ঘর্ষণ কাকে বলে - ঘর্ষণ এর প্রকারভেদ - ঘর্ষণের সুবিধা ও অসুবিধা

আজ আমরা ঘর্ষণ নিয়ে একটি সুন্দর নতুন পোস্ট তৈরি করছি। আমাদের এই পোস্টে থাকছে ঘর্ষণ কাকে বলে - ঘর্ষণ এর প্রকারভেদ - ঘর্ষণের সুবিধা ও অসুবিধা, আবর্ত ঘর্ষণ কাকে বলে, প্রবাহী ঘর্ষণ কাকে বলে, স্থির ঘর্ষণ কাকে বলে, গতীয় ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ বলের একক কি, ঘর্ষণের রাশি সম্পর্কিত সকল তথ্য।

চলুন আর দেরি না করে ঘর্ষণ কাকে বলে - ঘর্ষণ এর প্রকারভেদ - ঘর্ষণের সুবিধা ও অসুবিধা, আবর্ত ঘর্ষণ কাকে বলে, প্রবাহী ঘর্ষণ কাকে বলে, স্থির ঘর্ষণ কাকে বলে, গতীয় ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ বলের একক কি, ঘর্ষণের রাশি সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত জেনে নেই।

নিউটনের গতির ১ম সূত্র হতে আমরা জানতে  পারি, বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। মনে করো, একটি বলকে রাস্তায় গড়িয়ে দেওয়া হল। বল প্রয়োগের করার মাধ্যেমে বলটিকে গতিশীল করা হয়  কিন্তু  এটা যখন গতিশীল থাকে,তখন এর উপর সে বল ক্রিয়া করে না। তাহলে বলটি গতিশীল থাকার কথা। কিন্তু আমরা দেখি বলটি কিছু দূরে গিয়ে থেমে যায়। এমনটি ঘর্ষণের জন্য হয়।বল ও রাস্তার পারস্পরিক ঘর্ষণের কারণে ঘর্ষণ বল সৃষ্টি হয়।  এই বল গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

পেজ সূচিপত্রঃ ঘর্ষণ কাকে বলে - ঘর্ষণ এর প্রকারভেদ - ঘর্ষণের সুবিধা ও অসুবিধা

ঘর্ষণ কাকে বলে

দুটি বস্তু পরস্পর যদি স্থির অবস্থায় থেকে একটি বস্তুর অপর একটি  বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল। আর বাধা সৃষ্টির বল কে ঘর্ষণ বল বলে।

আরও পড়ুনঃ সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ঘর্ষণ বল যে সকল উপাদানের উপর  নির্ভরশীল

  • পদার্থের উপর
  •  মিলন তলের প্রকৃতি ও স্বভাবের উপর
  •  মিলন তলের মধ্যবর্তী বায়বীয়  পদার্থের উপর
  • তাপমাত্রার উপর 

ঘর্ষণ এর প্রকারভেদ

ঘর্ষণকে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়।

  • আবর্ত ঘর্ষণ
  • প্রবাহী ঘর্ষণ

গতি আছে কিনা এর উপর ভিত্তি করে ঘর্ষণ কে দুই ভাগে ভাগ করা হয়।  তা-

  • স্থির ঘর্ষণ
  • গতীয় ঘর্ষণ

আবর্ত ঘর্ষণ কাকে বলে?

একটি বস্তু যখন কোন তলের উপর দিয়ে গড়িয়ে চলে, তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলে।

উদাহরণঃ  ফুটবল বা মার্বেল গুলি খেলায়  সময় মাটির উপর দিয়ে গড়িয়ে চলার কারণে যে ঘর্ষণের সৃষ্টি হয় সেই ঘর্ষণ কে  আবর্ত ঘর্ষণ বলতে পারি । 

প্রবাহী ঘর্ষণ কাকে বলে?

কোন গতিশীল বস্তুর তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যেতে চাই বা তরল বা  বায়বীয় পদার্থের গতিপথে একটি বস্তুর স্থির থাকার কারণে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে প্রবাহ ঘর্ষণ বল।

উদাহরণঃ আমরা যদি নদীতে নৌকা চালাই তখন পানি ও নৌকার মধ্যে একটা ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণ কে আমরা প্রবাহী ঘর্ষণ বলতে পারি। 

স্থির ঘর্ষণ কাকে বলে?

কোন বস্তুর ওপর বল প্রয়োগ করার পরে যদি বস্তুটির  পরিবর্তন না ঘটে তবে তা স্থির থাকে আর এই স্থির থাকা অবস্থার কারণে যে ঘর্ষণ বল ক্রিয়া করে সেই ঘর্ষণ কে স্থিত ঘর্ষণ বলে। 

উদাহরণঃ যদি টেবিলের ওপর রাখা একটি বস্তুকে ৫০ নিউটন বল প্রয়োগ করে ডানদিকে টানা হয় এবং তা যদি স্থির থাকে, তবে স্থির অবস্থার ঘর্ষণ বল ৫০ নিউটন কাজ  করবে। এই ঘর্ষণ কে আমরা স্থির ঘর্ষণ বল বলতে পারি।

আরও পড়ুনঃ কিভাবে ইউটিউব চ্যানেল খুলব

গতীয় ঘর্ষণ কাকে বলে?

একটি বস্তুকে বল প্রয়োগ করে টানা হলে প্রস্তুতি চলতে থাকে, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গর্তীয় ঘর্ষণ বলে। 

উদাহরণঃ  যদি টেবিলের ওপর রাখা একটি বস্তুকে ৫০ নিউটন বল প্রয়োগ করে ডানদিকে টানা হয় এবং তা যদি তা চলতে শুরু করে, তবে গতিশীয় অবস্থার ঘর্ষণ বল কাজ করবে। এই ক্ষেত্রে  ৫০ নিউটন এর সমান কাজ করবে না । এই ঘর্ষণ কে আমরা গতীয় ঘর্ষণ বল বলতে পারি।

ঘর্ষণের সুবিধা ও অসুবিধা

ঘর্ষণের সুবিধা

ঘর্ষণ জড়িত বাধা থাকার কারণে আমাদের প্রক্ষে নিচের করা সম্ভব হয় ।

  • গাড়ি থামানো
  • রাস্তায় হাঁটা চলা
  • বেল্ট এর সাইজ যে কোন যন্ত্রপাতি ঘুরানো 
  • দেওয়ালে মই লাগানো
  • হাত দিয়ে কোন কিছু ধরে রাখা
  • দিয়াশলায়ের এর কাঠি জ্বালানো
  • দেওয়ালে পেরেক আটকানো
  •  সেতারে সুর তোলা।

এই ধরনের আরো কাজ আছে যা ঘর্ষণ না থাকার কারণে করা সম্ভব হত না । 

ঘর্ষণের অসুবিধা 

  • মেশিনের যন্ত্রাংশ ক্ষপ্রাপ্ত হয় ।
  • গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করার ফলে গতিশক্তি কমে যায় ।
  • অপ্রয়োজনীয় তাপ উৎপন্ন হওয়ার ফলে শক্তির অপচয় হয়।
  • অনেক সময় বনে আগুন লাগে গাছের ডালের ঘর্ষণের ফলে। 

ঘর্ষণ বলের একক কি?

দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতির বাধা প্রদান করাই ঘর্ষণ। ঘর্ষণ কে এক ধরনের বল কে বুঝায় হয়। 

অতএব, ঘর্ষণ বল জন্যেও এর একক একই থাকবে।

  • এস আই  পদ্ধতি তে ঘর্ষণের একক হল নিউটন।
  • সি জি এস পদ্ধতি তে ঘর্ষণের একক ডাইন। 

ঘর্ষণের রাশি 

ঘর্ষণের মান ও দিক দুটাই রয়েছে। অতএব ঘর্ষণ একটি ভেক্টর রাশি। 

শেষ কথাঃ ঘর্ষণ কাকে বলে - ঘর্ষণ এর প্রকারভেদ - ঘর্ষণের সুবিধা ও অসুবিধা

বন্ধুরা, আজ আমরা ঘর্ষণ কাকে বলে - ঘর্ষণ এর প্রকারভেদ - ঘর্ষণের সুবিধা অসুবিধা নিয়ে একটি পোস্ট তৈরি করেছি। আমাদের এই ঘর্ষণ কাকে বলে - ঘর্ষণ এর প্রকারভেদ - ঘর্ষণের সুবিধা অসুবিধা পোস্টটে ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ এর প্রকারভেদ, ঘর্ষণের সুবিধা অসুবিধা, ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণের রাশি, ঘর্ষণের একক নিয়ে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুনঃ উইন্ডোজ ১০ এর কীবোর্ড শর্টকার্ট সম্পর্কে জানুন

আশাকরি , আমাদের এই ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ এর প্রকারভেদ, ঘর্ষণের সুবিধা অসুবিধা, ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণের রাশি, ঘর্ষণের একক পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। এই ধরনের আরও নতুন পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url