ফিজিক্স-২ এর সাজেশন (২২ প্রবিধান)
অর্ডিনারি কোচিং সেন্টার
২য় পর্বের সাজেশন
বিষয়ঃ ফিজিক্স-২ (২২ প্রবিধান)
বিষয় কোডঃ ২৫৯২২
অধ্যায় ১মঃ থার্মোমিতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. সেন্টিগ্রেড তাপীয় একক কাকে বলে?
০২. থার্মোমিটারের মৌলিক দূরত্ব কাকে বলে?
০৩. ব্রিটিশ তাপীয় একক কী?
০৪. তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সর্ম্পক কী?
০৫. পরম শূন্য তাপমাত্রা বলতে কী বুঝায়?
০৬. মৌলিক দূরত্ব বা ব্যবধান কী?
০৭. ফারেনহাইট স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কত ধরা হয়?
০৮. পানির ত্রৈয় বিন্দু কত?
০৯. পানির আপেক্ষিক তাপ ৪২০০ Jkg-1 k-1 এর অর্থ কী?
১০. আপেক্ষিক তাপ কী? এটির SI একক লেখ।
১১. তাপ গ্রহিতা কাকে বলে?
১২. বরফ গলনের সুপ্ততাপ ৮০ ক্যালরি/গ্রাম বলতে কী বুঝায়?
১৩. সি জি এস পদ্ধতিতে তাপের এককের সংজ্ঞা লিখ।
১৪. লীন তাপ কাকে বলে?
১৫. পানিসম বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৬. তাপ ও তাপমাত্রার মাঝে ৪টি পার্থক্য লেখ।
১৭. থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো লেখ।
১৮. তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সর্ম্পক স্থাপন কর।
১৯. দেখাও যে, পানিসম ও তাপ গ্রহীতার সংখ্যামান সমান।
২০. ক্যালরিমিতির মূলনীতি বর্ণনা কর।
২১. বস্তুর গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা প্রতিদান কর।
২২. আপেক্ষিক তাপ ও সুপ্ততাপের মধ্যে পার্থক্য লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
২৩. চিত্রসহ ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যবলি ব্যাখ্যা কর।
গুরুত্বপূর্ণ ম্যাথসমূহঃ
০১. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়?
০২. মানুষের শরীররে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রী ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত হবে?
০৩. 10 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম বরফকে 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার বাস্পে পরিরণ করতে কত তাপের প্রয়োজন হবে? [বরফের আপেক্ষিক তাপ=0.5, বরফ গলনের সুপ্ত তাপ=80 ক্যালরি/গ্রাম, পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ=537 ক্যালরি/গ্রাম]
০৪. -10 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা 5 গ্রাম বরফকে 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার বাস্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে?[বরফের আপেক্ষিক তাপ=0.5, বরফ গলনের সুপ্ত তাপ=80 ক্যালরি/গ্রাম, বাষ্পীভবনের লীন তাপ=540 ক্যালরি/গ্রাম]
০৫. 120 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা 50গ্রাম ভরের একটি বস্তুকে 50গ্রাম ভরের একটি অ্যালুমিনিয়ামের ক্যালরিমিটারের 20 ডিগ্রী তাপমাত্রার 150 গ্রাম পানির মধ্যে নিক্ষেপ করা হলে মিশ্রনের তাপমাত্রা 30 ডিগ্রী সিলসিয়াস পাওয়া গেল। বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় কর। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900 Jkg-1K-1।
২য় অধ্যায়ঃ পদার্থের উপর তাপের প্রভাব
অতিসংক্ষিপ্ত প্রশ্ন সূমহঃ
০১. লোহার দৈর্ঘ্য প্রসারঙ্ক α = 0.000012/0K বলতে কী বুজায়?
০২. দৈর্ঘ্য প্রসারাঙ্ক বলতে কী বুঝায়?
০৩. তাপের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র গুণাঙ্ক সর্ম্পকসূচক সমীকরণটি লিখ?
০৪. তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা লেখ?
০৫. তাপ পরিবাহিতা বলতে কী বুঝায়?
০৬. তাপ পরিবহন গুণাঙ্কের এস আই একক লেখ?
০৭. তাপের বিকিরণ বলতে কি বুঝায়?
০৮. নিউটনের শীতলীকরণ সূত্রটি লেখ?
০৯.তাপ পরিবহন গুণাঙ্কের একক ও মাত্র বের কর।
১০.সৌর ধ্রুবক কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১১.দেখাও যে, আয়তন প্রসারাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য প্রসারাঙ্কের তিনগুণ।
১২. দেখাও যে, ক্ষেত্র প্রসারঙ্ক হচ্ছে দৈর্ঘ্য প্রসারাঙ্ক দ্বিগুণ।
১৩. তাপের পরিবহন ও পরিচালকের মধ্যে ৩টি পার্থক্য লেখ।
১৪. তাপ সঞ্চালন কী কী বিষয়ের উপর নির্ভর করে?
১৫. গ্রিনহাউজ ইফেক্ট ব্যাখ্যা কর।
১৬.স্টিফেনের সূত্রটি বিবৃতিপূর্বক ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৭. বিভিন্ন প্রকার প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দেখাও যে, 6α=3β=2ꝩ (এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে)।
১৮. তাপ পরিবাহিতা কাকে বলে? এর গাণিতিক রূপ দেখাও।
১৯.গ্রিনহাউস প্রতিক্রিয়া গুলো লেখ।
গুরুত্বপূর্ণ ম্যাথসমূহঃ
০১. 0 ডিগ্রী তাপমাত্রায় একটি পিতলের পাতের দৈর্ঘ্য 50 cm এবং প্রস্থ 10 cm। 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এর ক্ষেত্রফল 1.89 বর্গসেন্টিমিটার বৃদ্ধি পায়। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত?
০২. একটি ইস্পাত সেতুর দৈর্ঘ্য 400 মিটার। তাপমাত্রা 30 ডিগ্রী সেলসিয়াস বাড়লে সেতুর দৈর্ঘ্য কত বাড়বে? (ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ= 11.0
০৩. 0 ডিগ্রী তাপমাত্রায় একটি পিতলের পাতের দৈর্ঘ্য 25 cm এবং প্রস্থ 20 cm। 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এর ক্ষেত্রফল 1.89 বর্গসেন্টিমিটার বৃদ্ধি পায়। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত?
০৪. একটি তামার পাতের ক্ষেত্রেফল 1 বর্গমিটার এবং পুরুত্ব 5 সেন্টিমিটার। এর দু’পৃষ্ঠের তাপমাত্রা হলো 70 ডিগ্রী সেরসিয়াস ও 60 ডিগ্রী সেলসিয়াস। প্রতি ঘন্টায় এটির পৃষ্ঠ হতে শীতলপৃষ্ঠে কী পরিমাণ তাপ পরিবাহিত হবে? (তামার তাপ পরিবহনাঙ্ক 0.92 সিজিএস একক)
৩য় অধ্যায়ঃ তাপের প্রকৃতি ও যান্ত্রিক সমতা
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. জুলের সূত্রটি লেখ।
০২. তপের যান্ত্রিক সমতা কাকে বলে?
০৩. তাপের ক্যালরিক মতবাদ বলতে কী বুঝায়?
০৪.সমোঞ্চ প্রক্রিয়া কাকে বলে?
০৫.তাপের যান্ত্রিক সমতার একক লেখ।
০৬.রুদ্বতাপীয় প্রক্রিয়া কাকে বলে?
সংক্ষিপ্তপ্রশ্ন সমূহঃ
০৭.তাপ গতিবিদ্যার ১ম সূত্রটি লেখ ও ব্যাখ্যা কর।
০৮. তাপের ক্যালরিক মতবাদ ব্যাখ্যা কর।
০৯.তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা দাও।
১০. তাপের যান্ত্রিক সমতার গাণিতিক রূপ দেখাও।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১. রুদ্বতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে প্রমান কর যে,PVƳ= ধ্রুবক(প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে)।
১২. দেখাও যে, Cp – Cv = R(যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে)।
৪র্থ অধ্যায়ঃ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. এনট্রপি কী?
০২.তাপগতিবিদ্যার ২য় সূত্রটি লেখ।
০৩.তাপ ইঞ্জিনের মূলনীতি কী?
০৪.এনথালপি কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৫. এনট্রপি তাৎপর্য লেখ।
০৬. অর্ন্তদাহ ও বর্হিদাহ ইঞ্জিনের মধ্যে পার্থক্য লেখ।
০৭. প্রত্যাগামি ও অপ্রত্যাগামি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ।
৫ম অধ্যায়ঃ স্থির তড়িৎ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. আধানের সংজ্ঞা দাও।
০২. কুলম্বের সংজ্ঞা দাও।
০৩. 40 কুলম্ব বলতে কী বুঝয়?
০৪. বিভবের সংজ্ঞা দাও।
০৫. কোনো বিন্দুর বিভব 25 V বলতে কী বুঝায়?
০৬. ধারক কাকে বলে?
০৭. কোনো ধারকের ধারকত্ব 5F বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৮.আধানের আকর্ষণ ও বিকর্ষণ সূত্র বিবৃত কর।
০৯. কুলম্বের সূত্র বিবৃত কর ও ব্যাখ্যা কর।
১০.বিভব পার্থক্য বলতে কী বুঝায়?
১১. ধারকত্ব বলতে কী বুঝায়?
রচনামূলক প্রশ্নসমূহঃ
১২. ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিপাদন কর।
৬ষ্ঠ অধ্যায়ঃ চৌম্বকত্ব
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. চুম্বক কাকে বলে?
০২. চৌম্বকক্ষেত্র কাকে বলে?
০৩.চৌম্বক তীব্রতা কাকে বলে?
০৪. পৃথিবীর চৌম্বক উপাদান কাকে বলে?
০৫. বিচ্যুতির সংজ্ঞা দাও।
০৬. ফেরাচৌম্বক পদার্থ কাকে বলে?
০৭. লোহার কুরী তাপমাত্রা কত?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৮. চৌম্বক মেরু বলতে কী বুঝায়?
০৯. বিচ্যুতি বলতে কী বুঝায়?
১০. প্যারাচৌম্বক পদার্থ বলতে কী বুঝায়?
৭ম অধ্যায়ঃ আলোর প্রতিফলন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ০১. প্রতিবিস্ব কী?
০২. গোলকীয় দর্পণের ফোকাস দূরত্ব কাকে বলে?
০৩. বিবর্ধন বলতে কী বুঝায়?
০৪. দর্পণের প্রধান ফোকাস বলতে কী বুঝায়?
০৫. দর্পণ কাকে বলে?
০৬. আলোর প্রতিপলন বলতে কবী বুঝায়?
.সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭. অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মাঝে সর্ম্পক স্থাপন কর।
০৮.বাস্তব প্রতিবিম্ব কাকে বলে? চিত্র দেখাও?
০৯. অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে? চিত্র দেখাও?
১০. আলোর প্রতিফলনের সূত্র লেখ।
১১.বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লেখ।
১২. উত্তল দর্পনের ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মাঝে সর্ম্পক কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৩. অবতল দর্পনের ক্ষেত্রে, 1/v + 1/u = 1/ f সমীকরণটি প্রতিপাদন কর।
১৪. উত্তর দর্পণের ক্ষেত্রে প্রমাণ কর যে, 1/v + 1/u = 1/ f (যেকানে অক্ষর গুলো প্রচরিত অর্থ বহন করে)
১৫.চিত্রসহ বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বর বর্ণনা দাও।
১৬. ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মাঝে সর্ম্পক স্থাপন কর।
গুরুত্বপূর্ণ ম্যাথসমূহঃ
০১. 30 cm ফোকাস দূরত্ববিশিষ্ট একটি অবতল দর্পন হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তিনগুণ হবে?
০২. একটি অবতল দর্পনের ফোকাস দূরত্ব 20 cm। দর্পন হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তর আকারের দ্বিগুণ হবে।
৮ম অধ্যায়ঃ আলোর প্রতিসরণ
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. আলোর প্রতিসরণ বলতে কী বুঝায়?
০২. সংকট কোণ কী?
০৩. প্রিজমের প্রতিসাঙ্ক এবং নূন্যতম বিচ্যুতি কোণের মধ্যে সর্ম্পক কী?
০৪. প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখ।
০৫. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুটি লেখ।
০৬. প্রতিসরণের প্রথম সূত্রটি লেখ।
০৭. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কী?
০৮. লেন্সরে ক্ষমতা কাকে বলে?
০৯. লেন্সের ক্ষমতা একক কী?
১০. লেন্সর ক্শতা সমীকরণ লেখ।
১১. হীরকের সংকট কোণ 240 এর অর্থ কী?
১২, লেন্সের আলোককেন্দ্র কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
১৩. আলোর প্রতিসরণের সূত্রগুলো লেখ।
১৪. সংকট কোণ কাকে বলে?
১৫. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন চিত্রসহ বর্ণনা কর।
১৬. প্রতিসরাঙ্ক ও সংকট কোণের মধ্যে সর্ম্পক স্থাপন কর।
১৭. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো লেখ।
১৮. ন্যূনতম বিচ্যুতির শর্তগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১৯. চিত্রসহ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা দাও।
২০. প্রিজমের ক্ষেত্রে প্রমান কর যে, δ = i1 – i2 – A|
২১. প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম বিচ্যুতির মধ্যে সর্ম্পক স্থাপন কর।
২২. লেন্সের ক্ষেত্রে প্রমান কর যে, 1/v + 1/u = 1/ f (যেকানে অক্ষর গুলো প্রচরিত অর্থ বহন করে)
গুরুত্বপূর্ণ ম্যাথসমূহঃ
০১. একটি প্রিজমের প্রিজম কোণ 600 এবং উপাদানের প্রতিসরাঙ্ক ⇃2 হলে ন্যূনতম বিচ্যূতি কোণ নির্ণয় কর।
০২. কোন প্রিজমের প্রতিসরণ কোণ 600 এবং প্রতিসরাঙ্ক 1.5 হলে নূন্যতম বিচ্যুতি কোণ নির্ণয় কর।
০৩. -2d ক্ষমতাসম্পূর্ণন্ন লেন্সের ফোকাস দূরত্ব নির্ণ কর। লেন্সটির উত্তল না অবতল?
০৪. একটি লেন্সের ক্ষমতা +2 ডায়প্টার। লেন্সটি উত্তল না অবতল ? এর ফোকাস দূরত্ব নির্ণয় কর।
০৫. একটি লেন্সের বক্রতার ব্যাসার্ধ 50 cm হলে এর ক্ষমতা কত?
৯ম অধ্যায়ঃ ভৌত আলোকবিজ্ঞান
অতিসংক্ষিপ্ত প্রম্নসমূহঃ
০১. তড়িৎচৌম্বক তরঙ্গ কাকে বলে?
০২. তড়িৎচৌম্বক বর্ণালি কাকে বলে?
০৩. তরঙ্গ কাকে বলে?
০৪. তরঙ্গমুখ কাকে বলে?
০৫. সমবর্তন কাকে বলে?
০৬. গঠনমূলক ব্যতিচার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭. পয়েন্টিং ভেক্টর বলতে কী বুঝায়?
০৮. এক্স রে কী? ব্যাখ্যা কর।
০৯. আলোকবর্ষ বলতে কী বুঝায়?
১০. ব্যাতিচারের শর্ত গুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১১. তড়িৎচৌম্বক বর্ণালি আলোচনা কর।
১০ম অধ্যায়ঃ আলোক তড়িৎ ক্রিয়া
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমহঃ
০১. ক্যাথোড রাশ্মি কী?
০২. আলোক তডিৎ ত্রিয়া কী?
০৩. ইলেকট্রন কী? এর ভর কত?
০৪. ক্যাথোড রাশ্মির দুটি ধর্ম লেখ।
০৫. ফটোইলেকট্রন কাকে বলে?
০৬. এক্স রে এর দুটি ব্যবহার লেখ।
০৭. আইস্টাইনের আলোক রাশি তড়িৎ সমীকরণ লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৮. ক্যাথোড রাশ্মির ধর্মগুলো লেখ।
০৯. আলোক তড়িৎ ত্রিয়ার বৈশিষ্ট্যগুলো লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
১০. আইস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন কর।
১১ তম অধ্যায়ঃ পামাণুর গঠন
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. পরমাণু কাকে বলে?
০২. নিউক্লিয়াসের ব্যাস কত?
০৩. রাদারফোর্ড পরমাণু মডেলকে কীসের সাথে তুলনা করেন?
০৪. হাইড্রোজেন রোখা বর্ণালি বা পারমাণবিক বর্ণালি কাকে বলে?
০৫. লাইম্যান সিরিজ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রম্নসমূহঃ
০৬. পরমাণুর গঠন বর্ণনা কর।
০৭. থমসনের পরমাণু মডেলের সীমাদ্ধতাগুলো লেখ।
০৮. বোর পরমাণু মডেল আনুসারে বর্ণালি সৃষ্টির ধারণা ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৯. রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো বর্ণনা কর।
১০. বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির রাশিমালা প্রতিপাদন কর।
১২ তম অধ্যায়ঃ নিউক্লীয় পদার্থবিজ্ঞান
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. তেজস্ক্রিয়তার কাকে বলে?
০২. অর্ধায়ু কী?
০৩. গড় আয়ু কী?
০৪. নিউক্লীয় ফিশন কী?
০৫. ফিউশন বলতে কী বুঝায়?
০৬. তেজস্ক্রিয় কী ? দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭. তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক ও অর্ধায়ু মাঝে সর্ম্পক স্থাপন কর।
০৮. তেজস্ক্রিয় রাশ্মির দুটি ব্যবহার লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৯.প্রমান কর যে, N = N0e-λt প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে।
১০. নিয়ক্লীয় ফিশন ও ফিউশন সমীকরণসহ লেখ।
১৩ তম অধ্যায়ঃ আধুনিক পদার্থবিজ্ঞান
অতিসংক্ষিপ্ত প্রশ্নসূহঃ
০১. প্রসঙ্গ কাটামো কাকে বলে?
০২.বিশেষ আপেক্ষিক তত্ত্বের প্রথম স্বীকার্যটি বিবৃত কর।
০৩. আদর্শ কৃষ্ণবস্তু কাকে বলে?
০৪. বিকিরণ ক্ষমতা কাকে বলে?
০৫. আপেক্ষিক বিকিরণ ক্ষমতা সংজ্ঞা দাও।
০৬. আপেক্ষিক বিশেস তত্ত্ব কী?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭. গ্যালিরীয় রূপান্তরের সীমাবদ্ধতা আলোচনা কর।
০৮. লরেঞ্জ রুপান্তরের বিশেষত্ব কী? ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৯. গ্যালিলীয় রূপান্তরের সমীকরণগুলো লেখ। গ্যালিলীয় রূপান্তের সীমাদ্ধতা আলোচনা কর।
১৪তম অধ্যায়ঃ আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিপদার্থ বিজ্ঞান
অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০১. আপেক্ষিকতা কী?
০২. আইস্টাইনের ভর শক্তি সমীকরণটি লেখ।
০৩.ইলেকট্রনের চার্জের পরিমাণ কত?
০৪. প্রসঙ্গ কাটামো কাকে বলে?
০৫. শূন্য মাধেমে আলোর বেগ কত?
০৬. নিশ্চল ভর বলতে কী বুঝায়?
সংক্ষিপ্ত প্রশ্নসমূহঃ
০৭. আইস্টাইনের আপেক্ষিকতা তত্তেত বিশেষ স্বীকার্য দুটি লেখ।
রচনামূলক প্রশ্নসমূহঃ
০৮. প্রমান কর যে, E = mc2 (যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে)।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url