সোস্যাল সাইন্স (কোড: ২৫৮১১) এর সাজেশন


অর্ডিনারি কোচিং সেন্টার
সোস্যাল সাইন্স (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড: 25811

অনুশীলনী-১: সামাজিক বিজ্ঞানের প্রাথমিক ধারণা

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সামাজিক বিজ্ঞান কী?
২। সমাজ কী?
৩। সমাজের গুরুত্ব সম্পর্কে দার্শনিক এরিস্টটলের উক্তিটি কী?
৪। জাতীয়তা বলতে কী বুঝায়?
৫। সম্পদ কাকে বলে?
৬। সম্পদের বৈশিষ্ট্যগুলো কী কী, লেখ।
৭। পণ্য বলতে কী বুঝায়?
৮। পণ্য কত প্রকার? বিভিন্ন প্রকার পণ্যের নাম লেখ।
৯। উৎপাদক পণ্য কাকে বলে?
১০। সঞ্চয় বলতে কী বুঝায়?
১১। বিনিয়োগ কী?
১২। বিনিয়োগ ব্যয় বলতে কী বুঝায়?
১৩। ভোগ বলতে কী বুঝায়?
১৪। সংবিধান কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। পৌরবিজ্ঞান ও ধনবিজ্ঞানের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা কর।
২। পৌরবিজ্ঞান ও নীতিশাস্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩। পোরবিজ্ঞানের সঙ্গে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নির্ণয় কর।
৪। পৌরনীতির সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক কী?
৫। সমাজিকীকরণ বলতে কী বুঝায়?
৬। পণ্য বা দ্রব্যের সংজ্ঞা দাও।
৭। সম্পদের সংজ্ঞা দাও।
৮। সঞ্চয়ের সংজ্ঞা দাও ।
৯। অবাধ পণ্য কাকে বলে? অবাধ পণ্য কীভাবে অর্থনৈতিক পণ্যে পরিণত হয়?
১০। মূল্য ও দামের মধ্যে পার্থক্য দাও।
১১। সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক আলোচনা কর।
রচনামূলক প্রশ্নঃ
১। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সামাজিক বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ কর।
২। সমাজ জীবনের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।

অনুশীলনী-২: সমাজ এবং নাগরিকত্ব

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। নৈতিক অধিকার কাকে বলে?
২। সামাজিক অধিকার কাকে বলে?
৩। রাজনৈতিক অধিকার কাকে বলে?
৪। সুনাগরিক কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সংক্ষেপে সুনাগরিকের গুণাবলি বর্ণনা কর।
২। অধিকার কাকে বলে?
রচনামূলক প্রশ্নঃ
১। নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক অধিকারসমূহ আলোচনা কর।
২। নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার গুলো আলোচনা কর।

অনুশীলনী-৩ :রাষ্ট্র, সরকার,আইন এবং সুশাসন

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। রাষ্ট্র কাকে বলে?
২। সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা কী?
৩। প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটল প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞাটি লেখ।
৪। প্রজাতন্ত্র কী?
৫। সংসদীয় সরকার বা মন্ত্রীপরিষদ সরকার কী?
৬। আইন কী?
৭। স্বাধীনতা কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে?
২। সরকার কাকে বলে?
৩। রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য লেখ।
৪। শাসন বিভাগ কাকে বলে? শাসন বিভাগের কয়েকটি কাজের নাম লেখ।
৫। বিচার বিভাগের স্বধীনতা কাকে বলে? বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন কী?
৬। সরকারের আধুনিক শ্রেণিবিভাগগুলো কী কী ?
৭। গণতন্ত্রের সুবিধাসমূহ বা গুণাবলি কী কী?
৮। আইন ও প্রথার মধ্যে পার্থক্য কী?
৯। গণতন্ত্রের ত্রুটিসমূহ লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের উপাদানসমূহ আলোচনা কর।
২। রাষ্ট্রের কার্যাবলি আলোচনা কর।
৩। আইনের উৎসসমূহ আলোচনা কর।
৪। সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকারের ভূমিকা আলোচনা কর।

অনুশীলনী-৪:সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক পরিবর্তন

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সামাজিকীকরণ কাকে বলে?
২। সামাজিক নিয়ন্ত্রণ কয় প্রকার? কী কী?
৩। সামাজিক পরিবর্তনের তিনটি কারণ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সামাজিক প্রতিষ্ঠানের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
২। সামাজিক পরিবর্তনের শিক্ষার প্রভাব লেখ।
৩। সামাজিক নিয়ন্ত্রণের দুইটি বাহনের নাম লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। বাংলাদেশের সমসাময়িক পরিবর্তন নিজের ভাষায় লিখ।

অনুশীলনী-৫: চাহিদা, যোগান, উপযোগ এবং জাতীয় আয়

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। উপযোগ বলতে কী বুঝায়?
২। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া কয়টি ও কী কী ?
৩। চাহিদার স্থিতিস্থাপতা বলতে কী বুঝায় ?
৪। চাহিদার বৈশিষ্ট্য কয়টি ও কী কী ?
৫। অর্থনীতিতে চাহিদা কাকে বলে ?
৬। জাতীয় আয় কী?
৭। GDP কী ?
৮। GNP GDP কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। উপযোগ বলতে কী বুঝায়?
২। উপযোগ সৃষ্টির প্রক্রিয়াগুলো সংক্ষেপে আলোচনা কর।
৩। চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী এবং যোগান রেখা উর্ধ্বগামী হয় কেন?
৪। জাতীয় আয়ের সংজ্ঞা দাও ।
৫। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নঃ
১। একটি কাল্পনিক চাহিদা সূচি হতে চাহিদা রেখা অঙ্কন কর।
২। একজন বিক্রেতার একটি কাল্পনিক যোগান সূচি হতে একটি যোগান রেখা অঙ্কন কর।

অনুশীলনী-৬ :বাংলাদেশের অর্থনৈতিক ও টেকসই উন্নয়ন

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রধান বিষয় বা খাত-গুলো কী কী?
২। গ্রামীণ অর্থনীতি কাকে বলে ?
৩। CNG- এর পূর্ণরূপ কী?
৪। গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য কী ?
৫। গ্রামীণ অর্থনীতির প্রধান খাতগুলো কী কী?
৬। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদসমূহ কী কী?
৭। প্রাকৃতিক সম্পদ কী?
৮। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কয়টি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বাংলাদেশ অর্থনীতির কর্মসূচি কী? গ্রামীণ অর্থনীতি কর্মসূচির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২। গ্রামীণ অর্থনীতির সমস্যাগুলো সংক্ষেপে আলোচনা কর।
৩। বাংলাদেশের খনিজ সম্পদেরতালিকা প্রস্তত কর।
৪। শিল্পপ্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভূমিকা কী?
রচনামূলক প্রশ্নঃ
১। গ্রামীণ অর্থনীতি কাকে বলে? গ্রামীণ অর্থনীতির প্রধান প্রধান সমস্যাগুলো কী কী ? আলোচনা কর।
২। অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বন সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
৩। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা ব্যাখ্যা কর ।

অধ্যায়-৭: ভারত বিভক্তি এবং পরবর্তী রজনৈতিক ঘটনা এবং স্বধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ২১ ফেব্রুয়ারির প্রত্যক্ষ ফল কী?
২। কোন সাল হতে একুশে ফেব্রুয়ারি 'বিশ্ব মাতৃভাষা দিবস' পালন করা হচ্ছে এবং বিশ্বের কতটি রাষ্ট্র তা পালন করে?
৩। আগরতলা ষড়যন্ত্র মামলা কোন সালে হয় ? আগরতলা ষড়যন্ত্র মামলার কোন আসামিকে ধৃত অবস্থায় গুলি করে মারা হয় ?
৪। ঐতিহাসিক ছয় দফা দাবী কে , কোন সালে পেশ করেন?
৫। কোথায় এবং কবে বাংলাদেশের অস্থায়ী সরকার প্রথম শপথ নেয়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ভাষা আন্দোলনে পটভূমি বর্ণনা কর।
২। ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা কর।
৩। ছয় দফার ভিত্তি ও গুরুত্ব ০বর্ণনা কর।
৪। 'আগরতলা মামলা' তুলে নিতে সরকার বাধ্য হলো কেন?
৫। শেখ মুজিবর রহমানকে "বঙ্গবন্ধু" উপাধিতে কারা ভূষিত করেছিল এবং কেন?
৬। "বুদ্ধিজীবী হত্যা" কারা এবং কেন করেছিল?
৭। ছয় দফা কী কী ?
৮। উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী কী?
৯। বাংলাদেশ সংবিধানের সংক্ষিপ্ত পটভূমি লেখ।
১০। মানবাধিকার কাকে বলে?
১১। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
২। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

অনুশীলনী-৮ :বঙ্গবন্ধু এবং বাংলাদেশ

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। শেখ মুজিবুর রহমান কত সালে জন্ম গ্রহণ করেন?
২। অপারেশন সার্চ লাইট কী?
৩। 'পোড়ামাটি নীতি' কী?
৪। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণকে জাতিসংঘের কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬-দফা আন্দোলন সম্পর্কে লেখ।
২। মুজিবের জীবনে রাজনৈতিক প্রভাব সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
৩। 'আগরতলা ষড়যন্ত্র' মামলা বলতে কী বুঝায়?
৪। সংক্ষেপে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নঃ
১। স্বাধীন বাংলাদেশ অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান উল্লেখ কর।

অনুশীলনী-৯: বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতা এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বক গোষ্ঠী

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সংস্কৃতি কাকে বলে?
২। আদিবাসীর সংজ্ঞা দাও।
৩। "শালবন বিহার" কোন প্রত্নতাত্তিক নিদর্শন?
৪। সোমপুর বিহারের পরিচয় দাও।
৫। ময়নামতি কোথায় এবং কী জন্য বিখ্যাত ?
৬। বাঙালি জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
৭। আদি অস্ট্রেলীয়দের গায়ের রং ও আকৃতি কেমন ছিল?
৮। সাংস্কৃতিক ব্যবধান কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। গারো সমাজের পরিবার ও বিবাহ ব্যবস্থা আলোচনা কর।
২। পাহাড়পুর কথায় এবং কী জন্য বিখ্যাত ?
৩। উপজাতি কাকে বলে? জুমচাষ কী?
রচনামূলক প্রশ্নঃ
১। সংস্কৃতি ও সভ্যতা বলতে কী বুঝায়? আলোচনা কর।
২। বাংলাদেশের সংস্কৃতিতে গারো সমাজ ও তাদের সাংস্কৃতিক অবদান আলোচনা কর।
৩। বাংলাদেশের প্রাচীন সভ্যতায় ময়নামতি ও পাহাড়পুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
৪। ময়নামতিতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সংক্ষেপে আলোচনা কর ।

অনুশীলনী-১০: জাতিসংঘ এবং বিশ্বশান্তি

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। জাতিসংঘ কী?
২। ভেটো কী? কে ক্ষন এটা প্রয়োগ করে ?
৩। নিরাপত্তা পরিষদে সর্বমোট সদস্য সংখ্যা কত?
৪। ইউনেস্কো (UNESCO) কী?
৫। ইউনিসেফ (UNICEF) বা আন্তর্জাতিক শিশু তাহবিল কী?
৬। খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ওআইসি (OIC)-এর শাখাগুলো কী কী ?
২। WHO কী? WHO সম্পর্কে সংক্ষেপে লেখ।
৩। FAO-এর লক্ষ্য ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৪। জাতিসংঘ কী কী পরিষদ নিয়ে গঠিত উল্লেখ কর।
৫। Abbreviation লেখ অথবা জাতিসংঘের সহযোগী সংস্থার নাম উল্লেখ করঃ NATO, ILO, FAO, UNESCO, UNICEF, WHO, IBRD, ASEAN, EEC, IMF, OIC, SAARC, UNO.
৬। নিরাপত্তা পরিষদ কী কী কাজ করে ?
৭। সার্ক (SAARC) কী? এর উদ্দেশ্য লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা বর্ণনা কর।
২। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যাবলি সংক্ষেপে লেখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url