ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম

 

 

অর্ডিনারি কোচিং সেন্টার

৪র্থ পর্বের সাজেশন 

বিষয়: ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম (২২ প্রবিধান)

অধ্যায়- : ডাটা স্ট্রাকচার

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

01. ডাটা কী?

02.ইনফরমেশন বলতে কী বুঝায়

03.অ্যারে কাকে বলে?  

04. Data structure  বলতে কী বুঝায়

05. Data structure  এর কিছু operation এর নাম লেখ।

06. কত বিট সমান এক বাইট ?

সংক্ষিপ্ত প্রশ্ন

07.ডাটা ইনফরমেশন এর মধ্যে পার্থক্য লেখ। 

08. ডাটা কত প্রকার কী কী?

09. লিস্ট অ্যারের মধ্যকার পার্থক্য লেখ। 

10. ডাটা স্ট্রাকচার কত প্রকার কী কী? উদাহরণসহ সংজ্ঞা দাও। 

11. ট্রি গ্রাফ -এর মাঝে পার্থক্য লেখ।

রচনামূলক প্রশ্ন

12. বিভিন্ন প্রকার ডাটা উদাহরণসহ বর্ণনা কর। 

13. লিনিয়ার ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ বর্ণনা কর।

অধ্যায় : অ্যালগরিদম

অতি সংক্ষিপ্ত প্রশ্ন  

01. Algorithm বলতে কি বুঝ

02. Algorithm এর প্রয়োজনীয়তা কী?

03. Pseudo  code বলতে কী বুঝায়

04. Program debugging কী?

05. Algorithm notation বলতে কি বুঝায়

06. Flow chart কী ?

07. Program Testing এর নাম লেখ।

08. Algorithm notation এর নাম লেখ।

09. কিছু High Level Programming language এর নাম লেখ।

10. Compiler কী?

11. Object Code কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

12. Algorithm -এর বৈশিষ্ট্য গুলো লেখ।

13. 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার Flow chart অংকন কর। 

14. Ax2+ Bx+ C =0 Quadratic equation এর Root বের করার Algorithm লেখ।

15. Flow chart - এর বিভিন্ন রকম সিম্বল গুলো অঙ্কন কর। 

16. Programming g এর বিভিন্ন ধাপগুলো লেখ। 

17. সুডো কোড, ফ্লো চ্যাট এবং  অ্যালগরিদম মাঝে পার্থক্য লেখ। 

18. Program compilation এবং Execution এর পার্থক্য  লেখ। 

19. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় Algorithm লেখ।

রচনামূলক প্রশ্ন

20. Flow chart ব্যবহৃত প্রতীক সমূহ দেখাও। 

21. N সংখ্যক ডাটা থেকে বৃহত্তম ডাটার অবস্থান সহ মান বের করার Algorithm লেখ।

22. Algorithm এর Complexity বর্ণনা কর।

অধ্যায়-: অ্যারে, পয়েন্টার এবং স্টিং

 অতি সংক্ষিপ্ত প্রশ্ন

01. লিনিয়ার ডাটা স্ট্রাকচার কাকে বলে?

02. Traversing বলতে কী বুঝায়

03. Pointer arrya কী ?

04. Field Record বলতে কী বুঝায়

05. ডাটা ফিল্ড কী?

06. রেকর্ড কাকে বলে

সংক্ষিপ্ত প্রশ্ন

07. লিনিয়ার অ্যারেকে কীভাবে  মেমোরিতে উপস্থাপন করা যায়

08. লিনিয়ার অ্যারেকে ট্রাভাসিং করার অ্যালগরিদম লেখ।

09. Linear অ্যারেতে কোন উপাদান সংযোজনের Algorithm. 

10. রেকর্ড এবং লিনিয়ার অ্যারেরে মধ্যে পার্থক্য কী?

11. Record Array মধ্যে পার্থক্য লেখ। 

রচনামূলক প্রশ্ন

12. Linear array তে Data insert Data delete করার অ্যালগরিদম লেখ।

অধ্যায় : স্ট্র্যাক ডাটা - স্ট্রাকচার

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

01. LIFO এবং FIFO এর পূর্ণনাম লেখ।

02. PUSH এবংPOP বলতে কী বুঝ।

03. STACK এর  Overflow এবং Underflow বলতে কী বুঝায়। 

04. Infix notation বলতে কী বুঝায়

05. Prefix notation কী?

06. LOFO এবং FIFO বলতে কী বুঝায়

সংক্ষিপ্ত প্রশ্ন

07. PUSH এবং POP এর অপারেশন লেখ।

08. কোন STACK থেকে Item বিয়োজন করার Procedure টি লেখ।

09. PUSH এবং POP এর মাঝে পার্থক্য লেখ।

 রচনামূলক প্রশ্ন

10. STACK থেকে উপাদান বিয়োজন এর পদ্ধতি বর্ণনা কর। 

11. Infix, prefix এবং Postfix নোটেশন  বলতে কি বুঝ? উদাহরণসহ বর্ণনা কর।

অধ্যায়- : কিউ ডাটা - স্ট্রাকচার

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

01. Queun কী ?

02. Priority queue কী

03. PUSH এবং POP এর মধ্যে পার্থক্য কী?

04. Stack এবং Queue এর মাঝে  একটি মৌলিক পার্থক্য লেখ। 

সংক্ষিপ্ত প্রশ্ন

05. Qucue উপাদান সংযোজনের Algorithm  লেখ। 

06. Queue থেকে উপাদান বিয়োজনের Algorithm লেখ।

07. বাস্তব জীবনে  Queue এর ব্যবহার উল্লেখ কর। 

08. Stack এবং Queue এর মাঝে পার্থক্য লেখ।

অধ্যায়- : লিংকড লিস্ট

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

01. Linked list  বলতে কি বুঝায়।?

02. ট্রাভাসিং কাকে বলে

03. "সকল leaf - Node, কিন্তু সকল Node leaf নয়,,—কেন?

04. ডায়নামিক মেমরি  আ্যালোকেশন বলতে কী বুঝায়

সংক্ষিপ্ত প্রশ্ন

05. লিঙ্কড লিস্ট অ্যারে মধ্যে পার্থক্য কী?

06. লিংকড লিস্টের সীমাবদ্ধতা কী?

07. কিভাবে একটি লিঙ্কড লিস্টের প্রতি নোডের তথ্য প্রিন্ট করবে?

08. লিংকড লিস্ট ট্রাভেসিং এর অ্যালগরিদম দেখাও। 

09. Memory -তে কিভাবে  Linked  list উপস্থাপন করা যায়?

10. linked list এর সুবিধা অসুবিধা লেখ।

 রচনামূলক প্রশ্ন 

11. লিঙ্কড লিস্টকে মেমোরি তে কিভাবে স্থাপন করা যায়ব্যাখ্যা কর। 

12. একটি  Unsorted linked list এর যে কোন স্থানে Item inesert করার Algorithm লেখ।

অধ্যায় : ট্রি ডাটা - স্ট্রাকচার

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

01. ট্রি কী?

02. In order traversal বলতে কি বুঝায়?

03. Post - Order traversal বলতে কী বুঝায়

04. Heap কত প্রকার কী কী?

05. Max heap কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

06. 2x+7 কে Tree আকারে প্রকাশ কর।

অধ্যায় : সাচিং অপারেশন

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

01. Searching কত প্রকার কী কী

02. Searching Sorting এর মধ্যে পার্থক্য কী?

03. Binary search এর Limitation কী?

04. Binary search এর সীমাবদ্ধতা উল্লেখ কর। 

05. সাচিং বলতে কী বুঝায়?

06. লিনিয়ার সাচিং বলতে কী বুঝায়

সংক্ষিপ্ত প্রশ্ন

07. Linear search  অ্যালগরিদম লেখ।

08. Binary search algorithm  লেখ।

09. বাইনারি লিনিয়ার সাচিং এর পার্থক্য লেখ।

10. বাইনারি সার্চের সীমাবদ্ধতা আলোচনা কর।

11. Binary Search অ্যালগরিদম  Complexity নির্ণয় কর। 

 রচনামূলক প্রশ্ন

12. Binary search এর অ্যালগরিদম লেখ।

অধ্যায় : সার্চিং অপারেশন

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

01. সর্ট বলতে কি বুঝায়

02. কিছু Sorting Algorithm  এর নাম লেখ। 

03. Swapping বলতে কী বুঝ?

04. Heap Sort কাকে বলে?

05. Max Heap কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

06. Babul shot পদ্ধতি কী? বর্ণনা কর। 

রচনামূলক প্রশ্ন

07. একটি উদাহরণের মাধ্যমে Quick shot ব্যাখ্যা কর।

08. Quick shot  এর  Algorithm লেখ।

09. Bubble Shot পদ্ধতি বর্ণনা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url