ইলেকট্রিক্যাল সার্কিটস -১ (বিষয় কোডঃ ২৬৭২১) এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
ইলেকট্রিক্যাল সার্কিটস -১ (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৭২১
এই সাজেশনটি আডডেট করা হয়েছে। তারিখ: ১৩-১১-২০২৪ ইং

অধ্যায় -১  সার্কিট প্যারামিটারস (Circuit Parameters)

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। প্যারামিটারস বলতে কী বোঝায়?

২। ইম্পিড্যান্স  কাকে বলে এর একক কি?

৩। সার্কিট প্যারামিটার গুলোর একক সহ নাম লেখ।

৪। সার্কিট প্যারামিটার গুলোর নাম লেখ।

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। ইন্ডাকট্যান্স কাকে বলে ?এর প্রতীক ও একক কি?

২। একটি নমুনা সার্কিট অংকন করে সার্কিট প্যারামিটার এবং এর একক গুলো লেখ।

অধ্যায় -২ বৈদ্যুতিক নেটওয়ার্ক (Electric Network)

অতিসংক্ষিপ্ত প্রশ্ন:

১। বৈদ্যুতিক নেটওয়ার্ক বলতে কী বোঝায়?

২। কারেন্ট সোর্স বলতে কী বোঝায়?

৩। ভোল্টেজ সোর্স বলতে কি বুঝায়?

৪। আদর্শ ভোল্টেজ সোর্স কাকে বলে?

৫। লিনিয়ার নেটওয়ার্ক কি?

৬। কখন কারেন্ট সোর্সকে একটি আদর্শ কারেন্ট সোর্স বলা হয়?

৭। বাইলেটারাল সার্কিট কি?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১।  বৈদ্যুতিক নেটওয়ার্কের সংজ্ঞাসহ প্রকারভেদ লেখ।

২। একটিভ প্যাসিভ নেটওয়ার্কের পার্থক্য লেখ।

৩। একটি ব্যবহারিক ভল্টেজ সোর্সকে ব্যবহারিক কারেন্ট সোর্সে রূপান্তর করো।

রচনামূলক প্রশ্নঃ

১। বৈদ্যুতিক নেটওয়ার্ক নেটওয়ার্ক কাকে বলে? চিত্রসহ বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক নেটওয়ার্ক এর বর্ণনা দাও।

২। কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স  এবং ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স পরিবর্তনের নিয়ম চিত্রসহ লেখ লেখ।

তৃতীয় অধ্যায়ঃ নেটওয়ার্ক থিওরেমস(Network Theorems)

উদাহরণ -১

কারর্শফের কারেন্ট ও ভোল্টেজ সূত্র সম্পর্কিত সমস্যার সমাধান

উদাহরণ -২

নিম্নে প্রদত্ত সার্কিটের প্রতি শাখার কারেন্ট নির্ণয় করো।

উদাহরণ-৩

নিম্নের চিত্রের কারশফের সূত্র প্রয়োগ করে প্রতি শাখার কারেন্ট এবং ২০ এর ভোল্টেজ নির্ণয় করো।

উদাহরণ-৪

নিম্নের চিত্রে কার্শফের সূত্র প্রয়োগ করে প্রতিটি শাখার কারেন্ট নির্ণয় করো।

উদাহরণ-৫

থেভেনিন থিওরেমের সাহায্যে সার্কিটের A B শাখার কারেন্ট নির্ণয় করো।

আরও পড়ুনঃ ফুড সাইন্স এন্ড নিউট্রেশন (২২ প্রবিধান)

উদাহরণ-৬

নিচের চিত্রে থেভেনিনের সূত্র প্রয়োগ করে ২ রোধের কারেন্ট নির্ণয় কর।

উদাহরণ-৭

সুপারপজিশন থিওরেম এর সাহায্যে  নিম্নের সার্কিটের ১  রোধের  ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে তা বের করো।

উদাহরণ-৮

Find the value of I?

উদাহরণ-৯

Find the current I. Using  Supperposition theorem.

উদাহরণ-১০

নিচের সাইট হতে ম্যাক্সিমাম পাওয়ার ট্রানস্ফের থেওরেম ব্যবহার করে RLএর মান বের করো।

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। ম্যাক্সওয়েল থিওরেমের সুবিধা লেখ।

২। কারশপের প্রথম সূত্র বা কারেন্ট সূত্র কি?

৩। কার্শফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজের সূত্র কি?

৪। ওপেন সার্কিট বলতে কি বুঝায়?

৫। ম্যাক্সিমাম পাওয়ার ট্রানস্ফার থিওরেম অনুযায়ী লোডে কখন সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হয়।

৬। নটন তত্ত্বের সমতুল্য সার্কিটে  কি সোর্স ব্যবহৃত হয়?

৭। নটন থিওরেমস টি লেখ।

সংক্ষিপ্ত প্রশ্নঃ

'১। কারশফের কারেন্ট এর সূত্র ব্যাখ্যা করো?

২। থেভেনিন থিওরেম বর্ণনা করো?

৩। সুপারপজিশন থিওরেম বর্ণনা করো?

 রচনামূলক প্রশ্নঃ

১। চিত্রসহ কারশফের সূত্রের ব্যাখ্যা দাও?

২। চিত্র ও ব্যাখ্যাসহ সুপারপজিশন থিওরেম বর্ণনা করো ।কখন সুপারপজিশন থিওরেম প্রয়োগ করতে হয়?।

৩। ম্যাক্সিমাম পাওয়ার ট্রানস্ফার থিওরেম টি ব্যাখ্যা করো।

অধ্যায় -৫  স্টার /ডেল্টা রূপান্তর(Star/Delta Conversion)

উদাহরণ-১

Y-  স্টার /ডেল্টা রূপান্তর ব্যবহার করে নিম্নের সার্টিফিকেট কারেন্ট বের কর.

উদাহরণ-২

স্টার -ডেল্টা ট্রান্সফরমেশনের নীতি ব্যবহার করে নিম্নের চিত্রের প্রদর্শিত সার্কিটের কারেন্ট নির্ণয় করো।

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। স্টারে সংযুক্ত প্রতিটি রোধের মান R  হলে ডেন্টায় এর মান কত হবে।

২।  ডেল্টায় সংযুক্ত প্রতিটি রোধের মান R বুলেট সমতুল্য স্টার এ প্রতিটি রোধের মান কত হবে.

৩। X,Y ও Z এই তিনটি  রোধ সংযুক্ত আছে। এগুলোকে ডেল্টায়  সংযুক্ত করলে পরবর্তীতে যে তিনটি মান পাওয়া যায় ওইগুলোর সূত্র লেখ।

৪। স্টার হতে ডেল্টায়  রূপান্তরিত করার নিয়ম টি লেখ।

৫। স্টারে সংযুক্ত প্রতিটি রোধের মান ১০ হলে ডেল্টায়  সংযুক্ত সমতুল্য রোধ এর মান কত?

৬। 5 এর তিনটি রোধের স্টারে সংযুক্ত দেখাও?

 সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। ডেল্টায়  সংযুক্ত প্রতিটি রোধের মান 10 হলে স্টারে সমতুল্য রোধের মান কত?

২।ডেল্টায়  সংযুক্ত ৩টি রোধ কে স্টারে রূপান্তর এর সূত্র লেখ।

৩। ডেল্টায় হতে স্টারে রূপান্তরের সূত্রগুলো লেখ।

৪। স্টার -ডেল্টা রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করো।

রচনামূলক প্রশ্নঃ

১।  ডেল্টা হতে স্টারে রূপান্তরের পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো।

২। স্টার হতে ডেল্টা  রূপান্তরের পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো।

অধ্যায় -৬ এসি ফান্ডামেন্টাল (AC Fundamentals)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

১। এসি সার্কিটের সংজ্ঞা দাও?

২। ফ্রিকোয়েন্সি কাকে বলে?

৩। পিরিয়ড কাকে বলে?

৪। বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি কাকে বলে?

৫। ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি এবং স্পেস ডিগ্রির মধ্যে সম্পর্ক অল্টারনেটরের কিসের উপর নির্ভরশীল.

৬। ফেস পার্থক্য Phase difference বলতে কি বুঝায়.

৭। এসি  সরবরাহের ফ্রিকোয়েন্সি 60সাইকেল /সেকেন্ড হলে পিরিয়ড কত?

৮। পোলসংখ্যা আরপিএম ও ফ্রিকুয়েন্সির মধ্যে সম্পর্ক কি?

৯। একটি সাইন ওয়েভের পিরিওড 0.04সেকেন্ড হলে নির্ণয় করোঃ(ক) ফ্রিকোয়েন্সি  (খ) কৌণিক বেগ

১০।AC ওয়েব কে সাইন ওয়েভ বলা হয় কেন?

১১। ডিসিএ তুলনায় এসি সিস্টেম এর দুটি সুবিধা লেখ।

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। এসি এবং ডিসি সার্কিট এর পার্থক্য গুলি লেখ।

২। এসি সার্কিট এর সুবিধা ও অসুবিধা লেখ।

৩। এসি সার্কিটের সুবিধা কি কি?

৪। পোল আরপিএম এবং ফ্রিকুয়েন্সির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো

রচনামূলক প্রশ্নঃ

১। এসি সার্কিটের সংজ্ঞা কি? ডিসি সার্কিট এর সাথে এসি সার্কিটের পার্থক্য বর্ণনা করো।

২। এসি সার্কিট এর সুবিধা ও অসুবিধা গুলো কি কি?

৩। যথাযথ চিত্রসহ এসি ভোল্টেজ উৎপাদন বর্ণনা করো।

৪। সাইন ওয়েভের গঠন প্রণালী চিত্রসহ বর্ণনা করো।

৫। চিত্রসহ প্রমাণ করো যে,  i=Imax Sinwt.

অধ্যায় -৭ পরিবর্তনশীল রাশি এবং কার্যকরী মান(AC Circuit Quantities and ram Values)

 উদাহরণ-১

একটি এসি ভোল্টেজ এর ওয়েবের সমীকরণ e=325.318sin377t হলে ভোল্টেজ এর (ক) কার্যকরী মান  (খ) গড়মাল (গ) টাইম পিরিয়ড (ঘ)2ms এ তাৎক্ষণিক মান নির্ণয় করো.

উদাহরণ -2

e=92sin (200rt-350)Volt উল্লিখিত সাইন ওয়েভের  গড় মান ,কার্যকরী মান ও ফ্রিকুয়েন্সি নির্ণয় করো।

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১।  অল্টারনেটিং ভোল্টেজ কারেন্ট এর তাৎক্ষণিক মান বলতে কি বুঝায়?

২। কারেন্টের কার্যকরী মানের সাথে কারেন্টের সর্বোচ্চ মানের সম্পর্ক কি?

৩। পিক বা ক্রেস্ট ফ্যাক্টর কাকে বলে এর মান কত?

আরও পড়ুনঃ ফিজিক্স-১ (২২ প্রবিধান) সাজেশন

৪।  ফরম ফ্যাক্টর কাকে বলে?

৫। স্কিন ইফেক্ট বলতে কি বুঝায়?

৬।  ওহমিক রেজিস্টেন্স  বলতে কি বুঝায়?

৭। এসির কার্যকরী মান এর সংজ্ঞা দাও।

৮। কার্যকরী রেজিস্ট্যান্স কি?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। গড় মান ও সর্বোচ্চ মানের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

২। অল্টারনেটিং কারেন্ট এর সর্বোচ্চ মান এবং কার্যকরী মানের সম্পর্ক নির্ণয় করো।

৩। ওহমিক ইফেক্টিভ রেজিস্ট্যান্স এর মধ্যে তুলনামূলক পার্থক্য লেখ।

 রচনামূলক প্রশ্নঃ

১। অল্টারনেটিং ভোল্টেজ এর সর্বোচ্চ মান ও কার্যকরী মানের সম্পর্ক নির্ণয় করো।

অধ্যায়-৮  ভেক্টর এবং ভেক্টর রাশি(Vectors and Vector Quantities)

 উদাহরণ-১

50<50 ° ভেক্টরটিকে রেক্টাঙ্গুলার ফরমে প্রকাশ করো।

উদাহরণ-২

25- j 15 ভেক্টরটিকে পোলার ফরমে প্রকাশ করো.

 উদাহরণ-৩

A=30<75 ° B=25+j 25 হলে (A-B) এর মান পোলার ভেক্টর এ প্রকাশ করো।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

১। ভেক্টর রাশি কাকে বলে?

২। নির্দেশ বা রেফারেন্স অ্যাক্সিস কাকে বলে?

৩। ইন ফেস বলতে কি বুঝায়?

৪। মডুলাস কি?

৫। আরর্গুমেন্ট কি?

৬। রেকক্টাঙ্গুলার  ভেক্টর কাকে বলে?

৭। (3+j4) ভেক্টরতিকে  সূত্রের সাহায্যে পোলার ফরমে প্রকাশ করো।

৮। j অপারেটর কি?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। রেক্টাঙ্গুলার এবং পোলার ফরমের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

রচনামূলক প্রশ্নঃ

১।  অল্টারনেটিং ভোল্টেজ  কারেন্টকে সাইন ওয়েভ এবং ভেক্টর চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো,  যথা- (ক)শুধুমাত্র রেজিস্ট্যান্স দ্বারা গঠিত সার্কিট  (খ) শুধুমাত্র  ইন্ডাকক্টান্স দ্বারা গঠিত সার্কিটে (গ) শুধুমাত্র   ক্যাপাসিট্যান্স দ্বারা গঠিত সার্কিটে।

অধ্যায়-৯ এসি সার্কিট এর উপাদান সমূহ (Components of AC Circuit)

উদাহরণ-১

0.04 হেনরি ইন্ডাকক্টান্স বিশিষ্ট একটি কয়েল 50 সাইকেলের একটি উৎসের সাথে সংযুক্ত করা হলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় কোয়েলের সরবরাহ ভোল্ট কত?

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। একটি বিশুদ্ধ ইন্ডাকক্টিভ সার্কিটের কারেন্ট ভোল্টেজ ওয়েব চিত্র অঙ্কন করো।

২। একটি বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট এর ভেক্টর চিত্র অঙ্কন করো।

৩। বিশুদ্ধ ইন্ডাকক্টিভ সার্কিটের কারেন্ট ও ভোল্টেজ এর সমীকরণ লেখ।

৪। একটি বিশুদ্ধ রেজিস্ট্রিভ সার্কিটের কারেন্ট ও ভোল্টেজ ওয়েব অঙ্কিত চিত্র অঙ্কন করো।

৫। একটি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট এবং ভেক্টর চিত্র অঙ্কন করো।

৬। একটি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের কারেন্ট ও ভোল্টেজ ওয়েব চিত্র অঙ্কন করো

৭। একটি বিশুদ্ধ ইন্ডাক্টিভ সার্কিটে ভোল্টেজ ও কারেন্টের মধ্যে ফেজ কোনের পার্থক্য কত?

 ৮। ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সর সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। একটি বিশুদ্ধ ইন্ডাকট্যান্স পাওয়ার অপচয় শূন্য হয় কেন?

২। একটি বিশুদ্ধ ক্যাপাসিটর পাওয়ার অপচয় শূন্য হয় কেন?

৩। দেখাও যে, বিশুদ্ধ ক্যাপাসিটিভ ক্যাপাসিটিভ সার্কিটের কারেন্ট ,ভোল্টেজ থেকে 90 ° অগ্রগামী।

অধ্যায়-১০ RL ও RC সিরিজ সার্কিট (RL&RC Series Circuit)

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। এসি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র অঙ্কনের সময় কাকে রেফারেন্স অ্যাক্সিস ধরা হয় এবং কেন?

২। ইম্পিড্যান্স  ত্রিভুজ কি?

৩। RC সিরিজ সার্কিটেতে ইম্পিড্যান্স সূত্র লেখ।

৪।  RC সার্কিটের  ইম্পিড্যান্স ত্রিভুজ অঙ্কন করো

৫। RL সিরিজ সার্কিটের  ইম্পিড্যান্স ত্রিভুজ অঙ্কন করো।

 সংক্ষিপ্ত প্রশ্ন:

১। RL সিরিজ সার্কিটের সার্কিট ডায়াগ্রাম ও ভেক্টর চিত্র অঙ্কন করো.

রচনামূলক প্রশ্ন:

১। একটি RC সিরিজ সার্কিটেতে ইম্পিড্যান্স কিভাবে নির্ণয় করা হয় ভেক্টর চিত্রসহ বর্ণনা করো।

অধ্যায়-১১   এসি সিরিজ সার্কিট (রেজিস্ট্যান্স ইন্ডাক্টান্স ও ক্যাপাসিট্যান্স সংবলিত) AC Series Circuit (Containing resistance, inductance & capacitance)

উদাহরণ-১

একটি RLC সিরিজ সার্কিট রেজিস্টেন্স ,ইন্ডাক্টান্স ও ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স এর মানে মান যথাক্রমে 50 , 0.1H ও100uF . 230V, 50C/S সরবরাহে সার্কিটের  (হ্যাঁক) কারেন্ট পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ ড্রপ নির্ণয় করো।

উদাহরণ-২

12 রেজিস্ট্যান্স  এবং 0.22H বিশিষ্ট একটি কয়েলের সাথে50 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর  সিরিজে সংযোগ করে 23V,50Hz  সরবরাহ সংযোগ দেয়া হলো নির্ণয় করো: (ক) মোট ইম্পিড্যান্স (খ) মোট কারেন্ট (গ) পাওয়ার ফ্যাক্টর।

উদাহরণ:৩

২৫ রেজিস্ট্যান্স ০.25h ইন্ডাকট্যান্স এবং 47uF ক্যাপাসিটান্সের একটি সিরিজ সার্কিট সার্কিটে 2230volt 50c/s উৎসাহের সাথে সংযুক্ত করা হলে সার্কিটের পাওয়ার নির্ণয় করো  

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। RLC  সার্কিটের ইম্পিড্যান্সের সূত্র লেখ। 

২। একটি RLC সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অংকন কর।

সংক্ষিপ্ত প্রশ্ন:

1. একটিRLC সিরিজ সার্কিটের ভেক্টর  ডায়াগ্রাম অংকন করো যখনXL >X c হয় এবং এর ওয়েব ডায়াগ্রাম অংকন করো।

আরও পড়ুনঃ সীমা - ম্যাথমেটিক্স-২

2. একটি RLC সিরিজ সার্কিটের ইম্পিড্যান্স ত্রিভুজ অঙ্কন করে অঙ্কন পদ্ধতি সংক্ষিপ্ত বর্ণনা দাও.

3.RLC সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম আঁক যেখানে Xc >XL এবং কারেন্ট, ভোল্টেজ ও ইম্পিড্যান্স এর মাঝে সম্পর্ক দেখাও

4. একটি বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ভোল্টেজ ও কারেন্ট এর ডায়াগ্রাম অংকন করো।

অধ্যায়-১২ এসি সার্কিটের পাওয়ার ও পাওয়ার ফ্যাক্টর(Power &Power Factor in AC Circuit)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:
১। পাওয়ার ফ্যাক্টর কি?
২। প্রকৃত পাওয়ার কি এর প্রতীক ও একক কি?
৩। আপাত বা অ্যাপারেন্ট পাওয়ার কি? এর প্রতীক ও একক কি?
৪।  রিয়াকটিভ পাওয়ার কি? এর প্রতীক ও একক কি?
৫। অ্যাডমিট্যান্স ত্রিভুজ কি?
৬। অ্যাডমিট্যান্স এর উপাদান কয়টি ও কি কি?
৭।  সাসসেপ ট্যান্স এর সংজ্ঞা দাও।
৮। এসি পাওয়ার কত প্রকার ও কি কি?
রচনামূলক প্রশ্নঃ
১। পাওয়ার পাওয়ার ফ্যাক্টর, অ্যাকটিভ পাওয়ার ও রিয়াকটিভ পাওয়ার কাকে বলে?
২। দেখাও যে বিশুদ্ধ রেজিস্ট্রিভ সার্কিটের পাওয়ার, P=VI
3. দেখাও যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার  অপচয় শূন্য।
৪। দেখাও যে একটি বিশুদ্ধ ক্যাপাসিটিভ পাওয়ার  অপচয় শূন্য।

অধ্যায়-১৩ RL সিরিজ  সার্কিট এর পাওয়ার ও পাওয়ার ফ্যাক্টর (Power &Power Factor RL Series Circuit)

উদাহরণ-1

একটি এসি সার্কিটের 230<10° V সরবরাহে(5-j3)A কারেন্ট প্রবাহিত হলে সার্কিটের (ক) ইম্পিড্যান্স (খ) পাওয়ার ফ্যাক্টর ,(গ)পাওয়ার গুলো নির্ণয় করো.

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। লেগিংপাওয়ার ফ্যাক্টর কি?

২। পাওয়ার ত্রিভুজ অঙ্কন করে বিভিন্ন উপাদান গুলো দেখাও।

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। একটি বিশুদ্ধ ইন্ডাক্টিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য হয় কেন?

২। পাওয়ার ফ্যাক্টরের ওপর  রোধ  ও রিয়্যাকট্যান্স এর প্রভাব কি?

রচনামূলক প্রশ্নঃ

১। RLসিরিজ সার্কিটের পাওয়ার ত্রিভুজের উপাদানগুলো অংকন পূর্বক চিহ্নিতকরণ।

অধ্যায়-14 RC সিরিজ সার্কিট এর পাওয়ার ও পাওয়ার ফ্যাক্টর (Power &Power Factor RC Series Circuit)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

১।(4-j3) ইম্পিড্যান্স বিশিষ্ট একটি সার্কিটের সাসসেপট্যান্স কত?

২। একক সহ অ্যাডমিট্যান্স এর সংজ্ঞা লেখ।

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। একটি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য হয় কেন?

অধ্যায়-15 RLC সিরিজ সার্কিট এর পাওয়ার ও পাওয়ার ফ্যাক্টর (Power &Power Factor RLC Series Circuit)

উদাহরণ-1

20 রোধ এবং0.08 হেনরি ইন্ডাকট্যান্স বিশিষ্ট একটি চোক কোয়েল ১০০uf ক্যাপাসিট্যান্স বিশিষ্ট একটি কনডেনসার এর সাথে সিরিজে সংযুক্ত করে230V,50Hz সরবারাহ এর সাথে সংযোগ করা হলো। নির্ণয় করো ঃ  (ক) সার্কিটের পাওয়ার ফ্যাক্টর (খ) সার্কিটের পাওয়ার।

উদাহরণ-২

45 এর একটি রেজিস্ট্যান্স 50uF  80mH এর একটি ক্যাপাসিটর ও এর একটি ইন্ডাক্টর কে220 সিরিজে সংযোগ করে220V,50 c/s উৎসের সাথে আড়াআড়ি সংযোগ করলে নির্ণয় করো ঃ (ক)সার্কিটের পাওয়ার (খ) পাওয়ার ফ্যাক্টর।

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। RLC সিরিজ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কখন একক হয়?

২। লেগিং ও লিডিং পাওয়ার ফ্যাক্টর বলতে কি বুঝায়?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। পাওয়ার ফ্যাক্টর এর প্রকারভেদ ভেক্টর চিত্রের মাধ্যমে দেখাও।

রচনামূলক প্রশ্নঃ

১।RLC সিরিজ সার্কিট এর ক্ষেত্রে প্রমাণ করো, P=VI cosθ.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url