উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট সম্পর্কে জানুন

আমরা অনেকেই নিজেদের ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ ১০ ব্যবহার করি। কিন্তু আবার এমনও অনেক লোক আছি যারা উইন্ডোজ ১০ ব্যবহার করি ঠিকই কিন্তু উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট সম্পর্কে ভালো করে জানি না। তাই আজ আমরা উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব।
চলুন আর দেরি না করে গুরুত্বপূর্ণ কিছু উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।

পেজ সূচিপত্রঃ উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট

কীবোর্ড শর্টকাট কি? | উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট

কীবোর্ড শর্টকাট হল এক ধরনের কোড যা ব্যবহার করলে আপনি খুব সহযেই দ্রুততার সাথে আপনার যেকোন কাজ সম্পাদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ কিছু কী-বোর্ড শর্টকার্ট | উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট

কী-বোর্ডের মাধ্যমে সহযেই কিছু কাজ করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু কী-বোর্ড শর্টকার্ট জেনে নেওয়া দরকার। নিচে কিছু গুরুত্বপূর্ণ কী-বোর্ড শর্টকার্ট দেওয়া হল-
  • Ctrl + A (Ctrl + A ব্যবহার করে আমরা খুব সহজেই একটি পুরো কন্টেন্ট সিলেক্ট করতে পারি।)
  • Ctrl + C (যে কোন কিছু কপি করতে Ctrl + C ব্যবহার করা হয়।)
  • Ctrl + X (কোন বাল্য কা কন্টেন্ট কাট করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা Ctrl + X ব্যবহার করি।)
  • Ctrl + Z (ভুল করে কেটে ফেলা বা চলে যাওয়া কোন কিছু ফিরে পেতে বা আন্ডু করতে Ctrl + Z ব্যবহার করা হয়।)
  • Ctrl + Y (আন্ডু করা লিখা বা অন্য কিছু আবার আগের জায়গায় নিয়ে যেতে বা রিডু করতে Ctrl + Y ব্যবহার করা হয়।)
  • Ctrl + Shift + N (যেকোন ফাইল যেকোন জায়গায় খুলতে হলে Ctrl + Shift + N ব্যবহার করা হয়।)ও
  • Ctrl + D (কোন কিছু খুব সহজেই ডিলিট করার জন্য Ctrl + D ব্যবহার করা হয়। Ctrl + D চেপে ডিলিট করলে সেটি রিসাইকেল বিনে জমা হবে।)
  • Shift + Delete (কোন ফাইল, ছবি যদি আপনি একদম ডিলিট করতে চান এবং আপনি যদি চান ডিলিট করা ফাইল্টি রিসাইকেল বিনে জমা হবে না তাহলে আপনি Shift + Delete ব্যবহার করতে পারেন। )
  • F2 (যেকোন ফাইলের নাম চেঞ্জ করতে বা রিনেম করতে F2 ব্যবহার করা হয়।)ও
  • ESE (যে কোন ধরনের এপ্লিকেশন থেকে সহযেই বা একটি ক্লিকে বের হতে চাইলে ESE ব্যবহার করুন।)
  • PrtScn (এই অপ্সহনের মাধ্যমে আপনি কী-বোর্ড থেকে স্ক্রীনশর্ট নিতে পারবেন। )
  • Windows key + I (সরাসরি সেটিংসে প্রবেশ করতে Windows key + I ব্যবহার করা হয়।)
  • Windows key + D (ডিসপ্লে এবং ডেস্কটপ হাইড করতে Windows key + D ব্যবহার করা হয়)
  • Windows key + Period (.) or semicolon (;) (ইমুজি প্যানেল ওপেন করতে Windows key + Period (.) or semicolon (;) ব্যবহার করা হয়)
  • Windows key (or Ctrl + Esc) (সরাসরি স্টার্ট মেনুতে যেতে Windows key (or Ctrl + Esc) ব্যবহার করা হয়)
  • Shift + Click app button (টেক্সট বার থেকে আমাদের অন্য একটি এপ খুঁজার জন্য Shift + Click app button ব্যবহার করা হয়)
  • Ctrl + Shift + Arrow key (ব্লক এর মধ্যে সকল টেক্সট গুলোকে সিলেক্ট করে নিতে Ctrl + Shift + Arrow key ব্যবহার করা হয়)
  • Windows key + S ( or Q) (যেকোনো সার্চ উইন্ডো বের  করতে Windows key + S ( or Q) ব্যবহার করা হয়)

Firefox এবং Google chrome browser শর্টকাট | উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট

Firefox এবং Google chrome browser এ ব্যবহার করা কিছু কী-বোর্ড শর্টকার্ট সম্পর্কে জানুন। নিচে Firefox এবং Google chrome browser শর্টকার্ট দেওয়া হল-
  • Alt +Left arrow (পিছনে যাওয়ার জন্য Alt +Left arrow ব্যবহার করা হয়।)
  • Alt +Right arrow (আগে যাওয়ার জন্য Alt +Right arrow ব্যবহার করা হয়।)
  • F5 (পেজ reload করার জন্য F5 ব্যবয়ার করা হয়।)
  • F11 (Full screen এবং regular স্ক্রিন বাছাই করার জন্য F11 ব্যবহার করা হয়।)
  • ESC (পেজ load হওয়ার থেকে বাধা দিতে ESC ব্যবহার করা হয়।)
  • Ctrl+Shift+Delete (ব্রাউজার হিস্ট্রি ডিলিট করার জন্য Ctrl+Shift+Delete ব্যবহার করা হয়।)
  • Ctrl+D (যেকোনো ওয়েবসাইট বুকমার্ক করার জন্য Ctrl+D ব্যবহার করা হয়।)
  • Ctrl +Shift+B (আগের থেকে থাকা bookmark করা site গুলোকে ডিসপ্লে করার জন্য Ctrl +Shift+B ব্যবহার করা হয়।)
  • Ctrl+J (ব্রাউজারের ডাউনলোড উইন্ডো খোলার জন্য Ctrl+J ব্যবহার করা হয়।)
  • Ctrl+N (ব্যবহার করা ব্রাউজারে নতুন করে আরেকটা ব্রাউজার ওপেন করার জন্য Ctrl+N ব্যবহার করা হয়।)
  • Ctrl+P (বর্তমানে ওপেন থাকা পেজ প্রিন্ট করার জন্য Ctrl+P ব্যবহার করা হয়।)
  • Ctrl+T (নতুন ট্যাব ওপেন করতে Ctrl+T ব্যবহার হয়।)
  • Ctrl+W (ওপেন থাকা ট্যাব বন্ধ করার জন্য Ctrl+W ব্যবহার হয়।)
  • Ctrl+Shift+T (বন্ধ করা ট্যাব আবার ফিরে পেতে Ctrl+Shift+T ব্যবহার করা হয়।)
  • Ctrl+Tab (ওপেন করা ট্যাব গুলিতে তাড়াতাড়ি যাওয়ার জন্য Ctrl+Tab ব্যবহার করা হয়।) 

শেষ কথাঃ উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট

বন্ধুরা, আজ আমরা উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট নিয়ে একটি পোস্ট তৈরি করেছি। আমাদের এই উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট পোস্টে উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট, Firefox এবং Google chrome browser শর্টকাট, গুরুত্বপূর্ণ কিছু কী-বোর্ড শর্টকার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আশাকরি, আমাদের এই উইন্ডোজ-১০ এর কীবোর্ড শর্টকাট পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। এই ধরনের আরও পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url