বাংলা - ২ এর সাজেশন

 

অডিনারি কোচিং সেন্টার 

২য় পর্বের সাজেশন
বিষয়ঃ বাংলা -২ (২২ প্রবিধান)
বিষয় কোডঃ ২৫৭২১

প্রথম অধ্যায়ঃ বাংলা ব্যাকরণ ও ব্যাকরণ পাঠের গুরুত্ব

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ব্যাকরণ কাকে বলে?
২।ধ্বনিতত্ত্ব কাকে বলে?.
৩। রুপ তত্ত্ব কাকে বলে?.
৪। বচন লিঙ্গ কারক সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।ব্যাকরণ এর বিষয়বস্তু কয়টি ? আলোচনা কর।
২।ব্যাকরণ পাঠের পাঁচটি প্রয়োজনীয়তা লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১।ব্যাকরণ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।

দ্বিতীয় অধ্যায়ঃ বাংলা ভাষা

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। ভাষা কাকে বলে।
২। সার্বজনীন কথ্য ভাষা বলতে কী বোঝায়? 
৩। মৌলিক ভাষা কত প্রকার ও কি কি ?
৪। বাংলা ভাষার মূল ভাষা গোষ্ঠী কোনটি ?
৫। প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন কি ?
৬। বাংলা ভাষা কত প্রকার ও কি কি ?
৭। মৌলিক ভাষা বলতে কী বোঝায়?
সংক্ষিপ্ত প্রশ্ন  
১।বাংলাদেশের তিনটি অঞ্চলের আঞ্চলিক ভাষার উদাহরণ দাও।
২। আঞ্চলিক ভাষা কাকে বলে ।
৩।চলিত ভাষা বলতে কী বোঝায় উদাহরণ দাও। 
৪। আঞ্চলিক ভাষা ও সাহিত্য শিল্পের বাহন হতে পারে এর স্বপক্ষে যুক্তি দিয়ে মত প্রকাশ করো। 
৫।সংস্কৃতি বলতে কি বুঝায়?
৬। ভাষা নিয়ম পরিবর্তনশীল বিশ্লেষণ করো।
রচনামূলক প্রশ্ন ঃ
১। বাংলা সাহিত্যের যুগ কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ? সময়সীমা উল্লেখ করে প্রত্যেক যুগের বৈশিষ্ট্য গুলি লেখ।
২।সাধু ও চলিত রীতির মধ্যে চারটি পার্থক্য উল্লেখ করো।

তৃতীয় অধ্যায়ঃ বাংলা ধ্বনিতত্ত্ব


অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বাংলা বানানের নিয়ম কাকে বলে 
২।আকাঙ্ক্ষা শব্দের বানানের নিয়ম টি উল্লেখ করো।
৩। ণত্ব বিধান কি? 
৪।ষত্ব বিধান কি?
৫।ধ্বনি ও বর্ণের মধ্যে দুটি পার্থক্য লেখ। 
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।আধুনিক বাংলা বানানের তিনটি নিয়ম উদাহরণসহ লেখ।
২। ণত্ব বিধানের দুটি নিয়ম লেখ। 
৩।বাংলা বানানের ঈ-কারের ব্যবহার এর পাঁচটি নিয়ম লেখ।
৪। উচ্চারণ স্থান অনুসারে ধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করো।
৫। বানানের শুদ্ধ রূপটি লেখ সার্বজনী্‌ন, অশেশ, আনুসঙ্গিক বিপনি,কৃসকগণ।
৬। শুদ্ধ করে লেখঃ মুমূুর্ষ,সম্বর্ধনা , দুরাবস্থা ,আভ্যন্তরীণ , দারিদ্রতা , নীদনি , সুস্থ ,ভুূল ।
রচনামূলক প্রশ্নঃ
১। ষত্ব বিধান কাকে বলে? ষত্ব বিধান গুলো লেখ।

চতুর্থ অধ্যায়ঃ রুপ তত্ত্ব

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। শব্দ কাকে বলে ?
২।মৌলিক শব্দ কাকে বলে?
৩। সাধিত শব্দ কাকে বলে?
৪। তৎসম শব্দ কাকে বলে?
৫। অর্ধ তৎসম শব্দ কাকে বলে?
৬। তদ্ভব শব্দ কাকে বলে ?
৭।মিশ্র শব্দ কাকে বলে ?
৮।যৌগিক শব্দ কাকে বলে ?
৯।যোগরূঢ় শব্দ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। গঠনগতভাবে শব্দ কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লেখ।
রচনামূলক প্রশ্নঃ
১। শব্দের সংজ্ঞা দাও ।শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো।
২।শব্দ কাকে বলে ?অর্থগতভাবে বাংলা শব্দ কে কয় ভাগে ভাগ করা যায় উদাহরণসহ

পঞ্চম অধ্যায়ঃ বাক্যতত্ত্ব

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা দরকার এবং কি কি ?
২।যোগ্যতা কাকে বলে ?
৩।আসক্তি কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১|বাক্য কাকে বলে? সার্থক বাক্যের শর্ত বা গুণ গুলো কি কি? আলোচনা করো।
২|বাক্যের অংশ কয়টি ও কি কি ? আলোচনা কর।
৩|গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো ?
৪|অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ করো ?
৫|সরল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 
রচনামূলক প্রশ্নঃ
১|বাক্য বলতে কি বুঝ?সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য আলোচনা করো। 

ষষ্ঠ অধ্যায়ঃ বাক্য সংকোচন;বাগধারা; প্রবাদ প্রবচন 

 ১| যেকোনো দশটি প্রবাদ প্রবচন বাক্যেরঅর্থ লেখ।
(ক) অতি ভক্তি চোরের লক্ষণ। 
(খ) কয়লা ধুলে ময়লা যায় না।
(গ) অতি লোভে তাঁতি নষ্ট। 
(ঘ) নাচতে না জানলে উঠান বাঁকা।
(ঙ) পেটে খেলে পিঠে সয়।
(চ) গরু মেরে জুতা দান।
(ছ) দুধ কলা দিয়ে কালসাপ পোশা।
(জ) যাকে দেখতে নারি তার চলন বাঁকা।
(ঝ) গাঁয়ে মানেনা আপনি মোড়ল।
(ঞ) কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজি।
(ট) কারো সর্বনাশ কারো পৌষ মাস।
(ঠ) খাল কেটে কুমির আনা।
(ড)উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।
(ঢ)পীড়েয় বসে পেঁড়োর খবর।
(ণ)ধরি মাছ না ছুঁই পানি

২।যেকোনো দশটি প্রবাদের অর্থ লেখ
(ক)খালি কলসি বাজনা বেশি।
(খ)নির্গুণআদার তিনগুণ ঝাল।
(গ) বানরের গলায় মুক্তার মালা ।
(ঘ) কাকে নিয়ে গেল কান, কাকের পিছে ধাবমান।
ঙ)গর্তের সাপ খুঁচিয়ে বের করা।
(চ) ঘুটে পোড়ে গোবর হাসে।
(ছ) ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
(জ) দুই সতীনের ঘর খোদায় রক্ষা কর।
(ঝ) দশের মুখে জয় দশের মুখেই ক্ষয়
(ঞ) পান্তা ভাতে নুন জোটে না বেগুন পোড়া ঘি।
(ট) যার আছে টাকা তার কথা বাকা বাকা।
(ঠ) হাতের হাতের ও খাবে পাতের ও খাবে।
(ড) গাজী সাহেবের মোরগ পেটে গেলেও বাক দেয়।
(ঢ) খেদাই নে তোর উঠান চাষী।
(ণ) যাকে দেখতে নারি তার চলন বাঁকা।

সপ্তম অধ্যায়ঃ বিরচন(ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম)

ভাব সম্প্রসারণঃ

১। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
২।পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
৩।দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়।
৪।শিক্ষাই জাতির মেরুদন্ড।
৫।কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদুর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর।
৬।পরিশ্রমে ধন আনে ,পুণ্য আসে সুখ আলস্য দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ।

সারাংশঃ

১। বিদ্যা মঙ্গলের নিদান সেই বিষয়ে কোন সন্দেহ...............চিকিৎসা বিদ্যা দায়ী নহে ।দায়ী তাহাদের চিকিৎসাবিদ্যায় অল্প জ্ঞা..................
২। অতীতকে ভুলে যাও অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই .............ভবিষ্যতের দরজার আগল লাগাও আর শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে............
৩। মানুষের মূল্য কোথায় চরিত্রে মনুষ্যত্বের জ্ঞানে ও কর্মে.................... ন্যায়বান এবং মানুষের স্বাধীনতাপ্রিয় । চরিত্রবান মানে এই.....................
৪। অনেকের ধারণা এই যে, মহৎ ব্যক্তি শুধু উচ্চ বংশেই জন্মগ্রহণ.....................এত খ্যাতনামা যে বটবৃক্ষ, তার ফল আমাদের অখাদ্য..............................

সারমর্মঃ
১। সার্থক জনম আমার জন্মেছি এই দেশ........................ এই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে.................................
২। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা..................... নিজের মনে না যেন মানি হয়।
৩। সব সাধকের বড় সাধক আমার দেশে চাষা...........................তোমায় দেখে চুণ সকল অহংকার..................
৪। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান ................. নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার..............................
৫। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে...........................একটি শিশির বিন্দু...............।।

অষ্টম অধ্যায়ঃ ভাষণ ও প্রতিবেদন

প্রতিবেদন রচনাঃ

১। ইভটিজিং এর বিরুদ্ধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ
২। যৌতুক প্রথা ও নারী নির্যাতন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো
৩। আমরা চাই একটি দুর্নীতি মুক্ত সমাজ -এ শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো।
৪। হাসপাতালে চিকিৎসার অবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন করো।

প্রশাসনিক প্রতিবেদনের নমুনাঃ

১। তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
২। কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।
৩। তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
৪। পরিবেশগত ভারসাম্য জন্য চাই বৃক্ষরোপণ এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
৫। তোমার দেখা একটি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সম্পর্কে প্রতিবেদন রচনা করো।

নবম অধ্যায়ঃ পত্র লিখন

আবেদনপত্রঃ

১। উপসহকারী প্রকৌশলী টেক্সটাইল মিল মিল লিমিটেড এ চাকরির জন্য একটি আবেদনপত্র লেখ।
২। কর্মস্থলে অফিসে কলেজে উপস্থিত হতে না পারায় তিনদিনের নৈমিত্তিক ছুটি প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লেখ।

যোগদান পত্র ও স্মারকলিপিঃ

১। উপসহকারী প্রকৌশলী পোদে পদে যোগদান করা ক্লান্ত ক্লান্ত সংক্রান্ত একটি যোগদান পত্র লেখ।

স্মারকলিপিঃ

১। তোমার পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন সমস্যার সমাধান কল্পে মাননীয় শিক্ষামন্ত্রী উদ্দেশ্যে একটি স্মারকলিপি রচনা করো।

সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রঃ

১। মাদকাসক্তির কুফল বিষয়ে সতর্ক করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখ।

বৈদ্যুতিন চিঠি চিঠি বা ইমেইল ইমেইল এর নমুনাঃ

১। অফিস প্রধানের কাছে চাকরিজীবীর একটি বৈদ্যুতিন চিঠি ইমেইল।
২। তোমার এলাকার রাস্তাটির চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে উক্ত রাস্তা সংস্কারের আবশ্যকতা জানিয়ে মাননীয় সংসদ সদস্য নিকট একটি ই-মেইল বার্তা লেখ।
৩। সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা জানিয়ে জানিয়ে ছোট ভাইকে একটি ই-মেইল বার্তা লেখ।

দশম অধ্যায়ঃ প্রবন্ধ রচনা

১। দেশ প্রেম
২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩। মুক্তি আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা
৪। পরিবেশ দূষণ ও তার প্রতিকার
৫। কর্মমুখী শিক্ষা প্রয়োজনীয়তা
৬। মানব কল্যাণে বিজ্ঞান
৭। আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ
৮। পদ্মা সেতু
৯। বঙ্গবন্ধু স্যাটেলাইট  -১
১০। নারী শিক্ষার প্রয়োজনীয়তা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url