ডিজিটাল ইলেকট্রনিক্স -২


অর্ডিনারি কোচিং সেন্টার

৪র্থ পর্বের সাজেশন 

বিষয়: ডিজিটাল ইলেকট্রনিক্স -২ (কোড : ২৬৮৪১)

অধ্যায় -: রেজিস্টার

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

01. রেজিস্টার বলতে কী বুঝায়

02. শিফট রেজিস্টার বলতে কী বুঝায় ?  

03. রেজিস্টার কে  শিফট রেজিস্টার বলা হয় কেন

04. শিফট রেজিস্টার কত প্রকার কী কী?

05. FIFO এবং LIFO এর পূর্ণরূপ কী?

06. Buffer Register কী?

 সংক্ষিপ্ত প্রশ্ন

07. ইউনিভার্সেল শিফট রেজিস্টার বলতে কী বুঝায়

08. শিফট রেজিস্টার এর ব্যবহার লেখ। 

09. লেফট শিফট রেজিষ্টারের ডাটা শিফটিং পদ্ধতি লেখ। 

10. রেজিস্টার এর শ্রেণীবিন্যাস কর। 

রচনামূলক প্রশ্ন 

11. সিরিয়াল ইন- প্যারালাল আউট এবং সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার এর লজিক ডায়াগ্রাম অঙ্কন কর।

অধ্যায়২:কাউন্টার

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

01. কাউন্টার কাকে বলে

02. ডিকেড কাউন্টার কাকে বলে

03. প্রোগ্রাম্যাবল কাউন্টার বলতে কী বুঝায়

04. কাউন্টার এর কাজ কী

05. বাইনারি কাউন্টার কী?

06. কাউন্টারে মডুলাস বলতে কী বুঝায়?

07. Counter Prest Clear input এর ভূমিকা কী?

সংক্ষিপ্ত প্রশ্ন 

08. অ্যাসিনক্রোনাস কাউন্টার কী?

09. সিনক্রোনাস কাউন্টার কী?

10. সিনক্রোনাস   অ্যাসিনক্রোনাস কাউন্টারের  মধ্যে পার্থক্য লেখ।

11. রিং কাউন্টারের কাউন্টিং সিকুয়েন্স দেখাও।

 রচনামূলক প্রশ্ন 

12. একটি ডিজিটাল ঘড়ির সংগঠন মূলনীতি বর্ণনা দাও। 

13. ডিজিটাল ঘড়ির মিনিট অংশের কার্যপ্রণালী বর্ণনা কর।

অধ্যায় -: মেমরি / স্মৃতি

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

01. মেমরি বলতে কি বুঝায়?

02. ফ্লিপ- ফ্লপ কোন ধরনের মেমরি?

03. ভোলাটাইল মেমরি বলতে কি বুঝায়

04. ডায়নামিক র‍্যাম কী?

05. ফ্ল্যাশ মেমোরি কী?

06. পূর্ণনাম লেখ: PLD, RAM , DAC, EEPROM. 

07. মেমরি অ্যাড্রেস বলতে কী বুঝায়?

08. পূর্ণ নাম লেখ :EPROM, SRAM,SIPO, PLD. 

09. EPROM EEPROM -এর মধ্যে পার্থক্য লেখ।

সংক্ষিপ্ত প্রশ্ন 

10. মেমোরি লিখন বলতে কী বুঝায়

11. একটি RAM চিপসের ধারণ ক্ষমতা 4k* 8 হলে তার ইনপুট আউটপুট ডাটা লাইন অ্যাড্রেস লাইন কত?

12. পূর্ণনাম লেখ :RAM, ROM, MROM, PROM, EPROM, EEROM, EAROM.

13. RAM এর Addressing  পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।

14. Dynamic RAM I Static RAM এর মধ্যে পার্থক্য লেখ

রচনা মূলক প্রশ্ন 

15. মেমরি রাইট W  R অপশনে ওয়েভ ডায়াগ্রাম সহ বর্ণনা কর।

16. মেমরির রিড রাইট কৌশল বর্ণনা কর।

অধ্যায়-: অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার (এডিসি) ডিজিটাল টু এনালগ কনভার্টার (ডিএসি)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

01. D/A কনভার্টারের রেজোলুশন কী?

02. একটি কনভার্টারের ফিডব্যাক রেজিস্টার এর মান   10 কিলোওহম এবং ইনপুট রেজিস্টার এর মান 150 কিলোওহম  গেইন হলে আউটপুট ভোল্টেজের মান কত

03. ABC বলতে কি বুঝায়?

04. এ/ডি কনভার্টরের রেজুলেশন কী?

সংক্ষিপ্ত প্রশ্ন 

05. ডি/ কনভাটরের বৈশিষ্ট্য গুলো কী কী?

06. কোয়ান্টইজেশন ত্রুটি  বলতে কি বুঝ? এটি কিভাবে দূর করা যায়। 

07. DAC ADC এর মাঝে পার্থক্য গুলো লেখ।

রচনা মূলক প্রশ্ন 

08. ডুয়েল শ্লোপ ABC এর চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা কর।

অধ্যায়-: প্রোগামেবল লজিক ডিভাইস

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

01. FPGA- এর মূল উপাদান গুলোর নাম লেখ।

02. CPLD কী?

03. Programmable Interface বলতে কি বুঝায়

04. ইন্টারফেসিং কাকে বলে?

05. PLD কী?

06. পূর্ণনাম লেখ: GAL CPLD

 সংক্ষিপ্ত প্রশ্ন

07. PLDপ্রোগ্রামিং এর ফ্লোচার্ট অংকন কর। 

08. PLD এর সুবিধা উল্লেখ করো। 

রচনা মূলক প্রশ্ন 

09. PLA PAL এর মধ্যে কী কী পার্থক্য আছে বিস্তারিত আলোচনা কর।

অধ্যায়: সরল কম্পিউটার (SAP-1 ) অনুধাবন

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

01. SAP অর্থ কী?

02. প্রোগ্রাম কাউন্টার এর কাজ কী?

03. ফেচ সাইকেল বলতে কী বুঝায়?

04. বাফার রেজিস্টার কী?

05. কন্ট্রোলার সিকুয়েন্স এর কাজ কী?

06. ফেচ সাইকেল বলতে কী বুঝায়

07. Machine cycle বলতে কী বোঝায়

সংক্ষিপ্ত প্রশ্ন 

08. SAP-1 এর কন্ট্রোলার ইউনিটের অংশ গুলো কী কী?

09. SAP-1 এর ইনস্ট্রাকশন সেট গুলো বর্ণনা দাও।

10. Execution সাইকেলের কাজ কী?

11. Instruction সাইকেলের কাজ কী?

12. Fetch cycle এর টাইমিং সেট গুলোর কাজ লেখ। 

13. এক্সিকিউশন সাইকেল কী?

14. প্রোগ্রাম লেখো যা 900 থেকে 700 সাবট্রাক্ট করে এবং উত্তরটি H L রেজিস্টার এর সংরক্ষণ করে। 

15. SAP-1 বলতে কি বুঝায? SAP- 1 এর গঠন কাঠামো অংকন করে বিভিন্ন অংশ গুলো দেখাও।

অধ্যায়: মাইক্রোপ্রসেসর এর বৈশিষ্ট্য

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

01. মাইক্রোপ্রসেসর কী?

02. প্রোগ্রাম বলতে কী বুঝায়?

03. ALU কী?

04. মাইক্রোপ্রসেসর এর রেজিস্টারের  কাজ কী?

05. ডাটা বাসকে  কেন মাল্টিপ্লেক্স করা হয়

06. প্রোগ্রাম কাউন্টার কী?

07. অ্যাকুমুলেটর কী

08. 8085 মাইক্রোপ্রসেসর এর ফ্ল্যাট গুলো কী কী?

09. মাইক্রোকন্ট্রোলার কী?

10. আট-বিট মাইক্রোপ্রসেসর বলতে কী বুঝায়

11. 16- bit Microprocessor  বলতে কী বুঝায়?

12. কন্ট্রোল ইউনিটের কাজ কী?

13. কন্ট্রোল বাস কী?

সংক্ষিপ্ত প্রশ্ন 

14. 8085up এর সিস্টেম বাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

15. 8085up এর বিভিন্ন ফ্ল্যাগ এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

16. 8085up কী কী ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়

17. 8088 8086 up এর মধ্যে পার্থক্য লেখ। 

18. মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার এর মধ্যে পার্থক্য নির্ণয় কর। 

রচনা মূলক প্রশ্ন 

19. 8085মাইক্রোপ্রসেসর এর বিভিন্ন রেজিস্টার গুলো বর্ণনা দাও। 

20. 8085 মাইক্রোপ্রসেসর পিন ডায়াগ্রাম অংকন করে বর্ণনা দাও। 

21. Inter 8085 মাইক্রোপ্রসেসর এর  Architecture করে কাজ বর্ণনা কর।

অধ্যায়- : ৮০৮৫ মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামিং

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

01. 8085 মাইক্রোপ্রসেসর এর ইন্সট্রাকশন সেটগুলোর নাম লেখ। 

02. ইন্সট্রাকশন কী?

03. 8085 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং মোডগুলো নাম লেখ। 

04. MOVR, Mনির্দেশের কাজ কী?

সংক্ষিপ্ত প্রশ্ন 

05. ডাটা ট্রান্সফার অপারেশন কী কী ভাবে হয়

06. 8085 মাইক্রোপ্রসেসরের ইন্সট্রাকশন গুলোকে কয় ভাগে ভাগ করা যায়, নাম লিখ।

07. 4400H থেকে 440FH পর্যন্ত মেমরি লোকেশনকে৷ Clear করার ১টি প্রোগ্রাম লেখ।

08. 48H এবং 3A  H  ডাটা দুটো যোগ করে যোগফল 2500H মেমোরি লোকেশন এর স্টোর করা একটি এসেম্বলি ল্যাংগুয়েজ প্রোগ্রাম লেখ। 

09. 2400 H এবং 2401 H লোকেশনের ডাটা যোগ করে 2402 H লোকেশন রাখার জন্য একটি অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ প্রোগ্রাম লেখ।

রচনামূলক প্রশ্ন 

10. 48H এবং 34H দুটি ডাটা যোগ করে যোগফল 2450H লোকশনে Store করার জন্য একটি অ্যাসেমব্লি ল্যাংগুয়েজ প্রোগ্রাম কর।

11. একটি মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং মোডের বর্ণনা দাও।

অধ্যায়- : ৮০৮৫ মাইক্রোপ্রসেসর ভিত্তিক সিস্টেম

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

01. ফ্লো চার্ট কী?

02. মেমরি ম্যাপড I/O কী?

03. PPI কী?

04. প্রোগ্রাম প্ল্যানিং কী?

05. প্রোগ্রাম  প্ল্যানিংয়ের ধাপসমূহ লেখ। 

সংক্ষিপ্ত প্রশ্ন 

06.  মেমরি ম্যাপড I/O এবং স্টয়ান্ডার্ড I/O এর তুলনা কর।

07. 8 বিট 16 বিট  মাইক্রোপ্রসেসরের  এর মধ্যে তুলনা কর। 

রচনামূলক প্রশ্ন 

08. 8085 মাইক্রোপ্রসেসরের মাল্টিপ্লেক্সং পদ্ধতি  চিত্রসহ ব্যাখ্যা কর। 

09. 8085 বেসড সিস্টেম মাইক্রোকম্পিউটারে চিত্র অঙ্কন করে বর্ণনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Ramkanto dey
    Ramkanto dey December 12, 2023 at 3:11 AM

    ওয়াও

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url