ফিজিক্স-১ (২২ প্রবিধান) এর সাজেশন

অর্ডিনারি কোচিং সেন্টার
ফিজিক্স-১ এর সাজেশন (২২ প্রবিধান)
বিষয় কোড: ২৫৯২২

১ম অধ্যায় ঃ ভৌত জগৎ ও পরিমাপ

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. পরিমাপ কী?
০২. পদার্থবিজ্ঞান কাকে বলে?
০৩. পরিমাপের মৌলিক একক কাকে বলে?
০৪. তিনটি মৌলিক রাশির মান ও ঐ এককগুলোর এস আই একক লেখ।
০৫. মাত্রা সমীকরণ কাকে বলে?
০৭. স্ক্রপিচ বা পিচ কাকে বলে?
০৬. ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
০৮. শূন্য ত্রটি কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৯. পদার্থবিজ্ঞানের ধারণা বলতে কী বুঝ?
১০. পদার্থবিজ্ঞানের তত্ত্ব বলতে কী বুঝ?
১১. মৌলিক একক ও লদ্ধি একক কাকে বলে?
১২. মৌলিক রাশি বলতে কি বুঝয়? সংক্ষেপে আলোচনা কর।
১৩. এককের মাত্রা সমূহ লেখঃ বেগ ত্বরণ,বল,ভরবেগ,ক্ষমতা।

২য় অধ্যায়ঃ ভেক্টর 

 
অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. দিক রাশি বা ভেক্টর রাশি কাকে বলে?
০২. অদিক বা স্কেরার রাশি কাকে বলে?
০৩. বেগের সূত্র লেখ।
০৪. একক ভেক্টর কাকে বলে? কীভাবে একক ভেক্টর পাওয়া যায়?
০৫. ভেক্টর সামান্তরিকের সূত্রটি লেখ।
০৬. দুটি ভেক্টর রাশির লদ্ধির মান কখন সর্বনিম্ন হয়?

সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নঃ
০৭. যদি A=Ax i+ Ay j + Az kএবং B =Bx i + By j + Bz k তবে দেখাও যে, A.B=AxBx+AyBy+AzBz
০৮. দেখাও যে, P = i + 2j + 3k এবং Q = 2i + 4j + 6k হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল।
০৯. দেখাও যে, A = 2i + 4j + 7k এবং B = 3i - 5j + 2k হলে ভেক্টর দুটি পরস্পর সমকোণে অবস্থিত।
১০. দিক রাশি ও অদিক রাশি মধ্যে পাঁচটি পার্থক্য লেখ।
১১. ক্রস এবং ডট গুণন কী ব্যাখ্যা কর।
১২. ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি লেখ এবং লদ্ধির মান ও দিক প্রতিষ্ঠা কর।

৩য় অধ্যায়ঃ গতি ও গতির সমীকরণ

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. গতির সমীকরণ গুলো লেখ।
০২. তাৎক্ষণিক বেগ বলতে কী বুজায়?
০৩. ত্বরণ কাকে বলে?
০৪. মন্দন বলতে কী বুঝয়?
০৫. ত্বরণ একক ও মাত্রা সমীকরণ কী?
০৬. সমবেগ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৭. প্রমান কর যে, v2 = u2 +2fs ( এখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে)।
০৮. প্রমান কর যে, S = ut + ½ at( এখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে)।
০৯. বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য লেখ।
১০. পড়ন্ত বস্তুর সূত্রগুলো লেখ ও ব্যাখ্যা কর।
১১. বেগ ও দ্রুতি বলতে কী বুঝ?
রচনামূলক প্রশ্নঃ
১২. প্রমান কর যে, Sth= u + ½ f(2t-1) ( এখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে)।
১৩. গতি কত প্রকার ও কী কী? উদাহরণসহ বুজিয়ে দাও।

৪র্থ অধ্যায় ঃ বৃত্তাকার গতি

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ                                                                                                                 
০১. বৃত্তাকার গতি কাকে বলে?
০২. প্রাস কা প্রক্ষেপক কী?
০৩. কৌণিক  বেগ কাকে বলে?
০৪. কেন্দ্রমুখি বল কাকে বলে?
০৫. এককসহ র্টাক এর সংজ্ঞা দাও।
০৬. কৌণিক ত্বরণ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৭. কৌণিক ও রৈখিক বেগের মধ্যে পার্থক্য লেখ।
০৮. কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সর্ম্পক দেখাও।
০৯. কেন্দ্রমুখি বল উদাহরণসহ বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নঃ
১০. প্রমান কর যে, কেন্দ্রমুখি বল, F=mv2/r
১১. দেখাও যে, প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। 

৫ম অধ্যায়ঃ বল ও সংঘর্ষ 

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. নিউটন ও ডাইনের মধ্যে সর্ম্পক লেখ।
০২. বলের সংজ্ঞা দাও। 
০৩. ১ নিউটন বলতে ‍ কি বুঝ?
০৪. “১০ নিউটন বল”- এ কথাটির অর্থ কী?
০৫. ভরবেগের নিত্যতার সূত্রটি লেখ।
০৬. নিউটিনের গতি বিষায়ক দ্বিতীয় সূত্রটি লেখ।
০৭. ঘর্ষণ কাকে বলে?
০৮. সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে?
০৯. স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১০. নিউটনের গতির সূত্রগুলো লেখ।
১১. ঘর্ষণের সুবিধা ও অসুবিধাগুরো বর্ণনা কর।
১২. বলের ঘাত বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নঃ
১৩. নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রতিপাদন কর।
১৪. ভরবেগের নিত্যতা সূত্র বর্ণনা কর এবং প্রমান দাও।

৬ষ্ঠ অধ্যায়ঃ অভিকর্ষ ও মহাকর্ষ

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
০২. মুক্তি বেগের সংজ্ঞা দাও।
০৩. অভিকর্ষ বল বলতে কী বুঝায়?
০৪. মহাকর্ষ বল কাকে বলে?
০৫. এস আই পদ্ধতিতে G এর মান কত? 
০৬. মহাকর্ষীয় ধ্রুবকের মান G=6.673×10-11 Nm2kg-2 এই উক্তিটির অর্থ কী?
০৭. মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ কী?
০৮. মহাকর্ষীয়  ধ্রুবকের মান এর মাত্রা সমীকরণ কী?
০৯. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১০. কেপলার এর সূত্রগুলো লেখ।
১১.  নিউটনের মহাকর্ষীয় সূত্রটি কি ব্যাখ্যা কর।
১২. মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে?
১৩. অভিকর্ষয় ত্বরণ কাকে বলে?
১৪. ভর ও ওজনের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১৫. মুক্তিবেগের রাশিমালা বের কর। 

                                  ৭ম অধ্যায়ঃ সরল দোলন গতি

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. সরল দোলকের সংজ্ঞা দাও।
০২. সেকেন্ড দোলক কাকে বলে?
০৩. দোলন কাল কী ?
০৪. সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য কী?
০৫. সরল দোলকের সমীকরণ কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৬. সরল দোলন গতির বৈশিষ্ট্য লেখ।
০৭. একটি সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য বের কর।
০৮. সরল দোলকের তিনটি সূত্র লেখ।
রচনামূলক প্রশ্নঃ
০৯. “সরল দোলকের গতি সরল দোলন গতি”-প্রমান কর। 

                               ৮ম অধ্যায়ঃ কাজ, ক্ষমতা,শক্তি

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. অশ্বক্ষমতা বলতে কী বুঝায়?
০২. জুল ও আর্গের মধ্যে সর্ম্পক লেখ।
০৩.কাজের সংজ্ঞা দাও। কাজের মাত্রা সমীকরণ কী?
০৪. “কোন ইঞ্জিনের কার্মদকক্ষতা ৭০%”- এর অর্থ কী?
০৫. এস আই পদ্ধতিতে কাজের এককের সংজ্ঞা দাও।
০৬. কর্মদক্ষতার সমীকরণ কী?
০৭. কোন ইঞ্জিনের কর্মদক্ষতা ৩৫% এর  অর্থ কী ?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৮. গতিশক্তি কাকে বলে? এটার সমীকরণ কী?
০৯.শক্তির নিত্যতা সূত্র বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নঃ
১০. শক্তির নিত্যতা সূত্র বর্ণনা কর। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রমান কর। 
১১. দেখাও যে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে পরিমাপ স্থিতিশক্তি হারাবে টিক তত পরিমাণ গতিশক্তি উৎপন্ন হবে। 

৯ম অধ্যায়ঃ স্থিতিস্থাপকতা

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. পড়ীন কাকে বলে?
০২. হুকের সূত্রটি লেখ।
০৩.পয়সনের অনুপাত কী?
০৪. একটি ইস্পাতের তারের ইয়াং এর গুণাঙ্কের মান বলতে কী বুজায়?
০৫. পড়ীন মাত্রা সমীকরণ কী?
০৬. স্থিতিস্থাপকতা গুণাঙ্ক কাকে বলে? এর একক লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৭. হুকের সূত্রটি বিবৃত কর ও ব্যাখ্যা কর।
০৮. বিভিন্ন প্রকার পড়ীনের সংজ্ঞা দাও।
রচনামূলক প্রশ্নঃ
০৯. দেখাও্র যে, একক আয়তনের বিকৃতির দারুন কৃতকাজ =   ½ × পড়ীন × বিকৃতি 

১০ম অধ্যায়ঃ পৃ্ষ্ঠটান ও যান্দ্রতা

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. পৃষ্ঠটান কী?
০২. স্পর্শ  কোণ কী?
০৩. কৈশিক নল কী?
০৪. সান্দ্রতা কাকে বলে? সান্দ্রতার প্রয়োজনীয়তা লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৫. সান্দ্রতা এবং সান্দ্রতা সহগ কী?
রচনামূলক প্রশ্নঃ
০৬. দেখাও যে, পৃষ্ঠটান = পৃষ্ঠশক্তি

১১তম অধ্যায়ঃ চাপ ও চাপের বৈশিস্ট্য

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. প্যাসকেলের সূত্রটি লেখ।
০২. চাপ কি?
০৩. চাপের মাত্রা সমীকরণ কী?
০৪. এক প্যাসকেল চাপ কী?
০৫. আর্কিমিডিসের সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৬. চাপ সঞ্চালনে প্যাসকেলের সূত্রটি বিবৃতি কর।
০৭. তরলের অভ্যন্তরে কোন বিন্দুর চাপের পরিমাণ “hpg”প্রমান কর। 

১২ তম অধ্যায়ঃ তরঙ্গ ও শব্দ

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. তরঙ্গ কী?
০২. তরঙ্গগতি কী?
০৩. তরঙ্গদৈর্ঘ্য কী?
০৪. দোলন কাল কী?
০৫. অগ্রগামী তরঙ্গের সমীকরণ লেখ।
০৬. বিট কী?
০৭. “ প্রতি সেকেন্ড ৫টি বিট তৈরী হয়”-এটি বলতে কী বুঝ?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৮. অনুপ্রস্থদৈর্ঘ্য তরঙ্গ কী ব্যাখ্যা কর। 
০৯. অনুদৈর্ঘ্য তরঙ্গ কী ব্যাখ্যা কর।
১০. অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য লেখ।
১১. আড় তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মাঝে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১২. অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের কর। 

১৩তম অধ্যায়ঃ শব্দ ও শব্দের বেগ

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. স্বাভাবিক তাপমাত্রা ও চাপের বায়ুতে শব্দের বেগ কত?
০২. শ্রাব্যতার সীমা কী?
০৩. শ্রবণোত্তর শব্দ কী?
০৪. প্রতিধ্বনি কী?
০৫. শ্রবণানুভূতির স্থায়ীত্বকাল কত?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৬. শব্দের উপর চাপের প্রভাব আলোচনা কর।
০৭. প্রতিধ্বনির ব্যবহার লেখ।
রচনামূলক প্রশ্নঃ
০৮. প্রতিধ্বনির সাহায্যে কীভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, ব্যাখ্যা কর।
০৯. শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর। 

১৪ তম অধ্যায়ঃ আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. আদর্শ গ্যাস কাকে বলে?
০২. বয়েলের সূত্র বিবৃতি কর।
০৩. পরমশূন্য তাপমাত্রা কী?
০৪. প্রমান তাপমাত্রা ও চাপ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৫. চার্লসের সূত্র বিবৃত কর এবং ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নঃ
০৬. প্রমান কর যে, PV= nRT

১৫তম অধ্যায়ঃ আর্দ্রতা

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
০১. বাস্প কী?
০২. আর্দ্রতা কী?
০৩. পরম আর্দ্রতা কী?
০৪. শিশিরাঙ্ক কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৫. আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বুঝা?
০৬. সংকট তাপমাত্রার ওপার কোনো বাস্পের চাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করা যায় না কেন?
রচনামূলক প্রশ্নঃ
০৭. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতার গাণিতিক ব্যাখ্যা দাও। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url