বেসিক ইলেকট্রনিক্স (বিষয় কোডঃ ২৬৮১১) এর সাজেশন
বেসিক ইলেকট্রনিক্স (Basic Electronics) (২২ প্রবিধান) এর সাজেশন
বিষয় কোডঃ ২৬৮১১
প্রথম অধ্যায়: সোল্ডারিং এবং কালার কোডের ধারণা
১। ২R5 রেজিস্টরের মান নির্বাচন করো।
২। আধুনিক পদ্ধতিতে 0.9 ওহম কে কিভাবে লেখা হয় ?
৩। প্রিন্টেড সার্কিট PCB বোর্ড কি ?
৪। রেজিস্টরের টলারেন্স বলতে কি বুঝায়?
৫। ক্যাপাসিটর কি?
৬। সোল্ডারে ব্যবহৃত সিসা ও টিনের অনুপাত কত ?
৭। সোল্ডারিং বলতে কি বুঝায় ?
৮। কালার কোড কি?
৯। রজনের কাজ কি?
১০। 2K2 রেজিস্টরের মান কত?
১১। AVO মিটার কি? AVO মিটার দিয়ে কি কাজ করা যায়?
১২। ইলেকট্রনিক্স বলতে কি বুঝায়?
১৩। ইলেকট্রনিক সার্কিটে অ্যাক্টিভ কম্পনেন্ট বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। একটিভ প্যাসিভ কম্পোনেন্টর এর তালিকা প্রস্তুত করো ?
২। একটি Resistor- এর চারটি Band বা রিং আছে । এর প্রথম Band এর রং সবুজ দ্বিতীয় Band এর রং নীল, তৃতীয় Band এর রং লাল এবং চতুর্থ Band এর রং সোনালী হলে Resistor-এ মোট রোধ কত?
৩। একটি রেজিস্টরের গায়ে সবুজ, নীল ও কমলা রঙের ব্যান্ড আছে ,কিন্তু কোন টলারেন্স নেই। রেজিস্টরের মান কত?
৪। একটি রেজিস্টরের গায়ে যথাক্রমে নীল, সবুজ, কালো, কমলা ও সোনালী রংয়ের পাঁচটি ব্যান্ড আছে। রেজিস্টরটির মান নির্ণয় করো?
৫। একটি রেজিস্টরের গায়ে ১ম,২য়,৩য় ও ৪থ ব্র্যান্ডে যথাক্রমে সবুজ, সাদা, নীল ও সোনালী রং করা
আছে। রেজিস্টরটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত?
৬। আদর্শ সোল্ডারিং এর শর্ত গুলি লেখ?
৭। কালার কোড রেজিস্টরের প্রথম ব্যান্ড বাদামি, দ্বিতীয় ব্র্যান্ড কাল, তৃতীয় ব্যান্ড কমলা ও চতুর্থ ব্যান্ড সোনালী হলে এর মান নির্ণয় করো?
দ্বিতীয় অধ্যায়ঃ সেমিকন্ডাক্টর
অতি সংক্ষিপ্ত প্রশ্ন:
১। সেমিকন্ডাক্টর কি?
২। ইলেকট্রন কি? প্রশ্ন নাম্বরঃ ০১
৩।ডোপিং
কাকে বলে? প্রশ্ন নাম্বরঃ ০৩
৪। Free electron কাকে বলে?
৫। এনার্জি ব্র্যান্ড কি ?
এটি কত প্রকার ও কি কি?
আরও পড়ুনঃ ভেক্টর ক্রস গুনফল - ম্যাথমেটিক্স-২
৬। ভ্যালেন্স ইলেকট্রন কি?
৭। ইনট্রিনসিক এবং এক্সট্রিনসিক
সেমিকন্ডাক্টর এর সংজ্ঞা দাও ।
৮। মেজরিটি চার্জ ক্যারিয়ার বলতে কি
বুঝায়? প্রশ্ন নাম্বরঃ ১১
৯। n-type সেমিকন্ডাক্টর ভেজাল হিসেবে কোন ধরনের মৌল ব্যবহৃত
হয়?
১০। মাইনোরিটি ক্যারিয়ার বলতে কি বুঝ? প্রশ্ন নাম্বরঃ ১১
১১। সমযোজী বন্ধন বলতে কি
বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সেমিকন্ডাক্টরের উপর তাপমাত্রার
প্রভাব লেখ?
২। কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর এর মধ্যে পার্থক্য
লেখ?
৩। কোভ্যালেন্ট বন্ড কী? চিত্রসহ জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ড
বর্ণনা করো?
৪। একটি সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন চিত্র অঙ্কন করে বর্ণনা
করো?
৫। Doping কেন করা হয় Doping এর প্রয়োজনীয়তা লেখ।
৬। পি টাইপ
সেমিকন্ডাক্টর কিভাবে গঠিত হয় চিত্র সহ লেখ। প্রশ্ন নাম্বরঃ ১২
৭। n-type সেমিকন্ডাক্টর
কিভাবে গঠিত হয় চিত্র সহ লেখ। প্রশ্ন নাম্বরঃ ১২
৮। জার্মেনিয়াম এবং সিলিকন পরমাণুর
পারমাণবিক গঠন চিত্র অঙ্কন করো।
৯। যৌগিক সেমিকন্ডাক্টর (GaAs) এর ধর্ম গুলি
লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ও ইনসুলেটরের
এনার্জি ব্রান্ড ডায়াগ্রাম সহ পার্থক্য বর্ণনা করো।
২। কিভাবে পি টাইপ ও এন
টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয় সচিত্র আলোচনা করো।
তৃতীয় অধ্যায়ঃ সেমিকন্ডাক্টর ডায়োড
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ডিফিউশন কারেন্ট কাকে বলে?
২। বায়াসিং বলতে কী বুঝায়? প্রশ্ন নাম্বরঃ ০৬
৩।পটেনশিয়াল ব্যারিয়ার কাকে বলে? সিলিকন ডায়োডের পটেনশিয়াল ব্যারিয়ার কত?
৪।ডিপ্রেশন লেয়ার কী?
অথবা, PN জাংশনে ডিগ্রেকশন লেয়ার
তৈরির পদ্ধতি আলোচনা কর।
৫। ব্রেক-ডাউন ভোস্টেজ কাকে বলে?
৬। পি-এন জাংশন ডায়োডের ডাইনামিক রেজিস্ট্যান্স কী?
৭। সেমি-কভাষ্টর ভায়োডকে রেকটিফাইং ডায়োড বলা হয় কেন?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। পি-এন জাংশনের ফরওয়ার্ড ও রিভার্স বায়াস চিত্রের সাহায্যে দেখাও।
২। ডায়োডের V-I Characteristics curv অঙ্কন কর।
৩। একটি PN জাংশন ডায়োড কী ধরনের আচরণ করে।
রচনামূলক প্রশ্নঃ
১। একটি PN জাংশন ডায়োডের ফরোয়ার্ড ও
রিভার্স চিত্র এবং বৈশিষ্ট্য রেখা অঙ্কন পূর্বক ব্যাখ্যা কর।
২। পি-এন জাংশনে কীভাবে কারেন্ট প্রবাহিত হয়, চিত্রসহ ব্যাখ্যা কর।
চতুর্থ অধ্যায়ঃ বিশেষ ধরনের ডায়োড
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। জিনার ক্রিয়া কি ?
২। LCD ও LED এর
পূর্ণনাম লেখ ।
৩। LCD কী?এর পূর্ণ অর্থ লেখ ।
৪। LED এর দুটি
বৈশিষ্ট্য লেখ।
৫। LED এর ব্যবহার লেখ।
৬। লাইট ইমিটিং ডায়োড যে সকল
পদার্থ দিয়ে তৈরি, তাদের নাম লেখ।
৭। টানেল ডায়োডের দুটি ব্যবহার লেখ।
'অথবা,
টানেল ডায়োডের ব্যবহার লেখ।
৮। ফটোডায়োডের সেনসিটিভিটি কী?
৯। জিনার
ব্রেক ডাউন বলতে কী বুঝায়? প্রশ্ন নাম্বরঃ ০৫
অথবা, জেনার ব্রেক ডাউন কাকে বলে?
১০।
ডায়োডের Reverse break down ভোল্টেজ কাকে বলে?
'অথবা, Peak inverse voltage
বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। জিনার ডায়োডের দুটি
ব্যবহার লেখ।
২। সাধারন ডায়োড ও জিনার ডায়োডের মধ্যে পার্থক্য লেখ।
৩।
একটি জিনার ডায়োডের রিভার্স রেখা ব্যাখ্যা কর ।
৪। জিনার ডায়োড কিভাবে
ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে , আলোচনা কর।
অথবা , জিনার ডায়োড ব্যবহার
করে একটি সাধারণ ভোস্টেজ রেগুলেটর সার্কিটের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা কর।
৫।
গ্যালিয়াম আর্সেনাইড কাকে বলে?
৬। গ্যালিয়াম আর্সেনাইডের বৈশিষ্ট্য
লেখ।
৭। গ্যালিয়াম আর্সেনাইডের ব্যবহার লেখ।
৮। টানেলিং ইফেক্ট কী
?
অথবা টানেল ডায়োডের টানেলিং ইফেক্ট বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নঃ
১। জিনার ডায়োডের সাহায্যে কিভাবে ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন করা যায়,
বর্ণনা কর। প্রশ্ন নাম্বরঃ ২৩
অথবা, জিনার ডায়োডের ব্যবহার করে একটি ভোল্টেজ রেগুলেটর
সার্কিটের কার্যপ্রণালি চিত্রসহ বর্ণনা কর।
আরও পড়ুনঃ অন্তরীকরণের ধারণা - ম্যাথমেটিক্স-২
২। টানেল ডায়োডের কার্যপ্রণালীর মূলনীতি সচিত্র বর্ণনা কর।
অথবা
, টানেল ডায়োডের গঠন চিত্র অংকন করে টিউনিং একশন বর্ণনা কর।
৩। একটি
জিনার ডায়োডের V-1 Characteristics curve অংকন পূর্বক বর্ণনা কর।
পঞ্চম অধ্যায়ঃ ডিসি পাওয়ার সাপ্লাই
অতিসংক্ষিপ্ত প্রশ্ন:
১। রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের প্রধান
অংশগুলোর নাম লেখ।
২। একটি ডিসি ভোল্টেজ রেগুলেটরের ব্লক চিত্র অঙ্কন
করো এবং বিভিন্ন অংশের নাম লেখ।
৩। পালসেটিং ডিসি কাকে বলে?
৪। PIV
কি?
৫। রেক্টিফিকেশন কাকে বলে?
৬। রেকটিফায়ার কাকে বলে? প্রশ্ন নাম্বরঃ ০৭
৭।
ফিল্টার সার্কিট কাকে বলে?
৮। রেকটিফায়ারের TUF বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। রিপল ফ্যাক্টর কাকে বলে? প্রশ্ন নাম্বরঃ ০৪
২। পালসেটিং ডিসি কে ফিল্টারের
মাধ্যমে কিভাবে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা যায় চিত্রসহ বর্ণনা করো?
৩। হাফ বা ফুল
ওয়েভ রেকটিফায়ার এর ক্ষেত্রে রিপল ফ্যাক্টরের এর মান নির্ণয় করো?
৪।
রেকটিফায়ার এর প্রয়োজনীয়তা কি?
৫। রেকটিফায়ার সার্কিটে ফিল্টারিং
সার্কিট এর প্রয়োজনীয়তা লেখ।
৬। দক্ষতা কি? হাফ ওয়েভ রেকটিফায়ার ও ফুল
ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা নির্ণয় করো।
৭। VDR,LCD,GTO ও IGBT এর
পূর্ণ নাম কি?
রচনামূলক প্রশ্নঃ
১। টি রেগুলেটেড ডিসি পাওয়ার
সাপ্লাই ইউনিটের এর ব্লক ডায়াগ্রাম অংকন করে ব্যাখ্যা দাও ।
২। একটি
ব্রিজ রেকটিফায়ারের সার্কিট অংকন করে ইনপুট / আউটপুট ওয়েভ ফর্ম সহ
কার্যপ্রণালী বর্ণনা করো। প্রশ্ন নাম্বরঃ ২২
৩। একটি সেন্টার টেপড ফুল ওয়েব রেকটিফায়ার
সার্কিটের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো।
ষষ্ঠ অধ্যায়: বাইপোলার জাংশন ট্রানজিস্টর
অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
১। একটি NPN ট্রানজিস্টরের বায়াসিং করে
দেখাও?
২। ট্রানজিস্টর কাকে বলে?
৩। ট্রানজিস্টর বায়াসিং কি?
৪।
বাইপোলার ট্রানজিস্টর বলতে কী বোঝায়?
৫। Common Emitter Configuration এর
চিত্র আঁক?
৬। Transistor এর তিনটি কারেন্টের মাঝে সম্পর্ক কি?
৭।
লিকেজ কারেন্ট (Icbo) বলতে কি বুঝ?
৮। কমন ইমিটার কানেকশনের ইনপুট এবং
আউটপুট বৈশিষ্ট্য রেখা আঁক।
৯। এক ট্রানজিস্টর এর CB এবং CE কানেকশন
দেখাও।
১০। Transistor এর বায়াসিং পদ্ধতির নাম লেখ।
১১।
Transistor এর সংযোগ কয় প্রকার ও কি কি চিত্র সহ লেখ।
১২। ট্রানজিস্টরের
সঠিক বায়াসিং এর শর্ত গুলো কি কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। পিএনপি
ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো । প্রমাণ করো যে, IE = IB + IC প্রশ্ন নাম্বরঃ ২৪
২। পিএনপি
এবং n-p-n ট্রানজিস্টর বলতে কি বুঝায় এবং তাদের প্রতীক আঁকো।
৩।
ট্রানজিস্টরের বিভিন্ন প্রকার সংযোগ পদ্ধতি দেখাও।
৪। PNPএবং
NPN ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য লেখ ।
৫। প্রমাণ করো যে, B=a যেখানে
সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে।
৬। লোড লাইন কি?
৭। অপারেটিং পয়েন্ট
বা q-point কাকে বলে বা Qusantপয়েন্ট কাকে বলে ?
৮। একটি নির্দিষ্ট
ট্রানজিস্টর এবং কালেক্টরের লিকেস কারেন্ট যদি ইন্টার ইমিটার কারেন্টের মান হয়
তবে কালেক্টর এবং বেশ কারেন্টের মান বের করো।
রচনামূলক প্রশ্নঃ
১। একটি n-p-n ট্রানজিস্টরের বিভিন্ন শহর এটির কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা
করো। প্রশ্ন নাম্বরঃ ২১
২। ট্রানজিস্টরের সংযোগ পদ্ধতি চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো।
৩।
একটি কমন ইমিটার সার্কিট অঙ্কন করে কার্য পদ্ধতি বর্ণনা করো।
৪। আলফা, বিটা ও গামা এর মধ্যে সম্পর্ক স্থাপন করো।
৫। একটি কমন ই মিটার অ্যাপ্লি ফায়ার এর
চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা কর। প্রশ্ন নাম্বরঃ ২৫
সপ্তম অধ্যায়ঃ ট্রানজিস্টর বায়াসিং এবং স্টাবিলাইজেশন
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।CB ও CE অ্যাপ্লি ফায়ার এর ব্যবহার
লেখ।
২। CEট্রানজিস্টর অ্যাপ্লি ফায়ার ইনপুট ও আউটপুট সম্পর্কে কেমন হয়
সম্পর্ক
৩। ট্রানজিস্টর কনফিগারেশন?
৪। বেশ কারেন্ট অ্যাপ্লিফিকেশন
ফ্যাক্টর কি ? প্রশ্ন নাম্বরঃ ১০
৫। বাইপোলার টানজিসটারের গঠনকাঠামো দেখাও।
৬। কমন ইমিটার
ট্রানজিস্টরের বিটা ফ্যাক্টর বা গেইন ফ্যাক্টর বা ট্রান্সপোর্ট ফ্যাক্টর বা
কারেন্ট গেইন বলতে কি বুঝায়?
৭। ডিসি কারেন্ট গেইন কি?
৮। এসি কারেন্ট
গেইন কি?
৯। ডাইনামিক আউটপুট রেজিস্ট্যান্স আউটপুট ইম্পিডেন্স কি?
১০।
লোড লাইন কি?
১১। ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্টের তার উপর প্রভাব
বিস্তারকারী ফ্যাক্টর গুলো কি কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। লোড
লাইন এবং অপারেটিং পয়েন্ট এর সংজ্ঞা দাও।
২। Stability factor কাকে বলে?
আরও পড়ুনঃ ভেক্টরের ডট গুনফল - ম্যাথমেটিক্স-২
৩। Transistor এর থার্মাল রান ওয়ে বলতে কি বুঝায়?
৪। Faithful
amplification এর শর্তাবলী লেখ
রচনামূলক প্রশ্নঃ
১। ভোল্টেজ
ডিভাইডার পদ্ধতিতে একটি ট্রানজিস্টর বায়াসিং চিত্রসহ বর্ণনা করো।
২।
আদর্শ বায়াসিং পদ্ধতি গুলো কি কি? চিত্রসহ ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতি
বর্ণনা করো।
৩। কমন বেশ এমপ্লিফায়ার এর লিকেজ কারেন্ট নির্ণয় করো।
অষ্টম অধ্যায়ঃ single-stage ট্রানজিস্টর এমপ্লিফায়ার
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। আম্প্লিফিকেশন বলতে কি বুঝায়?
২।
লাইন বলতে কি বুঝায় এটা কত প্রকার ও কি কি?
৩। A ও B এর মধ্যে সম্পর্কটি
লেখ।
৪। এমপ্লিফায়ার কাকে বলে?
৫। কারেন্ট গেইন কাকে বলে?
৬।
ট্রানজিস্টরের Dynamic Resistance কাকে বলে?
রচনামূলক প্রশ্নঃ
১। CE Amplifier অপারেশন ব্যাখ্যা করো।
২। DC ও এ AC সমতুল্য
সার্কিট ব্যাখ্যা করো।
নবম অধ্যায়ঃ Multi-Stage ট্রানজিস্টর এমপ্লিফায়ার
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। Multi-stage এমপ্লিফায়ার কাকে বলে?
২। কাপলিং
কাকে বলে?
৩। কাপলিং কত প্রকার?
৪। গেইন কাকে বলে?
৫। রেজোনেন্ট
ফ্রিকুয়েন্সি কাকে বলে?
৬। এমপ্লিফায়ার এর ব্র্যান্ড উইথ কাকে বলে?
৭।
3dB পয়েন্ট কাকে বলে?
৮। হাফ পাওয়ার পয়েন্ট কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। Multi-stage এমপ্লিফায়ারের কাপলিং পদ্ধতি কত প্রকার ও কি কি?
২।
বাইপাস ক্যাপাসিটর হিসেবে ক্যাপাসিটর ভূমিকা কি?
৪। ফ্রিকুয়েন্সি
রেসপন্স কাভ চিত্রসহ ব্যাখ্যা করো।
৫। ব্র্যান্ড উইথ বলতে কি
বুঝায়, চিত্রসহ ব্যাখ্যা করো?
৬। প্রমাণ করো যে , গেইলনের সর্বোচ্চ
মান হ্রাস পেয়ে ৭০.৭ হলে গেইন হ্রাস পাবে 3dB
।
৭। একটি ট্রান্সফর্মার কাপলকৃত multi-stage এমপ্লিফায়ার
এর চিত্র অঙ্কন করো।
৮। RC কাপলকৃত এমপ্লিফায়ারের সুবিধা ও অসুবিধা
লেখ।
৯। ট্রান্সফর্মার কাপলকৃত এমপ্লিফায়ার এর সুবিধা ও অসুবিধা গুলি
লেখ।
১০। ডাইরেক্ট কাপলকৃত এমপ্লিফায়ার এর সুবিধা ও অসুবিধা গুলি
লেখ।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url