বেসিক ইলেকট্রিসিটি (Basic Electricity)(বিষয় কোডঃ ২৬৭১১) এর সাজেশন
অধ্যায় এক ঃ ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি (Electricity and It's Nature)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ১। পরমাণুর স্থায়ী মূল কণিকা গুলো কি কি?
২। বিদ্যুৎ কি?
৩। বিভব পার্থক্য বলতে কি বুঝায়?
৪। কুলম্ব কি?
৫। বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীতে কি কি প্রতিক্রিয়া দেখা যায়?
৬। অ্যাটম বা পরমাণু বলতে কি বুঝায়?৭। পরমাণুর ইলেকট্রন ও প্রোটন কোন চার্জ বহন করে?
৮। বৈদ্যুতিক চার্জ কাকে বলে ? এর একক লেখ।
৯। পরমাণুর ইলেকট্রন ও প্রোটন কি ধরনের চার্জ বহন করে?
১০। পারমাণবিক সংখ্যা কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কোন পরিবাহীর মাঝ বাপি দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়?
২। বৈদ্যুতিক চার্জ কারেন্ট ও ভোল্টেজ এর প্রতীক সহ লেখ।
৩। কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও।
৪। অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও।
৫। জার্মেনিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখাও।
রচনামূলক প্রশ্নঃ
১। তামার অ্যাটমের গঠণপ্রণালী বর্ণনা করো।
২। কারেন্ট ভোল্টেজ ও রেজিস্ট্যান্স বলতে কি বুঝায় এদের প্রতীক ও ব্যবহারিক একক ও পরিমাপক যন্ত্রের নাম লেখ।
অধ্যায় দুইঃ পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী (Conductor, Semiconductor & Insulator)
উদাহরণ-১
0.067 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট 50 মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম ক্যাবলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রেজিস্টেন্স 2.84 x10-8 ওহম মিটার হয়?
উদাহরণ-২
1.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.3 ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে, যদি তামার আপেক্ষিক রোধ =০.০১৭uo-m হয়
উদাহরণ-৩
একটি তারের দৈর্ঘ্যের রেজিস্টেন্স 6.o ওহম। একই পদার্থের অন্য একটি তারের
রেজিস্ট্যান্স কত হবে, যদি এর দৈর্ঘ্য প্রথমটির তিনগুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ
হয়?
উদাহরণ-৪
1 কিলোমিটার দীর্ঘ এবং 1.29 সেন্টি মিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.13 ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো।
আরও পড়ুনঃ অন্তরীকরণের ধারণা - ম্যাথমেটিক্স-২
উদাহরণ-৫
একটি তামার তারের প্রস্থচ্ছেদ এক বর্গ সেন্টিমিটার এবং লম্বা এক মিটার
হলে এটির রোধ কত কত?
উদাহরণ-৬
৫ মিটার লম্বা একটি ম্যাগানিন তারের ব্যাস ১.২৭ মিলিমিটার। ওই তারের রোধ ১.৮ ওহম হলে এর পদার্থের আপেক্ষিক রোধ কত হবে?
উদাহরণ-৭
1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ 3Q। একই পদার্থের অপর একটি তারের রোধ কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ তিনগুণ হয়।
উদাহরণ-৮
একটি 10 m লম্বা তারের রোধ1Q। একই পদার্থের দ্বিগুণ ব্যাসার্ধের ও10 গুন লম্বা তারের রোধ নির্ণয় করো।
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ভ্যালেন্স ইলেকট্রন কি?
২। মুক্ত বা Free ইলেকট্রন বলতে কি বুঝায়?
৩। অপরিবাহী বলতে কি বোঝো উদাহরণ দাও?
৪। অর্ধপরিবাহী বলতে কি বুঝায়?
৫। আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও?
৬। আপেক্ষিক রোধের একক লেখ?
৭। রোধের তাপমাত্রা সহগ কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। পরিবাহীর রোধ বা রেজিস্টেন্স? কি কি বিষয়ের উপর নির্ভরশীল?
২। 5 পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী নাম লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। ইলেকট্রন তথ্য অনুযায়ী কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর এর ব্যাখ্যা দাও।
২। রোধের সূত্র গুলো লেখ/রেজিস্ট্যান্স এর সূত্রটি বিবৃত করো।
অধ্যায় তিনঃ ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর (Capacitors & Inductors)
উদাহরণ-১
দুটি ক্যাপাসিটর যখন সিরিজে সংযুক্ত করা হয় তখন ক্যাপাসিট্যান্স হয়
0.03uF এবং যখন প্যারালালে সংযুক্ত করা হয় তখন হয় 0.16uF.
প্রত্যেকটির ক্যাপাসিট্যান্স নির্ণয় করো.
উদাহরণ-২
18uF এবং 22uF এর দুটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করে 250v ডি.সি. উৎসের আড়াআড়িতে সংযোগ করা হল। প্রতি ক্যাপাসিটর এর প্রতি ক্যাপাসিটর কত শক্তি সঞ্চিত হবে?
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ১। ক্যাপাসিট্যান্স এর প্রতীকসহ একক লেখ?
২।C1ও C2 দুটি ক্যাপাসিটর কে সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্স কত হবে?
৩। ক্যাপাসিটর এর কাজ কি?
৪। ক্যাপাসিট্যান্স কি? উহার একক কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। তিনটি ক্যাপাসিটর যথাক্রমে C1,C2,C3 কে সিরিজে সংযোগ করেV ভোল্টেজের আড়াআড়ি সংযোগ করলে মোট ক্যাপাসিট্যান্স কত হবে?
রচনামূলক প্রশ্নঃ
১। কিভাবে ক্যাপাসিটরসমূহ সিরিজে সংযোগ করা হয়? প্রমাণ করো যে, 1/Cs=1/C1+1/C2+1/C3
২। কিভাবে ক্যাপাসিটর সমূহ প্যারালালে সংযোগ করা হয়? প্রমাণ করো যে,Cp=C1+C2+C3
৩। ক্যাপাসিটর কিভাবে শক্তি সঞ্চয় করে রাখে? প্রমাণ করো যে, W=1/2 CV2 জুলস।
অধ্যায় চারঃ ওহমের সূত্র এবং জুলের সূত্র(Ohm's Law &Joule's Law)
উদাহরণ-১
একটি বৈদ্যুতিক তাতালের (Soldering Iron) মধ্য দিয়ে2A কারেন্ট প্রবাহিত হয়, যখন এতে230V প্রয়োগ করা হয়. তাতালের রেজিস্ট্যান্স নির্ণয় করো.
উদাহরণ-২
একটি বৈদ্যুতিক কেটলির নির্ধারিত ভোল্টেজ 230/250 V. যখন একে 250V সরবরাহে ব্যবহার করা হয় তখন এটা 6A কারেন্ট নেয় যদি একে230V সরবরাহের সাথে সংযুক্ত করা হয় তবে কত কারেন্ট নিবে.
অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ১। ওহমের সূত্রটি লেখ।
২। তাপের যান্ত্রিক সমতার সঠিক মান কত?
৩। তাপীয় শক্তির একক কি?
৪। তাপের যান্ত্রিক সমমান বলতে কি বুঝায়?
৫। তাপের যান্ত্রিক সমতা J=4.2 যুল/ক্যালোরি এর অর্থ কি?
৬। তাপীয় ক্যাপাসিটি কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। 30kQ এর রোধের মধ্য দিয়ে 0.5mA কারেন্ট প্রবাহিত হলে তার ভোল্টেজ ড্রপ কত?
২। 10 কিলোওহমের পরিবাহীতে 100 ভোল্টেজ প্রয়োগ করলে প্রবাহিত কারেন্ট কত হবে?
৩। কোন বর্তনীতে 220v সরবরাহ আছে, উক্ত বর্তনীতে রোধের মান শূন্য হলে কারেন্ট এর মান কত হবে?
৪। ওহমের সূত্রটি লিখে এর সীমাবদ্ধতা উল্লেখ করো?
৫। 250v সরবরাহের সাথে একটি বৈদ্যুতিক ইস্ত্রি সংযোগ করায় এর ভেতর দিয়ে 0.25 Aকারেন্ট প্রবাহিত হয়, ইস্ত্রির কয়েলের রোধ কত ?
৬। ১০kQ রেজিস্টরের আড়াআড়িতে 120 Volt প্রয়োগ করা হলে রেজিস্টরের মাঝ দিয়ে কি পরিমান কারেন্ট প্রবাহিত হবে?
৭। জুলের সূত্র কি?
রচনামূলক প্রশ্নঃ
১। ওহমের সূত্রটি লেখ ও গাণিতিক ভাবে ব্যাখ্যা করো।
২। জুলের তাপীয় সূত্রটি ব্যাখ্যা করো।
অধ্যায় পাঁচঃ বৈদ্যুতিক বর্তনী (Electrical Circuits)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ১। সিরিজ সার্কিট কোথায় ব্যবহার করা হয়?
২। সিরিজ সার্কিট কাকে বলে?
৩। প্যারালাল সার্কিট কাকে বলে?
৪। সার্কিট কাকে বলে?
৫। আদর্শ বর্তনী কাকে বলে?
৬। একটি সাধারণ বর্তনীতে কমপক্ষে কয়টি উপাদানের প্রয়োজন ও কি কি?
৭। প্যারালাল সার্কিটই বেশি ব্যবহৃত হওয়ার কারণ কি?
৮। ১০ ওহমের রোধ প্যারালালে সংযুক্ত করলে সমতুল্য রোধ কত হবে?
আরও পড়ুনঃ dy/dx জ্যামিতিক ব্যাখ্যা - ম্যাথমেটিক্স-২
৯। কোন ধরনের বর্তনীতে সকল লোডে ভোল্টেজ সমান থাকে?
১০। সমান্তরালে সংযুক্ত 2 টি 2Q রোধের সমতুল্য রোধ কত হবে?
১১। প্যারালালে সংযুক্ত ১০Q এবং 15Q রোধের সমতুল্য রোধ কত হবে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। সার্কিটের বৈশিষ্ট্য সমূহ কি কি?
২। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সমূহ কি কি?
৩। সিরিজ সার্কিটের সুবিধা-অসুবিধা গুলো কি কি?
৪। প্যারালাল সার্কিটের সুবিধা- অসুবিধা গুলো কি কি?
৫। বাসগৃহের কি ধরনের সার্কিট ব্যবহার করা হয় কেন?
৬। সিরিজ ও প্যারালাল সার্কিটের মাঝে তিনটি পার্থক্য লেখ?
৭। একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান গুলোর নাম লেখ।
৮। একটি আদর্শ সার্কিট অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো।
রচনামূলক প্রশ্নঃ
১। ইলেকট্রিক্যাল সার্কিট কি? একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান কি কি ?উদাহরণ সহ লেখ।
২। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে,1/Re=1/R1+1/R2+1/R3+.........+1/Ra
৩। সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে, Rt=R1+R2+R3
অধ্যায় ছয়ঃ বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি (Electric Power & Energy)
উদাহরণ-১
একটি পদ্ধতি বাতির গায়ে লেখা আছেঃ 250v,100w বাতিটি কতটুকু কারেন্টত নেয়?
উদাহরণ-২
একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছেঃ250v,1oow বাতির ফিলামেন্ট এর রেজিস্ট্যান্স
কত হবে?
উদাহরণ-৩
একটি বাতির গায়ে লেখা আছে 100 ওয়াট 200 ভোল্ট বাতিতির রেজিস্ট্যান্স এবং
এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত?
উদাহরণ-৪
একটি ছাত্রী নিবাসে 40 টি কক্ষে 6০ওয়াটের 40টি বাতি দৈনিক সাত ঘন্টা জলে। প্রতি কক্ষে 80 ওয়াটের একটি সিলিং ফ্যান দৈনিক 6 ঘন্টা চলে এবং 0.5 A এর একটি টেলিভিশন দৈনিক 9 ঘন্টা চলে। যদি ওই ছাত্রী নিবাসে 250 V সরবরাহ থাকে তাহলে 2019 সালের ডিসেম্বর মাসের বিদ্যুৎ বিল কত হবে ।প্রতি ইউনিট এর মূল্য 6.50 টাকা ।
উদাহরণ-৫
একটি ছাত্রাবাসে 40 টি কামড়ায় 6০ watt এর 40টি বাতি দৈনিক গড়ে 7 ঘন্টা জলে, প্রতি পক্ষে একটি ফ্যান 80 ওয়াট দৈনিক 6 ঘন্টা এবং 0.5A watt এর একটি টিভি দৈনিক গড়ে 9 ঘন্টা চলে. ছাত্রাবাসে 250v সরবরাহ থাকলে2016 সালের ডিসেম্বর মাসের বিদ্যুৎ বিল কত হবে?(প্রতি ইউনিটের মূল্য6.50 টাকা)
উদাহরণ-৬
একটি ছাত্রাবাসে 40টি কামড়ায় 60 ওয়াট এর 40টি বাতি দৈনিক গড়ে ৬ ঘন্টা জলে। কমনরুম.1/8 H.P এর10 টি পাখা দৈনিক12 ঘন্টা চলে এবং0.5A এর একটিT.V দৈনিক গড়ে 6 ঘরে চলে. ছাত্রাবাসের220v সরবরাহ থাকলে2004 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত নির্ণয় করো. (প্রতি ইউনিট এর মূল্য3.00 টাকা)
উদাহরণ-৭
একটি বাড়িতে100w এর3 টি বাতি দৈনিক 7 ঘন্টা 40w এর 4 টি টিউবলাইট দৈনিক 8 ঘন্টা 2000w এর একটি হিটার দৈনিক 3 ঘন্টা,75w এর 5 টি পাখা দৈনিক 10 ঘন্টা1/2 H.P এর একটি পানির পাম্পের মোটর দৈনিক 2 ঘন্টা করে চলে. প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য5.50 টাকা হলে 2018 সালের মার্চ মাসের বিদ্যুতিক নির্ণয় করো.
অতি সংক্ষিপ্ত প্রশ্ন:১। পাওয়ার এর একক কি?
২। এক অশ্বশক্তি সমান কত ওয়াট?
৩। এনার্জি মিটার এ ব্যবহৃত কোয়েল দুটির নাম কি?
৪। বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি পরিমাপক যন্ত্রের নাম লিখ?
৫। এলার্জির ব্যবহারিক একক ও পরিমাপক যন্ত্রের নাম লেখ.
৬। এনার্জির তাত্ত্বিক ও ব্যবহারিক একক কি?
৭। কিলোওয়াট আওয়ার বলতে কি বুঝায়?
৮। BOT ইউনিট কি?
৯। 1 K w h সমান কত জুল?
১০। বৈদ্যুতিক পাওয়ার এর সংজ্ঞা কি?
১১। বৈদ্যুতিক এনার্জির সংজ্ঞা কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। এনার্জির পরিমাণ কিভাবে নির্ণয় করা হয়?
২। একটি বৈদ্যুতিক সার্কিটে এনার্জি মিটাএ, ওয়াটমিটার, অ্যামিটার ও ভোল্ট মিটারের সংযোগ দেখাও
৩। লোডসহ অ্যামিটার ,ভোল্ট মিটার এবং ওয়ার্ড মিটার এর সংযোগ চিত্র অঙ্কন করো।
৪। বৈদ্যুতিক লোডের সাথে একটি এনার্জি মিটারের সংযোগ দেখাও।
রচনামূলক প্রশ্নঃ
১। প্রমাণ করো যে, P=V2/R এবং P=I2/R.
অধ্যায় সাতঃ বৈদ্যুতিক তার,ক্যাবল,জয়েন্ট এবং সাপ্লাইস(Electrical Wires, Cables, joint and Splices)
অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ
১। PVC এর পূর্ণ নাম কি?
২। VIR এর পূর্ণ নাম কি?
৩। বৈদ্যুতিক তার বলতে কি বুঝায়?
৪। ক্যাবল এর সংজ্ঞা কি?
৫। পিগ টেইল জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়.
৬। সাপ্লাইস কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। তার এবং ক্যাবল এর মধ্যে পার্থক্য কি?
২। একটি তারের সাইজ ৭/০.০৩৬ এতে কি বুঝায়?
৩। ছয় প্রকার জয়েন্টের নাম লেখ।
৪। একটি তারের সাইজ ২.3/0.029" বলতে কি বুঝায়?
৫। 2.3/0.036"PVC তার বলতে কি বুঝায়?
৬। জয়েন্ট করার ধাপ কয়টি ও কি কি?
৭। সোল্ডার কি এবং এটা কিসের তৈরি?
৮। ওয়ারিং এর কাজে ব্যবহৃত হয় এই রকম 6 টি জয়েন্টের নাম লেখ.
রচনামূলক প্রশ্নঃ
১। জয়েন্ট করার ধাপগুলো বর্ণনা করো?
২। ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কিভাবে সম্পন্ন করা হয়, চিত্রসহ বর্ণনা করো. এই জয়েন্ট কোথায় ব্যবহৃত হয়?
অধ্যায় আট ঃ হাউজ ওয়ারিং পদ্ধতি(Methods of House Wiring)
অতি সংক্ষিপ্ত প্রশ্ন:১। অডিটোরিয়াম, কারখানা ও সিনেমা হলে কি ধরনের ওয়ারিং করা হয়?
২। বসতবাড়ি ওয়ার্কশপে কোন ধরনের ওয়ারিংব্যবহার করা হয়?
৩। 4টি ওয়ারিং ফিটিংস এর নাম লিত।
৪। ওয়ারিং বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। কন্ডুইট ওয়ারিং এর সুবিধা কি কি?
২। ওয়ার্কশপ বা কারখানায় কোন ধরনের ওয়ারিং করা হয় এবং কেন?
৩। বৈদ্যুতিক ওয়ারিং এ সিলিং রোজ ব্যবহার করা হয় কেন?
৪। বৈদ্যুতিক ওয়ারিং এ ব্যবহৃত দশটি ফিটিংস এর নাম লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। ওয়ারিংকাকে বলে? তা কত প্রকার ও কি কি?
২। ব্যাটেন ওয়্যারিং কিভাবে করা হয়, এর পদ্ধতি বর্ণনা করো।
৩। সারফেস কন্ডুইট ওয়ারিং পদ্ধতি বর্ণনা করো এবং এটা সাধারণত কোথায় ব্যবহার করা হয়?
অধ্যায় নয়ঃ বৈদ্যুতিক নিয়ন্ত্রক যন্ত্র (Electrical Controlling Devices)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। DPST সুইচের প্রতীক আক এবং এর কারেন্ট রেটিং লেখ।
২। SPDT এবংDPST এর পূর্ণ নাম লেখ.
৩। MCB ওMCCB এর পূর্ণ নাম কি?
৪। মেইন সুইচ কি?
৫। SPST দ্বারা কি বুঝায়?
৬। কন্ট্রোলিং ডিভাইস বলতে কি বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। আকার আকৃতি কাজ এবং প্রয়োগ অনুসারে নাইফ সুইস কে কিভাবে ভাগ করা হয়?
২। DPST সুইচ কি এবং কোথায় ব্যবহার করা হয়?
আরও পড়ুনঃ আংশিক অন্তরীকরণ - ম্যাথমেটিক্স-২
৩। একটি ফ্লোরেসেন্ট টিউব লাইটের বর্তনীর চিত্র একে বিভিন্ন অংশ চিহ্নিত করো.
৪। একটি বাতিকে দুটি জায়গা থেকে নিয়ন্ত্রণের বর্তনী অঙ্কন করো.
রচনামূলক প্রশ্নঃ
১। একটি বাতিকে দুইটি সুইচ এর সাহায্যে দুটি স্থান হতে নিয়ন্ত্রণ এর সার্কিট চিত্র অঙ্কন করো।
২। কলিং বেলকে ইন্ডিকেটর ল্যাম্পসহ দুস্থান হতে নিয়ন্ত্রণের সার্কিট চিত্র অঙ্কন করো।
৩। চিত্রসহ ফ্লোরেসেন্ট টিউবলাইট এর কার্যপ্রণালী বর্ণনা করো।
অধ্যায় দশ ঃ বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র(Electrical Protective Devices)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ১। MCB দ্বারা কি বুঝায়?
২। সার্কিট ব্রেকারের কাজ কি?
৩। ফিউজ কয় প্রকার ও কি কি?
৪। MCB ও MCCB এর অর্থ কি?
৫। ফিউজ তার কি কি পদার্থের তৈরি হয়?
৬। মিনিয়েচার সার্কিট ব্রেকার কি?
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। কি কি কারণে রক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়?
২।ফিউজ কিভাবে সার্কিট কে রক্ষা করে?
৩। ফিউজ সার্কিট ব্রেকার এর মাঝে চারটি পার্থক্য লেখ.
৪। বিদ্যুতাঘাত বলতে কি বুঝায়?
রচনামূলক প্রশ্নঃ
১। একটি মিনিয়েচার সার্কিট ব্রেকার এর গঠন আকৃতি বর্ণনা করো।
২। ইলেকট্রিক্যাল কাজে চারটি নিরাপত্তামূলক বিধি উল্লেখ করো।
অধ্যায় এগারঃ বৈদ্যুতিক আর্থিং(Electrical Earthing)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ১। আর্থিং কত প্রকার ও কি কি?
২। আর্থিং এর উপাদান কি কি?
৩। আর্থিং কি?
৪। আর্থ কন্টিনিউয়িটি তার কি?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। আর্থিং এর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কি?
২। বিভিন্ন প্রকার আর্থিং এর নাম লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। পাইপ আর্থিং কিভাবে করা হয় চিত্রসহ বর্ণনা করো।
২। প্লেট আর্থিং এ ব্যবহৃত প্লেটের আকার উল্লেখপূর্বক পদ্ধতিটিত বর্ণনা করো।
অধ্যায় বারঃ আধুনিক বৈদ্যুতিক বাতি(Modern Electric Lamps)
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ১। ফ্লওরেসেন্ট ল্যাম্পে হলুদ ও লাল রংয়ের জন্য কোন ধরনের পাউডারের প্রলেপ দেওয়া হয়?
২। সোডিয়াম ভেপার ল্যাম্পে কি কি গ্যাস থাকে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ফ্লওরেসেন্ট ল্যাম্প এর সুবিধা কি কি?
২। ফ্লওরেসেন্ট ল্যাম্পের অসুবিধা কি কি?
৩। একটি ফ্লওরেসেন্ট টিউবলাইট এর স্ট্যাটাস ও চোক কয়েলের কাজ কি?
রচনামূলক প্রশ্নঃ
১। সোডিয়াম ভেপার ল্যাম্প এর গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো ।
অধ্যায় তেরঃ ইলেক্ট্রোম্যাগনেটিজম(Electromagnetism)
অতি সংক্ষিপ্ত প্রশ্ন:১। প্রতি একক ক্ষেত্রফলের ফ্লাকের পরিমাণকে কি বলে?
২। পারর্মিয়াবিলিটি কি?
৩। এক ওয়েবার এ কত লাইনস?
৪। দুটো সমান্তরাল পরিবাহীর সৃষ্ট বলের সূত্রটি লেখ।
৫। DC জেনারেটরের EMF উৎপাদনে কোন নীতি অনুসৃত হয়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। চৌম্বক ক্ষেত্র বলতে কী বোঝায়?
২। চৌম্বক বলরেখা কাকে বলে?
৩। ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি বলতে কি বুঝায়?
৪। ফ্লাক্স ডেনসিটি কাকে বলে?
৫। অ্যাবসলুট পারর্মিয়াবিলিটি(Absolute Permeability কি?
৬। রিলেটিভ পারর্মিয়াবিলিটি কাকে বলে?
৭। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি? এটি কোথায় ব্যবহৃত হয়?
৮। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কি? এটা কোথায় ব্যবহৃত হয়?
৯। চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।
রচনামূলক প্রশ্নঃ
১। চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য গুলো কি কি?
২। চিত্র ও প্রয়োগ ক্ষেত্র সহ ফ্লেমিং এর ডান হস্ত বিধি বর্ণনা করো।
অধ্যায় চৌদ্দঃ ইলেক্ট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন(Electromagnetic Induction)
উদাহরণ-1
150 পাক বিশিষ্ট একটি কোয়েল এর সাথে সংশ্লিষ্ট ফ্লাক্স0.05wb. যদি উক্ত উক্ত ফ্লাক্স0.025sec. এ বিপরীতমুখী হয় তবে উৎপন্ন emf কত?
উদাহরণ -2
50 প্যাচের একটি কয়েলে সৃষ্ট E.M.F নির্ণয় করো. যখন 5000Lines এর ফ্যাক্স 0.02 সেকেন্ডে পরিবর্তিত হয়.
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ১। ইনডিউসড ই, এ্ম এফ কয় ভাবে উৎপাদিত হয় নাম সহ লেখ।
২। ইন্ডাকট্যান্স প্রতীকসহ একক লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ইনডিউসড , ই, এ্ম এফ বলতে কি বুঝায়?
২। ফ্যারাডের সূত্রটি কি কি?
৩। লেঞ্জের সূত্র কি?
৪। সেলফ ইন্ডাকক্টান্স কি?
৫। মিউচুয়াল ইন্ডাকট্যান্স কি?
৬। চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিপাদন করো।
৭। কি কি উপায়ে এডি কারেন্ট লস কমানো যায়?
৮। হিসতেরেসিস লস কি?
৯।হিসতেরেসিস লস কমানোর উপায় সমূহ লেখ।
১০।হিসতেরেসিস লস কি কি বিষয়ের উপর নির্ভরশীল?
১১। তড়িৎ চুম্বকীয় আবেশ কি?
রচনামূলক প্রশ্নঃ
১। ফ্যারাডের সূত্র দুটি লেখ এবং গাণিতিক ভাবে প্রমাণ করো যে, e= -N do/dt x 10-8 ভোল্ট।
Assalamualaikum sir
I was looking for answers to each of your questions yesterday and couldn't find them anymore.