সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস (Civil Engineering Materials) এর সাজেশন
অর্ডিনারি কোচিং সেন্টার
বিষয়ঃ সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বিষয় কোডঃ ২৬৪১১
অধ্যায় এক ঃ সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর পরিচিতি (Aspects of Civil Engineering Materials)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। প্রকৌশল সামগ্রী বলতে কি বুঝায়?
২।প্রকৌশল সামগ্রীর ধর্ম গুলি লেখ।
৩। পিরন কি?
৪। বিকৃতি কি?
৫। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে পয়সন ধ্রুবকের মান কত?
৬। কংক্রিটের চারটি উপাদানের নাম লেখ।
৭। প্রকৌশল সামগ্রীর যান্ত্রিক ধর্ম গুলো কি কি?
৮।ACI ও AASHO এর পুরো নাম কি?
৯। ঘাতসহতা কি?
১০। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর যে কোন চারটি সামগ্রীর নাম লেখ।
১১। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। প্রকৌশল সামগ্রী নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করো।
২। ভালো নির্মাণসামগ্রীর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত।
আরও পড়ুনঃ ভেক্টর ক্রস গুনফল - ম্যাথমেটিক্স-২
৩। সচরাচর ব্যবহৃত প্রকৌশল সামগ্রিগুলোর নাম লেখ।
৪। ইলাস্টিক ও প্লাস্টিক এর মাঝে পার্থক্য লেখ।
৫। BSI, ASTM,AASHTO, MIT, IRC, BSTI, ACI, ASM, ASME, API, SAE, সংক্ষিপ্ত নামের প্রতিষ্ঠানগুলোর পূর্ণ নাম লেখ।
অধ্যায় দুইঃ পাথর (Stone)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। পাথরকে নির্মাণসামগ্রীর রাজা বলা হয় কেন?
২। প্রাথমিক পাথর বলতে কি বুঝায়?
৩। অগাইট কি?
৪। গ্রানাইটের ব্যবহার ক্ষেত্র উল্লেখ করো।
৫। বাংলাদেশের কোথায় কোথায় বেলে পাথর পাওয়া যায়।
৬। গ্রানাই, চুনাপাথর ও কাদা রূপান্তরিত হয়ে কোন পাথরে রূপ নেয়।
৭। পাথরের রাসায়নিক শ্রেণীর ভাগ গুলো কি কি?
৮। নির্মাণ কাজের উপযোগী পাথরের গুনাগুন।
৯। পাথর ড্রেসিং করা হয় কেন?
১০। পানি ক্ষয়িত পাথর গুলো কি কি?
১১। কয়াটজ(Quartz) কি?
১২। পাঁচটি কৃত্রিম পাথরের নাম লেখ।
১৩। মেঝের ডেকোরেটিভ বা Ornamental work এ কোন পাথর ব্যবহৃত হয়।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। গ্রানাইট পাথরের গুনাগুন ও ব্যবহার লেখ।
২। পাথরের 6 টি ব্যবহার লেখ।
৩। গবেষণাগারে পাথরের কয়েকটি পরীক্ষার নাম লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। নির্মাণ কাজে ব্যবহার উপযোগী পাথরের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
২। পাথরের উপাদান সমূহের বর্ণনা লিখ।
অধ্যায় তিনঃ ইট ও হলো ব্লক (Brick &Hollow Block)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ইট কি?
২। কোন কোন বিষয়ের উপর ইটের গুণাবলী নির্ভর করে।
৩। ইটের উপাদান হিসাবে সিলিকার কাজ কি?
৪। ইটের কাদার ক্ষতিকর উপাদান গুলো কি কি?
৫। ইটের কাদায় আয়রন পাইরাইটিস এর উপস্থিতি ইটের কি ক্ষতি করে?
৬। ইট তৈরির ধাপ গুলো ধারাবাহিকভাবে লেখ?
৭। পাগমিল কি?
৮। প্রথম শ্রেণীর ইটের প্রমাণ আকার, ওজন এবং পানি শোষণের ক্ষমতা লেখ।
৯। BNBC নির্দেশিত ইটের পরিমাপ লেখ?
১০।BNBC বিনির্দেশিত ইটে ফ্রগের সিলমোহরের পরিমাপ লেখ।
১১।BNBC অনুযায়ী ইটের শ্রেণী বা গ্রেড কয়টি?
১২।BNBC অনুযায়ী ইটের গ্রেড গুলো কি কি?
১৩। BNBC অনুযায়ী বিভিন্ন গ্রেডের ইটের পানি শোষণ এর মাত্রা লেখ।
আরও পড়ুনঃ ভেক্টরের ডট গুনফল - ম্যাথমেটিক্স-২
১৪।BNBC অনুযায়ী ইটের কি কি পরীক্ষা করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। শতকরা হারসহ ইটের কাদায় উপাদানগুলোর তালিকা প্রণয়ন করো।
২। প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য গুলো উল্লেখ করো।
৩। হলো ব্লক ব্যবহারের অসুবিধা গুলি লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। চিত্রসহ পাগমিলের গঠন ও কার্য প্রক্রিয়া আলোচনা করো।
২। উত্তম ইটের মাঠ পরীক্ষা বর্ণনা করো।
৩। ইটে লবণের উপস্থিতির মাত্রা নির্ণয় এর পরীক্ষাটি বর্ণনা করো।
অধ্যায় চারঃ বালি (Sand)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বালি কি?
২। উৎস অনুসারে বালিকে কি কি শ্রেণীতে ভাগ করা যায়?
৩। আকার অনুযায়ী বালি কে কি কি ভাগে ভাগ করা যায়?
৪। বালির গ্রেডিং কি?
৫। বালির সূক্ষ্মতা গুণাঙ্ক বলতে কী বোঝায়?
৬। বালির আয়তন গ্রেডিং বলতে কি বুঝায়?
৭। পরীক্ষাগারে বালির কি কি পরীক্ষা করা হয়?
৮। আদর্শ বালি কি?
৯। সিলেটের কোথায় কোথায় ভালো বালি পাওয়া যায়?
১০। বালিতে কি কি ক্ষতিকারক পদার্থ থাকতে পারে ?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। আকার অনুযায়ী বালির পরিচিতি ও ব্যবহার লেখ।
২। ভালো বালির ধর্মগুলো উল্লেখ করো।
৩। বালির আয়তন স্থিতি স্থিতি ব্যাখ্যা করো।
৪। বালি গ্রেডিং এর উদ্দেশ্য কি?
রচনামূলক প্রশ্নঃ
১। ভালো বালির নির্দেশনাবলী লেখ।
অধ্যায় পাঁচঃ সিমেন্ট এবং লাইম (Cement and Lime)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সিমেন্ট একটি উন্নত মানের জোড়ক কেন?
২। সিমেন্ট কত প্রকার ও কি কি?
৩। নরমাল সেটিং সিমেন্ট কেপোর্টল্যান্ড সিমেন্ট বলা হয় কেন?
৪। সিমেন্টের জিপসাম কি কাজ করে?
৫। সিমেন্টের ফলস সেটিং বলতে কি বুঝায়?
৬। সিমেন্টের সিলিকার কাজ কি?
৭। সিমেন্টের কি কি পরীক্ষা গবেষণাগারে করা হয়?
৮। সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতা চূড়ান্ত জমাটবদ্ধতা বলতে কী বোঝায়?
৯। সিমেন্ট গুদামজাতকরনে সর্বোচ্চ কয় বস্তা সিমেন্ট রাখা যায়?
১০। সিমেন্টের প্রাথমিক ও চূড়ান্ত জমাটবদ্ধতার সময় নিরূপণে ব্যবহৃত নীডলের ব্যাস কত?
১১। অডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক ও চূড়ান্ত জমাটবদ্ধ তার সময় কত?
১২। ওয়াটার সিমেন্ট রেশিও কি?
১৩। চুন কি?
১৪। বিদাহি চুন কি?
১৫। লাইম প্রস্তুতির পদ্ধতি গুলোর নাম লেখ।
১৬। চুন এর প্রকারভেদ লেখ।
১৭। মিল্ক অব লাইম কি?
১৮। চুনের রাসায়নিক নাম কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কংক্রিটে কেন সিমেন্ট ব্যবহার করা হয়।
২। পোর্টল্যান্ড সিমেন্টের খনিজ উপাদান তালিকা তৈরি করো।
৩। পোর্টল্যান্ড সিমেন্টের অম্ল ও ক্ষারীয় উপাদানের তালিকা তৈরি করো।
৪। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
৫। পোর্টল্যান্ড সিমেন্ট এর ব্যবহার লেখ।
৬। শুস্ক পদ্ধতিতে সিমেন্ট তৈরির প্রবাহ চিত্র অঙ্কন করো।
৭। সিমেন্ট গুদামজাতকরণের সময় কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হয়।
৮। ভেজা পদ্ধতিতে সিমেন্ট তৈরীর প্রবাহ চিত্র অঙ্কন করো।
৯। চুন কলিকরণ প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।
১০। চুন ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ করো।
রচনামূলক প্রশ্নঃ
১। সিমেন্ট তৈরির ভেজা পদ্ধতি প্রবাহ চিত্র দেখাও।
২। সিমেন্টের খুতহীনতা পরীক্ষা পদ্ধতির বর্ণনা দাও।
৩। সিমেন্ট তৈরির পদ্ধতি গুলোর পার্থক্য দেখাও।
অধ্যায় ছয়ঃ টালি (Tiles)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। টালি কি?
২। ছাউনিতে ব্যবহৃত কাদার কাঁদার তৈরি বিভিন্ন ধরনের টালি গুলো কি কি?
৩। উডেন টালি কোথায় ব্যবহৃত হয়।
৪। প্লাস্টিক টালি কোথায় ব্যবহৃত হয়।
৫। হোমোজিনিয়াস টালি বলতে কী বোঝায়?
৬। মার্বেল টালির ব্যবহার ক্ষেত্র লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ভালো টালির বৈশিষ্ট্যগুলো লেখ।
২। মোজাইক টালির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৩। মার্বেল টালি ও প্লাস্টিক মধ্যে পার্থক্য লেখ।
৪। ক্লে- টাইলসের উপাদান গুলোর নাম লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। বিভিন্ন ধরনের টালির সচিত্র বর্ণনা দাও।
অধ্যায় সাতঃ টিম্বার এবং কাঠ জাত পণ্য (Timber & Wood-Based Products)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। টিম্বার বলতে কী বোঝায়?
২। লগ টিম্বার বলতে কী বোঝায়?
৩। সামার উড কি?
৪। বিভিন্ন মানের টিম্বারের ওজন উদ্বৃত্ত করো।
৫। কাঠের ঋতু সহকরণ কাকে বলে?
৬। টিম্বার কি কি উপাদানে গঠিত?
৭। টিম্বারের কৃত্রিম পরিশুষ্ককরণ কি?
৮। কি কি পদ্ধতিতে টিম্বার কৃত্রিম পরিশুষ্ককরণ করা হয়।
৯। প্লাইউড বলতে কি বুঝায়?
১০। বিভিন্ন ধরনের চেরাই প্রক্রিয়ার নাম লেখ।
১১। ভিনিয়ার বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ভেজা পদ্ধতিতে কাঠ সিজনিং করার পদ্ধতি লেখ।
২। কাঠ সিজনিং পদ্ধতি গুলোর নাম লেখ।
৩। টিম্বার সিজনিং এর উদ্দেশ্যগুলি লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। উৎকৃষ্টমানের টিম্বারের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
২। একটা বহিঃবর্ধক বৃক্ষের প্রস্থচ্ছেদ আঁক এবং বিভিন্ন অংশের পরিচিতি উল্লেখ করো।
অধ্যায় আটঃ কাচ (Glass)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কাচ কি?
২। কাচের মূল উপাদান গুলো কি কি?
৩। পাইরোসিরাম কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কাচের উপাদান গুলোর শতকরা হার নির্দেশ করো।
২। কাচের কাঁচামাল গুলোর কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো।
রচনামূলক প্রশ্নঃ
১। বিভিন্ন ধরনের কাচ তৈরির জন্য কাঁচামালের তালিকা তৈরি করা।
অধ্যায় নয় ঃ রং এবং বার্নিশ (Paint & Varnish)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বার্নিশ কি?
২। বার্নিশের মূল উপাদান গুলো কি কি?
৩। রং এর প্রয়োজনীয় উপাদান গুলো কি কি?
৪। রং এর ব্যবহৃত চারটি কৃত্রিম সামগ্রীর নাম লেখ।
আরও পড়ুনঃ ভেক্টর বীজগনিত - ম্যাথমেটিক্স-২
৫। তৈরি রং বলতে কি বুঝায়?
৬। বার্নিশ করার মুখ্য উদ্দেশ্য কি?
৭। ল্যাকারস ( Lacqurs ) কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। রংয়ের প্রয়োজনীয় উপাদান গুলো কি কি এবং এর মাঝে কি প্রয়োজনে রঞ্জন ব্যবহার করা হয়?
২। ডিসটেম্পার কি? এগুলো কোথায় ব্যবহার করা হয়।
৩। ওয়েদার কোট পেইন্ট ব্যবহারের সুবিধা গুলি লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। রং প্রয়োগ ত্রুটি গুলো বর্ণনা করো।
২। রংগের প্রস্তুত প্রণালী বর্ণনা করো ।
অধ্যায় দশঃ ধাতু এবং প্লাস্টিক (Metals and Plastic)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। লৌহজ ধাতু বলতে কি বুঝায়?
২। শিল্প-কারখানায় ব্যবহৃত বিভিন্ন প্রকার লোহার নাম লেখ।
৩। লোহার আকরিক গুলো কি কি?
৪। ধাতুমল কি?
৫। ঢালাই লোহা ব্যবহার লেখ।
৬। পেটা লোহার ব্যবহার উল্লেখ করো।
৭। স্টেইনলেস স্টিল কি?
৮। ক্রোমিয়াম ইস্পাত কি?
৯। অলৌহজ মেটাল বলতে কি বুঝায়?
১০। ডুরালুমিন কি?
১১। এিশংকর ও চতুশংকর ইস্পাত কি?
১২। চারটি সংকর ইস্পাত এর নাম লেখ।
১৩। পলিমার কি?
১৪। ব্যাকেলাইট কি?
১৫। ডুরাপ্লক্স কি ?
১৬। প্রাকৃতিক প্লাস্টিক কি?
১৭। থার্মোপ্লাস্টিক বলতে কি বুঝায়?
১৮। প্লাস্টিক তৈরির কাঁচামালের মূল উপাদান গুলো কি কি?
১৯। পলিমারাইজেশন কি?
২০। প্লাস্টিক লেমিনেশনের প্রয়োজনীয়তা লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ধাতুমলের ব্যবহার ক্ষেত্র গুলো উল্লেখ ্লের।
২। ঢালাই লোহা ও পেটা লোহার প্রধান প্রধান বৈশিষ্ট্য কি?
৩। ইস্পাতের পাঁচটি শংকর উপাদান এর কার্যাবলী লেখ।
৪। বিভিন্ন ধরনের বাণিজ্যিক ইস্পাত এর ব্যবহার লেখ।
৫। প্রকৌশল সামগ্রী হিসাবে অ্যালুমিনিয়ামের পাঁচটি ধর্ম উল্লেখ করো।
৬। থার্মোপ্লাস্টিক এর বৈশিষ্ট্য গুলি লেখ।
৭। থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক এর মাঝে পার্থক্য লেখ।
৮। প্লাস্টিকের প্রকৌশল ধর্ম গুলো কি কি?
রচনামূলক প্রশ্নঃ
১। মৃদু ইস্পাতের ধর্ম ও ব্যবহার ক্ষেত্রের বর্ণনা দাও।
২। অ্যালুমিনিয়াম এর ব্যবহার উল্লেখ করো।
৩। প্রকৌশল সামগ্রী হিসাবে প্লাস্টিকের ব্যবহার ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
৪। প্লাস্টিক প্রস্তুতের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অধ্যায় এগারঃ আন্তরক সামগ্রী এবং জিও টেক্সটাইল (Insulating Materials and Geotextiles)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। আন্তরক সামগ্রির কাজ কি?
২। পাঁচটি প্রাকৃতিক তাপ অন্তরক সামগ্রীর নাম লেখ।
৩। পাঁচটি বিদ্যুৎ অন্তরক সামগ্রীর নাম লেখ।
৪। অন্তরক সামগ্রী ইনসুলেটর কি?
৫। শব্দ আন্তরক কি?
৬। পাঁচটি শব্দ শোষক সামগ্রীর নাম লেখ।
৭। থার্মাল ইনসলুশন বলতে কী বোঝায়?
৮। জিওটেক্সটাইল এর দুটি ব্যবহার লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। শব্দ অন্তরক সামগ্রিক বৈশিষ্ট্যগুলো লেখ।
২। বিদ্যুৎ অন্তরক সামগ্রির বৈশিষ্ট্য গুলি লেখ।
৩। অন্ত রক সামগ্রিক কার্যাবলী লেখ।
৪। জিওটেক্সটাইলের অসুবিধা গুলো লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। পাঁচটি অন্ত রক সামগ্রী ব্যবহার লেখ।
২। জিওটেক্সটাইল ব্যবহারের অসুবিধা অসুবিধা লেখ।
অধ্যায় বারঃ কনন্ট্রাকশন কেমিক্যালস, পানিরোধী সামগ্রী এবং বিটুমিন (Construction Chemicals &Water Proofing Materials and Bitumen)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সিমেন্ট এডমিক্সার বলতে কি বুঝায়?
২। পানিরোধী সামগ্রী বলতে কি বুঝায়?
৩। পাঁচটি পানিরোধী সামগ্রির নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন ঃ
১। পানিরোধী সামগ্রির একটি তালিকা তৈরি করো।
রচনামূলক প্রশ্নঃ
১। নির্মাণকাজে অ্যাড মিকচারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
২। নির্মাণের উৎকর্ষতা কেমিক্যাল ব্যাখ্যা করো।
৩। পানিরোধী সামগ্রী হিসাবে রাবারের ব্যবহার ক্ষেত্র গুলো বর্ণনা করো।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url