বাংলা-১ (bangla-1) এর সাজেশন




অর্ডিনারি কোচিং সেন্টার
বিষয়ঃ বাংলা -০১ (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোড : ২৫৭১১

অধ্যায় -১ঃ বঙ্গভাষা

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। পরের ধন লাভের আশায় কে পরদেশ ভ্রমণ করেছে এবং তার ফল কী হয়েছিল?
২। কবিকে স্বপ্নে কুললক্ষ্মী কী উপদেশ দিয়েছিল?
৩। 'বঙ্গভাষা' কবিতাটি কোন ধরনের রচনা ?
৪। 'বঙ্গভাষা' কবিতায় 'পরধন' বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন?
৫। মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য কোনটি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বঙ্গভাষা কবিতাটি কি সনেট? সংক্ষেপে লেখ।
২। "হে বঙ্গভান্ডারে তব বিবিধ রতন,"- এই পঙক্তি দিয়ে কবি কী বুঝাতে চেয়েছেন?
৩। বঙ্গভাষা কবিতায় কবির আক্ষেপ কীভাবে প্রকাশ পেয়েছে?
৪। " পাইলাম কালে মাতৃভাষা -রূপ খনি,পূর্ণ মণিজালে" উক্তিটির অর্থ কী?
রচনামূলক প্রশ্নঃ
১। সনেট কাকে বলে? সনেট হিসেবে 'বঙ্গভাষা' কবিতাটির সার্থকতা আলোচনা কর।
ব্যাখ্যামূলক প্রশ্নঃ
১। ব্যাখ্যা কর ঃ মাতৃভাষা রূপ খনি, পূর্ণ মণিজালে।

অধ্যায়-২ ঃ সোনার তরী

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'সোনার তরী' কবিতাটি কোন ধরনের কবিতা?
২। 'সোনার তরী' কবিতায় কবি 'সোনার ধান' বলতে কী বুঝিয়েছেন?
৩। 'সোনার তরী' কবিতার মাঝি কে?
৪। 'তরুচ্ছায়ামসীমাখা' এ শব্দ দিয়ে কী বুঝানো হয়েছে?
৫। 'সোনার তরী' কবিতায় কৃষক কোথায় পড়ে থাকে?
৬। 'সোনার তরী' কবিতায় 'নৌকা' কীসের প্রতীক?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'সোনার তরী' কবিতায় কৃষকের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছিল?
২। " এখন আমারে লহো করুণা করে।"-কে, কাকে, কেন একথা বলেছেন?
৩। রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে 'সোনার তরী'র সার্থকতার বিচার কর।
রচনামূলক প্রশ্নঃ
১। 'সোনার তরী' কবিতাটির ভাববস্তু গুছিয়ে লেখ।
২। 'সোনার তরী' কবিতায় যে চিত্র আঁকা হয়েছে তা বর্ণনা কর। এ চিত্রের অন্তরালে রবীন্দ্রনাথ কোন গভীর ভাবকে ব্যক্ত করেছেন?
ব্যাখ্যামূলক প্রশ্নঃ
১। ব্যাখ্যা কর ঃ ঠাঁই নাই, ঠাঁই.................................গিয়েছে ভরি।

অধ্যায়-৩ ঃ সাম্যবাদী

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'সাম্য' শব্দটির অর্থ কী?
২। 'সাম্যবাদী' কবিতার রচয়িতা কে?
৩। 'সাম্যবাদী' কবিতার মূল সুর কী?
৪। বিদ্রোহী কবি কে?
৫। কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
৬। কলকাতা বিশ্ববিদ্যালয় নজরুলকে কী পদকে ভূষিত করে?
৭। 'সাম্যবাদী' কবিতায় কবি ঈশ্বরকে খুঁজতে বলেছেন কোথায়?
৮। 'সাম্যবাদী' কবিতায় কোন দিকটি প্রকাশিত হয়েছে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'সাম্যবাদ' বলতে কবি কী বুঝিয়েছেন?
২। 'তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার'- এখানে 'তোমাতে ' বলতে কী বুঝানো হয়েছে ?
৩। মানবতার সুবাতাস দিয়ে কী করা সম্ভব ?
রচনামূলক প্রশ্নঃ
১। 'সাম্যবাদী' কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ।
ব্যাখ্যামূলক প্রশ্নঃ
১। গাহিসাম্যেরগান-...............................................
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু - বৌদ্ধ-মুসলিম-ক্রিশ্চান।

অধ্যায় -৪ আঠারো বছর বয়স

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কবি সুকান্ত ভট্টাচার্য 'আকাল' নামের কাব্যগ্রন্থটি কাদের পক্ষে সম্পাদনা করেন?
২। 'মিঠেকড়া' রচনাটি কার সৃষ্টি?
৩। কবি সুকান্ত ভট্টাচার্যের রচিত ৪টি কাব্যগ্রন্থের নাম লেখ।
৪। কে আঠারোর জয়ধ্বনি শুনেছেন?
৫। যৌবন বয়সের কোন সময়ে দেহ কেঁপে ওঠে?
৬। 'আঠারো বছর বয়স' কবিতায় প্রথম উক্তির মধ্য দিয়ে কোন বয়সের দুঃসহ জীবনের কথা বলা হয়েছে?
৭। 'আঠারো বছর বয়স' কবিতাটি কোন ছন্দে রচিত?
৮। আঠারো বছর বয়সের ধর্ম কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি" -এখানে 'স্পর্ধায়' দ্বারা কী বুঝানো হয়েছে , লেখ।
২। 'পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা' বলতে কী বুঝানো হয়েছে ?
৩। " এদেশের বুকে আঠারো আসুক নেমে"- ব্যাখ্যা কর ।
৪। 'আঠারো বছর বয়স কী দুঃসহ'-কেন?
৫। 'এ বয়স তবু নতুন কিছু তো করে।"-বলতে কবি কী বুঝিয়েছেন?
রচনামূলক প্রশ্নঃ
১। 'আঠারো বছর বয়স' কবিতার সারমর্ম নিজের ভাষায় লেখ।

অধ্যায়-৫ ঃ স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। করুণ কেরানি কে?
২। 'শ্রেষ্ঠ বিকেলের গল্প' মানে কোন বিকেলের গল্প?
৩। লক্ষ বিদ্রোহী শ্রোতা কেন বসে আছে?
৪। কবি কাদের আগামী দিনের কবি বলেছেন?
৫। কোন বাঙালি নেতা ইতিহাসের বরপুত্র হিসেবে সম্মানিত?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কখন আসবে কবি? কে কবি এবং কেন আসবে?
২। কবিতায় শ্রোতাদের বিদ্রোহী বলা হয়েছে কেন?
৩। 'মার্চের বিরুদ্ধে মার্চ' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
রচনামূলক প্রশ্নঃ
১। 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার মূল বক্তব্য লেখ।
ব্যাখ্যামূলক প্রশ্নঃ
১। ব্যাখ্যা কর ঃ অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন-
তখন পলকে দারুন ঝলকে তরীতে উঠিল জল
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার

অধ্যায়-৬ ঃ অপরিচিতা

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহন করেন?
২। অনুপমের বাবা প্রচুর টাকা রোজগার করত কী করে?
৩। চুল কাঁচা, গোঁফে পাক ধরেছে কার?
৪। "মন্দ নয় হে ! খাঁটি সোনা বটে" উক্তিটি কার?
৫। 'অপরিচিতা' গল্পে ট্রেনে কার সাথে দেখা হয়েছিল?
৬। বিয়ে উপলক্ষে কোন পক্ষকে কলকাতায় আসতে হয়েছিল?
৭। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কী?
৮। 'গজানন' শব্দের অর্থ কী?
৯। 'প্রদোষ' শব্দের অর্থ কী?
১০। বাংলা ছোট গল্পের জনক কে?
১১। অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করেছিলেন কীভাবে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বিয়ের আসর থেকে কে অনুপমকে ফিরিয়ে দিলেন ,কেন? বুঝিয়ে দাও।
২। 'অপরিচিতা' গল্পের মামা অনুপমদের সংসারে গর্বের সামগ্রী কেন?
৩। সুধাকন্ঠধারী মেয়েটির পরিচয় কী?
ব্যাখ্যামূলক প্রশ্নঃ
১। 'আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম'

অধ্যায়-৭ ঃ একুশের গল্প

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'একুশের গল্প' কথা থেকে সংকলিত?
২। তপুর দৈহিক গঠন কেমন ছিল?
৩। তপুকে মিছিলে যেতে কে, কেন বাধা দিয়েছিল?
৪। একুশের গল্পের নায়ক কে?
৫। একুশের গল্পের নামকরনের ভিত্তি কী?
৬। জহির রায়হানের শেষ পরিণতি কী হয়েছিল?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'তপুকে ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোনো দিন। তবু সে ফিরে এসেছে আমাদের মাঝে'- কীভাবে ? ' একুশের গল্পে' এই সূচনার সঙ্গে পরিসমাপ্তির কী সম্পর্ক রয়েছে?
২। কোন ঘটনায় কীভাবে তপু চিরতরে হারিয়ে গিয়েছিল?
৩। রেণু কে? কোন দুঃসহ বেদনায় সে নিথর হয়ে গিয়েছিল?
৪। তপু মারা যাওয়ার পর তার মা স্ত্রীর কী অবস্থা হয়েছিল?
রচনামূলক প্রশ্নঃ
১। 'একুশের গল্পে' সহপাঠীর চোখে তপুর যে চরিত্র-পরিচয় ফুটে উঠেছে তার বিবরণ দাও।
২। ছোটোগল্প কাকে বলে? 'একুশের গল্প' ছোটোগল্প হিসেবে কতটুকু সার্থক বিচার কর ।
৩। 'একুশের গল্প' এর নামকরণের সার্থকতা যাচাই কর।

অধ্যায়-৮ ঃ বিলাসী

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'বিলাসী' গল্পের লেখক কে?
২। "গেল গেল গ্রামটা রসাতলে গেল।" কথাটি কার?
৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- এর প্রথম প্রকাশিত রচনার নাম কী?
৪। " ওরে বাপরে ! আমি একলা থাকতে পারব না।" - উক্তিটি কার?
৫। 'বিলাসী' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
৬। 'বিলাসী' গল্পটির সমাপ্ত হয়েছিল কিভাবে?
৭। 'শাস্ত্রমতে সে নিশ্চয় নরকে গিয়েছে।' - এখানে এখানে কার কথা বলা হয়েছে ?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম'- বুঝিয়ে লেখ।
২। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়কে অন্নপাপের জন্য দায়ী করা হয়েছে কেন?
৩। মৃত্যুঞ্জয়ের খুড়া কেমন প্রকৃতির লোক ছিল?
৪। 'বিলাসী' গল্পে কে, কাকে এবং কেন অন্নপাপের জন্যদায়ী করেছে?
৫। "বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে, জানো?"- কে, কখন, কেন এ উক্তিটি করেছিল?
৬। "বাবুরা, আমাকে একটিবার ছেরে দাও। আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি।" - কে, কেন এ উক্তিটি করেছিল?
৭। "সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম" - কে, কখন কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন?
৮। "তুমি না আগলালে সে রাত্তিরে আমাকে তারা মেরেই ফেলত । আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে ।" - কে, কখন কোন প্রসঙ্গে এই কথাটি বলেছিল?
রচনামূলক প্রশ্নঃ
১। 'বিলাসী' গল্পে বিলাসীর যে চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তা গুছিয়ে লেখ ।
২। ছোট গল্পের বৈশিষ্ট্যের আলোকে 'বিলাসী' গল্পের সার্থকতা বিচার কর।
৩। "বিলাসী" গল্পের মৃত্যুঞ্জয় ও বিলাসীর করুণ পরিণতির জন্যে তৎকালীন সমাজব্যবস্থা এবং স্বার্থলোভী মানুষ দায়ী।" -আলোচনা কর।

অধ্যায়-৯ ঃ জাগো গো ভগিনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'জাগো গো ভগিনী' প্রবন্ধের লেখকের মতে, শিক্ষার অর্থ কোনটির অন্ধ অনুকরণ নয়?
২। 'নীহার' অর্থ কী?
৩। 'নীলকান্তমণি'-অর্থ কী?
৪। 'জাগো গো ভগিনী' প্রবন্ধের মূল লক্ষ্য কী?
৫। "পাস করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলি না।"- উক্তিটির অর্থ কী?
৬। 'স্ত্রীশিক্ষাকে নমস্কার-' কথাটির মধ্য দিয়ে কী বুঝানো হয়েছে ?
৭। 'নারীর অন্তর, বাহির, মস্তিস্ক, হৃদয় , সবই দাসী হয়ে পড়ার কারণ কী?
৮। 'সম্মার্জনী' অর্থ কী?
৯। কীসের বিরুদ্ধে অধিকাংশ লোকের একটি কুসংস্কার আছে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। স্ত্রীলোকের 'দাসীবৃত্তি' বলতে লেখিকা কী বুঝাতে চেয়েছেন?
২। 'জাগো গো ভগিনী 'প্রবন্ধটির লেখক কে? এ কথা দ্বারা তিনি কী বুঝাতে চেয়েছেন?
রচনামূলক প্রশ্নঃ
১। 'জাগো গো ভগিনী ' প্রবন্ধে এই ভগিনী কারা? লেখিকা কাদের জেগে উঠার আহ্বান জানিয়েছেন?
২। 'জাগো গো ভগিনী ' প্রবন্ধের বক্তব্য নিজের ভাষায় লেখ।

অধ্যায়-১০ ঃ জাদুঘরে কেন যাব

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম কত সালে?
২। রাজশাহীর জাদুঘরের নাম কী?
৩। জাতীয় জাদুঘর কী বহন করে?
৪। কী বিকাশের ফলে জাদুঘর জনসাধারণের জন্য অবারিত হয়?
৫। ব্রিটেনের জাতীয় জাদুঘরের নাম কী ?
৬। 'বঙ্গবন্ধু জাদুঘর' কোথায় অবস্থিত?
৭। পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় এবং কখন স্থাপিত হয়েছিল?
৮। 'ঢাকার বিজ্ঞান জাদুঘর' - এর প্রাতিষ্ঠানিক নাম কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। জাদুঘর কীভাবে গড়ে ওঠে?
২। রুশ বিপ্লব সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নঃ
১। 'জাদুঘরে কেন যাব' প্রবন্ধের মূলভাব নিজের ভাষায় লেখ ।
ব্যাখ্যামূলক প্রশ্নঃ
১। 'তাতে হয়তো তিনি কিছুটা স্বস্তি পেতেন'-লেখক কেন এ কথা বলেছেন?
উপন্যাস

অধ্যায়-১১ ঃ জননী সাহসিনী ১৯৭১

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'জননী সাহসিনী ১৯৭১ উপন্যাসটি কোন পটভূমিতে লেখা?
২। "তাইলে নিজেও মরবা, পোলাটারেও মারবা।"- কথাটি কে কাকে বলেছে?
৩। কোন ঘাস খেলে গরুর দুধ ভালো হয়?
৪। আত্মাঘাতী হতে চায় কে?
৫। "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"- উক্তিটি কার?
৬। "আত্মাহত্যা মহাপাপ"- উক্তি কার?
৭। 'বাচ্চা যদি ফেরত চাও, তাহলে বাচ্চার মাকে পাঠিয়ে দিও ক্যাম্পে'-কে, কাকে এ কথা বলে?
৮। 'মিলিটারি তোমারে পাইলে কি আর জ্যান্ত রাখব?- উক্তিটি কার ?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। নয়ন কে? কে নয়নকে ধরে নিয়ে যায়?
২। তোর আল্লার কিরা লাগে বাপ,অরে লইস না -কে, কাকে, কী উদ্দেশ্যে একথা বলেছে?
৩। রাজাকারদের কথা ভুলে যাওয়ার উচিত মূল্য কীভাবে দিতে হয়েছিল?
রচনামূলক প্রশ্নঃ
১। 'জননী সাহসিনী ১৯৭১' উপন্যাসের মূল বক্তব্য নিজের ভাষায় লেখ।
২। 'জননী সাহসিনী ১৯৭১' উপন্যাসের নামকরণের সার্থকতা বর্ণনা কর।
ব্যাখ্যামূলক প্রশ্নঃ
১। ব্যাখ্যা কর ঃ "সবেধন নীলমণি এই নয়ন।" ...............
২। ব্যাখ্যা কর ঃ "হাশেম আলীর বুকের মধ্যে হাতুড়ি পেটানোর শব্দ হচ্ছে।".....................

অধ্যায়-১২ ঃ মানুষ

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'মানুষ' একাঙ্গিকার রচয়িতা কে? 'মানুষ' কোন ধরনের সাহিত্যকর্ম?
২। 'মানুষ' একাঙ্গিকায় কীসের জয়গান করা হয়েছে? কোন দুই জাতির মধ্যে দাঙ্গা বেধেছে?
৩। কাচের জানালা ভেঙ্গে কে ঘরে প্রবেশ করল?
৪। 'মানুষ' নাটকের মূল উপজীব্য কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 'মানুষ' নাটকে অসুস্থ শিশুকে দেখতে কোনো ডাক্তার আস্তে রাজি হয়নি কেন?
২। 'মানুষ' নাটকে অনুপস্থিত চরিত্রটি কিভাবে নিখোঁজ হয়েছিল?
৩। "আমি তার রক্তক্ষরণের জবাব দিতে কসুর করবো না" - কে, কোথায়, কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে?
৪। 'মানুষ' নাটকে ডাক্তারের ভূমিকা কী?
৫। 'মানুষ' নাটকে আম্মা কীভাবে ডাক্তারকে দাঙ্গাবাজদের হাত থেকে রক্ষা করলেন?
৬। নাটকের সংজ্ঞা দাও।
৭। এই নাটকে অনুপস্থিত চরিত্র মোর্শেদের ভূমিকা কতটুকু?
রচনামূলক প্রশ্নঃ
১। 'মানুষ' নাটকের নামকরণের সার্থকতা বিচার কর।
২। 'মানুষ' নাটকের মূল বক্তব্য কী ? তা এই নাটকের ভিতর দিয়ে কীভাবে প্রকাশিত হয়েছে?
ব্যাখ্যামূলক প্রশ্নঃ
১। ব্যাখ্যা কর ঃ "আমি আশ্রয় দাবি করছি না, প্রার্থনা করছি।"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url