 টি 2Q রোধের সমতুল্য রোধ কত হবে?
উত্তর ঃ আমরা জানি , Re = R1R2/R1+R2
= 2×2/2+2
= 4/4
= 1 Ω
১১। প্যারালালে সংযুক্ত 10Q এবং 15Q রোধের সমতুল্য রোধ কত হবে?
উত্তর ঃ সমতুল্য রোধ = 10×15 /10+15
= 150/25
= 6 Ω
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।। বৈদ্যুতিক বর্তনী
১। সার্কিটের বৈশিষ্ট্য সমূহ কি কি?
উত্তর ঃ নিম্নে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো ঃ
১ সিরিজ সার্কিটে সংযুক্ত বিভিন্ন রেজিস্টর বা লোডের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়।
অর্থাৎ I = I1 = I2 = I3 =...................................
২। সিরিজ সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্টর বা লোডের ভোল্টেজ-ড্রপের যোগফল সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান । অর্থাৎ V = V1+V2+V3+..................................
৩। সিরিজ সার্কিটে সংযুক্ত রেজিস্টর বা লোডসমূহের রেজিস্ট্যান্সগুলোর যোগফল মোট রেজিস্ট্যান্সের সমান । অর্থাৎ R = R1+R2+R3+......................................
২। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সমূহ কি কি?
উত্তর ঃ নিম্নে প্যারালাল সার্কিটের বৈশিষ্টসমূহ উল্লেখ করা হলো ;
১। প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতি রেজিস্টর বা লোডের আড়াআড়িতে ভোল্টেজ, সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান । অর্থাৎ V = V1 = V2 = V3 =.............................
২। প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্টর বা লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল, সার্কিটে প্রবাহিত মোট কারেন্টের সমান । অর্থাৎ I = I1+I2+I3+..................................
৩। প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্টরের মান উল্টিয়ে যোগ করলে যোগফল , সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান । অর্থাৎ 1/Re = 1/R1+1/R2+1/R3+.........................
৩। সিরিজ সার্কিটের সুবিধা-অসুবিধা গুলো কি কি?
উত্তর ঃ সিরিজ সার্কিটের সুবিধা-অসুবিধা গুলো নিম্নে দেওয়া হলো-
১। একটি মাত্র সুইচ দ্বারা সার্কিটের সকল লোড নিয়ন্ত্রন করা যায় ।
২। একটি বাতি বা লোড ফিউজ বা নষ্ট হয়ে গেলে সার্কিটে অন্যান্য বাতি বা লোড গুলোও অকেজো হয়ে পড়ে।
৩। সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয় বা ভোলয়টেজ ভাগ হওয়ার কারণে সার্কিটের প্রতিটি বাতি বা লোড সামান্য ভোল্টেজ পায়, ফলে লোড গুলো কাজ করতে পারে না।
৪। প্যারালাল সার্কিটের সুবিধা- অসুবিধা গুলো কি কি?
উত্তর ঃ প্যারালাল সার্কিটের সুবিধা- অসুবিধা গুলো হলো ঃ
১। প্রতিটি বাতি বা লোডকে পৃথক পৃথক সুইচ দ্বারা নিয়ন্ত্রন করা যায়।
২। সার্কিটের একটি বাতি বা লোড ফিউজ বা নষ্ট হয়ে গেলেও অন্যান্য লোডগুলো ঠিকমতো কাজ করে।
৩। প্রতিটি লোডের ভোল্টেজ ঠিক থাকে ( অর্থাৎ প্রয়োগকৃত ভোল্টেজের সমান ) হেতু সবগুলো লোড ঠিক মতো কাজ করে ।
৫। বাসগৃহের কি ধরনের সার্কিট ব্যবহার করা হয় কেন?
উত্তর ঃ বাসগৃহে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয় কারণ প্যারালাল সার্কিটের প্রতিটি লোডেই সরবরাহকৃত ভোল্টেজের সমান ভোল্টেজ পায়।
৬। সিরিজ ও প্যারালাল সার্কিটের মাঝে তিনটি পার্থক্য লেখ?
উত্তর ঃ সিরিজ ও প্যারালাল সার্কিটের মাঝে তিনটি পার্থক্য নিচে দেয়া হলো ঃ
সিরিজ সার্কিট ঃ
১। একটি মাত্র সুইচ দ্বারা সার্কিটের সকল লোড নিয়ন্ত্রন করা যায় ।
২। একটি বাতি বা লোড ফিউজ বা নষ্ট হয়ে গেলে সার্কিটে অন্যান্য বাতি বা লোড গুলোও অকেজো হয়ে পড়ে।
৩। সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয় বা ভোলয়টেজ ভাগ হওয়ার কারণে সার্কিটের প্রতিটি বাতি বা লোড সামান্য ভোল্টেজ পায়, ফলে লোড গুলো কাজ করতে পারে না।
প্যারালাল সার্কিট ঃ
১। প্রতিটি বাতি বা লোডকে পৃথক পৃথক সুইচ দ্বারা নিয়ন্ত্রন করা যায়।
২। সার্কিটের একটি বাতি বা লোড ফিউজ বা নষ্ট হয়ে গেলেও অন্যান্য লোডগুলো ঠিকমতো কাজ করে।
৩। প্রতিটি লোডের ভোল্টেজ ঠিক থাকে ( অর্থাৎ প্রয়োগকৃত ভোল্টেজের সমান ) হেতু সবগুলো লোড ঠিক মতো কাজ করে ।
৭। একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান গুলোর নাম লেখ।
উত্তর ঃ একটি আদর্শ বর্তনীর ৫ টি উপাদান থাকে , যথা-
(i) উৎস - ব্যাটারি;
(ii) পরিবাহী - তার;
(iii) রক্ষণ যন্ত্র - ফিউজ;
(iv) নিয়ন্ত্রন যন্ত্র - সুইচ
(v) ব্যবহার যন্ত্র - বাতি
৮। একটি আদর্শ সার্কিট অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো।
উত্তর ঃ একটি আদর্শ সার্কিট অঙ্কন করা হলো ঃ
রচনামূলক প্রশ্নোত্তর ।। বৈদ্যুতিক বর্তনী
১। ইলেকট্রিক্যাল সার্কিট কি? একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান কি কি ?উদাহরণ সহ লেখ।
উত্তর ঃ যে-কোন পথ , যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে , তাকে সার্কিট বা বর্তনী বলে।
অথবা, কারেন্ট চলাচলের সম্পূর্ন পথকেই সার্কিট বা বর্তনী বলে।
ইলেকট্রিক সার্কিটের উপাদান ঃ
একটি আদর্শ সার্কিটের পাঁচটি প্রয়োজনীয় উপাদান থাকে , যেমন-
১। বিদ্যুতের উৎস ঃ যেমন- ব্যটারি, জেনারেটর;
২।পরিবাহী ঃ যেমন- তামা বা অ্যালুমিনিয়ামের তার, ইত্যাদি ;
৩। নিয়ন্ত্রন যন্ত্র ঃ যেমন- সুইচ;
৪। রক্ষণ যন্ত্র ঃ যেমন- ফিউজ, সার্কিট-ব্রেকার;
৫। ব্যবহার যন্ত্র ঃ যেমন- বাতি, পাখা, মোটর ইত্যাদি।
একটি আদর্শ সার্কিট অঙ্কন করা হলো ঃ
২। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে,1/Re= 1/R1+1/R2+1/R3+.........+1/Ra
উত্তর ঃ চিত্র হতে ওহমের সূত্র প্রোয়গ করে আমরা পাই,
V1+V2+V3 = IR1+IR2+IR3 [ I1 = I2 = I3 = I এবং V1+V2+V3 =V]
V = I(R1+R2+R3)
অথবা, V/I = R1+R2+R3
Rt = R1+R2+R3
এখানে , Rt = মোট রেজিস্ট্যান্স।
৩। সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে, Rt=R1+R2+R3
উত্তর ঃ ওহমের সূত্র প্রয়োগ করে পাই,
I =V/R, I1 = V\R1, I2 = V/R2, I3 = V/R3 [ V=V1=V2=V3]
IN = V/RN
চিত্র
প্যারালাল সার্কিট হতে ,
I = I1+I2+I3+..............+IN
বা, V/R = V/R1+V/R2+V/R3+..............+V/RN
বা, 1/R = 1/R1+1/R2+1/R3+..............+1/RN [ V=V=V]
বা, 1/R = 1/R1+1/R2+1/R3
বা, 1/R = R2R3+R1R3+R1R2/R1R2R3
বা, R = R1R2R3/R1R2+R2R3+R1R3 (প্রমাণিত)
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url