ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (২২ প্রবিধান) এর বুক লিস্ট
এই শিক্ষাক্রমের মেদায় চার (০৪) বছর এবং আট (০৮) টি সেমিষ্টাররে সম্পূর্ণ করা হয়েছে। ১ম - ৭ম সেমিষ্টার স্ব স্ব প্রতিষ্ঠানে পরিচালিত হবে এবং ৮ম পর্বে ইন্ডস্ট্রিয়াল ট্রেনিং সংশিষ্ট শিল্প প্রতিষ্ঠান এবং স্ব স্ব প্রতিষ্ঠানে পরিচালিত হবে। এই শিক্ষাক্রমে মোট ক্রেডিট ১৫০-১৬০ এর মধ্যে নির্ধারিত থাকবে। এই শিক্ষাক্রমে মোট ক্রেডিটের ১০-১৫% সোস্যাল স্কিল, ১৫-১৭% সাইন্স ও ম্যাথ , ১০-১২% রিলেটেড ইঞ্জিনিয়ারিং এবং ৫৮-৬০% কোর ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য নির্ধারিত থাকবে। এই শিক্ষাক্রমে প্রতি পর্বের সময় কাল ১৬ কার্য সপ্তাহ এবং প্রতি কার্য সপ্তাহে ৩০-৪০ পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে।
কোর্স স্ট্রাকচার অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (২২ প্রবিধান)
ডিপার্টমেন্টঃ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
১ম-৮ম সেমিষ্টারের সামারি স্ট্রাকচার
পর্ব ভিত্তিক GPA গুরুত্ব : (প্রতি পর্বের রেজাল্ট কত % ফাইনাল রেজাল্টে যুক্ত হবে তা)
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url