দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায়
প্রতিদিন আমরা যে শব্দগুলো ব্যবহার করি এর মধ্যে ডায়াবেটিস শব্দটি এখন কমন হয়ে গেছে। আমাদের আশেপাশের কারো না কারো ডায়াবেটিস আছে। শরীরে ইনসুলিন এর পরিমাণ অক্ষম হয়ে পড়লে ডায়াবেটিস দেখা দেয়। অস্বাভাবিক ভাবে শরীরের রক্ত সুগারের মাত্রা বেড়ে যায়। দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় গুলো আমাদের জানতে হবে।
শরীরে রক্তের দোকানে সুগার মাত্র বেড়ে গেলে বা ডায়াবেটিস দেখা দিলে ঘনঘন প্রসাব, ক্লান্তি, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়, ক্ষতস্থান শুকাতে দেরি হয় এই লক্ষণ গুলো দেখা যায় ডায়াবেটিস রোগ হলে।পুরোপুরি ভালো হয় না কখনো ডায়াবেটিস। লক্ষণগুলো দূর করে দূদ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় রয়েছে কিছু। আজকে আমরা জানবো দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায়।
সূচিপত্র : দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায়
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে খাবার
- ওষুধ ছাড়া দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়
- যেসব সবজিতে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস
- দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় এর শেষ কথা
তাহলে বিস্তারিত জেনে নিন দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় সম্পর্কে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে খাবার
ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন পাল্লা দিয়ে বেড়ে চলে বর্তমান বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের সাথে। পুরো বিশ্বে সবচেয়ে মৃত্যু বেশি ঘটায় যে পাঁচটি কারণে তারমধ্যে ডায়াবেটিস একটি অন্যতম কারণ।ডায়াবেটিস রোগীর শনাক্ত হয় প্রতি ১০ সেকেন্ডে দুইজন। আর ডায়াবেটিসের আক্রান্ত মানুষ মারা যায় প্রতি ১০ সেকেন্ডে একজন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ভয়াবহতা প্রতিরোধ জন্য করা প্রয়োজন।কিছু নিয়ম মেনে চললে দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। অসুস্থ জীবন যাপন করা যায়।
অনেক উপায় রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার। নিয়মিত ব্যায়াম ওষুধসহ নানাভাবে এ রোগ নিয়ন্ত্রণ করা যায়। তবে আপনি যদি খাবার নিয়ন্ত্রণ না করেন তাহলে এই সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে। দৈনিক খাবার তালিকা এমন ভাবে খাবার রাখতে হবে যেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।তাহলে চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এমন কিছু খাবারের সম্পর্কে।
চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস
অনেক অ্যান্টি - অক্সিডেন্ট পাওয়া যায় চায়ে । কিন্তু অনেক উপকারী ব্ল্যাক টি এবং গ্রিন টি। এখন বেশ সুলভ হয়ে উঠেছে আমাদের দেশে গ্রিন টি। কিন্তু বাজারে বিভিন্ন মানে ব্ল্যাকটি থাকাই এখনো তেমন সুলভ হয়নি। শরীর চাঙ্গা রাখার জন্য বিভিন্ন ব্র্যান্ডের চা দিয়ে রঙ চা বানিয়ে খেতে পারেন সকাল আর রাতে।
সেদ্ধ কিংবা কাঁচা সবজি খাওয়ার চেষ্টা করুন
দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় এরমধ্যে এটি একটি। অনেকেই বলে ডায়াবেটিস রোগীদের পেট ভরে খাওয়া যাবেনা কিন্তু এটি একটি ভুল ধারণা। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আমাদের দেশে। টমেটো, বেগুন, শশা, মাশরুম, বিভিন্ন সবুজ সবজি খাওয়ার অভ্যাস করা উচিত। কাঁচা অথবা সিদ্ধ করে খাওয়া যায় অধিকাংশ সবজি। অনেকের বাসায় ওভেন আছে তারা চাইলে রোস্ট করে নিতে পারে। আমরা আগুনের আঁচ দিয়ে অনেক সবজি সিদ্ধ করে ভর্তা করে খায়। তেমনি কিছু সবজি পুড়িয়ে অথবা কিছু সবজি সেদ্ধ করে খেয়ে দেখতে পারেন। আর যারা ওখানে রোস্ট করে খাবেন তার অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করবেন। অলিভ অয়েল অথবা নারিকেল তেল খাবার রান্না করে খাওয়া যায়।কিন্তু বর্তমান বাজারে এই দাম অনেক বেশি বলে অনেকেই কেনার সাহস পায় না।
সামান্য পরিমাণে চর্বি জাতীয় খাবার
চর্বি জাতীয় খাবারে বাধা নেই ডায়াবেটিস রোগীদের।তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত মাত্রায় চর্বির ক্ষতিকর চর্বি যেন শরীরে প্রবেশ না করে। অলিভ অয়েল দিয়ে হালকা রোস্ট করে নেওয়া লিন মিট এবং সাথে কিছু সালাত দিয়ে খাওয়া যেতে পারে। এ ভাবে খেলে আপনার কোন ক্ষতি হবে না।
ফাইবার যুক্ত খাবার খাবেন
যেগুলো সবজি ফল প্রচুর পরিমাণে আশ আছে সে সব খাবার খেতে হবে। কারণ এ সকল খাবার শরীর শর্কারা অভাব মিটিয়ে দিতে পারে। সিম, বাদাম, মটর দানা, ও ভোটটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এ ক্ষেত্রে উপকারী ফলগুলো তরমুজ, বাঙ্গি।আঁশ জাতীয় খাবার পরিপাকতন্ত্র সুস্থ রাখে ও খাবার পেটে অনেকক্ষণ থাকে। রক্তে সুগারের মাএা নিয়ন্ত্রণ করে মিষ্টি আলু।ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা কমে যায় ও মিষ্টি আলু খেলে। ফাইবার যুক্ত খাবার খেলে দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাবে।
দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় গুলোর মধ্যে উপরোক্ত খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে।
ওষুধ ছাড়া দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়
ডায়াবেটিস বিশ্বজুড়ে নিঃশব্দ ঘাতকের মতো থাবা বসিয়েছে। থাকলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমাদের হার্ট, কিডনির, চোখ, লিভার, এর মত গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতি করতে পারে।এই কারনে সমস্যা গুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। শরীর হরমোনের নিঃসরণ কমে যায় ডায়াবেটিস হলে। গ্লুকোজ পৌছাতে পারেনা দেহের কোষ গুলোতে।
ফলে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় রক্তে।ডায়াবেটিস রোগের ঝুঁকি বেড়ে যায় প্রতিদিন অনিয়মিত খাওয়া দাওয়ায়। অতিরিক্ত মাত্রায় চিনি,ফাস্টফুড, কার্বোহাইড্রেট খাওয়ার, সকল খাবার ঝুঁকি বাড়িয়ে দেয় ডায়াবেটিসের। তাই জীবনযাত্রায় খাদ্য অভ্যাসের পরিবর্তন আনতে হবে।এ সকল পরিবর্তন করতে পারলে ঔষধ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাবে।ঔষধ ছাড়া দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় গুলো নিচে বর্ণনা করা হলো -
ওজন নিয়ন্ত্রণ রাখুন
দেহের ওজন নিয়ন্ত্রণ রাখলে শরীর অন্যান্য রোগ বলাই থেকে ও ডায়াবেটিস থেকেও মুক্তি পাওয়া যায়।ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০ শতাংশ কমে আসবে স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণ রাখতে পারলে।
হাঁটার মাএা বাড়িয়ে দাওয়া
প্রতিদিন হাঁটাহাঁটি করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। ডায়াবেটিস প্রতিরোধে সেরা ব্যায়াম হচ্ছে হাঁটাহাঁটি।৩০ থেকে ৪০ মিনিট প্রতিদিন হাঁটাহাঁটি করলে আপনার শরীর ভালো থাকবে। প্রতিদিন হাঁটাহাঁটি আপনার দেহের ইনসুলিন এর মাত্রা কে ভারসাম্যপূর্ন অবস্থায় রাখতে সাহায্য করবে। এবং ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনবে।
সালাড খান
আমাদের প্রতিদিন এক বাটি করে সালাদ খাওয়া প্রয়োজন। সালাদ এর মধ্যে শসা, গাজর,টমেটো, লেটুস,রসুন, পেঁয়াজ ইত্যাদি। প্রতিদিন খাওয়ার আগে দুপুরে বা রাতে এক বাটি করে এ সালাত খেতে হবে।এক চামচ ভিনেগার যুক্ত করতে পারেন সালাতে। রক্তকে কম মাএায় সুগার শোষণ করতে সহায়তা করে ভিনেগার। আর ডায়াবেটিস ঝুঁকি কমবে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে।
শস্য জাতীয় খ্যাদ খান
বার্লি, ওটমিল, ব্রাউন রাইস, ভূট্রা ইত্যাদি জাতীয় খাবার দিয়ে সকালের নাস্তা করুন। এই শস্যজাতীয় খাদ্যে রয়েছে আঁশ যা রক্তের সুগারের মাত্রা কমাতে সাহায্য করে।এর ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়।
মুক্ত থাকার চেষ্টা করুন মানসিক চাপ থেকে
অতিরিক্ত মানসিক চাপ থেকে মাথা ব্যাথা থেকে শুরু করে ক্যান্সার মতো ভয়াবহ রোগ হতে পারে। আপনার যদি অতিরিক্ত মাত্র মানসিক চাপ থাকে তাহলে আপনি ব্যায়াম করে ও নানা কৌশলের মাধ্যমে আপনার মানসিক চাপ কমান।ডায়াবেটিসের ঝুঁকি কমাবে আপনার দেহে কার্টিসোল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ থাকলে।
দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায়ওপরের বিষয়গুলো মেনে চলবে ওষুধ ছাড়া দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাবে।
যেসব সবজিতে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস
দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় এ বিভিন্ন ধরনের সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। তবে সব ধরনের সবজি ডায়াবেটিস রোগের জন্য নিরাপদ নয়। ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ যে সকল সবজি তার মধ্যে। মটরশুঁটি, মরিচ,বেগুন, মাশরুম, মসুর ডাল, ছোলা, টমেটো,শসা, পিয়াজ, ঢেঁড়স, কচুর লতি, করলা, চিচিঙ্গা, পটল, চাল কুমড়া খাওয়া যাবে।
প্রতিদিন একই রকম সবজি না খেয়ে পাঁচমিশালী সবজি শরীরে পুষ্টির যোগান দেয়। পাঁচমিশালী সবজি খাওয়ার ডায়াবেটিস রোগীদের জন্য উত্তম। কার্বোহাইড্রেট অনেক বেশি মাটির নিচে থাকা সবজিতে।প্রাইভেটিস রোগীদের জন্য অনেক ক্ষতিকর মাটির নিচে সবজি। তাই এই সবজিগুলো পরিমাণ মতো খেতে হবে। এর মধ্যে মিষ্টিআলু, বিট, শালগম, কচু ইত্যাদি।
দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় এর শেষ কথা
উপরে আমরা দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনেছি। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তার নিয়মিত নিয়ম মেনে ঔষধ খান। মদ্যপান ও ধূমপান বর্জন করুন। সুগার লেভেল দেখুন নিয়মিত। প্রতিদিন ঘন্টাখানেক সময় হাঁটাহাঁটি করুন। এর ফলে ওজন নিয়ন্ত্রণ থাকবে। চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজন হলে।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url