গুণনীয়ক ও গুণিতক কাকে বলে - গুণনীয়ক ও গুণিতক এর পার্থক্য

আমরা গনিত করি কিন্তু গনিতের অনেক কিছুই আছে যা সম্পর্কে আমরা অবগত নই। তাই আজ আমরা গনিতের এক অন্য রকম বিষয় সম্পর্কে জানব তা হল গুণনীয়ক ও গুণিতক। কি এগুলো? তাই জানব আজকের এই পোস্টে। আজ আমাদের পোস্টে গুণনীয়ক ও গুণিতক কাকে বলে, গুণনীয়ক ও গুণিতক এর পার্থক্য, ভগ্নাংশের গুণনীয়ক ও গুণিতক কাকে বলে, গুণনীয়ক বের করার নিয়ম, গুণনীয়ক বের করার সহজ নিয়ম জানব।

চলুন আর দেরি না করে গুণনীয়ক ও গুণিতক কাকে বলে, গুণনীয়ক ও গুণিতক এর পার্থক্য, ভগ্নাংশের গুণনীয়ক ও গুণিতক কাকে বলে, গুণনীয়ক বের করার নিয়ম, গুণনীয়ক বের করার সহজ নিয়ম সম্পর্কে জেনে নেই।

পেজ সূচিপত্রঃ গুণনীয়ক ও গুণিতক কাকে বলে - গুণনীয়ক ও গুণিতক এর পার্থক্য

গুণনীয়ক ও গুণিতক কাকে বলে?

গুণনীয়কঃ যে সংখ্যাকে অন্য যে কোন সংখ্যা দিয়ে ভাগ করলেও কোন ভাগশেষ থাকে না তাকেই ঐ সংখ্যার গুণ্নীয়ক বলে। গুণনীয়ককে আবার উৎপাদক ও বলা হয়। গুণনীয়কের উদাহরণ হল- ৯ এর গুণনীয়ক ১,৩ ও ৯।

গুণিতকঃ একটা সংখ্যাকে অন্য আরেকটা সংখ্যা দিয়ে গুন করার পর যে গুনফল পাওয়া যায় তাকেই ঐ সংখ্যার গুণিতক বলে। উদাহরণ- ১৫*৪=৬০। গুনিতকের আরেকটি নাম হল নামতা।

গুণনীয়ক ও গুণিতক এর পার্থক্য

গুণনীয়ক ও গুনিতক এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

গুণনীয়কঃ-

  • একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক ও উৎপাদকের মধ্যে সবচেয়ে বড়  সংখ্যকে সেই সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে।
  • সাধারণ সংখ্যার গুণ্নীয়কগুলোর থেকে সবচেয়ে বড় সংখ্যাটি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
  • গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করার ২টা পদ্ধতি আছে-
    • (ক) যৌগিক উৎপাদক এর মাধ্যমে বিশ্লেষণ করে,
    • (খ) ভাগ পদ্ধতি ব্যবহার করে।

গুণিতকঃ-

  • দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট যে সংখ্যাটি তাকে সেই সংখ্যার লঘিষ্ঠ সাধারন গুনিতক বলে।
  • লঘিষ্ঠ সাধারণ গুনিতককে সংক্ষেপে ল.সা.গু বলে।
  • লঘষ্ঠ সাধারণ গুনিতককে ২টি পদ্ধতিতে নির্ণয় করা যায়-
    • (ক) প্রত্যেকটি রাশির যৌগিক উৎপাদক বিশ্লেষনের মাধ্যমে।
    • (খ) সাধারন উৎপাদক বিশ্লেষনের মাধ্যমে।

মৌলিক গুণনীয়কের সাহায্য ল. সা. গু নির্ণয়

২০, ১২ এবং ১৬ এর ল. সা. গু নির্ণয় করি। 

  • প্রথমে নিচের চিত্রের মত করে লিখি।
  • সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি এবং ভাগফল গুলোকে সংখ্যা গুলোর নিচে লিখি। চিত্রে যে ভাবে দেওয়া আছে।

  • যদি সব গুলো সংখ্যাকে ভাগ করার মত মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে যে কয়টি সংখ্যা ভাগ করা যাবে তা মৌলিক গুণরীয়ক সংখ্যা দ্বারা ভাগ করি।
  • যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে না সেই সকল সংখ্যাকে নিচে নামিয়ে রাখি।
  • ভাগ যাবে না এমন সকল মৌলিক গুণনীয়ক গুলোকে গুণ করি  ( ২×২×৫×৩×৪)= ২৪০ ।
  • তাহলে ২০, ১২ এবং ১৬ এর ল. সা. ২৪০।

মৌলিক গুণনীয়কের সাহায্য গ. সা. গু নির্ণয়

২০, ১২ এবং ১৬ এর গ. সা. গু নির্ণয় করি। 

  • প্রথমে নিচের চিত্রের মত করে লিখি।
  • সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি এবং ভাগফল গুলোকে সংখ্যা গুলোর নিচে লিখি। চিত্রে যে ভাবে দেওয়া আছে।

  • যদি সব গুলো সংখ্যাকে ভাগ করার মত মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে যে কয়টি সংখ্যা ভাগ করা যাবে তা মৌলিক গুণরীয়ক সংখ্যা দ্বারা ভাগ করি।
  • যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে না সেই সকল সংখ্যাকে নিচে নামিয়ে রাখি। যেমন: ৫,৩,৪ সংখ্যাগুলোকে ১ বাদে কোনো সংখ্যা দ্বারা একসাথে বিভাজ্য নয় ।
  • সাধারণ মৌলিক গুণনীয়ক গুলোকে গুণ করি  ( ২×২)= ৪।
  • তাহলে ২০, ১২ এবং ১৬ এর গ. সা. ৪।

গুণনীয়ক ও গুণিতক কাকে বলে - গুণনীয়ক ও গুণিতক এর পার্থক্য এর শেষ কথা 

উপরক্ত সকল আলোচনা গুণনীয়ক ও গুণিতক কাকে বলে - গুণনীয়ক ও গুণিতক এর পার্থক্য নিয়ে । আমরা যদি গুণরীয়ক এবং গুণিতক সর্ম্পকে ধারণা থাকে তাহলে যে কোনো সংখ্যাকে ভেঙ্গে ভেঙ্গে আসল রুপ প্রদান করা যায়। তাছাড়া গুণনীয়ক ও গুণিতক  এর মাধ্যেমে একত্রে বিভিন্ন সংখ্যা থেকে ল.সাগু ও গ. সা.গু নির্ণয় করতে পারি। আমরা যদি গুণনীয়ক ও গুণিতক কাকে বলে - গুণনীয়ক ও গুণিতক এর পার্থক্য গুলো মনে রাখতে পারি তাহলে যে কোনো একাডেমিক বা চাকরি পরিক্ষায় অনেক প্রশ্নের সমাধান করতে পারব। তাই আমরা গুণনীয়ক ও গুণিতক কাকে বলে - গুণনীয়ক ও গুণিতক এর পার্থক্য গুলো মনে রাখব এবং অপরের মাঝে শেয়ার করে তাদের মনে রাখার ব্যবস্তা করে দিবো । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url