পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪

আমরা অনেকেই হয়তো এর মধ্যেই জেনে গেছি এই বছর পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪ একটু জটিল প্রক্রিয়া অবলম্বন করেছে। আর সেই জটিল প্রক্রিয়া কে সহজ করার জন্যই আজকে আমাদের এই নিবেদন। যার নাম দেওয়া হয়েছে পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪। তবে দেরি না করে চলুন জেনে নিই পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪ কি ভাবে করবেন।

পলিটেকনিক ভর্তির আবেদন করার জন্য আমরা অনেকেই নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আপনাদের এই সমস্যার হাত থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য আমাদের আজকের এই নিবেদন। তাই  সময় নষ্ট না করে চলুন জেনে নেই পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪ সম্পর্কে।

সূচিপত্রঃ পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪

কিভাবে পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪ করবেন

আমরা যদি কারিগরি বোর্ডে বা পলিটেকনিকে ভর্তি হতে চাই তাহলে আমাদের কারিগরি বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আবেদনের লিংকঃ bteb.gov.bd লিখে ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার সামনে কিছু তথ্য আসবে। আপনাকে সকল তথ্য এর মধ্য থেকে ''অনলাইন ভর্তি (সেশনঃ২০২৩-২০২৪)'' লেখাটির উপরে ক্লিক করুন।ক্লিক করার পরে আপনার সামনে অপশন আসবে। এরপর আপনি আপনার পছন্দমত ডিপার্টমেন্ট পছন্দ করুন । তারপর সেই লেখাটির উপরে ক্লিক করুন। আপনি পেয়ে যাবেন একটি ফর্ম, এবার ফরমটি পূরণ করুন আপনার তথ্য দিয়ে।

আরো পড়ুনঃ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৩-২০২৪

পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪ করতে আপনার যেসব তথ্য প্রয়োজন পরবে তার নিচে দেওয়া হলঃ

  1. আপনার রোল নাম্বার
  2. আপনার রেজিস্ট্রেশন নাম্বার
  3. আপনার একটি সচল মোবাইল নাম্বার
  4. যেই নাম্বার দিয়ে আপনি টাকা পেমেন্ট করেছেন
  5. পাশের বছর
  6. এবং সর্বশেষে নিচের বামদিকে আপনাকে একটি সিকিউরিটি কোড দেওয়া হবে যা আপনাকে ভোগ করতে হবে।
  7. এরপর নেক্সট লেখার জায়গা টি তে ক্লিক করুন।

ফর্ম পূরণে ছবির ব্যবহার

নেক্সট লেখা জায়গাটিতে ক্লিক করার পরে আপনার কাছে একটি ফর্ম আসবে যেখানে আপনার সকল তথ্য দেওয়া থাকবে। তাছাড়াও সবার শেষে আপনার একটি ছবির প্রয়োজন হবে যা আপনি অনলাইনে আপনার ডেক্সটপ অথবা ল্যাপটপের তারা লোড করতে পারেন। এই ছবিটির সাইজ কত হবে নিজে জানুনঃ
  • Height: 150 px
  • Widih: 120 px
  • Image Format:jpg
  • Maximem File Size: 50 kb
উপরের দেওয়া তথ্য গুলো অনুযায়ী আপনার ছবির সাইজ হতে হবে না হলে এটি সাপোর্ট করবে না।ছবিটি সেট করা হলে সবার শেষে ডানদিকে ''সেভেন এন্ড নেক্সট'' নামের একটি বাটন এ ক্লিক করতে হবে। তারপর আপনি একটি সিকিউরিটি কোড পাবেন যেদিকে আপনার লিখে রাখতে হবে। কেননা সিকিউরিটি কোড আমাদের এই ফরম ফিলাপের জন্য খুবই প্রয়োজনীয় একটি তথ্য হতে চলেছে। এই কোডটি ছাড়া আমরা আগামী রেজাল্ট দেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবোনা।
তারপর নিচের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এপ্লাই ক্লিক করে আপনার প্রোগ্রাম সিলেক্টেড জন্য বলা হবে এবং তারপর আপনাকে আপনার প্রোগ্রাম টি সিলেক্ট করতে হবে। তারপর পছন্দমত ডিপার্টমেন্ট পছন্দ করে আপনি এটাকে সাবমিট করে দিন।

পলিটেকনিক ভর্তির যোগ্যতা

২০২৩-২০২৪ সালের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য শিক্ষার্থীদের কি কি যোগ্যতা থাকা লাগবে চলুন তা দেখে নেই।

সরকারী প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতাঃ

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ যারা আবেদন করতে পারবে-

ছাত্রদের ক্ষেত্রেঃ
  • যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় গনিত বা উচ্চতর গনিতে কমপক্ষে জিপিএ ৩.০০ সহ জিপিএ ৩.৫০।
ছাত্রীদের ক্ষেত্রেঃ
  • যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় গনিত বা উচ্চতর গনিতে কমপক্ষে জিপিএ ২.০০ সহ জিপিএ ২.৫০।

ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে-

ছাত্রদের ক্ষেত্রেঃ
  • যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে (গনিত, পদার্থ ও রসায়ন) সহ জিপিএ ৩.৫০ এবং ইংলিশ মিডিয়ামে কমপক্ষে ৫ টি বিষয়ে  C গ্রেড।
  • উচ্চতাঃ ৫'৪"
  • দৃষ্টিশক্তইঃ ৬/১২ ও চশমাসহ ৬/৬
  • ওজনঃ ৪৫-৬৬kg
ছাত্রীদের ক্ষেত্রেঃ
  • যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে (গনিত, পদার্থ ও রসায়ন) সহ জিপিএ ৩.৫০ এবং ইংলিশ মিডিয়ামে কমপক্ষে ৫ টি বিষয়ে  C গ্রেড।
  • উচ্চতাঃ ৫'২"
  • দৃষ্টিশক্তইঃ ৬/১২ ও চশমাসহ ৬/৬
  • ওজনঃ ৪৩-৫৭kg
এছাড়াও উচ্চতা অনুযায়ী ওজন সাম্নজস্যপূর্ণ হতে হবে। এবং উভয়ের জন্য স্বীকৃত চিকিৎসকের থেকে মেডিকেল ফিটনেস, চক্ষু ও কালার ভিশন ফিটনেস ও হিয়ারিং ফিটনেস সনদ প্রাপ্ত হতে হবে।

ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-লাইভস্টক ও ডিপ্লোমা-ইন- ফিসারিজ এর ক্ষেত্রে-

ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেঃ
  • যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কমপক্ষে জিপিএ ২.৫০ এবং "ও" লেভেলে যেকোনো বিষয়ে গ্রেড "সি" এবং যেকোনো ২টি বিষয়ে গ্রেড "ডি" থাকতে হবে।
ডিপ্লোমা-ইন-লাইভস্টক ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেঃ
  • যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে জীববিজ্ঞানে জিপিএ ৩.০০।
ডিপ্লোমা-ইন- ফিসারিজ ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেঃ
  • যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.০০।

বেসরকারী প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতাঃ

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ও ডিপ্লোমা-ইন-ফিসারিজ এর ক্ষেত্রে-
  • যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ২.০০।

এপ্লিকেশন করার জন্য পেমেন্টের উপায়

বর্তমান যুগে অনলাইন পেমেন্ট এর জন্য অনেক ধরনের প্লাটফর্ম রয়েছে। সেসকল প্লাটফর্ম ব্যবহার করে আমরা পেমেন্ট করতে পারব নিচে তার কয়েকটি নাম উল্লেখ করা হলোঃ

  1. বিকাশ
  2. নগদ
  3. রকেট
  4. উপায়
ইত্যাদি নানা উপায়ে টাকা পরিশোধ করা যাবে তাছাড়া অফ ব্যাংকের মাধ্যমেও আপনি আপনার ফী পরিশোধ করতে পারবেন। তাছাড়াও আপনি এভাবেই খুবই সহজে টাকা পরিশোধ করতে পারবেন।

পেমেন্ট করার জন্য বোর্ড কোড

  • ঢাকা বোর্ড - DHA
  • রাজশাহী বোর্ড - RAJ
  • কুমিল্লা বোর্ড - CUM
  • যশোর বোর্ড - JAS
  • চট্টগ্রাম বোর্ড - CHA
  • বরিশাল বোর্ড - BAR
  • সিলেট বোর্ড - SYL
  • দিনাজপুর বোর্ড - DIN
  • ময়মনসিংহ বোর্ড - MYM
  • মাদরাসা বোর্ড - MAD
  • বাংলাদেশ কারিগরি বোর্ড - TEC
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় - BOU
  • অন্যান্য - OTH

পেমেন্ট করার জন্য প্রোগ্রামিং কোড বা অ্যাপ্লিকেশন কোড

বিকাশের মাধ্যমে পেমেন্ট করার নিয়ম

বিকাশের মাধ্যমে আপনি কিভাবে পেমেন্ট করবেন তা নিচে দেওয়া হলঃ
  1. বিকাশ এপে প্রবেশ করে আপনার ফোন নাম্বার এবং পিন দিয়ে লগইন করুন।
  2. লগইন করার পরে বিলপে অপশনে ক্লিক করতে হবে।
  3. সার্চ অপশনে গিয়ে BTEB লিখে অথবা তার ওয়েবসাইটে গিয়ে অথবা আপনার কারিগরি আইডি নাম্বার ২২০ দিয়ে সার্চ করুন।
  4. তারপর আপনার কাছে বিটিইবি এর একটি ওয়েবসাইট আসবে এবং আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
  5. ক্লিক করার পরে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে আপনাকে সে তথ্য গুলো পূরণ করতে হবে।
  6. সব গুলো পুরন করে আপনি চাইলে আপনার বিল পেমেন্ট এর প্রমাণ হিসেবে ওটাকে সেভ করে রাখতে পারেন।
  7.  তারপর আপনি বিকাশের লোগো বাটনে ক্লিক করে ধরে রাখুন। ব্যাস আপনার পেমেন্ট সফল হয়েছে।
  8. কিছুক্ষণ পরে আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে তার মানে আপনার পেমেন্ট দিয়ে সফল হয়েছে। 
নিচে ছবির মাধ্যমে দেখানো হল-

নগদ একাউন্টের মধ্যমে পেমেন্টের নিয়ম

নগদের মাধ্যমে আপনি কিভাবে পেমেন্ট করবেন তা নিচে দেওয়া হলঃ
  1. নগদ এপে প্রবেশ করে আপনার ফোন নাম্বার এবং পিন দিয়ে লগইন করুন।
  2. লগইন করার পরে বিলপে অপশনে ক্লিক করতে হবে।
  3. সার্চ অপশনে গিয়ে BTEB লিখে তার ওয়েবসাইটে গিয়ে অথবা আপনার কারিগরি আইডি নাম্বার ২২০ দিয়ে সার্চ করুন।
  4. করার পর আপনার কাছে বিটিইবি এর একটি ওয়েবসাইট আসবে এবং আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
  5. ক্লিক করার পরে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে আপনাকে সে তথ্য গুলো পূরণ করতে হবে।
  6. সব গুলো পুরন করে আপনি চাইলে আপনার বিল পেমেন্ট এর প্রমাণ হিসেবে ওটাকে সেভ করে রাখতে পারেন।
  7.  তারপর আপনি নগদের লোগো বাটনে ক্লিক করে ধরে রাখুন। ব্যাস আপনার পেমেন্ট সফল হয়েছে।
  8. কিছুক্ষণ পরে আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে তার মানে আপনার পেমেন্ট দিয়ে সফল হয়েছে। 
নিচে ছবির মাধ্যমে দেখানো হল-

অ্যাপের মাধ্যমে-

পেমেন্ট করার নিয়ম রকেট অ্যাপ এর মাধ্যমে

রকেট অ্যাপ এর মাধ্যমে পেমেন্ট করার নিয়ম সম্পর্কে নিজে বিস্তারিত ভাবে আলোচনা করা হলোঃ

  1. রকেট এপে প্রবেশ করে আপনার ফোন নাম্বার এবং পিন দিয়ে লগইন করুন।
  2. লগইন করার পরে বিলপে অপশনে ক্লিক করতে হবে।
  3. সার্চ অপশনে গিয়ে BTEB লিখে তার ওয়েবসাইটে গিয়ে অথবা আপনার কারিগরি আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন।
  4. করার পর আপনার কাছে বিটিইবি এর একটি ওয়েবসাইট আসবে এবং আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
  5. ক্লিক করার পরে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে আপনাকে সে তথ্য গুলো পূরণ করতে হবে।
  6. সব গুলো পুরন করে আপনি চাইলে আপনার বিল পেমেন্ট এর প্রমাণ হিসেবে ওটাকে সেভ করে রাখতে পারেন।
  7.  তারপর আপনি রকেটের লোগো বাটনে ক্লিক করে ধরে রাখুন। ব্যাস আপনার পেমেন্ট সফল হয়েছে।
  8. কিছুক্ষণ পরে আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে তার মানে আপনার পেমেন্ট দিয়ে সফল হয়েছে। 
নিচে ছবির মাধ্যমে দেখানো হল-

উপায় একাউন্টের মধ্যমে পেমেন্টের নিয়ম

উপায়ের মাধ্যমে আপনি কিভাবে পেমেন্ট করবেন তা নিচে দেওয়া হলঃ
  1. উপায় এপে প্রবেশ করে আপনার ফোন নাম্বার এবং পিন দিয়ে লগইন করুন।
  2. লগইন করার পরে বিলপে অপশনে ক্লিক করতে হবে।
  3. সার্চ অপশনে গিয়ে BTEB লিখে তার ওয়েবসাইটে গিয়ে অথবা আপনার কারিগরি আইডি নাম্বার ২২০ দিয়ে সার্চ করুন।
  4. করার পর আপনার কাছে বিটিইবি এর একটি ওয়েবসাইট আসবে এবং আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
  5. ক্লিক করার পরে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে আপনাকে সে তথ্য গুলো পূরণ করতে হবে।
  6. সব গুলো পুরন করে আপনি চাইলে আপনার বিল পেমেন্ট এর প্রমাণ হিসেবে ওটাকে সেভ করে রাখতে পারেন।
  7.  তারপর আপনি উপায় লোগো বাটনে ক্লিক করে ধরে রাখুন। ব্যাস আপনার পেমেন্ট সফল হয়েছে।
  8. কিছুক্ষণ পরে আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে তার মানে আপনার পেমেন্ট দিয়ে সফল হয়েছে। 
নিচে ছবির মাধ্যমে দেখানো হল-

পেমেন্টের পরে সাবজেক্ট চেঞ্জ করা বা এড করা

ঠিক একইভাবে কারিগরি ওয়েবসাইটে প্রবেশ করুন এবং আপনার ফর্মটির ওপরে অ্যাপ্লিকেশন লগইন নামের বাটনে ক্লিক করুন। এরপর আপনার রোল নাম্বার বোর্ড ইয়ার আর সিকিউরিটি কোড সিলেক্ট করে লগইন করুন। তারপর আপনি লগ ইন বাটনে ক্লিক করার পরে আবার নতুন করে এ্যাপলাই নাও এর অপশন আপনার সামনে আসবে এবং তারপরে আপনাকে আবার আগের মতো এপ্লাই করতে হবে।

আরো পড়ুনঃ শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালিত হয়

তারপর আপনার প্রোগ্রাম সিলেক্ট করার জন্য আসবে এবং প্রোগ্রামটি সিলেক্ট করার পরে আপনার আগের ফর্মে আপনি ফিরে যাবেন। আপনি আবার চাইলে আপনার ডিসট্রিক্ট সিলেক্ট করে আগের মত করে পছন্দমত ডিপার্টমেন্ট চয়েজ করতে পারেন।সেক্ষেত্রে সকল নিয়ম ঠিক আগের মতই থাকবে। তাহলে দেরি না করে আজকেই আবেদন করে ফেলুন পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪।

শেষ কথাঃ পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪

পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪  সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি না। কারণ এইবারের পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪ একটু জটিল প্রক্রিয়ার হয়ে গেছে। আমরা আশা করি আমাদের এই পোস্ট দেখে আপনি এবং আপনার আত্মীয়-স্বজন পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪ বছরে উপকৃত হবেন এবং আপনার স্বপ্নের অল পেজেও ডিপার্টমেন্টে আপনি পড়ার সুযোগ পাবেন। এবং উপকৃত হবেন আমাদের এই পোস্ট পলিটেকনিক আবেদন ২০২৩-২০২৪ দেখে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url