প্রোগ্রামিং এসেনশিয়ালস এর সাজেশন

 

অর্ডিনারি কোচিং সেন্টার
৪র্থ পর্বের সাজেশন
বিষয়ঃ প্রোগ্রামিং এসেনশিয়াল (১৬ প্রবিধান)
বিষয় কোডঃ ৬৬৬৩১

১ম অধ্যায়ঃ প্রোগ্রামিং এর মৌলিক ধারণা

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. প্রোগ্রামিং বলতে কি বুঝায়?
০২. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে উদাহরণসহ লিখ।
০৩. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর প্রকারভেদ লিখ।
০৪. মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে?
০৫.  অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ কাকে বলে?
০৬. হাই লেবেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে?
০৭. কয়েকটি হাই লেবেল ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ দাও।
০৮. অ্যালগোরিদম বলতে কী বোঝায়?
০৯. ফ্লোচার্ট কাকে বলে? 
১০. কম্পাইলার বলতে কি বুঝায়?
১১. অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রাম কি?
১২. বাগ ও ডিবাগিং বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৩. হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৪. পূর্ণনাম লেখঃ BASIC, ForTran, CoBOL, ComAL, POP, ProLog, LISP
১৫. হাই লেভেল ও লো লেভেলের ল্যাংগুয়েজের মধ্যে পার্থক্য লেখ।
১৬. কম্পাইলার ও ইন্টারপ্রিন্টারের মধ্যে পার্থক্য লেখ।
১৭. সি Programming এ ব্যবহৃত Flow chart এর প্রতীক অঙ্কন করে প্রতিটির কাজ সংক্ষেপে বর্ণনা কর।১৮. ৩টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার ফ্লোচার্ট অংকন করো।
১৯. Program planning step গুলোর নাম লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২০. প্রোগ্রাম পরিকল্পনার ধাপ সমূহ বর্ণনা কর।

২য় অধ্যায়ঃপাইথন এর মৌলিক ধারণা

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. পাইথন কি?
০২. পাইথনের মোট ভার্সন কয়টি ও কি কি?
০৩. কীওয়ার্ড বলতে কি বুঝায়?
০৪. মাল্টি লাইন স্টেটমেন্ট কাকে বলে?
০৫. Identifer বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৬. পাইথনকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন?
০৭. পাইথন আইডেন্টিফায়ার তৈরির নিয়মাবলী লেখ?

৩য় অধ্যায়ঃ পাইথন ভেরিয়েবল ও ডাটা টাইপ 

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. ডাটা বলতে কি বুঝায়?
০২. টোকেন কি?
০৩. ভেরিয়েবল কি?
০৪. প্রোগ্রামের ভেরিয়েবলের প্রয়োজনীয়তা কি?
০৫. পাইথনের ডাটা টাইপ কত প্রকার ও কি কি?
০৬. টাপল ও লিস্টের মধ্যে পার্থক্য কি?
০৭. টাইপ কাস্টিং বলতে কি বুঝায়?
০৮. উদাহরণসহ int() ফাংশন এর ব্যবহার উল্লেখ কর।
০৯. float() ফাংশন এর ব্যবহার দেখাও।
১০. str() ফাংশন এর ব্যবহার উল্লেখ কর।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১. পাইথন কোন কোন টাইপের সংখ্যা সাপোর্ট করে উদাহরণসহ লেখ?
১২. ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের একটি প্রোগ্রাম লেখ?
রচনামূলক সমূহঃ
১৩. উদাহরণসহ বিভিন্ন প্রকার ডাটা টাইপ বর্ণনা কর।

৪র্থ অধ্যায় ঃ স্ট্রিং

অতিসংক্ষিপ্ত প্রম্নসমূহঃ
০১. পাইথনে কি কি উপায়ে স্ট্রিং ডিক্লেয়ার করা যায়।
০২. স্ট্রিং আপডেটিং কি?
০৩. যে কোন তিনটি  এস্কেপ ক্যারেক্টার এর ব্যবহার উল্লেখ কর।
০৪. মেম্বারশিপ অপারেটর কয় ধরনের ও কি কি?
০৫. পাইথনে format() ফাংশন ব্যবহার করা হয় কেন?
০৬. len() মেথড এর কাজ কি?
০৭. count() মেথড এর কাজ কি?
০৮. upper() মেথডের এর কাজ কি?
০৯. lower() মেথড এর কাজ কি?
০৯. String- এর সাথে for loop- এর ব্যবহার লিখে দেখাও।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০. String কি? String declaration এর পদ্ধতি লেখ।

৫ম অধ্যায়ঃ পাইথন অপারেটরস

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. উদাহরণসহ অপারেটর ও অপারেন্ড এর সংজ্ঞা দাও।
০২. Arithmetic operator কয় ধরনের ও কি কি?
০৩. বাইনারি অপারেটর বলতে কি বুঝায়?
০৪. রিলেশনাল অপারেটর বলতে কী বোঝায়?
০৫. লজিক্যাল অপারেটর বলতে কী বোঝায়?
০৬. রিলেশনাল এক্সপ্রেশন কাকে বলে?
০৭. লজিক্যাল এক্সপ্রেশন কাকে বলে?
০৮. গাণিতিক এক্সপ্রেশন কাকে বলে?
০৯. অপারেটর প্রেসিডেন্স  বলতে কী বোঝায়?
১০. রিলেশনাল অপারেটর গুলোর নাম লেখ।
১১. পাইথন অপারেটর কত প্রকার ও কি কি?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১২. String কি? String declaration এর পদ্ধতি লেখ।
১৩. লজিক্যাল অপারেটর সমূহের নাম লেখ?
১৪. x=10, y=20, z=30 হলে ((x+y > z) and ((y+z) > x) এর মান কত হবে?
১৫. >>>x, y = 15, 20 >>> x, y = y, x এখানে সর্বশেষ x ও y এর মান কত?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৬. পাইথনের বিভিন্ন প্রকার অপারেটরগুলো বর্ণনা কর।

৬ষ্ঠ অধ্যায়ঃ সিদ্ধান্ত গ্রহণ

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. স্টেটমেন্ট কাকে বলে?
০২. কন্ডিশনাল ও আনকন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট এর উদাহরণ দাও।
০৩. প্রোগ্রাম ফ্লো কন্ট্রোল কাকে বলে?
০৪. if স্টেটমেন্ট এর সিনটেক্স ল...
০৫. if statement এর flowchart অঙ্কন কর।
০৬. if-else স্টেটমেন্টের সাধারণ ফরমেট লেখ।
০৭. if-else statement এর flowchart অঙ্কন কর।
০৮. nested if else স্টেটমেন্টটি লেখ।
০৯. elif statement এর সিনট্যাক্স লেখ।
সংক্ষিপ্ত প্রম্নসমূহঃ
১০. Branching ও Looping বলতে কী বুঝায়?
১১. elif স্টেটমেন্টের ফ্লো-চার্ট অঙ্কন কর।
১২. N একটি সংখ্যা। এটি জোড় না বিজোড়, তা নির্ণয় করার জন্য if-else ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখ।
১৩. প্রোগ্রামে Decision making এর প্রয়োজনীয়তা রয়েছে কেন?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৪. কী-বোর্ড হতে তিনটি সংখ্যা রিড করে ছোট সংখ্যাটি প্রিন্ট করার একটি প্রোগ্রাম লেখ।

৭ম অধ্যায়ঃ লুপিং

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. লুপিং বলতে কী বোঝায়?
০২. লুপিং ব্যবহারের সুবিধা কি?
০৩. দুটি লুপিং স্টেটমেন্টের নাম লেখ?
০৪. for লুপের সিনটেক্স লেখ?
০৫. for লুপের ফ্লোচার্ট উল্লেখ কর?
০৬. range() ফাংশনে কয় ধরনের ও কি কি প্যারামিটার আছে?
০৭. While লুক ব্যবহার করা হয় কেন?
০৮. While লুপের সিনটেক্স লেখ?
০৯. While লুপের ফ্লোচার্ট উল্লেখ কর?
১০. break স্টেটমেন্ট এর কাজ কি?
১১. continue স্টেটমেন্ট এর কাজ কি?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১২. Entry controlled ও Exit controlled স্ট্রাকচার ফ্লোচার্টের মাধ্যমে দেখাও।
১৩. for লুপের সঙ্গে range() ফাংশনের ব্যবহার দেখাও।
১৪. while লুপ ব্যবহার করে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লেখ।
১৫. For ও While লুপের মূল পার্থক্য কী?
১৬. ১+৩+৫+..............+৯৯ সিরিজের যোগফল বের করার Program লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৭. বিভিন্ন প্রকার স্টেটমেন্টর সঙ্গে for লুপ স্টেটমেন্টের ব্যবহার উদাহরণসহ ব্যাখ্যা কর।
১৮. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মাঝে যে-সব সংখ্যা ৭ দিয়ে বিভাজ্য, ঐগুলোর যোগফল বের করার program লেখ।

৮ম অধ্যায়ঃ লিস্ট

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. লিস্ট বলতে কি বুঝায়?
০২. লিস্ট এলিমেন্ট কত প্রকার ও কি কি?
০৩. লিস্ট ও অ্যারের মধ্যে পার্থক্য লেখ।
০৪. নেগেটিভ ইনডেক্সিং বলতে কী বোঝায়?
০৫. লিস্টে নতুন কোন ফাংশন সংযোজনের জন্য কি কি ফাংশন ব্যবহার করা হয়?
০৬. পাইথনের লিস্ট অপারেশন কত প্রকার ও কি কি?
০৭. len() ফাংশন এর কাজ কি?
০৮. sum() ফাংশন এর কাজ কি?
০৯. all() ও any() ফাংশন এর মধ্যে পার্থক্য কি?
১০. count() মেথড এর কাজ কি?
১১. copy() মেথড এর কাজ কি?
১২. extend() মেথড ব্যবহার করা হয় কেন?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৩. ইন্টিজার টাইপ ডাটা ব্যবহার করে লিস্ট তৈরি করে দেখাও।
১৪. পাইথন প্রোগ্রামে বিভিন্ন প্রকার মৌলিক লিস্ট অপারেশনগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫. উদাহরণসহ বিভিন্ন প্রকার ডাটা টাইপ লিস্ট অপারেশন ব্যাখ্যা কর।
১৬. উদাহরণসহ বিভিন্ন প্রকার লিস্ট অপারেশন ব্যাখ্যা কর।

৯ম অধ্যায়ঃ টাপল

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. টাপল কি?
০২. টাপল ও লিস্ট এর মধ্যে পার্থক্য কি?
০৩. টাপল অপারেশন কত প্রকার ও কি কি?
০৪. টাপলে sorted() ফাংশনের কাজ কি?
০৫. টাপলে max() ফাংশনের কাজ কি?
০৬. টাপলে min() ফাংশনের কাজ কি?
০৭. লিস্ট ও সেটের মধ্যে পার্থক্য কী?
০৮. পাইথনে কয় ধরনের ও কী কী সেট অপারেশন আছে?
০৯. সেটে union() মেথডের কাজ কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১০. লিস্টের তুলনায় টাপলের সুবিধাসমূহ কী?
১১. বিভিন্ন প্রকার সেট অপারেশন ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২. টাপলে ব্যবহৃত বিল্ট ইন ফাংশন্সমূহ বর্ণনা কর।
 

১০ম অধ্যায়ঃ ফাংশন

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. ফাংশন বলতে কি বুঝায়?
০২. ফাংশন হেডার কাকে বলে?
০৩. কলিং প্রোগ্রাম ও কলড প্রোগ্রাম বলতে কি বুঝায়?
০৪. Library function ব্যবহারের সুবিধা কী?
০৫. ফাংশন চেনার উপায় কি?
০৬. রিকার্শন ফাংশন বলতে কি বুঝায়?
০৭. লাইব্রেরি ফাংশন কাকে বলে?
০৮. ফাংশন Prototype এর কাজগুলো লেখ।
০৯. পাইথনে তারিখ ও সময় নিয়ে অপারেশন সম্পাদনের জন্য কয়টি  ও কী কী মডিউল আছে?
১০. Local ও Global Variable কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১. ফাংশন ব্যবহারের সুবিধাসমূহ লেখ।
১২. যে-কোনো পাঁচটি লাইব্রেরী ফাংশন ও এদের কাজ উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নঃ
১৩. উদাহরণসহ লোকাল ও গ্লোবাল ভেরিয়েবলের প্রয়োগ দেখাও।
১৪. ফাংশন ব্যবহার করে ত্রিভূজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লেখ।
১৫. ফাংশন ব্যবহার করে ১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের একটি প্রোগ্রাম তৈরি কর।

 ১১তম অধ্যায়ঃ ফাইলের ইনপুট আউটপুট অপারেশন

অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. Print() ফাংশনের ব্যবহার লেখ।
০২. Print() ফাংশন এর সিনট্যাক্স লেখ।
০৩. আউটপুট ফরম্যাটিং বলতে কী বুঝায়?
০৪. পাইথন প্রোগ্রামে কী কী উপায়ে মান ইনপুট নেয়া হয়?
০৫. input() ফাংশনের সিনট্যাক্স লেখ।
০৬. ফাইল কী?
০৭. ফাইল কত প্রকার ও কী কী?
০৮. open() ফাংশনের কাজ কী?
০৯. open() ফাংশনের সিনট্যাক্স লেখ।
১০. close() ফাংশনের কাজ কী?
১১. close() ফাংশনের সিনট্যাক্স লেখ।
১২. Run time error কখন সংঘটিত হয়?
১৩. Type error কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৪. close() ফাংশন ব্যবহারের সুবিধাগুলো উল্লেখ কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৫. একটি ফাইলে ডাটা স্টোর করার প্রোগ্রাম তৈরি কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url